22/12/2023
তুমি এমন কিছু আশা করবে না যা তোমার নাগালের বাইরে। তুমি তোমার নাগালের বাইরে আশা করলে সেটা হবে দুরাশা। দুরাশাটা করতে নেই। আশা করবে যা তোমার ক্ষমতার ভেতরে আছে। যা তুমি অর্জন করতে পারবে। যা তুমি গ্রহণ করতে পারবে। ঔইটুকু আশা নিয়েই মানুষ বাচে। জীবনে অনেক কিছুর দরকার পড়ে না। সুখী থাকার জন্য নিজে যদি নিজেকে নিয়ে ভালো থাকতে পারো তাহলে তুমি পৃথিবীর সবথেকে সুখী মানুষ ❤️🥀🌺