Urmi's Creations

Urmi's Creations Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Urmi's Creations, Digital creator, Station Road, Dhaka.

06/09/2022

আশায় বাঁচে চাষা

"বর্তমানে একটি ট্রেন্ড চালু হয়েছে, মানুষ স্পষ্ট হারাম কাজে জড়িয়ে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে ও সাহায্য কামনা করে...
01/09/2022

"বর্তমানে একটি ট্রেন্ড চালু হয়েছে, মানুষ স্পষ্ট হারাম কাজে জড়িয়ে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে ও সাহায্য কামনা করে! "

যেমন:
০১. আলহামদুলিল্লাহ আমার মেয়ে বাংলাদেশী আইডলে চান্স পেয়েছে। "ইনশাআল্লাহ" এবার রিসিপশনের জব হয়ে যাবে।

০২. ফেসবুক, ইস্টাগ্রামে মেয়েরা নিজেদের হিজাব ওয়ালা/হিজাব বিহীন ছবি দিয়ে সাথে কুরআনের আয়াতও পোস্ট করে...আল্লাহ আমার জন্য যথেষ্ট/ তিনি তাকওয়াপূর্ণ ব্যক্তিদের পছন্দ করেন।

০৩. মাশাআল্লাহ আন্টি আপনার মেয়ে তো দারুন নাচতে পারে।

০৪. হ্যা "আলহামদুলিল্লাহ" স্কুলের ড্যান্স প্রতিযোগিতায় সে প্রথম হয়েছে।

০৫. এক ছেলে কলিগের স্ত্রীকে ইঙ্গিত করে ভাবি, আর বইলেন না আপনি যা সুন্দর "মাশাআল্লাহ।"

০৬. ইনশাআল্লাহ এবার যদি আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতে, তাহলে আমি নামায শুরু করবো।

০৭. মাশাআল্লাহ আপনার ছেলের গায়ে হলুদের অনুষ্ঠান দারুন হয়েছিলো। যা ড্যান্স করেছি জোয়ান বুড়ো সবাই। হ্যাঁ "দোআ" করবেন দ্বিতীয় ছেলেটার বিয়েও যেনো এমনভাবে পালন করতে পারি।

০৮. ছেলে মেয়ে মিক্স ফ্রেন্ড সার্কেল কে উদ্দেশ্য করে, আলহামদুলিল্লাহ আমরা ফ্রেন্ডসরা খুব হেল্পফুল।

০৯. মাশাআল্লাহ তোমাকে তো এমনেই সুন্দর দেখায়, দাড়ি রাখবে কেনো।

১১. মাশাআল্লাহ আমার মেয়ে এতটাই সুন্দরী যে, সব মানুষ ওর দিকে তাকিয়ে থাকে।

১২. আমাদের রিলেশনের ৬ বছর কেটে গেলো আলহামদুলিল্লাহ। দোআ করবেন যেনো আমরা বফ/গফ এভাবেই সবসময় পাশে থাকি।

১৩. এক আঙ্কেল এসে বললো, শুনছো অমুক ভাইয়ের ছেলের তো আল্লাহর রহমতে খ্রিষ্টান মিশনারিতে চাকরি হয়ে গেছে। গাড়ি এসে তাকে নিয়ে যায়।

দা-জ্জালের একপাশে থাকবে জান্নাত আরেকপাশে থাকবে জাহান্নাম। আমরা দা-জ্জালের জান্নাতকেই আল্লাহর নিয়ামত মনে করতেছি। এখনি আমাদের এই অবস্থা, না জানি দা-জ্জালের আগমনে কি হবে আমাদের।

আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক, আ-মীন🤲

Urmi's Creations

মন্দ মৃত্যু নয় আল্লাহ আমাদের ইমানী মৃত্যু দান করুন আমীন
31/08/2022

মন্দ মৃত্যু নয় আল্লাহ আমাদের ইমানী মৃত্যু দান করুন আমীন

আল্লাহ আমাদের কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন আমীন
30/08/2022

আল্লাহ আমাদের কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন আমীন

জেনে রাখুন আর‌ দৈনন্দিন জীবনে কাজে লাগানUrmi's Creations
28/08/2022

জেনে রাখুন আর‌ দৈনন্দিন জীবনে কাজে লাগান
Urmi's Creations

এই স্টাটাস টা কি আপনি বসে পড়ছেন? না দাঁড়িয়ে?বসে থাকলে এবং সেটা যদি অনেকক্ষণের জন্য হয় তাহলে জানবেন নিজের অজান্তেই নি...
27/08/2022

এই স্টাটাস টা কি আপনি বসে পড়ছেন? না দাঁড়িয়ে?
বসে থাকলে এবং সেটা যদি অনেকক্ষণের জন্য হয় তাহলে জানবেন নিজের অজান্তেই নিজের ক্ষতি করছেন। কেন জানেন?
কারণ স্রষ্টা আপনার দেহটাকে বানিয়েছেন চলার জন্যে, বসে থাকার জন্য নয়।
আমাদের দেহে আছে ৩৬০ টি জয়েন্ট এবং ৭০০টি পেশির হাড়। যার মূল উদ্দেশ্য হলো ইচ্ছে মতো দেহকে নড়াচড়া করা। অসাধারণ এই সুন্দর গঠনের কারণে আমরা গ্ৰ্যাভিটির বিপরীতে ও সোজা হয়ে সুন্দরভাবে দাঁড়াতে পারি। দেহের সচলতার উপর‌ নির্ভর করে রক্ত‌ চলাচল কত ভালো হবে। একই কথা প্রযোজ্য মাসেলের ক্ষেত্রে ও। নড়াচড়ার সুবিধার জন্য চামড়া ইলাস্টিকের মতো নমনীয়। University of Alberta যুগান্তকারী গবেষণায় জানা যায় বেশি বসে থাকার কারণে মেরুদন্ডের পেশির, জয়েন্টের ও লিগামেন্ট এর ক্ষয় হয়। পেশির ওপরে অতিরিক্ত চাপ পড়ে।‌ বুকের খাঁচা‌ সংকুচিত হয়ে থাকে, ফলে ফুসফুসের প্রসারণ ক্ষমতা কমে যায়। ফলে অক্সিজেন সরবরাহ কম হয়। কমে যায় রক্তে অক্সিজেনের প্রবাহ। বসে থাকার ফলে স্নায়ু,ধমনি ও শিরায় চাপ পড়ে ব্লক সৃষ্টি হতে পারে। আমাদের অসাড় অনুভব হয়। রক্ত প্রবাহ কমে যাওয়ায় ফলে হাত পা ফুলে যায়। লম্বা সময় ধরে বসে থাকলে রক্তে লাইপোপ্রোটিন, লাইপেজ কমে যায়( বিশেষ এক এনজাইম যা রক্তের ফ্যাট ও চবি ধ্বংস করে)। বেশিক্ষণ বসে থাকলে মনযোগ ধরে রাখার ক্ষমতা কমে যায়। ঝুঁকি বাড়ে ক্যান্সার ও হৃদরোগের। ডায়াবেটিস,কিডনি ও লিভারের নানা রকম সমস্যা দেখা দেয়। পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের অকাল মৃত্যর শতকরা ৯০% ঘটে শারীরিক নিস্কীয়তার কারণে। অতএব আমাদের এই আপাত নিরীহ অভ্যাস ত্যাগ করা অত্যন্ত জরুরি।
Urmi's Creations

26/08/2022

আস্তাগফিরুল্লাহ👇

26/08/2022

মেধাশক্তি বাড়ানোর ১৫ টি খাবার 👇👇

Address

Station Road
Dhaka
3333

Website

Alerts

Be the first to know and let us send you an email when Urmi's Creations posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share