08/10/2025
দুনিয়া দারি একদিকে এই মানুষের বউ কে ভালোবাসা আরেকদিকে। সবার বিপক্ষে সে যেতে পারে শুধু মাত্র আমার জন্য 🥹 সে জানে বউকে ভালোবেসে কিভাবে আগলে রাখতে হয়, বউ এর হাসি মুখ কিভাবে যত্নে রাখতে হয় আর । বউকে ভালোবাসে বলেই কিছু কিছু মানুষ আজকাল পিঠ পিছে ষড়যন্ত্র করতেও ছাড়ে না। মহিলা সমাজ মিটিং বসিয়ে কুল পায় না, তারা বুঝতে পারে না বউকে এত ভালোবাসার কি আছে । আমরা কোন কিছুতে না থেকেও হট টপিকে থেকে যাই শুধুমাত্র “দীপ তার বউ কে এতো ভালোবাসার কারণ কি?দিনশেষে সেই মহিলা সমাজ কে বলবো, নিজের স্বামী কে বলুন ভালোবাসতে, নাহয় এভাবে জ্বলবেন আর লুচির মত ফুলবেন 🫢