মানবতার ভেলা

মানবতার ভেলা ক্ষুধার রাজ্যে পৃথিবী-গদ্যময়ঃ
পূর্ণিমা-চাঁদ যেন ঝল্‌সানো রুটি।।

(সুকান্ত ভট্টাচার্য)
(21)

01/02/2025

৫ মাস আগেও যাদের পেছনে পাঁচজন কর্মী ছিল না, আজ তাদের পেছনে 5000 কর্মী ঘুরে।

অন্যদিকে যাদের পেছনে 5000 কর্মী ছিল,তাদের পেছনে আজ পাঁচ জনও নেই।
ইতিহাস ভুলে গেলে তাদেরকেও দৌড়ানি খেয়ে পালাতে হবে।

03/05/2024

আলহামদুলিল্লাহ

16/07/2023

"আঁশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু,

আমার ক্ষুধার অন্ন তা' বলে বন্ধ করোনি প্রভু"
(কাজী নজরুল ইসলাম)

মেঘের আড়ালে যেমন চিরযৌবনা সূর্য লুকিয়ে থেকে পুনরায় জ্যোতি ছড়ায়,তেমনি সাময়িক দুঃখ কষ্টের পর আবারও সুখের আলো প্রস্ফুটিত ...
27/05/2023

মেঘের আড়ালে যেমন চিরযৌবনা সূর্য লুকিয়ে থেকে পুনরায় জ্যোতি ছড়ায়,তেমনি সাময়িক দুঃখ কষ্টের পর আবারও সুখের আলো প্রস্ফুটিত হয়।

26/05/2023

জুম্মা মুবারক

01/05/2023

যারা নিজেদের পরিবারের মুখে একমুঠো অন্ন তুলে দিতে প্রতিনিয়ত মাথার ঘাম পায়ে ফেলে দুর্নিবার লড়াই করে যাচ্ছেন,তারাই প্রকৃত জীবনযোদ্ধা।তাদের এই যুদ্ধক্ষেত্র আরেকটু সহজতর করা মালিক নামক প্রভুদের নৈতিক দায়িত্বও বটে।বছরান্তে এই দিনটি একটু পাতলা খিচুড়ি আর লাল ব্যানার দিয়ে ছোট্ট মিছিলে সীমাবদ্ধ না থেকে দিনমজুর তার ন্যায্য অধিকার ফিরে পাক,এই প্রত্যাশা করি।
১লা মে,
আন্তর্জাতিক শ্রমিক দিবস সফল হোক, সার্থক হোক।

21/04/2023

ইদ মুবারক।

07/04/2023

আজকের বিকট আওয়াজে কান ঠিক আছে তো?

07/04/2023

গোপন পাপ মানুষকে ধীরে ধীরে অধঃপতনের দিকে নিয়ে যায়...

06/04/2023

বড় কাকা আব্বুকে ঠকিয়ে ২ বিঘা জমি লিখে নিয়েছিল।

বঙ্গবাজার আজ তার সবকিছু কেড়ে নিল।
#নিয়তি

15/02/2023

অনেক সুন্দর গোছালো একটা পেইজ আপনার। শুভকামনা আপনার পেইজের জন্য ❤️

23/01/2023

অনেক সুন্দর একটা পেইজ। সবাই সাপোর্ট করে পাশে থাকবেন।

Address

Dhaka

Telephone

+8801316253852

Website

Alerts

Be the first to know and let us send you an email when মানবতার ভেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মানবতার ভেলা:

Share

Category