
17/07/2022
কিভাবে আপনার প্রতিষ্ঠানের জন্য ব্র্যান্ডিং করবেন?
এই পোস্ট টি একমাত্র F-commerce ভিত্তিক উদ্যোক্তার জন্য যারা নিজের বিজনেস কে ব্র্যান্ডিয়ের মাধ্যমে সেরা স্থানে নিয়ে যেতে চাচ্ছেন।
প্রথমে জেনে নিন
ব্র্যান্ডিং আসলে কিভাবে কাজ করে?
ব্র্যান্ডিং মানে শুধু প্রতিষ্ঠান বা প্রোডাক্টের লোগো বা নামকে চেনানো নয়। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। প্রতিনিয়ত আপনার চোখের সামনে বিভিন্ন বিজ্ঞাপন আসে। সামাজিক মেলামেশাতেও অনেক প্রোডাক্টের নাম শুনে থাকেন আপনি। এগুলো ব্র্যান্ডিংয়ের মধ্যে পড়ে। এছাড়া প্রোডাক্ট প্যাকেজিংয়ের ধরন বা প্রোডাক্ট ব্যবহারের অভিজ্ঞতাও ব্র্যান্ডিং!
একটা উদাহরণ দেয়া যাক। আপনাকে কয়েকটি সাবানের ব্র্যান্ডের নাম বলতে বলা হলে এর মধ্যে ‘লাক্স’ সাবানের নাম থাকার সম্ভাবনা অনেক। আবার আপনি জানেন যে, এর সাথে ত্বকের সৌন্দর্য রক্ষার সম্পর্ক রয়েছে। এ ধারণাটি লাক্স সাবানের ব্র্যান্ডিংয়ের একটি অংশ।
(রেফারেন্স - কারিয়ারকি)
✅কিভাবে নিজের প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং করবেন?
যেহেতু আপনি সবে মাত্র ফেসবুক ভিত্তিক বিজনেস করছেন তাই এই কয়েকটি স্টেপ আপনি অনুসরণ করতে পারেন।
১.নিজের প্রতিষ্ঠানের নামে Domain registration করে রাখা (কেবল বাংলাদেশ ভিত্তিক বিজনেস হলে. Com.bd কিংবা. Com নিতে পারেন।com - (৯৫০- ১০৫০) টাকার মধ্যেই পেয়ে যাবেন।
আর. Com.bd ( BTCL থেকে নিতে হবে তার জন্য ট্রেড লাইসেন্স বাধ্যতামুলক থাকতে হবে এবং কিছু প্রসেস শেষ করে সর্বনিম্ন ২ বছর হিসেবে registration করতে পারবেন।)
2. আপনার গ্রাহক / কাস্টমারকে Invoice দিতে পারেন।
( online এ এমন হাজার হাজার ফ্রি টুল আছে যার সাহায্যে ফ্রি invoice তৈরি করতে পারবেন)
3.প্রথমে ব্র্যান্ড নন মাস্কিং sms দিয়ে শুরু করতে পারেন।
কোন কাস্টমার কোন পণ্য ক্রয় করলে তাকে আপনি sms এ জানিয়ে দিতে পারবেন। কিংবা কোন অফার/ promotion এ ব্যবহার করতে পারবেন।
৪.নিজের প্রতিষ্ঠানের নামে Gmail/ brand e-mail account করে নিবেন।
এতে আপনার প্রথম দিকে কাস্টমারকে support এ ব্যবহার করতে পারবেন।
৫.Whatsapp My business এ আপনার প্রতিষ্ঠানের নামে account খুলে নেওয়া।
এতে আপনার কাস্টমারকে আপনি সহজে রিচ করতে পারবেন এবং support এর ক্ষেত্রে ভিডিও কল/ অডিও কলে যোগাযোগ করতে পারবেন।
আশা করি, একজন ফেসবুক ভিত্তিক উদ্যোক্তা সহজে তার প্রতিষ্ঠানের জন্য ব্রান্ডিং আজকে থেকেই শুরু করতে পারবে ♥