
24/10/2023
🌹🌹অবহেলা মানুষকে শিক্ষা দেয়,কিভাবে পরবর্তীতে জীবনটাকে কিভাবে গুছাইয়া নিতে হয় আর মানুষ চিনতে সাহায্য করে।। সামনের দিকে এগিয়ে যাবার সময় কতো কিছুই হারাইতে হইছে আমাকে তা শুধু আমিই জানি।।জীবন থেকে হারাইয়া গেছে কত প্রিয়জন,প্রিয় মানুষ,প্রিয় জিনিস, সাথে আছে আমার হতভাগ্য জীবন।। তবু্ও আমি হেরে যেতে চাই না,বাকী জীবনটা কোনোরকমে পার করে দিতে চাই আর ঐসব কাছের কিছু প্রিয়মানুষদের কে বলতে চাই আমি এখনও হেরে যায়নি।। সব প্রিয় জিনিস,, মানুষ,, ছারাই আমি অনেক বেশি ভালো আছি আর সামনে ও থাকবো।।শুধু রয়ে যাবে সেই মধুর কিছু মেমোরি আর কিছু প্রিয় কিছু বেইমান মানুষের বেইমানির কথা।।এখন বাকী জীবনটা সবধরনের বেইমান মানুষের কাছে থেকে দুরে থাকার চেষ্টা করবো।।কারণ সব হারানো মানুষ আর কিছুই হারানো চিন্তা না।।🌹🌹