
02/02/2023
মেট্রোরেলের পর এবার উদ্ধোধন পাতাল রেল।
মেট্রোরেলের পর এবার উদ্ধোধন হতে যাচ্চে পাতাল রেল, দেশের প্রথম পাতাল মেট্রো রেললাইন কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত ২০ কিলোমিটার নির্মান হবে মাটির নিচ দিয়ে। এই রুটে ষ্টেশন থাকবে মোট ১২টি। আর নতুন বাজার থেকে পূর্বাচলের নারায়নগঞ্চের পিতলগঞ্জ পর্যন্ত ১১.৩ কিলোমিটার হবে উড়াল পথে, আর এ রুটে ষ্টেশন থাকবে ৯টি। এরই মধ্যে নারায়নগঞ্জের পিতলগঞ্জে মেট্রোরেলের ডিপো নির্মানের জন্য ঠিকাদারী প্রতিষ্টানের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে। এই প্রকল্পটি ২ভাগে বিভক্ত যার একটি কমলাপুর থেকে বিমান বন্দর পর্যন্ত, আরেকটি নতুনবাজার থেকে পূর্বাচল হয়ে নারায়নগঞ্জের পিতলগঞ্জ পর্যন্ত। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত সম্পূর্ন মাটির নিচ দিয়ে চলবে রেল। এই রুট টি প্রায় ২০ কিলোমিটার দৈর্ঘের, এই রুটে ১২টি ষ্টেশন হল বিমানবন্দর, বিমানবন্দর টার্মিনাল ৩, খিলক্ষেত, নর্দা, নতুন বাজার, উত্তর বাড্ডা, বাড্ডা, হাতিরঝিল পূর্ব, রামপুরা, মালিবাগ, রাজারবাগ, কমলাপুর। আর পূর্বাচল রুটে নতুন বাজার ষ্টেশনটি হবে পাতালে, নতুন বাজার থেকে পূর্বাচল হয়ে নারায়নগঞ্জ পিতলগঞ্জের মোট ১১.৩কিলোমিটার হবে উড়াল পথে। এই রুটে হবে ৯টি ষ্টেশন, এগুলো হল, নতুন বাজার, নর্দা, জোয়ার সাহারা, বোয়ালিয়া, মস্তুল, শেখ হাসিনা ক্রিকেট ষ্টেডিয়াম, পূর্বাচল সেন্ট্রাল, পূর্বাচল পূর্ব, পূর্বাচল টার্মিনাল, সর্বশেষ পিতলগঞ্জ ডিপো।