আজকের সম্ভাবনা

আজকের সম্ভাবনা This is a Trusted News & Media Page in Bangladesh.

মেট্রোরেলের পর এবার উদ্ধোধন পাতাল রেল। মেট্রোরেলের পর এবার উদ্ধোধন হতে যাচ্চে পাতাল রেল, দেশের প্রথম পাতাল মেট্রো রেললাই...
02/02/2023

মেট্রোরেলের পর এবার উদ্ধোধন পাতাল রেল।

মেট্রোরেলের পর এবার উদ্ধোধন হতে যাচ্চে পাতাল রেল, দেশের প্রথম পাতাল মেট্রো রেললাইন কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত ২০ কিলোমিটার নির্মান হবে মাটির নিচ দিয়ে। এই রুটে ষ্টেশন থাকবে মোট ১২টি। আর নতুন বাজার থেকে পূর্বাচলের নারায়নগঞ্চের পিতলগঞ্জ পর্যন্ত ১১.৩ কিলোমিটার হবে উড়াল পথে, আর এ রুটে ষ্টেশন থাকবে ৯টি। এরই মধ্যে নারায়নগঞ্জের পিতলগঞ্জে মেট্রোরেলের ডিপো নির্মানের জন্য ঠিকাদারী প্রতিষ্টানের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে। এই প্রকল্পটি ২ভাগে বিভক্ত যার একটি কমলাপুর থেকে বিমান বন্দর পর্যন্ত, আরেকটি নতুনবাজার থেকে পূর্বাচল হয়ে নারায়নগঞ্জের পিতলগঞ্জ পর্যন্ত। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত সম্পূর্ন মাটির নিচ দিয়ে চলবে রেল। এই রুট টি প্রায় ২০ কিলোমিটার দৈর্ঘের, এই রুটে ১২টি ষ্টেশন হল বিমানবন্দর, বিমানবন্দর টার্মিনাল ৩, খিলক্ষেত, নর্দা, নতুন বাজার, উত্তর বাড্ডা, বাড্ডা, হাতিরঝিল পূর্ব, রামপুরা, মালিবাগ, রাজারবাগ, কমলাপুর। আর পূর্বাচল রুটে নতুন বাজার ষ্টেশনটি হবে পাতালে, নতুন বাজার থেকে পূর্বাচল হয়ে নারায়নগঞ্জ পিতলগঞ্জের মোট ১১.৩কিলোমিটার হবে উড়াল পথে। এই রুটে হবে ৯টি ষ্টেশন, এগুলো হল, নতুন বাজার, নর্দা, জোয়ার সাহারা, বোয়ালিয়া, মস্তুল, শেখ হাসিনা ক্রিকেট ষ্টেডিয়াম, পূর্বাচল সেন্ট্রাল, পূর্বাচল পূর্ব, পূর্বাচল টার্মিনাল, সর্বশেষ পিতলগঞ্জ ডিপো।

চালু হলো মেট্রোরেলের পল্লবী ষ্টেশনগত ২৮ ডিসেম্বর ২০২২ইং সালে উদ্বোধন হয়েছে বাংলাদেশের প্রথম বৈদ্যুতিক মেট্রোরেল সার্ভিস।...
31/01/2023

চালু হলো মেট্রোরেলের পল্লবী ষ্টেশন

গত ২৮ ডিসেম্বর ২০২২ইং সালে উদ্বোধন হয়েছে বাংলাদেশের প্রথম বৈদ্যুতিক মেট্রোরেল সার্ভিস। উদ্বোধনের পর থেকে শুধু মাত্র উত্তরা দিয়াবাড়ীর উত্তরা উত্তর ষ্টেশন থেকে আগারগাও পর্যন্ত চলাচলের জন্য নির্ধারিত ছিল মেট্রোরেল। উত্তরা উত্তর থেকে আগারগাও পর্যন্ত মোট ৯টি ষ্টেশন রয়েছে। অর্থ্যাৎ উত্তরা উত্তর থেকে মেট্রোরেল সরাসরি আগারগাও পর্যন্ত চলাচল করলেও মাঝের ৭টি ষ্টেশন গুলোতে দাড়াতো না। তাই যাত্রী সাধারণের কথা ছিন্তা করে বর্তমানে মেট্রোরেলের পল্লবী ষ্টেশনটি খুলে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকী ষ্টেশন গুলোও খুলে দেয়া হবে। মেট্রোরেল এখন প্রতিদিন সকাল ৮টা ৩০মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলাচল করছে। আগামী ফেব্রুয়ারীর শেষ দিকে মিরপুর ১০ এর মেট্রোষ্টেশনটিও খুলে দেয়ো হবে। যাত্রীদের অভ্যস্ত করতে বর্তমানে মেট্রোরেল কর্তৃপক্ষ এখনো সীমিত পরিসরে মেট্রোরেল পরিচালনা করছে। ধীরে ধীরে যাত্রীরা যখন মেট্রোরেল এর অভ্যস্থ হবে তখন উত্তরা উত্তর ষ্টেশন থেকে আগারগাও পর্যন্ত সবগুলো ষ্টেশন খুলে দেয়া হবে।

Happy New Year to all my viewers. Stay blessed, and stay happy.........🥰🥰🥰.
01/01/2023

Happy New Year to all my viewers. Stay blessed, and stay happy.........🥰🥰🥰.

জীবনকে সহজ করার ৩টি সহজ উপায় কি?আমরা যদি আমাদের জীবনকে খুব সহজ থেকে সহজতর করতে পারি, তাহলে বড় বড় বিপদগুলো থেকে মুক্তি...
29/12/2022

জীবনকে সহজ করার ৩টি সহজ উপায় কি?

আমরা যদি আমাদের জীবনকে খুব সহজ থেকে সহজতর করতে পারি, তাহলে বড় বড় বিপদগুলো থেকে মুক্তি পেতে পারি। এর জন্য আমাদেরকে জানতে হবে কিছু কৌশল।

নিচে ৩টি সহজ কৌশল আপনাদের সামনে শেয়ার করছি, যা আপনাদের বাস্তব জীবনকে অনেকটাই নিরাপদ রাখবে।

1️⃣ না বলার টেকনিক জানতে হবে:

আমরা অনেকের না বলতে পারিনা। আপনার কাছে না বলতে খুব কষ্ট হয়? তাহলে সরাসরি “না” না বলে, প্রশ্ন করুন। এভাবে প্রশ্ন করতে পারেন “ আমি যদি না বলি আপনার কি খুব খারাপ লাগবে?”

খুব কম মানুষেই বলবে যে, হ্যাঁ আমার খারাপ লাগবে। এভাবেই টেকনিকটা ব্যবহার করতে পারেন তাহলে বড় বড় বিপদ গুলো থেকে মুক্তি পেতে পারেন।

2️⃣ অভাব জাতীয় কোন জিনিস কেনার জন্য ৩০ দিন অপেক্ষা করুন:

অভাব জাতীয় যেকোনো জিনিস কেনার জন্য যদি খুব ইচ্ছা তৈরি হয়ে যায়, তাহলে কমপক্ষে কষ্ট করে হলেও ৩০ দিন অপেক্ষা করার চেষ্টা করুন তারপর নিজেকে প্রশ্ন করুন, আমি যেটি কিনতে চেয়েছিলাম সেটা কি আসলেই আমার দরকার ছিল?

বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় -না, দরকার ছিল না। এই গোল্ডেন নিয়মটি মেনে চলুন।

3️⃣ বর্তমানকে ফোকাস করুন:

হতাশা এবং উদ্বিগ্ন এ দুটো জিনিস তৈরি হয় অতীত এবং ভবিষ্যৎ কে ঘিরে। তাই সবথেকে বেশি চেষ্টা করুন বর্তমানে আপনি কি করছেন সেটার ওপর পুরোপুরি ফোকাস দিতে? এতে আপনি অল্প সময়ে সব থেকে বেশি কাজ করতে পারবেন এবং আপনার ভিতরে হতাশা এবং উদ্বিগ্ন কাজ করবে না।

পাশে থাকার জন্য ধন্যবাদ।

সত্যিকারের_ধনীএকবার এক লোক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটসকে জিজ্ঞাসা করেছিলেন, "পৃথিবীতে তোমার চেয়ে ধনী আর কেউ আছ...
28/12/2022

সত্যিকারের_ধনী

একবার এক লোক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটসকে জিজ্ঞাসা করেছিলেন, "পৃথিবীতে তোমার চেয়ে ধনী আর কেউ আছে কি?"

বিল গেটস জবাব দিয়েছিল, "হ্যাঁ, এমন একজন আছেন যিনি আমার চেয়েও ধনী”।

তারপর তিনি একটি গল্প বললেন।

“এই সময়টি ছিল যখন আমি ধনাঢ্য বা বিখ্যাত ছিলাম না।

“একবার নিউইয়র্ক বিমান বন্দরে একজন সংবাদপত্র বিক্রেতার সাথে আমার সাক্ষাত হলো।’’

“আমি একটি সংবাদপত্র কিনতে চেয়েছিলাম কিন্তু দেখেছি আমার কাছে যথেষ্ট টাকা নেই। তাই আমি কেনার সিদ্ধান্ত ছেড়ে পেপারটি বিক্রেতার কাছে ফিরিয়ে দিয়েছিলাম।

“আমি তাকে আমার অবস্থার কথা বলেছি। বিক্রেতা বললেন, ‘আমি আপনাকে বিনামূল্যে দিচ্ছি।’ আমি পত্রিকাটি নিয়েছিলাম।

“দুই থেকে তিন মাস পরে, আমি একই বিমান বন্দরে আবার অবতরণ করেছি এবং কাকতালীয়ভাবে আবারও সেই পত্রিকা বিক্রেতার সাথে দেখা হলো। বিক্রেতা আমাকে আজও একটি পত্রিকা অফার করলেন। আমি অপারগতা প্রকাশ করেছিলাম এবং বলেছিলাম যে আমি এটি নিতে পারি না কারণ এখনও আমার পরিবর্তন আসেনি। তিনি বললেন, ‘আপনি এটি নিতে পারেন, আমি এটি আমার লাভাংশ থেকে আপনাকে দিচ্ছি, আমার ক্ষতি হবে না’। বিক্রেতার আগ্রহে আমি পত্রিকাটি নিয়েছিলাম।

“ঐ ঘটনার ১৯ বছর পরে আমি বিখ্যাত এবং মানুষের কাছে পরিচিত হয়ে উঠি। হঠাৎ একদিন মনে পড়ে গেল সেই পত্রিকা বিক্রেতার কথা। আমি তাকে খুঁজতে শুরু করে দিলাম এবং প্রায় দেড় মাস অনুসন্ধানের পরে আমি তাকে খুঁজে পেলাম।

“আমি তাকে জিজ্ঞাসা করলাম,‘ আপনি কি আমাকে চেনেন? ’তিনি বলেছিলেন,‘ হ্যাঁ, আপনি বিল গেটস। ’

“আমি তাকে আবার জিজ্ঞাসা করলাম,‘ আপনার কি মনে আছে একবার আমাকে বিনামূল্যে একটি পত্রিকা দিয়েছিলেন? ’

“বিক্রেতা বললেন,‘ হ্যাঁ, মনে আছে। আপনাকে দু’বার দিয়েছি। ’

আমি বললাম,‘ আপনি যে আমাকে বিনামূল্যে পত্রিকা দিয়েছিলেন তা আমি ফিরিয়ে দিতে চাই। আপনি আপনার নিজের জন্য যা চান বলুন? আমি এটি পূরণ করব। ’'

“বিক্রেতা বললেন,‘ স্যার, আপনি এমন কিছু দিতে পারবেন না, যা আমার সাহায্যের সমান হবে। ’

“আমি জিজ্ঞাসা করলাম,‘ কেন? ’

“তিনি বলেছিলেন,‘ আমি আপনাকে সংবাদপত্র দিয়েছিলাম আমার দরিদ্র অবস্থান থেকে । আর আপনি এখন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে আমাকে সাহায্য করার চেষ্টা করছেন। আপনার সাহায্য কীভাবে আমার সাহায্যের সমান হবে? ’

"সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে সংবাদপত্রের বিক্রেতা আমার চেয়ে বেশি ধনী, কারণ তিনি কাউকে সাহায্য করার জন্য ধনী হওয়ার অপেক্ষা করেন নি।"

মানুষের বুঝতে হবে যে সত্যিকারের ধনী ব্যক্তি হলো তাঁরাই যাদের প্রচুর অর্থের চেয়ে প্রাচুর্যপূর্ণ হৃদয় রয়েছে।

সত্যিকারের ধনী হওয়া খুব গুরুত্বপূর্ণ।

(সংগৃহীত)

26/12/2022
সফলতার জন্য কোনটা বেশি কার্যকর, ট্যালেন্ট নাকি হার্ডওয়ার্ক?বাস্তব জীবনে এই দুইটা শব্দ সবথেকে বেশি শুনতে হয়। উদাহরণের ম...
25/12/2022

সফলতার জন্য কোনটা বেশি কার্যকর, ট্যালেন্ট নাকি হার্ডওয়ার্ক?

বাস্তব জীবনে এই দুইটা শব্দ সবথেকে বেশি শুনতে হয়। উদাহরণের মাধ্যমে বিষয়টি সুন্দর করে বুঝিয়ে দেব।

👉 ধরুন আপনি ফুটবল খেলেছেন আপনার ভিতরে অনেক ট্যালেন্ট রয়েছে, কিন্তু আপনি হার্ডওয়ারকিং নন তাহলে ফলাফল পুরো শূন্য।

👉 ধরুন আপনি বিজনেস করবেন, আপনার ভিতরে অনেক ট্যালেন্ট রয়েছে সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পড়াশোনা করেছেন, কিন্তু আপনি হার্ডওয়ারকিং নন তাহলে ফলাফল পুরো শূন্য।

👉 ধরুন আপনি চাকরি করবেন, ইন্টারভিউয়ে আপনি ভালো ট্যালেন্ট এর পরিচয় দিলেন, কিন্তু আপনি হার্ডওয়ারকিং নন তাহলে ফলাফল পুরো শূন্য।

এরকম বাস্তব জীবনে হাজার হাজার উদাহরণ দেওয়া যাবে যেখানে হার্ডওয়ার্কিং এর গুরুত্ব অনেক বেশি।

ট্যালেন্টে এর আগেও আপনাকে হার্ডওয়ার্কিং করার প্রচন্ড মেন্টালিটি তৈরি করতে হবে, আমাদের কি মনে হয় ইলন মাক্স এর থেকেও প্রচুর ট্যালেন্টেড লোক পৃথিবীতে কি নাই? অবশ্যই রয়েছে।

কিন্তু ইলন মাস্ক এর মত হার্ডওয়ার্কিং করার মেন্টালিটি অনেকেরই নাই, প্রতি সপ্তাহে ইলন মাস্ক ১০০ ঘন্টা কাজ করেন 👷

পোস্টটি ভালো লাগলে পেইজটি লাইক, শেয়ার করে পাশে থাকুন। 🙏

সহপাঠীরা রাসেলের পিঠে "I'm stupid" লেখা একটি কাগজ পেষ্ট করে দিয়েছে, বিষয়টি রাসেল বুঝতে পারে নাই। পরবর্তীতে গনিতের শিক্ষক...
21/12/2022

সহপাঠীরা রাসেলের পিঠে "I'm stupid" লেখা একটি কাগজ পেষ্ট করে দিয়েছে, বিষয়টি রাসেল বুঝতে পারে নাই। পরবর্তীতে গনিতের শিক্ষক ক্লাসে এসে সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে ব্লাক বোর্ডে একটি প্রশ্ন লিখে দিলেন, সেই প্রশ্নের উত্তর রাসেল ছাড়া কেউ দিতে পারে নাই।

শিক্ষক রাসেলকে ব্লাক বোর্ডে সমাধান করার নির্দেশ করলেন। রাসেল ব্লাক বোর্ডে সমাধান সময় শিক্ষক রাসেলের পিঠের কাগজটি লক্ষ্য করলেন।এই কাজটা করেছে কেউ স্বীকার করে নাই তাই তিনি ক্লাসের সবাইকে শাস্তি দিয়েছিলেন। এবার শিক্ষক রাসেলের উদ্দেশ্যে বললেন- জীবনের বিভিন্ন পর্যায়ে ঈর্ষান্বিত হয়ে অনেকেই তোমাকে মিথ্যা সমালোচনা করবে, বিদ্রূপ, বিদ্বেষ করবে অর্থাৎ তোমার সাফল্যের পথে বাধাগ্রস্ত করতে নানাবিধ ষড়যন্ত্র করবে। কিন্তু এসব নিয়ে তোমাকে বিভ্রান্ত হয় থেমে গেলে চলবে না। তোমাকে নিজের মতো করে এগিয়ে যেতে হবে।

তুমি যদি পিঠের লেখা সম্পর্কে জানতে তাহলে নিশ্চয়ই হেঁটে বোর্ডে যেতে না। তোমাকে বিব্রত করতেই সহপাঠীরা এই কাজটি করেছে। দ্বিতীয়ত, তোমার পিঠে এই লেখার মাধ্যমে এটা স্পষ্ট যে, এই ক্লাসে তোমার কোন বন্ধু নেই কারণ তোমাকে কেউ সতর্ক করে নাই।
জীবনে চলার পথে অনেক বেশি বন্ধু থাকার প্রয়োজন নেই কিন্তু সীমিত সংখ্যাই হলেও বিশ্বস্ত বন্ধুর প্রয়োজন রয়েছে। হাতে গোনা দুই একজন বিশ্বস্ত বন্ধুই তোমাকে সতর্ক করত, বিপদে রক্ষা করতে পারত।

আসলে, অপরের অবান্তর সমালোচনা, বিদ্বেষ, হয়রানির সম্পর্কে অবশ্যই সতর্ক থাকতে হবে কিন্তু নিজের গতিকে হ্রাস করা যাবে না এবং বিশ্বস্ত বন্ধুর কিন্তু কোন বিকল্প নেই।

সংগৃহীত

Congratulations.........Argentina...⚽️⚽️⚽️Congrats.......Messi.........🥰🥰🥰
19/12/2022

Congratulations.........Argentina...⚽️⚽️⚽️
Congrats.......Messi.........🥰🥰🥰

দেশের ১০টি সম্ভাবনাময় খাতে কত কর্মীর চাহিদা রয়েছে, ভবিষ্যতে কতটা কর্মসংস্থানের সুযোগ হবে, কেমন দক্ষতার কর্মী লাগবে, তা ন...
17/12/2022

দেশের ১০টি সম্ভাবনাময় খাতে কত কর্মীর চাহিদা রয়েছে, ভবিষ্যতে কতটা কর্মসংস্থানের সুযোগ হবে, কেমন দক্ষতার কর্মী লাগবে, তা নিয়ে একটি গবেষণা চালিয়েছিল বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ-বিআইডিএস৷

দেশের তৈরী পোশাক শিল্পে প্রায় ৪৯ লাখ শ্রমিকের চাহিদা রয়েছে। গবেষণা অনুযায়ী ২০২৫সালে তা বেড়ে ৯১ লাখে দাড়াবে, দক্ষ শ্রমিক প্রয়োজন হবে ৫০ লাখ ২৭ হাজার।

টেক্মটাইল খাতে ৩০ লাখ শ্রমিকের চাহিদা রয়েছে, আগামী ৫ বছরে যা বেড়ে দাড়াবে ৫৭ লাখে। প্রায় দেড় কোটি শ্রমিক লাগবে ২০৫০ সালে।
বাংলাদেশের কৃষি-খাদ্য খাতে বর্তমানে প্রায় ২৪ লাখ শ্রমিকের চাহিদা। ২০২৫ সালে যা বেড়ে দাড়াবে ৪৪ লাখে এবং ২০৫০ সালে এই খাতে এক কোটি ১৬ কর্মীর প্রয়োজন হবে।

নির্মাণ খাতে ২০১৮ সালে প্রায় ৩৭ লাখ শ্রমিকের চাহিদা ছিল, যা ক্রমশ বেড়ে ২০২৫ সালে ৬৭ লাখে পৌছাবে।
হাল্কা প্রকৌশল পণ্যকে ’বর্ষপণ্য’ হিসেবে ঘোষনা করেছে সরকার, বর্তমানে এই খাতে প্রায় ৬লাখ শ্রমিক রয়েছে। ২০২৫ সাল নাগাদ আরো ৪ লাখ শ্রমিক বাড়বে। যার মধ্যে ৮০ ভাই দক্ষ হতে হবে।

২০১৮ সালে স্বাস্থ্য বা চিকিৎসা সেবায় কর্মীর চাহিদা ছিল ১০ লাখ, যা ২০২৫ সালে ১৯ লাখে পৌছাবে, আর অর্ধ কোটিতে পৌছাবে ২০৫০ সালে।

তথ্য প্রযুক্তি খাতে বর্তমানে কর্মীর চাহিদা প্রায় ২ লাখ, ২০২৫ সাল নাগাদ যা বেড়ে দাড়াবে প্রায় ৪ লাখে। ২০৫০ সালে ৮ লাখ কর্মীর কর্মসংস্থান হবে এই খাতে ।
বর্তমানে দেশে জাহাজ নির্মাণ শিল্পে শ্রমিকের চাহিদা প্রায় ৬০ হাজার, ২০২৫ সাল নাগাদ তা ২ লাখে ছাড়িয়ে যাবে।

চামড় শিল্পে এখন প্রায় ১ লাখ ১৮ হাজার কর্মীর চাহিদা রয়েছে। ২০২৫ সালে তা বেড়ে ২ লাখ ৮ হাজার হবে।

বর্তমানে হসপিটালিটি ও ট্যুরিজম খাতে ৪০ হাজার কর্মসংস্থানের চাহিদা রয়েছে, এটি বেড়ে ২০২৫ সালে ৭০ হাজার হবে, ২০৫০ সাল নাগাদ এ খাতে কর্মীর সংখ্যা হবে ১ লাখ ৮০ হাজারে।

তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আপনি যেকোন একটি স্কীল ভালো ভাবে রপ্ত করুন, তাহলেই আপনি চাকরী পাওয়ার সুযোগ শতভাগ নিশ্চিত হবে।
https://www.facebook.com/ajkershombhabonabd

অর্থনৈতিক মুক্তির ৩টি গুরুত্বপূর্ণ ধাপ কি?অর্থনৈতিক মুক্তির কথা প্রায় বলা হয়ে থাকে, চলুন দেখে নেয়া যাক অর্থনৈতিক মুক্...
01/12/2022

অর্থনৈতিক মুক্তির ৩টি গুরুত্বপূর্ণ ধাপ কি?

অর্থনৈতিক মুক্তির কথা প্রায় বলা হয়ে থাকে, চলুন দেখে নেয়া যাক অর্থনৈতিক মুক্তি কি?

টাকাকে উপার্জন করাকে অর্থনৈতিক মুক্তি বলে না, টাকা দিয়ে টাকাকে বৃদ্ধি করাকে বলা হয় অর্থনৈতিক মুক্তি।

নিচের 👇 তিনটি ধাপ অনুসরণ করুন, প্রথমটি ছাড়া দ্বিতীয়টি অসম্ভব এবং প্রথম দুটি ছাড়া তৃতীয়টি অসম্ভব।

✍️ আপনি যতই কার্যকলাপ করবেন, আপনি ততই অর্থ উপার্জন করবেন।

✍️ আপনি যতই আপনার আচরণকে নিয়ন্ত্রণ করবেন, ততোই অর্থকে পরিচালনা করতে পারবেন।

✍️ আপনি যতোই আর্থিক জ্ঞান গ্রহণ এবং ব্যবহার করবেন, ততই আপনি অর্থকে চক্রবৃদ্ধি আকারে বাড়াতে পারবেন।

অর্থনৈতিক মুক্তি, পরোক্ষ উপার্জন, শূন্য টাকায় ব্যবসা শুরু, ব্যবসায় বিনিয়োগ, বিনিয়োগকারীর অর্থ দিয়ে ব্যবসা শুরু, অর্থ উপার্জন ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নিয়মিত কনটেন্ট পেতে আমাদের পেইজেটি লাইক, কমেন্ট করে পাশে থাকুন।👍
https://www.facebook.com/ajkershombhabonabd

বিলিয়ন ডলার বিজনেস আইডিয়া কি?পুরো বিষয়টি দুটো ব্যক্তির গল্প দিয়ে বুঝিয়ে দিব, ব্যক্তি দুজন বর্তমান পৃথিবীর শীর্ষ ধনী...
28/11/2022

বিলিয়ন ডলার বিজনেস আইডিয়া কি?

পুরো বিষয়টি দুটো ব্যক্তির গল্প দিয়ে বুঝিয়ে দিব, ব্যক্তি দুজন বর্তমান পৃথিবীর শীর্ষ ধনীর মধ্যে অবস্থান করছেন।

♻️ গুরুত্বপূর্ণ প্রয়োজন: কাস্টমারের সবথেকে গুরুত্বপূর্ণ প্রয়োজনকে সমাধান করে আপনি একটি বিলিয়ন ডলারের বিজনেস তৈরি করতে পারবেন, যা ইলন মাস্ক করেছিল এবং করেছেন। টেসলা, সোলার সিটি, বোরিং কোম্পানি, স্পেস এক্স ইত্যাদি।

♻️ গুরুত্বপূর্ণ অভাব: কাস্টমারের খুব বেশি সমস্যা নয় কিন্তু প্রয়োজন, এমন পণ্যসামগ্রীকে আপনি যদি খুব সুদক্ষ ভাবে ফিট করায় দিতে পারেন কাস্টমারকে তাহলে আপনি একটি বিলিয়ন ডলারের বিজনেস তৈরি করতে পারবেন, যা জেফ বেজোস করেছেন। উদাহরণঃ অ্যামাজন ডট কম।

🤔 সবথেকে সহজ ভাবে কি ব্যবসা শুরু করা যায়?
🤔 বিনিয়োগকারীর অর্থ দিয়ে কিভাবে ব্যবসা শুরু করা যায়?
🤔 ২০/৩০/৫০ হাজার টাকার বাজেট দিয়ে কিভাবে ব্যবসা শুরু করা যায়?
🤔 ছাত্র কিংবা অন্য পেশার পাশাপাশি কিভাবে একটি ব্যবসা শুরু করা যায়?
🤔 কিভাবে একজন নারী উদ্যোক্তা হওয়া যায়?
🤔 কিভাবে একটি ফ্রিল্যান্সিং ব্যবসা শুরু করে দেওয়া যায়?
🤔 কিভাবে একটি উৎপাদনশীল ব্যবসা শুরু করে দেওয়া যায়?
🤔 কিভাবে একটি ট্রেডিং ব্যবসা শুরু করতে হয়?

একদিন সক্রেটিসের কাছে তার এক পরিচিত লোক এসে বলল, আপনি কি জানেন আপনার বন্ধু সম্পর্কে আমি কি শুনেছি?সক্রেটিস তেমন আগ্রহী ন...
27/11/2022

একদিন সক্রেটিসের কাছে তার এক পরিচিত লোক এসে বলল, আপনি কি জানেন আপনার বন্ধু সম্পর্কে আমি কি শুনেছি?

সক্রেটিস তেমন আগ্রহী না হয়ে বললেন, এক মিনিট থামেন।

আমাকে কিছু বলার আগে আপনাকে ছোট্ট একটা পরীক্ষা পার হতে হবে; এই পরীক্ষার নাম ‘ট্রিপল ফিল্টার টেস্ট’।

লোকটা অবাক হয়ে প্রশ্ন করল, ট্রিপল ফিল্টার!!!

এইটা আবার কি জিনিস?

সক্রেটিস বললেন, আমার বন্ধু সম্পর্কে আমাকে কিছু বলার আগে আপনি যা বলবেন তা ফিল্টার করে নেওয়া ভালো।

তিন ধাপে ফিল্টার হবে বলে আমি এটাকে 'ট্রিপল ফিল্টার টেস্ট' বলি।

প্রথম ফিল্টার হলো ‘সত্যবাদিতা/Truthfulness.

আপনি কি নিশ্চিত যে আপনি যা বলবেন তা সত্য?

লোকটা বলল, না, আমি শুধু শুনেছি জাস্ট এতটুকুই।

পুরোপুরি সত্য কিনা, তা নিশ্চিত নই।

সক্রেটিস বললেন, ঠিক আছে।

তাহলে আপনি জানেন না এটা সত্য কিনা?

এবার দ্বিতীয় ফিল্টার। এই ফিল্টারের নাম হল ‘ভালোত্ব/Goodness.

আমার বন্ধু সম্পর্কে আপনি যা বলবেন তা কি ভালো কোনো বিষয়?

লোকটা একটু আমতা আমতা করে বলল,

না, ভালো নয়, খারাপ কিছু।

সক্রেটিস বললেন, তার মানে আপনি আমার বন্ধু সম্পর্কে এমন একটা খারাপ কথা বলতে এসেছেন যা আদৌ সত্য কিনা সে ব্যাপারে আপনি নিশ্চিত নন।

আচ্ছা, আপনি হয়ত এখনো পরীক্ষায় পাস করতে পারেন। কারণ তিন নাম্বার ফিল্টার বাকি আছে।

এটা হল ‘উপকারিতা/Usefulness.

আমার বন্ধু সম্পর্কে আপনি যা বলবেন তা কি আমার বা আপনার কোনো উপকারে লাগবে?

লোকটি বলল, না, সেরকম না। এতে আমার বা আপনার কারোই উপকৃত হওয়ার সম্ভাবনা নেই।

সক্রেটিস তখন শান্তভাবে বললেন বেশ, আপনি যা বলতে চান তা-

সত্য না,

ভালো কিছুও না,

আবার আমার বা আপনার কোনো উপকারেও আসবে না।

তাহলে কেনইবা আমরা এসব অহেতুক কাজে সময় নষ্ট করব? We shall try to use our time truthfulness, goodness and usefulness.

চলুন, সময়টাকে একটা ভালো কাজে ব্যয় করি।

লোকটা তাই আর কিছু না বলে চলে গেল।

Source: Jennifer Cook O’Toole, The Asperkid’s (Secret) Book of Social Rules জীবনের চলার পথে দিকদর্শন ৷

বয়স ৩০ হওয়ার আগেই অর্থনৈতিক মুক্তির জন্য কি কি উপায় গ্রহণ করা উচিত?সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে জীবন এবং জীবিকা শু...
26/11/2022

বয়স ৩০ হওয়ার আগেই অর্থনৈতিক মুক্তির জন্য কি কি উপায় গ্রহণ করা উচিত?

সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে জীবন এবং জীবিকা শুরু করাকে বলা হয় ক্যারিয়ার প্লানিং। অর্থনৈতিকভাবে মুক্তি লাভ করতে হলে নিচের চেকলিস্ট গুলোকে ভালোভাবে চেক করে পুরোপুরি একশন নেওয়া উচিত।

👍 বিজনেস শুরু করা উচিত (কমপক্ষে একটি)

👍 দক্ষতা তৈরি করার জন্য কোর্স করা উচিত

👍 লোনে জড়িত হওয়া উচিত নয়

👍 সর্বোচ্চ ইনকাম করা যায় এমন দক্ষতা শেখা উচিত

👍 বিনিয়োগ করার জন্য অর্থ সঞ্চয় করা উচিত

উপরে উল্লেখিত প্রত্যেকটি ধাপের উপর বিস্তারিত কনটেন্ট একটি সুন্দর গাইডলাইন আকারে তৈরি করা হচ্ছে, যেখানে আপনি ধাপে ধাপে এগোতে পারবেন আপনার ক্যারিয়ারে সফলতা অর্জন করার জন্য।

তাই লাইক, কমেন্ট করে আমাদের সাথেই থাকুন।👍👍👍
https://www.facebook.com/ajkershombhabonabd

কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে মরগ্যান ফ্রিম্যান এর সাথে যে যুবকটি'কে দেখা যায় কে তিনি?তিনি হলেন গানিম আল মুফতাহ, য...
24/11/2022

কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে মরগ্যান ফ্রিম্যান এর সাথে যে যুবকটি'কে দেখা যায় কে তিনি?

তিনি হলেন গানিম আল মুফতাহ, যিনি কাতারে'র সর্বকনিষ্ঠ এক উদ্যোক্তা। তিনি দুই পাবিহীন জন্ম নেয়া প্রতিবন্ধী কিশোর গানিম আল মুফতাহ। কাতারের অধিবাসী সে। তিনি কাতারের সর্বকনিষ্ঠ উদ্যোক্তা, তিনি ঘারিসা আইসক্রিম প্রতিষ্ঠা করেছেন। এটি একটি কোম্পানি যার ৬টি শাখা রয়েছে এবং ৬০জন কর্মী রয়েছেন। গানিম সমগ্র উপসাগরীয় অঞ্চল জুড়ে তার ব্যবসা সম্প্রসারণ এবং ফ্র্যাঞ্চাইজি খুলতে চায়। গানিম ভবিষ্যৎ এ প্যারালিম্পিয়ান হওয়ার আশা আছে। গানিম প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও, তার প্রিয় খেলা হচ্ছে সাঁতার, স্কুবা ডাইভিং, ফুটবল, হাইকিং এবং স্কেটবোর্ডিংকে । স্কুলে, গানিম তার হাতে জুতা পরে ফুটবল খেলত এবং তার 'সাধারণ আকারের' বন্ধুদের সাথে বলের পিছনে তাড়া করত।

আশ্চর্যজনকভাবে, গানিম সমগ্র উপসাগরীয় অঞ্চলের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জেবেল শামস আরোহণ করেছেন। নির্ভীক, তিনি প্রকাশ্যে মাউন্ট এভারেস্ট আরোহনের তার অভিপ্রায় ব্যক্ত করেছেন। ইনস্টাগ্রামে ১ মিলিয়নেরও বেশি ফলোয়ার আছে গানিম এর। গানিম আল-মুফতাহ কাতারের ভবিষ্যতের প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করার লক্ষ্য রেখেছেন।

নিজেকে প্রশ্ন করুন, গানিম যদি সব বাধাকে অতিক্রম করে এতদূর আসতে পারে তবে আমি কেন পারবো না ???

https://www.facebook.com/ajkershombhabonabd

22/11/2022

অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা ।

আমরা কম বেশি সবাই অভ্র ফন্ট ব্যবহার করি, কিন্তু কয়জন চিনি  এযুগের ভাষা সৈনিক ডঃ মেহেদি হাসানকে ? বিনম্র শ্রদ্ধা ডঃ মেহেদ...
21/11/2022

আমরা কম বেশি সবাই অভ্র ফন্ট ব্যবহার করি, কিন্তু কয়জন চিনি এযুগের ভাষা সৈনিক ডঃ মেহেদি হাসানকে ? বিনম্র শ্রদ্ধা ডঃ মেহেদি হাসান খানের প্রতি।
https://www.facebook.com/ajkershombhabonabd

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when আজকের সম্ভাবনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share