Salma's Dream Shoppers

Salma's Dream Shoppers আমার পেজে আমার হাতের তৈরি হোমমেইড ভেষজ হেয়ার ও স্কীন কেয়ার পন্য পাবেন। পন্য পছন্দ হলে ইনবক্স করবেন প্লিজ
(13)

25/07/2025

আলহামদুলিল্লাহ

25/07/2025

ফজরের নামাজের কিছু গুরুত্বপূর্ণ ফজিলত নিচে উল্লেখ করা হলো:

আল্লাহর নিরাপত্তা: যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, সে আল্লাহর জিম্মায় চলে যায় এবং আল্লাহর নিরাপত্তা লাভ করে হাদিস থেকে জানা যায়।

সারা রাত নফল নামাজের সওয়াব: যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, সে যেন সারা রাত নফল নামাজ আদায় করলো মুসলিম শরীফ থেকে জানা যায়।

মুনাফিকদের জন্য কঠিন: মুনাফিকদের জন্য এশা ও ফজর নামাজ আদায় করা সবচেয়ে কঠিন {Link: বুখারী ও মুসলিম শরীফ থেকে জানা যায়।

আমি শুধুই চেষ্টা করছি আমার স্বপ্নের পথে হাটতে___আলহামদুলিল্লাহ আজ ৬ টুকরো স্বপ্ন চলে যাবে তার নিজ গন্তব্য এটা আমার সত্যি...
12/07/2025

আমি শুধুই চেষ্টা করছি আমার স্বপ্নের পথে হাটতে___

আলহামদুলিল্লাহ আজ ৬ টুকরো স্বপ্ন চলে যাবে তার নিজ গন্তব্য এটা আমার সত্যি ভীষণ ভালো লাগছে কারন এবার নতুন করে সাবান তৈরি করেছি যদিও সাবান আরও ৪ বছর আগে থেকেই তৈরি করছি কিন্তুু এবারের সাবানটার মেটারিয়াল একটু ভিন্ন ভাবে দেওয়া দেখা যাক ক্রেতা হাতে পাওয়ার পরে ব্যবহার করে কি ফিডব্যাক দেন।

উপকারীতা___

ত্বকের দ্বাগ ছোঁপ দূর করে
ত্বক টানটান করে
ব্রন দূর করে
ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে
ড্যামেজড ত্বক রিপেয়ার করে।

নিম,আলু,মধু,জেল,এসেন্স শিয়াল অয়েল ও জাফরান সহ আরও কিছু সিকরেট উপাদান।

দিনে ২/৩ বার ওয়াশ করে নিলেই হবে মুখমণ্ডল ও হাত পা বা পুরো শরীরে ব্যবহারের উপযোগী।

এটা শুধু একটা সাবান নয় এটা আমার তৈরি করা একটা বিউটি সোপ যা ত্বকের জন্য ভীষণ উপকারী __আমরা নারীরা বিশেষ করে যারা কর্মজীবি...
12/07/2025

এটা শুধু একটা সাবান নয় এটা আমার তৈরি করা একটা বিউটি সোপ যা ত্বকের জন্য ভীষণ উপকারী __

আমরা নারীরা বিশেষ করে যারা কর্মজীবি ও মা নারী চাইলেও নিজের জন্য একটু সময় বের করতে পারিনা যত্ন নেওয়ার।

তবে নিজেকে সুন্দর রাখতে আমার মতন প্রত্যকটা নারীর ইচ্ছে করে কিন্তুু ওই যে ঠেলার নাম বাবাজী দৌড়ের উপর জীবন চলে।

আছে সাবানে চাল,জাফরান,জেল,নিম পাতা,আলু,মধু,এসেন্স এশিয়া অয়েল ও আরও সিকরেট উপাদান।

উপকারীতা ত্বকের যে কোন ছোঁপ ছোঁপ দ্বাগ দূর করবে,ত্বক ন্যাচারাললি ব্রাইট করবে,ব্রন দূর করবে,হালকা মেসতা পড়লে দূর করবে,চোখের নিচের কালো দ্বাগ দূর করবে।

এরপরে আপনারা যেই উপাদান গুলো আছে সেগুলোর উপকারীতা গুগল সার্চ করে জেনে নিতে পারেন।

12/07/2025

আল্লাহ আমাদের কে হেদায়েত দান করুন
আসসালামু আলাইকুম
শুভ সকাল।

শরীর যখন প্রচন্ড খারাপ থাকে তখন আর কোন কিছু খেতেও ইচ্ছে করেনা আজ ভাতের মাড়টা ভাত মিশিয়ে খেলাম ছেলে ও আমি।বাসার সবাই অসুস...
09/07/2025

শরীর যখন প্রচন্ড খারাপ থাকে তখন আর কোন কিছু খেতেও ইচ্ছে করেনা আজ ভাতের মাড়টা ভাত মিশিয়ে খেলাম ছেলে ও আমি।

বাসার সবাই অসুস্থ।

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাবানের একটা পোস্ট করছিলাম রেসপন্স গুলোর স্কীন শর্ট শেয়ার করবো ইনশাআল্লাহ ইনবক্সের।
07/07/2025

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাবানের একটা পোস্ট করছিলাম রেসপন্স গুলোর স্কীন শর্ট শেয়ার করবো ইনশাআল্লাহ ইনবক্সের।

যে যাই বলুক আমরা মানুষ আমাদের স্কীনে বিভিন্ন রকম সমস্যা এক ধরনের সমস্যা হলে তো ভালোই হতো সেই সবদিক বিবেচনা করে আমি চেষ্ট...
07/07/2025

যে যাই বলুক আমরা মানুষ আমাদের স্কীনে বিভিন্ন রকম সমস্যা এক ধরনের সমস্যা হলে তো ভালোই হতো সেই সবদিক বিবেচনা করে আমি চেষ্টা করি একটা সাবানের মধ্যে সব রকমের উপকারীতা টুকু আনার।

মধু,চাল,এলোভেরা জেল,নিম,আলু এছাড়া আরও আছে ৪ টি এসেন্স সিয়াল অয়েল, জাফরান,কিছু সিকরেট উপাদান যা আমার একান্ত ভাবেই দেই।

সবগুলো ত্বকের জন্য ভীষণ উপকারী।

অনেকেই নিম সাবানটা ব্যবহার করতে চান এলার্জির জন্য বা ব্রনের জন্য তারাও ব্যবহার করতে পারবেন কারন আমি সরাসরি গাছের জেল টা দিচ্ছি না এটা যেমন উপকারী তেমন ক্ষতি ও অনেক যাদের বিশেষ করে এলার্জি আছে আর এলার্জি সমস্যা আমাদের ৯০% মানুষের সব দিক বিবেচনা করে এক একটা উপাদান সমপর্কে গুগুল সার্চ করে জেনে শুনে কাজ করি হুট করে কাজে আসেনি প্রফেশনালি করতাম হয়তো মাঝে একটু গ্যাপ গেছে আমার কাছে ইনশাআল্লাহ এখন নিয়মিত পাবেন এই সাবানটি।

যারা মূলতানি মাটি গুড়ো নিতে চান তারা যোগাযোগ করতে পারেন।গুড়ো মাটি কিনে এনে সেল করায় বিশ্বাস করিনা আমি নিজেই তাই মূলতানি ...
04/07/2025

যারা মূলতানি মাটি গুড়ো নিতে চান তারা যোগাযোগ করতে পারেন।গুড়ো মাটি কিনে এনে সেল করায় বিশ্বাস করিনা আমি নিজেই তাই মূলতানি মাটি আস্তোটাই এনে গুড়ো করি আমি।

উপকারীতা সমপর্কে গুগল সার্চ দিবেন জানতে পারবেন কতটা কার্যকারী তাহলে আর ব্রান্ড নামক ফেসওয়াস এর পিছনে ছুটবেন না।

04/07/2025

আমাদের কোথায় গিয়ে থামতে হবে সেটুকু বিবেগ বোধ হারিয়ে ফেলেছি দিনে দিনে।

একজনের জীবন বাজি রেখে বাঁচালেন তার সঙ্গীগে একজন মেয়েদের জীবনে একটা সময় সবচেয়ে প্রিয় আপন না বলা অনেক চাওয়া পাওয়ার মানুষ হয়ে উঠেন তার প্রান প্রিয় স্বামী সেই মানুষ টা নিয়ে স্ত্রী থাকতে চেয়েছিলেন কিন্তুু না তিনি তো নিজের বোধবালাই বিসজর্ন দিয়ে দিছেন।

আহা কি জীবন?

29/06/2025

মানুষ জীবনে যা চায় তা কি সত্যি পায়।তবে হ্যা অপেক্ষায় কেটে যায় শেষ সময় টা পর্যন্ত।

এই তেলটা চুল পড়া বন্ধ করতে দারুণ ভাবে কাজ করে কারন এই তেলে আছে তিলের তেল,খাঁটি নারকেল তেল, কাস্টার্ড তেল,বাদাম তেণ,কালোজিরে তেল,এবং আরও কিছু সিকরেট অয়েল ও উপাদান যা চুল পড়া বন্ধ করতে তাড়াতাড়ি কাজ করে ও চুল তো গজাবেই এটা নিশ্চিত বাকি রইল চুলের গ্রোধ সেটা নিয়ে ভাবতে হবেনা মাশাআল্লাহ মাশাআল্লাহ।

Salma's Dream Shoppers এর সাথে থাকুন মাঝে মধ্যে ডেলিবারি চার্জ অফার ও ডিসকাউন্ট অফার মিস করবেন না।

ছবির দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমার পন্যর আমি মোবাইলের রিয়েল ক্যামেরা দিয়ে তুলি বেলা ১০ টা থেকে ১২ টার দিকে তাতে যত...
28/06/2025

ছবির দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমার পন্যর আমি মোবাইলের রিয়েল ক্যামেরা দিয়ে তুলি বেলা ১০ টা থেকে ১২ টার দিকে তাতে যতটা ক্লিয়ার আসে দেখাবো এক দিব আরেকটা তা হবেনা।

অনলাইন ক্রেতা আমার বিশ্বাস কিনেন সেটুকু অবশ্যই বজায় রাখব ইনশাআল্লাহ।

নারকেল তেল এই তেল খাওয়া ও যায় এবং চুলেও ব্যবহার করা যায় আমি একদিন ডিম ভাজি করে খেয়েছি এবং মুড়ি মাখিয়ে।

Address

Dhaka

Telephone

+8801645247516

Website

Alerts

Be the first to know and let us send you an email when Salma's Dream Shoppers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Salma's Dream Shoppers:

Share