Salma's Dream Shoppers

Salma's Dream Shoppers আমার পেজে আমার হাতের তৈরি হোমমেইড ভেষজ হেয়ার ও স্কীন কেয়ার পন্য পাবেন। পন্য পছন্দ হলে ইনবক্স করবেন প্লিজ
(13)

হোমমেইড বেকারদের সুবিধা যখন খুশি কেক খাওয়া যায়। আর আমি হোমমেইড হেয়ার ও স্কীন কেয়ার পন্যর মেকার🤣🤣🤣সাবান,তেল, শ্যাম্পু,ক্র...
22/08/2025

হোমমেইড বেকারদের সুবিধা যখন খুশি কেক খাওয়া যায়।

আর আমি হোমমেইড হেয়ার ও স্কীন কেয়ার পন্যর মেকার🤣🤣🤣সাবান,তেল, শ্যাম্পু,ক্রিমের।

তাই যখন পন্য বানাই ইচ্ছে না থাকা সত্যেও অপচয় রোধ করার জন্য এভাবেই হাতে নিয়ে মুখে ও হাত পায়ে ঘষামাজা করে যত্ন নেই।

১০০% অথেন্টিক পন্য হাতে তুলে দিচ্ছি ইনশাআল্লাহ।

কোল্ডপ্রেস নারকেল তেল চুলের জন্য যেমন উপকারী তেমনি ত্বকের যত্নের জন্য খুবই ভালো। যাদের হাত পা বা মুখমণ্ডল রুক্ষ শুষ্ক তা...
21/08/2025

কোল্ডপ্রেস নারকেল তেল চুলের জন্য যেমন উপকারী তেমনি ত্বকের যত্নের জন্য খুবই ভালো।

যাদের হাত পা বা মুখমণ্ডল রুক্ষ শুষ্ক তারা রাতে ঘুমানোর আগে এই তেলটা দিয়ে আলতো হাতে ম্যাসাজ করে নিতে পারেন সকালে উঠেই একটা ভালো মানের সোপ দিয়ে ওয়াস করে নিতে পারেন।

চারা গাছে প্রতিদিন পানি দেন দেখবেন ও ধীরে ধীরে উঠে দাড়াবে পাতা দিবে ডালপালা ছাড়বে একসময় ফুল ফল আসবে।

তাই নিয়মিত যত্নে নারী-পুরুষের ত্বকের সৌন্দর্য বাড়বে।

রান্নার কাজে ও রূপচর্চা বা ডায়েটের জন্য ব্যবহারের উপযোগী।
21/08/2025

রান্নার কাজে ও রূপচর্চা বা ডায়েটের জন্য ব্যবহারের উপযোগী।

ফেস ওয়াস অথবা হাত পা পুরো বডি ওয়াস করার জন্য এই সাবানটি বেশ ভালো কারন এটি একসাথে দুটি কাজ করে ত্বকের দ্বাগ ছোঁপ দূর করে ...
21/08/2025

ফেস ওয়াস অথবা হাত পা পুরো বডি ওয়াস করার জন্য এই সাবানটি বেশ ভালো কারন এটি একসাথে দুটি কাজ করে ত্বকের দ্বাগ ছোঁপ দূর করে যেমন আবার ত্বক গ্লো নরম রাখে।

এই সোপে আছে বিটরুট,চন্দন,মূলতানি মাটি,ভেজিটেবল গ্লিসারিন,টমেটো,গাজর,আলুর রস,মেথির রস,কফি ইত্যাদি ইত্যাদি। আরও আছে সিকরেট উপাদান এসেন্স সিয়াল অয়েল ও জেল।

নতুন নিয়মে তেল তৈরি করার কাজ করছি। এই তেলটা চুল পড়া বন্ধ করতে কার্যকারী হবে তাড়াতাড়ি এবং মাশাআল্লাহ চুলের গ্রোধ বাড়াতে ক...
21/08/2025

নতুন নিয়মে তেল তৈরি করার কাজ করছি।

এই তেলটা চুল পড়া বন্ধ করতে কার্যকারী হবে তাড়াতাড়ি এবং মাশাআল্লাহ চুলের গ্রোধ বাড়াতে কাজ করবে দারুন ভাবে।

এই তেলের উপাদান থাকলে নারকেল তেল,সরিষার তেল,কালোজিরে তেল,নিম তেল,ডিমের তেল,ব্যানানার তেল,কার্স্টার্ড অয়েল,বাদাম তেল।

মোট ৮ টি তেল একদমই টাটকা অয়েল এবং সাথে থাকবে ভেষজ উপাদান এর নির্জাস।

কাজ করছি ঢাকা মুগদা থেকে
Owner Of
Salma's Dream Shoppers
আমার কাছে পাবেন
কোল্ড প্রেস নারকেল তেল
পিওর কোকোনাট অয়েল
ভেষজ হেয়ার অয়েল
ভেষজ হেয়ার শ্যাম্পু
ব্লাক সোপ নতুন সংযোজন হবে দ্বাগ ছোঁপ দূর করার জন্য।
বিউটি সোপ
ভেষজ সাবান
নিম সাবান
হেয়ার প্যাক।

ভেষজ বা হারবাল শ্যাম্পু কি? একটি প্রাকৃতিক উপাদানে তৈরি বিশেষ ধরনের হেয়ার কেয়ার প্রোডাক্ট যা চুলের যত্নে রাসায়নিক মুক...
20/08/2025

ভেষজ বা হারবাল শ্যাম্পু কি?

একটি প্রাকৃতিক উপাদানে তৈরি বিশেষ ধরনের হেয়ার কেয়ার প্রোডাক্ট যা চুলের যত্নে রাসায়নিক মুক্ত সমাধান দেয়। এতে ব্যবহৃত হয়েছে আমলকি, শিকাকাই, রিঠা, পেঁয়াজ, ও মেথি—যা চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজাতে সহায়তা করে এবং চুলকে মসৃণ ও সিল্কি রাখে।

কোল্ড প্রেস নারিকেল তেল হলো এমন একটি তেল যা নারকেল থেকে তৈরি করা হয়, যেখানে উৎপাদন প্রক্রিয়ায় উচ্চ তাপমাত্রার পরিবর্তে ঠ...
19/08/2025

কোল্ড প্রেস নারিকেল তেল হলো এমন একটি তেল যা নারকেল থেকে তৈরি করা হয়, যেখানে উৎপাদন প্রক্রিয়ায় উচ্চ তাপমাত্রার পরিবর্তে ঠান্ডা বা কম তাপমাত্রার ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে তেল নিষ্কাশনের ফলে, তেলের প্রাকৃতিক পুষ্টিগুণ এবং স্বাদ বজায় থাকে। এটি সাধারণত রান্নার জন্য, ত্বক ও চুলের যত্নে এবং বিভিন্ন স্বাস্থ্য উপকারিতার জন্য ব্যবহৃত হয়।

কোল্ড প্রেস পিওর কোকোনাট অয়েল তেলের স্বচ্ছতা মাশাআল্লাহ। জেনেশুনে কাউকে ঠকানোর ধান্দা করিনা সত্যি। আল্লাহ যা রিযিকে লিখে...
19/08/2025

কোল্ড প্রেস পিওর কোকোনাট অয়েল
তেলের স্বচ্ছতা মাশাআল্লাহ।
জেনেশুনে কাউকে ঠকানোর ধান্দা করিনা সত্যি। আল্লাহ যা রিযিকে লিখে তাই হবে সেটুকুতেই আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ।

আজকের একটা ঘটনায় আমি এতটা অসহায়ত্ব হয়ে পড়ছিলাম যে আমাকে দ্বারা তো সম্ভব নয় এগুলো।

যাইহোক আমরা মানুষ ক্রেতা বিক্রেতা উভয়কেই কম্প্রোমাইজড করতে হয় যখন কোন সমস্যা মনে হয় এটা আমরা একজন মানুষ হিসেবে করা উচিৎ।

আমাদের কাছে পাবেন

👇👇👇👇👇
পিওর কোকোনাট অয়েল
জাফরান সাবান
জাফরান ক্রিম
জাফরান হেয়ার অয়েল
অরেঞ্জ সোপ
নিম সোপ
হোমমেইড ভেষজ হেয়ার অয়েল
হোমমেইড ভেষজ হেয়ার শ্যাম্পু

আমার বাবাইটা বলে আম্মু তুমি আমাকে আব্বা ডাকো কেনো।কি উওর দেই?
18/08/2025

আমার বাবাইটা বলে আম্মু তুমি আমাকে আব্বা ডাকো কেনো।

কি উওর দেই?

🌺নিম সাবান ব্যবহারের নিয়ম হল: ☘️প্রথমে শরীর এবং মুখ ভালোভাবে ভিজিয়ে নিন, তারপর সাবানটি শরীরে বা মুখে লাগিয়ে ফেনা তৈরি...
18/08/2025

🌺নিম সাবান ব্যবহারের নিয়ম হল:

☘️প্রথমে শরীর এবং মুখ ভালোভাবে ভিজিয়ে নিন, তারপর সাবানটি শরীরে বা মুখে লাগিয়ে ফেনা তৈরি করুন।

🌺এরপর হালকা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। প্রতিদিন সকালে এবং রাতে ব্যবহার করা ভালো।

☘️নিম সাবানটি হাতে নিয়ে বা সরাসরি ত্বকের উপর ঘষে ফেনা তৈরি করুন।

🌺ফেনা তৈরি হওয়ার পর, কয়েক সেকেন্ডের জন্য আলতোভাবে ত্বকে মালিশ করুন।

🍀হালকা গরম পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে নিন, যাতে সাবান সম্পূর্ণরূপে চলে যায়।

পরিষ্কার তোয়ালে দিয়ে ত্বক আলতোভাবে মুছে নিন।

🌺ব্যবহারের সময়:
প্রতিদিন সকালে এবং রাতে গোসলের সময় নিম সাবান ব্যবহার করা ভালো, বিশেষ করে যাদের ত্বক তৈলাক্ত বা ব্রণ প্রবণ।

🌼🌼সতর্কতা:
নিম সাবান ব্যবহারের পর ত্বক শুষ্ক হয়ে গেলে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
যদি চোখে লেগে যায়, তাহলে সাথে সাথে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

🌺অতিরিক্ত ব্যবহারে ত্বকে জ্বালাপোড়া বা র‍্যা Dশ হলে ব্যবহার বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিন।
নিম সাবান ত্বককে পরিষ্কার, সতেজ এবং বিভিন্ন চর্মরোগ থেকে মুক্ত রাখতে সাহায্য করে।

18/08/2025

অবশেষে ফিরলাম বেঁচে গতকাল দিনটা যেন ছিল হাঁচি দিবস আমার জন্য
কি কস্টটাই না পেলাম।
এখন আলহামদুলিল্লাহ

🍀নারিকেল তেল সাধারণত খাবারের সাথে মিশিয়ে, রান্নার কাজে অথবা সরাসরি পান করে খাওয়া যায়। 🍀প্রতিদিন ১-২ টেবিল চামচ নারিকেল ত...
17/08/2025

🍀নারিকেল তেল সাধারণত খাবারের সাথে মিশিয়ে, রান্নার কাজে অথবা সরাসরি পান করে খাওয়া যায়।

🍀প্রতিদিন ১-২ টেবিল চামচ নারিকেল তেল গ্রহণ করা স্বাস্থ্যকর হতে পার


🍀তবে, যাদের হৃদরোগ বা অতিরিক্ত কোলেস্টেরলের সমস্যা আছে, তাদের নারিকেল তেল গ্রহণের পরিমাণ সীমিত রাখা উচিত।

Address

Dhaka
1360

Telephone

+8801645247516

Website

Alerts

Be the first to know and let us send you an email when Salma's Dream Shoppers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Salma's Dream Shoppers:

Share