09/05/2025
হে প্রিয় শিক্ষার্থী ভাই ও বোন আমার,
ছেলে মেয়ের অবাধ মেলামেশা অর্থাৎ ফ্রিমিক্সিং থেকে তোমরা নিজেদেরকে দূরে রেখো। হারাম রিলেশনশিপের মতো আল্লাহর নাফরমানী থেকে বেঁচে থাকতে হলে ফ্রিমিক্সিং থেকে বেঁচে থাকার কোনো বিকল্প নেই। জানি ব্যাপারটি আজকের যুগে অনেক চ্যালেঞ্জিং তবুও আল্লাহর জন্য তোমাকে পারতে হবে, পারতে হবে জান্নাতের এক কোণে জায়গা পাওয়ার আশায়। সকল প্রতিকূলতা থাকা সত্ত্বেও মাহরাম, নন-মাহরাম মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করবে। দেখবে এর বিনিময় কত উত্তম হয়।
ভাই আমার, তোমাকে বলছি, কোনো বেগানা ছেলের তোমার বোনের সাথে অবাধ মেলামেশা, হাসিঠাট্টার দৃশ্য যেমন তুমি অপছন্দ করো, অশ্লীল মনে করো তেমনি অন্যের বোনের সাথে তোমার অবাধ মেলামেশা, হাসিঠাট্টা করাকে কেন তুমি অপছন্দ করবে না, কেন তুমি তা অশ্লীল মনে করবে না? ভাই আমার, যে কাজ তোমার নিজের বোনের বেলায় ঘৃণিত সে কাজ অন্যের বোনের বেলায় পছন্দনীয় হওয়াটা কি ইনসাফ, তুমিই বলো?
বোন আমার, তোমাকে বলছি, কোনো ছেলে তোমার পাশে গা ঘেঁষে বসবে, ঢঙের নামে যখন তখন তোমার হাত, কাঁধ বা শরীরের কোনো অংশ স্পর্শ করবে এটা তুমি কীভাবে মেনে নিতে পারো? কীভাবে তুমি তার এমন জঘন্য কর্মকান্ডকে হাসিমুখে মানতে পারো, কীভাবে তুমি এর শক্ত প্রতিবাদ না করে থাকতে পারো? এটা ভেবে তোমার কি আত্মসম্মানে একটুও আঘাত লাগে না যে, আমার সাথে এসব কী করা হচ্ছে, আর আমিই-বা এসব কী করছি? আমিই-বা এসব কীভাবে মানছি?
দেখো বোন, আল্লাহ তোমাকে কত সম্মানিত করে বানিয়েছেন। আর তুমি কীভাবে ক্লাসমেটের নামে একজন বেগানা ছেলের স্পর্শ ও তোমার সাথে তার হাসি তামাশার বিষয় এলাও করে নিজের সম্মানকে, নিজের আত্নমর্যাদাবোধকে ধূলোর সাথে মিশিয়ে দিতে পারো? গুনাহের চিন্তা হয় না তোমার? আফসোস হয়, অনেক সময় এই কাজগুলোই কিনা বোরকা হিজাব পরেও অনায়াসে করা হয়। এজন্যই তো বলি কেবল বোরকা হিজাব পরিধান করলেই পর্দা করা হয়ে যায় না অন্তরকেও পর্দার জন্য প্রস্তুত করতে হয়, অন্তরকেও পর্দার মধ্যে রাখতে হয়।
ও আমার বোন, প্লিজ তুমি নিজেকে কারো জন্য সস্তা বানিয়ে রেখো না। তুমি তোমার সম্মানকে বোঝার চেষ্টা করো। একজন ভাই হিসেবে আমি চাই না আমার কোনো বোন তার ব্যক্তিত্বকে সস্তা করে রাখুক, চাই না সে তার সম্মানটা নষ্ট করুক, চাই না সে আল্লাহর পাকড়াও এর স্বীকার হোক। বোন আমার, কথাগুলোকে তুমি হালকাভাবে নিও না, গুরুত্বের সাথে নিও আবারও বলছি গুরুত্বের সাথে নিও। মনে রেখো, একটা সময় তোমার আজকের যৌবন থাকবে না, থেকে যাবে কেবল আজকের দিনের তোমার ভুল কাজগুলোর আফসোস। আর আফসোস বড়ো কষ্টের, বড়ো যন্ত্রণার। তাই এমন কোনো কাজ করো না যার জন্য তোমাকে একসময় আফসোসের আগুনে পুড়তে হয়।
|| ফ্রি মিক্সিং ||
বই : হে শিক্ষার্থী ভাই ও বোন আমার, তোমাকে বলছি...
লেখা : রাকিব আলী
#শিক্ষার্থী
#বন্ধু
#সম্পর্ক
#রিলেশন