অলরাউন্ডার

অলরাউন্ডার For Sponsorship : [email protected]
(6)

04/07/2025

ইতিহাস আর রেকর্ড সাকিবকে নিয়ে গেছে অন্যান্য উচ্চতায় , যার ধারে কাছে নেই কেউ। এবং যাকে তাকে সাকিব দাবি করারও সুযোগ নেই !

03/07/2025

আর্জেন্টিনা-ব্রাজিল না পারলেও ঠিক'ই পেরেছে লিটন দাস। ছয় ম্যাচেই করেছেন হেক্সা পূরন

03/07/2025

আদরের ছেলে মিরাজ ,তাই পারফর্মেন্স না দেখেই বানিয়ে দেওয়া হয়েছে অধিনায়ক 🙂

03/07/2025

বিসিবি চলছে টিকটকারদের নিয়মে। দেখার কেউ নেই , প্রতিবাদ করার কেউ নেই।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এর ভাষ্যমতে পারফরম্যান্স বিবেচনায় দলে আসতে পারেন সাকিব আল হাসান, জানিয়েছেন " উপদেষ্টা ...
02/07/2025

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এর ভাষ্যমতে পারফরম্যান্স বিবেচনায় দলে আসতে পারেন সাকিব আল হাসান, জানিয়েছেন " উপদেষ্টা তো আর নির্বাচক না "
তাহলে প্রশ্ন উঠতেই পারে যে বিসিবি সভাপতির কথার সাথে বাস্তবতার আসলে কতটা মিল। দেখে নেওয়া যাক সাকিব আল হাসান এর সর্বশেষ বছরের ওডিআই পরিসংখ্যান কি বলে।

সাকিব সর্বশেষ ওডিআই ম্যাচ খেলেছেন ২০২৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে।
শেষ ম্যাচটিতে সাকিব ব্যাট হাতে নিয়েছেন ৬৫ বলে ১২৬ স্টাইকরেটে ৮২ রান, হয়েছিলেন ম্যাচ সেরা।

উক্ত ম্যাচ সহ সাকিব আল হাসান একই বছরে ম্যাচ খেলেছেন ২৩ টি। যার মধ্যে ২২ ইনিংসে ব্যাট করে ৩৫ গড়ে নিয়েছেন ৭৩৫ রান। স্টাইরেট ছিলো প্রায় ৯০।

পরিসংখ্যান বলছে কোনোরকমের সন্দেহ ছাড়াই সাকিব আল হাসানের খেলা সর্বশেষ বছরেও দুর্দান্ত ছিলেন। যা বাংলাদেশের অন্যান্য প্লেয়ারের তুলনায় ও অনেক এগিয়ে...

নাঈম শেখ প্রথম ম্যাচে ব্যার্থ হওয়ার পরে তাকে সাকিব বলেছিলেন " সূর্য আজকে ডুবেছে , সমস্যা নেই কাল আবার উঠবে"

সাকিব নিজেও হইতো এখন নিজেকে বলেন " সূর্য আবার উঠবে "
তাও ভক্তরাও তাই ভাবেব " সূর্য আবার উঠবে "

মাটিতে পরে থাকা বকুল ফুলটি হচ্ছেন সাকিব আল হাসান...
01/07/2025

মাটিতে পরে থাকা বকুল ফুলটি হচ্ছেন সাকিব আল হাসান...

01/07/2025

কেটে যাবে কালো মেঘ , হাসবে রোদ্দুর। আবার সাকিব তামিম খেলবেন বিপিএলে !

29/06/2025

সাকিব ফিরলেন , জানান দিলেন ফুরিয়ে যাননি ,এখনো আছেন বাঘের মতোই 🙂

29/06/2025

আর্ম বল শেখাচ্ছেন সাকিব আল হাসান। যেটা সাকিব আল হাসানের সবচেয়ে কার্যকরী।

28/06/2025

সিপিএল সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন সাকিব আল হাসান।

28/06/2025

আমরা আবেগ দেখি , বাস্তবতা না। গত ২৫ বছরে আমরা টেস্ট জিতেছি ২৩ টা ,যার মধ্যে গেলো দেড় বছর শান্তের নেতৃত্বেই জিতেছে চার ম্যাচ

28/06/2025

গু*জব ছড়ানোর জন্যে বাঙ্গালী সেরা রেহ 🙂 সাকিব কখন সিনেমা করেছেন এটা তিনি নিজেও জানেন না

Address

Dhaka
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when অলরাউন্ডার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category