22/08/2025
অফ টপিক পোস্ট
ফোনের ডায়াল প্যাড বদলে গেছে?
চিন্তা করার কিছু নেই!
----
অনেকেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে যে হঠাৎ করেই তাদের স্মার্টফোন এর ডায়াল প্যাড বদলে গেছে এবং প্রায় সবাই চিন্তিত যে হঠাৎ করে সবার কেন হলো?
তাহলে বলি যে এটা নতুন কিছু না।
২০২৫ সালের জুন মাসে গুগল জানায় যে তারা নতুন ইউজার ইন্টারফেস নিয়ে আসছে (মেটেরিয়াল ডিজাইন ৩) এবং তারই জন্যে সবার স্মার্টফোনে বিশেষত যাদের নতুন ফোন, তাদের ক্ষেত্রে সবার আগে এই আপডেট টা দেখা যাবে। আর ঠিক এই কারণেই ফোনের ডায়াল প্যাড বদলে গেছে।
এর মধ্যে অনেক কিছুই বদলেছে যেমন হোম বাটন এসেছে। তারপর ফেভারিট বার এসেছে ইত্যাদি।
এন্ড্রোইড আগে আলাদা সংস্থা হলেও ২০০৫ সালে পুরো সংস্থাকে কিনে নেয় গুগল। তাই এই মুহূর্তে যত এন্ড্রোইড ফোন আছে, তার সমস্ত এন্ড্রোইড আপডেট গুগলের হাতেই রয়েছে।
ইঞ্জিনিয়ার ও Techie মানুষ হিসেবে একটা সামান্য জিনিস নিয়ে এত হই-হট্টগোল হচ্ছে, গেল গেল রব উঠেছে তাই এই পোস্টটি করা -
যা হয়েছে -
● যে সমস্ত স্মার্টফোন Default Google Dialer ব্যবহার করে যেমন - Color Os - Realme, Oppo, One plus, Motorola - Stock Android আরো ব্র্যান্ড যারা মোদ্দা কথা যে যে Operating System-এ (সেটা যে কোম্পানির ফোন হোক ) Stock Google Dialer ব্যবহার করে তাদের সাথে এটা হয়েছে । এটা মূলত google Dialer এর একটা আপডেট, আপডেট নিয়ে আসে নতুন User Interface ও Features, ডিজাইনটা হয়তো Materialistic করেছে, ফন্টটা বড় করেছে, যারা অভ্যস্ত বা অনেকের সেটা ভালো নাই লাগতে পারে। এটা সাবজেক্টিভ ।
★ VIVO/IQOO, SAMSUNG বা Iphone - IOS এটা দেখা যাবে না , কারন এরা নিজস্ব Dialer ব্যবহার করে, গুগল Dialer নয় ।
.
যাইহোক যারা এটা নিয়ে ব্যতিব্যস্ত, যাদের পছন্দ হচ্ছে না, আগের মতো করতে চান -
● তারা ব্যস Play-Store গিয়ে Google Dialer বা "Phone By Google" সার্চ করে লেটেস্ট আপডেটটা Uninstall করতে পারেন । আগের মতো হয়ে যাবে ।
যাদের ভালো লাগছে রাখতে পারেন ।
.