Yeasin

Yeasin BSc (Honors) in Nutrition and Food Science

FOUNDER: Nutrition Universe

04/08/2024

❤️

অ্যাভোকেডো ফলটির সাথে আমরা তেমন একটা পরিচিত নাহ। তবে পুষ্টির ভান্ডার এই ফলটি শিশুদের শারীরিক সুস্থতায় অত্যন্ত গুরুত্বপূর...
22/10/2023

অ্যাভোকেডো ফলটির সাথে আমরা তেমন একটা পরিচিত নাহ। তবে পুষ্টির ভান্ডার এই ফলটি শিশুদের শারীরিক সুস্থতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
কেন? চলুন জেনে নেই-
এতে রয়েছে অসম্পৃক্ত ফ্যাটি এসিড, যা শিশুকে প্রয়োজনীয় শক্তি প্রদান করবে এবং মস্তিষ্কের বিকাশেও সহায়তা করে।
এছাড়াও অ্যাভোক্যাডোতে আরও রয়েছে:
১. ফাইবার
২. পটাসিয়াম
৩. ফোলেট
৪.বি ভিটামিন
৫.ভিটামিন ই
এছাড়াও অ্যাভোক্যাডো কার্ডিওভাসকুলার স্বাস্থ্যের উন্নতি ঘটায়, ওজন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে এবং টাইপ-২ ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভুমিকা রাখে।
বাচ্চার ছয় মাস বয়সের পর থেকে তাকে অ্যাভোক্যাডো দেয়া যেতে পারে। একদম নরম করে খাওয়ানো যেতে পারে। তবে এক্ষেত্রে পরিমানের দিকটিতে বিশেষ নজর রাখতে হবে।

টনসিলের ব্যথা উপশমে ঘরোয়া উপায় -টনসিল এক ধরনের লসিকাগ্রন্থি বা লিম্ফয়েড টিস্যু। এতে কোনো ধরনের ইনফেকশন বা প্রদাহ হলে তা...
21/10/2023

টনসিলের ব্যথা উপশমে ঘরোয়া উপায় -

টনসিল এক ধরনের লসিকাগ্রন্থি বা লিম্ফয়েড টিস্যু। এতে কোনো ধরনের ইনফেকশন বা প্রদাহ হলে তাকে টনসিলাইটিস বলে । বেশির ভাগ ক্ষেত্রেই ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণে এটি হয়ে থাকে।

➡️ এর লক্ষনগুলো হল ঃ

⭕ গলা ফুলে যাওয়া ও ব্যথা
⭕ খাবার গিলতে অসুবিধা হওয়া
⭕ খাবার গ্রহনে অরুচি
⭕ শারীরিক ক্লান্তি
⭕ জ্বর অনুভূত হওয়া
⭕ মাথা ও ঘাড় ব্যথা ইত্যাদি ।

🟢 যেসকল ঘরোয়া উপায়ে টনসিলের ব্যথা কমানো যায় ঃ

✅ হালকা কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে দিনে ৩-৪ বার গার্গল করা

✅ আদা দিয়ে চা খওয়া যেতে পারে। আদাতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফালামেন্টরি উপাদান যা টনসিলের সংক্রমণে বাধা দেয়।

✅ এক গ্লাস গরম পানিতে ১ চামচ মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।

✅ গরম জলের ভাব নিলে টনসিলে আর্দ্রতা ফিরে আসে ফলে অস্বস্তি কিছুটা হ্রাস পায়।

✅ ভিটামিন সি সমৃদ্ধ ফলের জুস গ্রহন করা যেতে পারে।
যথাসম্ভব নরম এবং তরল খাবার গ্রহন করতে হবে।

✅ ছাগলের দুধ টনসিলের ব্যথা দূর করতে খুব ভালো কাজ করে। কারণ ছাগলের দুধে আছে অ্যান্টিবায়োটিক উপাদান।এক কাপ গরম দুধে এক চিমটি হলুদ মিশিয়ে খেতে পারেন।

🟦 টনসিলের সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

©

16/08/2022

Deep💔

24/05/2022

5 সেকেন্ড পরের দৃশ্যটা মনটা ভরিয়ে দেবে 💝💝

08/05/2022
08/05/2022

Tawakal

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yeasin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category