চলো বদলাই

চলো বদলাই নিজেকে বদলান, সমাজ বদলে যাবে।
আমাদের জীবনের বিভিন্ন অসংগতিগুলো তুলে ধরাই আমার মূল উদ্দেশ্য।
(12)

07/11/2025

💥 তোমাকে টেনে তোলার জন্য সৃষ্টি কর্তাই যথেষ্ট 💥

পরিবারকে হাসিখুশি রাখার দায়টা যে পুরুষ কাঁধে তোলে,তার মাথায় ঢুকে যায় টাকার হিসাব, চিন্তার ভার।বাইরে থেকে সে হাসে, কিন...
04/11/2025

পরিবারকে হাসিখুশি রাখার দায়টা যে পুরুষ কাঁধে তোলে,
তার মাথায় ঢুকে যায় টাকার হিসাব, চিন্তার ভার।
বাইরে থেকে সে হাসে, কিন্তু ভিতরে কত ঝড় বয়ে যায়— কেউ দেখে না।
প্রেম, ভালোবাসা, আবেগ— সব কিছু একসময় হারিয়ে যায় দায়িত্বের বোঝায়।
তবু সে থামে না, কারণ পরিবারের হাসিটাই তার বেঁচে থাকার কারণ।
— এমন পুরুষদের ভালোবাসা নয়, প্রাপ্য সম্মান 💔

🌸 কখনও কখনও মানুষ নয়, নিজের কাছ থেকেই শেখা দরকার...👉 কিভাবে নিজেকে ভালোবাসতে হয় 💔অন্যের অবহেলায় ভেঙে পড়ো না —ওরা শুধ...
20/10/2025

🌸 কখনও কখনও মানুষ নয়, নিজের কাছ থেকেই শেখা দরকার...
👉 কিভাবে নিজেকে ভালোবাসতে হয় 💔
অন্যের অবহেলায় ভেঙে পড়ো না —
ওরা শুধু আসে-যায়, কিন্তু তুমি রয়ে যাও 💫
নিজের শান্তিটা নিজের হাতে রাখো, কারও হাতে নয় ❤️কারণ শেষ পর্যন্ত —
✨ নিজেকে খুশি রাখলেই জীবনটা সত্যিই সুন্দর! 🌷

#নিজেকে_ভালোবাসো 💖

08/10/2025

💥💥১২০ বার দেখলাম তবুও বুঝলাম না,
লাল বোরকা পরা
কালো হিজাব পরা আপুটি এইভাবে কোথায় চলে যাচ্ছে 💥😲😲

💥💥জাহানারা বেগম ৬০ বছর ধরে ভাত খান না। তিনি চা রুটি বিস্কুট মুড়ি এগুলো খেয়েই জীবন কাটিয়ে দিচ্ছেন শুধুমাত্র স্বামী নাম...
02/10/2025

💥💥জাহানারা বেগম ৬০ বছর ধরে ভাত খান না।
তিনি চা রুটি বিস্কুট মুড়ি এগুলো খেয়েই জীবন কাটিয়ে দিচ্ছেন শুধুমাত্র স্বামী নামক মানুষটার একটা কথার কারণে 😭😭

💥💥"জুলাই "শব্দ থেকে একটি সুন্দরী মেয়ের নাম খুঁজে বের করুন। ১০০% বুদ্ধিমান ব্যক্তি ছাড়া অন্য কেউ সঠিক উত্তর দিতে পারবে ...
27/09/2025

💥💥"জুলাই "শব্দ থেকে একটি সুন্দরী মেয়ের নাম খুঁজে বের করুন।
১০০% বুদ্ধিমান ব্যক্তি ছাড়া অন্য কেউ সঠিক উত্তর দিতে পারবে না ❌❌

👉 হাসি আছে, সাজ আছে… কিন্তু হৃদয় কেন শূন্য লাগে?প্রিয় মানুষটা আসলে আজকের ছবিটা সম্পূর্ণ হতো…অপেক্ষা রয়ে গেল, আর আনন্দ...
24/09/2025

👉 হাসি আছে, সাজ আছে… কিন্তু হৃদয় কেন শূন্য লাগে?
প্রিয় মানুষটা আসলে আজকের ছবিটা সম্পূর্ণ হতো…
অপেক্ষা রয়ে গেল, আর আনন্দের মাঝেও মন ভিজলো বেদনার রঙে। 💔🌹

💥💥বিশ্বাস করেন  মেয়েরা টাকার লোভী হয় না মেয়েরা হয় একটু ভালোবাসা, যত্ন, আর আগলে রাখার লোভী😥😥😥💥
24/09/2025

💥💥বিশ্বাস করেন মেয়েরা টাকার লোভী হয় না মেয়েরা হয় একটু ভালোবাসা, যত্ন, আর আগলে রাখার লোভী😥😥😥💥

🌾 চাল দীর্ঘদিন ভালো রাখার সহজ টিপস 🌾১️⃣ চাল রোদে শুকিয়ে নাও২️⃣ নিমপাতা / শুকনো মরিচ দাও৩️⃣ রসুনের কোয়া বা লবণ রাখো৪️⃣ ...
12/09/2025

🌾 চাল দীর্ঘদিন ভালো রাখার সহজ টিপস 🌾
১️⃣ চাল রোদে শুকিয়ে নাও
২️⃣ নিমপাতা / শুকনো মরিচ দাও
৩️⃣ রসুনের কোয়া বা লবণ রাখো
৪️⃣ আর্দ্রতা এড়িয়ে ঠান্ডা স্থানে রাখো
৫️⃣ টাইট ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করো

👉 এতটুকু মেনে চললেই তোমার চাল থাকবে সুগন্ধি ও পোকামাকড় মুক্ত অনেকদিন ✨

যে ব্যক্তি যতটা সত্য কথা বলে এবং সাদা মনের হয় সে কিন্তু ততটাই নিঃসঙ্গ থাকে!!.... যে পানি খুব বেশি পরিষ্কার, কাঁচের মতো ...
12/09/2025

যে ব্যক্তি যতটা সত্য কথা বলে এবং সাদা মনের হয় সে কিন্তু ততটাই নিঃসঙ্গ থাকে!!....
যে পানি খুব বেশি পরিষ্কার, কাঁচের মতো স্বচ্ছ,
সেই পানিতে মাছ থাকে না!!...
আবার যে পানি ময়লা এবং শ্যাওলায় ভরা,
সেই পানিতে আপনি অনেক মাছ খুঁজে পাবেন!!!
আর যে ব্যক্তি যতটা বেশি মিথ্যা ভালোবাসা দেখায়, অভিনয় করে.... কেন জানি সেই মানুষটাই সবার প্রিয় হয় 😥
তার আশেপাশেই মানুষের অভাব থাকে না!!

✅কথাটা বাস্তব জীবনের সাথে মিলিয়ে নিবেন❤️

💥💥স্ত্রীকে খুশি করার মত শক্তি পৃথিবীর কোন গহনা কিংবা কোন সম্পদের মধ্যে নেই😥😥 শুধুমাত্র স্বামীরে একটু হাসিমুখে স্ত্রীর সা...
10/09/2025

💥💥স্ত্রীকে খুশি করার মত শক্তি পৃথিবীর কোন গহনা কিংবা কোন সম্পদের মধ্যে নেই😥😥
শুধুমাত্র স্বামীরে একটু হাসিমুখে স্ত্রীর সাথে কথা বললেই স্ত্রীরা খুশি হয়ে যায়, কিন্তু সারাদিন শেষে পুরুষ মানুষ রাগান্বিত সুর ছাড়া স্ত্রীর সাথে ভালোভাবে তো কথাই বলতে পারে না 💥❌❌

আলহামদুলিল্লাহ। এই একটা পোস্ট আপনাদের সবার কাছে এত বেশি ভালো লাগবে সত্যিই অবাক হলাম 🥰🥰🥰
08/09/2025

আলহামদুলিল্লাহ।
এই একটা পোস্ট আপনাদের সবার কাছে এত বেশি ভালো লাগবে সত্যিই অবাক হলাম 🥰🥰🥰

Address

Mirpur
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when চলো বদলাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share