
21/06/2025
"আগামীকাল" বলে কিছু নেই...
আমার কাছে "আগামীকাল" একটা শব্দমাত্র।
কোনো বাস্তবতা নয়, কোনো প্রতিশ্রুতি নয়।
জীবনে যা কিছু সত্য—তা আজ, এই মুহূর্তেই।
তাই ভালোবাসতে হলে আজকেই ভালোবাসো,
মনের কথা বলতে হলে আজকেই বলে দাও।
যা করতে চাও, যা স্বপ্ন দেখো—আজকেই শুরু করো।
কারণ আগামীকাল হয়তো আসবেই না।
মৃত্যু কখনো দরজায় কড়া নাড়ে না,
কখনো বলে আসে না—
সে আসে নিঃশব্দে, এক ঝড়ের মতো—
সব কিছু ছিনিয়ে নিয়ে যায়।
তখন কেউ আর ভালোবাসা শুনে না,
কেউ আর চোখের জল দেখে না।
তাই আমি বিশ্বাস করি—
"আগামীকাল" একটা মিথ্যে আশা,
একটা অনিশ্চিত প্রতারণা।
আমরা যে মুহূর্তে বাঁচি, সেটা হলো আজ,
এখনকার প্রতিটি নিঃশ্বাসই জীবন।
ভবিষ্যৎ কি হবে জানি না—
কেয়া ফাতা:"কাল হো না হো"