It'Z Fatima

It'Z Fatima Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from It'Z Fatima, Dhaka.

"আগামীকাল" বলে কিছু নেই...আমার কাছে "আগামীকাল" একটা শব্দমাত্র।কোনো বাস্তবতা নয়, কোনো প্রতিশ্রুতি নয়।জীবনে যা কিছু সত্য...
21/06/2025

"আগামীকাল" বলে কিছু নেই...

আমার কাছে "আগামীকাল" একটা শব্দমাত্র।
কোনো বাস্তবতা নয়, কোনো প্রতিশ্রুতি নয়।
জীবনে যা কিছু সত্য—তা আজ, এই মুহূর্তেই।
তাই ভালোবাসতে হলে আজকেই ভালোবাসো,
মনের কথা বলতে হলে আজকেই বলে দাও।
যা করতে চাও, যা স্বপ্ন দেখো—আজকেই শুরু করো।
কারণ আগামীকাল হয়তো আসবেই না।

মৃত্যু কখনো দরজায় কড়া নাড়ে না,
কখনো বলে আসে না—
সে আসে নিঃশব্দে, এক ঝড়ের মতো—
সব কিছু ছিনিয়ে নিয়ে যায়।
তখন কেউ আর ভালোবাসা শুনে না,
কেউ আর চোখের জল দেখে না।

তাই আমি বিশ্বাস করি—
"আগামীকাল" একটা মিথ্যে আশা,
একটা অনিশ্চিত প্রতারণা।
আমরা যে মুহূর্তে বাঁচি, সেটা হলো আজ,
এখনকার প্রতিটি নিঃশ্বাসই জীবন।
ভবিষ্যৎ কি হবে জানি না—
কেয়া ফাতা:"কাল হো না হো"

17/06/2025

খেয়াল করলাম আমি যতটা গুরুত্ব দিয়ে কাউকে বোঝার চেষ্টা করি। আমাকে কেউ ততটা গুরুত্ব নিয়ে বুঝতে চায়না। ব্যথায় আমার কেমন লাগছে; আমি কি অনুভব করছি, সেটা ভাবার প্রয়োজনবোধ কেউ করে না। আমি আমার কাছের মানুষের আচরণ যেমন লক্ষ্য করি,সে সাথে তাদের যত্নও আমার চোখ এড়িয়ে যায় না।কিন্তু,দুঃখের বিষয় এই যে আমি যতটা যত্ন করে তাদের ভালবাসি,আমায় আমার মতো করে কেউ ভালবাসে না।

সময়টা থেমে থাকে না। ব্যর্থতা আর অপ্রাপ্তির ভিড়ে হাঁটতে হাঁটতেই হঠাৎ একদিন বুঝে যাই—সবকিছু আমাদের জন্য নয়। প্রতিটি না-পাও...
22/05/2025

সময়টা থেমে থাকে না। ব্যর্থতা আর অপ্রাপ্তির ভিড়ে হাঁটতে হাঁটতেই হঠাৎ একদিন বুঝে যাই—সবকিছু আমাদের জন্য নয়। প্রতিটি না-পাওয়া, প্রতিটি হোঁচ'ট যেন আমাদের একটু একটু করে মানুষ করে তোলে। আনন্দ, দুঃখ, হার-জিত—সব মিলিয়েই জীবন। আর এই জীবনটাই শেখায়, বুঝিয়ে দেয়, কখনো না চাইলেও আমরা বদলে যাই, পরিণত হয়ে উঠি। এভাবেই বয়স বাড়ে, কিন্তু তার চেয়েও বেশি বাড়ে উপলব্ধি।

19/05/2025

মোমবাতির মত নিজেকে মনে হয়। ধীরেধীরে নিজের অস্তিত্ব ক্ষয়ে যাওয়ার যে দৃশ্য তা আমি সবসময়ের মত দেখেই যাই। আমার হাত পা মস্তিষ্ক কি যেনো এক অজানা শক্তি দিয়ে বাঁধা।

নিজের ঝরে পড়ার দৃশ্য নিজের চোখে দেখেও যখন কিছু বদলাতে পারিনা, তখন মনে হয় আমি সেই মোমবাতি যাকে একবার জ্বালিয়ে দিলে নিজে থেকে আর নিজেকে পুড়তে থাকা থেকে থামাতে পারেনা।

Book - শেষ অধ্যায়

18/05/2025

Those people who said, "ছেড়ে যাবো না কখনো", they have already left us in the middle of the road.

those people who said "আমার মতো আর কাউকে তুমি পাবে না", they have already given a terrible scandal & slander before they leave.

no matter how many people portray themselves as a good-humble person, nobody stays the same till the end & they will never be!

07/05/2025

অভাবী মানুষকে সবাই ভয় পায়,
কে জানে কখন কি চেয়ে বসে😅

06/05/2025

আমার সর্বকালের সর্ব চাওয়া।
আমার মৃ*ত্যু যেনো আমার ওনার হৃদয়ে রক্তক্ষরণ করে।

একজন পুরুষের খাঁটি ভালোবাসা নারীর জীবনকে পূর্ণ করে তোলে, এনে দেয় অনাবিল আনন্দ আর নির্ভরতার উষ্ণতা।পুরুষের ভালোবাসা বৃষ্...
02/05/2025

একজন পুরুষের খাঁটি ভালোবাসা নারীর জীবনকে পূর্ণ করে তোলে, এনে দেয় অনাবিল আনন্দ আর নির্ভরতার উষ্ণতা।

পুরুষের ভালোবাসা বৃষ্টির মতো স্নিগ্ধ আর রোদের মতো উষ্ণ। যে নারী এই ভালোবাসা পেয়েছে, তার জীবন ধন্য।নিঃসন্দেহে সে নারী পৃথিবীর সব সুখ পেয়েছে।

আমি দাড়িয়ে আছি বাস্তবতার কাঠগড়ায়, তুমি বসে আছো জজের রায়ের আসনে, পরিস্থিতি তোমার অনুকূলে, আমার বর্তমান এবং ভবিষ্যৎ তো...
27/04/2025

আমি দাড়িয়ে আছি বাস্তবতার কাঠগড়ায়, তুমি বসে আছো জজের রায়ের আসনে, পরিস্থিতি তোমার অনুকূলে, আমার বর্তমান এবং ভবিষ্যৎ তোমার হাতের মুঠোয় বন্দী,তোমায় ভালোবাসার অপরাধে আমি অপরাধী, তুমি চাইলে’ই পারো আমায় যাবজ্জীবন দুঃখের কারাদণ্ডে নিক্ষেপ করতে, আবার তুমি’ই পারো আমারে একখানা সুখের জীবন ভিক্ষা দিতে।😅❤️‍🩹

Kabar ko zitni marji sayja loInsan zinda nehi hota😅
26/04/2025

Kabar ko zitni marji sayja lo
Insan zinda nehi hota😅

11/04/2025

পৃথিবীতে সবচেয়ে বেশি রঙ বদলাতে পারে মানুষ,
সবচেয়ে সূক্ষ্ম অভিনয় করতে পারে মানুষ, নিজেকে সবচেয়ে ভালো লুকাতেও পারে ঐ মানুষ।

বছরের পর বছর একসাথে এক ছাদের নিচে থেকেও একটা মানুষ আরেকটা মানুষকে চিনতে পারে না। ফেরেশতার মতো মানুষটাও একদিন ঘেন্না করার মতো কাজ করে ফেলে। আমাদের বিশ্বাসের ভাঙ্গা টুকরো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। আমরা শুধু অবাক দৃষ্টিতে ফ্যালফ্যাল করে চেয়ে রই।

স্রষ্টা আমাদের অবাক হওয়ার ক্ষমতা দিয়েছেন, কিন্তু মানুষ চেনার ক্ষমতা দেন নি। আমরা তাই প্রতিনিয়ত শুধু অবাক হই। একবার, দুইবার, অনেকবার। অবাক হতে হতে একদিন আমরা মেনে নিই, দিনশেষে আমরা কেউ কাউকে চিনি না, কখনো চিনতামও না।

এই ছোট্ট জীবনটাতে যে মানুষটাকে চিনি, জানি, শ্রদ্ধা করি, ভালোবাসি, মায়া করি, সে আসলে সত্যি সত্যি অমন না ।
এই নিষ্ঠুর সত্যিটা জেনে যাওয়ার পর থেকে আমি মানুষকে ভয় পাই, ভীষণ ভয় পাই।

এইসব দুঃখের দিনে তুমি না হয় পাশে থাকলে না, ভালোবাসলে না। দিনশেষে ভালোবাসা না পাওয়ার আক্ষেপ নিয়ে বারবার ক্ষমা প্রার্থনা ক...
09/04/2025

এইসব দুঃখের দিনে তুমি না হয় পাশে থাকলে না, ভালোবাসলে না। দিনশেষে ভালোবাসা না পাওয়ার আক্ষেপ নিয়ে বারবার ক্ষমা প্রার্থনা করি সৃষ্টিকর্তার দরবারে! তোমার সাথে আর এমন কী? র ক্তে র সম্পর্কের মানুষগুলোই দাম দিলো না!

এই যে হতাশাগ্রস্ত ভালোবাসাহীন জীবন, কে চায় বলো? এই যে এতদিনে বুঝলাম, তুমি আমার কেউ নও, এই অনুভূতি কী কম কষ্টের? যাকে এতদিন আপন ভেবে এসেছি, পুরো পৃথিবী আমার বিপরীতে গেলেও একমাত্র যাকে পাশে পাবো বলে ভেবেছি, সেই তুমিই তো বুঝিয়ে দাও তুমি আমার কেউ না!

তুমি ভালোবাসো?
কই, আমি তো অনুভব করি না! যদি ভালোবাসা জীবনে থাকেই, তবে কেন এত নিঃস্ব লাগে নিজেকে? অভিমানে, নীরবে নিভৃতে কেনো নিজেকে কষ্ট দেই?

ভালোবাসা এমন নয়, বিশ্বাস করো।
ভালোবাসা বাধ্য করে, ভালোবাসা পাওয়ার আনন্দে মানুষ জাগতিক দুঃখ ভুলে যায়! যে ভালোবাসায় আমাকেই ছুঁতে পারে না, তা পাওয়ার আনন্দ আমার কাছে নিছক দুর্ভাগ্য মনে হয়!

এইসব দুঃখের দিনে তুমি না হয় পাশে থাকলে না, ভালোবাসলে না। কিন্তু তাই বলে কী বুঝিয়ে দিবে, সত্যিই তুমি আমার কেউ নও? এই যে এমন হতাশায়, যন্ত্রণায় দুমড়েমুচড়ে যাচ্ছি, কোথাও একটুখানি শান্তি টুকু পাচ্ছি না, এই যে এক আকাশ পরিমাণ মানসিক অশান্তি নিয়েও তোমায় পাশে পাচ্ছি না, তোমার সঙ্গ পাচ্ছি না, এরপরেও তুমি ভালোবাসো?

যে ভালোবাসা আমায় একা করে দেয়, আমার ব্যাকুলতা যার হৃদয় স্পর্শ করে না, যে আমায় ছাড়া দিব্যি পার করছে সময়, তার কাছে আমি আর কতটুকুই বা দামী? মানুষ তো ভালো থাকতেই সম্পর্কে জড়ায়। কই আমি তো ভালো নেই,তুমি কি দেখো না!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when It'Z Fatima posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share