07/06/2024
জানিনা আমার এই কথা টা কার কোন কাজে লাগবে !
এই যুগে কোন ছেলে মেয়ে যদি আঠারো বা বিশ বছরের পর শুধু একাডেমিক পড়াশোনা নিয়ে ব্যাস্ত থাকে। আর ভাবে অনার্স মাস্টার্স করে চাকুরীর জন্য হন্যে হয়ে দৌড়াবে । তাহলে নিশ্চিত থাকেন আপনার জীবনের সবচেয়ে গোল্ডেন টাইম টা আপনি প্রোপারলি কাজে লাগান নি !
আফসোস নেই তবুও মনে হয় , যদি আমাকে ২০ বছর আগে এই কথাটা কেউ বলতো !