
18/06/2025
“শ্রীলঙ্কা — এক দেশে যেন শতরূপ"🧿
আমরা ভাবিইনি শ্রীলঙ্কা এতটা সুন্দর হতে পারে। প্রথম পা রাখার পরই চোখে পড়ল নীল সাগরের পাড়, মাথার ওপর ঝকমকে রোদ আর অন্য রকম একটা শান্তি |
তারপর এল সেই বিখ্যাত ট্রেন যাত্রা। নীলগিরি রঙের ট্রেন পাহাড়ের কোল বেয়ে এগিয়ে চলেছে। এক পাশে সবুজ চা-বাগান, আরেক পাশে গভীর উপত্যকা। বাইরে তাকিয়ে আমরা যেন হারিয়ে গিয়েছিলাম এক রঙিন স্বপ্নে।
ট্রেনটা পাহাড়ের গা বেয়ে ধীরে ধীরে উঠে যাচ্ছিল, আর আমরা যেন ঢুকে পড়ছিলাম মেঘের ভেতর। যতই এগিয়ে যাচ্ছিলাম, ঠান্ডাটা যেন একটু একটু করে বাড়ছিল ।
বাইরে হাত রাখলে মেঘ ছুঁয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল স্বপ্নের কোনো পথের মধ্যে দিয়ে চলেছি। পাহাড়, চা-বাগান, ঝরনা, আর মেঘের ভিতর দিয়ে ট্রেনটা যেন জীবনের সবচেয়ে ধীর, কিন্তু সুন্দর মুহূর্তগুলো আমাদের চোখের সামনে এনে দিচ্ছিল। আলহামদুলিল্লাহ 😇
শহরের কোলাহল আর পাহাড়ের নিস্তব্ধতা — দুই বিপরীত অনুভূতির এমন মিশেল আগে কখনও দেখিনি।
মিরিস্সা ছিল সাগরের সৌন্দর্য — নীল জলের দিগন্ত আর রোদে ঝলমলে বালুতে ভেসে যাওয়া সময়।
নুয়ারা এলিয়া ছিল শীতল, সবুজে ঘেরা এক স্বপ্নপুরী — যেন পাহাড়ের কোলে লুকিয়ে থাকা কোনো শান্ত শহর।
আর কলম্বো? আধুনিকতা আর শহুরে ছন্দে ভরা জীবন।
কি নেই শ্রীলঙ্কায়?
সমুদ্র আছে, পাহাড় আছে, শীত আছে, শহর আছে, আবার অফুরন্ত ভালো লাগাও আছে।
আর শ্রীলঙ্কার মানুষদের অতিথিপরায়ণতা, আন্তরিকতা আর বন্ধুত্বপূর্ণ আচরণের কথা আর কি বলবো? শহর হোক বা গ্রাম, যেখানেই যান না কেন, তাদের ব্যবহার সাধারণত খুবই সদয় ও আন্তরিক ।
আমরা ভাবতেও পারিনি, এত ছোট্ট একটা দেশে এত বৈচিত্র্য লুকিয়ে থাকতে পারে।
সুযোগ পেলে আবারও ফিরে যাব — সেই অপরূপ শ্রীলঙ্কায়।
ইনশা আল্লাহ 😇
- Mr & Mrs Maverick 👫