Tara's World

Tara's World Creative information, religious information, health and beauty tips

24/09/2024

বুঝলে বেণীমাধব—
মানুষ চিনতে একটা গোটা জীবনও কম পরে।

08/06/2024
08/06/2024

Rabbit part


07/06/2024


Rabbit part 1

অন্যর ভালোবাসা দেখতেও ভালো লাগে❤️❤️
17/08/2023

অন্যর ভালোবাসা দেখতেও ভালো লাগে❤️❤️

06/08/2023

শান্ত মারিয়াম ইউনিভার্সিটির খালা কল্পনা মোদক। তিনি অসাধারণ গান করেন😍😍

02/08/2023

বেশিরভাগ মানুষই বেঈমান হয়😞যখনই একটু সুখের মুখ দেখে তখনই ভুলে যায় দুঃখের দিনে কে পাশে ছিল🙂

02/08/2023

যে পুরুষ তার বউ এর আবেগ এর কোনো মূল্য দিতে পারে না।
Sorry boss👏
তুমি husband হওয়ার কোনো যোগ্যতাই রাখো না🙏🙏

01/08/2023

Like and follow this page.

 #সংসার আমার একটা নিজের সংসারের খুব শখ,সম্পূর্ণ আমার অধিকার থাকবে যে সংসারে। যদি কখনো মাঝরাতের ঝুম বৃষ্টিতে ইচ্ছে করে খি...
28/07/2023

#সংসার
আমার একটা নিজের সংসারের খুব শখ,সম্পূর্ণ আমার অধিকার থাকবে যে সংসারে।

যদি কখনো মাঝরাতের ঝুম বৃষ্টিতে ইচ্ছে করে খিচুরী খেতে, তবে বিনা দ্বিধায় যা করা যাবে,
কিংবা কোন সন্ধ্যাবেলায় যদি ইচ্ছে করে ফুচকা খেতে, তা যেন বানিয়ে খেতে পারি, কোন কৈফিয়ত দেয়া ছাড়া।

যেখানে কখনো হিসেব দিতে হবে না যে, চিনি কেন মাসের আগে শেষ হয়ে গেল,তেল কেন বেশী খরচ করি।

যেখানে কোনো নতুন রেসিপি বানানোর সময় ভয়ে ভয়ে থাকতে হয় যে, যদি ভাল না হয়, অপচয়ের অপবাদ গায়ে মাখতে হবে।

যেখানে গোসলের আগে চুল আচড়ানো নিয়ে কিংবা পানি বেশী খাওয়া নিয়ে কথা শুনতে হবে না ( হাস্যকর শুনতে হলেও এসব সত্যি)

যে সংসারে ইচ্ছে মতো মেহমানদারী করা যাবে, মেহমানদের সাথে হেসে কথা বলা নিয়ে কৈফিয়ত দিতে হবে না।

বিকেলের অবসরে ছাদে যাওয়া নিয়ে কোন কথা শুনতে হবে না, কিংবা কোনদিন জোস্নারাতে খুব মন কেমন করা নিয়ে ঘুমোতে যেতে হবে না।

সকালের ঘুম দেরিতে ভাংলে কিংবা দুপুরের ঘুম সময়মতো না ভাঙলে ভয়ে ভয়ে থাকতে হবে না।

যেখান সাধারন অসুস্থতার সময় কিংবা পিরিয়ড এর যন্ত্রণাময় দিনগুলোতে কাজ একটু কম করলে, কেউ মুখ কালো করে কথা শোনাবে না।

প্রতিটি মেয়ের মনের ভেতর আজীবন লালিত হয়, নিজস্ব একটা সংসারের, Universal Truth এর মতো সত্যি এটা। অধিকাংশ মেয়েই সেটা পায় না, আমাদের সমাজ ব্যবস্থাটাই এমন,যেখানে আলাদা সংসার করাটা বাঁকা চোখে দেখা হয়।
কিন্তু যৌথ পরিবারে ঠিক কতটা সংসার করা হয়, মানসিক শান্তিতে থাকা হয়, সেটা কেউ তলিয়ে দেখে না।
দাম্পত্য জীবনে প্রাইভেসি টা অনেক বড় জিনিস, যেটা অধিকাংশ মেয়েই পায় না।

স্বামীদের দায়িত্ব এখানে বিশাল, সদ্য পরিবার ছেড়ে আসা মেয়েটা তার সবটুকু ছেড়ে আপনার কাছেই কিন্তু আসে, আর আপনি, পরিবারের সবার সাথে বসে তাকে জাজ করেন ( অবশ্য সবাই এমন না)

প্রতিটি মেয়ের যেন নিজের একটা সংসার হয়, খুব করে চাই আমি, এই বৃষ্টি মুখর বিকেলের প্রার্থনায়।
যেন তার বৃষ্টিভেজা ছাদে গিয়ে চা খাওয়া কিংবা সময় কাটানো নিয়ে কারো প্রশ্নের সম্মুখীন হতে না হয়।

Address

Uttara,
Dhaka
1231

Alerts

Be the first to know and let us send you an email when Tara's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tara's World:

Share