All in one/একের ভিতর সব

All in one/একের ভিতর সব ফলো দিয়ে আমার পাশে থাকুন আশা করি কিছু শিখতে পারবেন।

বাংলাদেশের সেরা কয়েকজন  চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের নাম, চেম্বার, নাম্বারসহ সকল তথ্য!১.ডাঃ সোনিয়া আহসানএমবিবিএস, ডিওনিউরো ...
17/04/2025

বাংলাদেশের সেরা কয়েকজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের নাম, চেম্বার, নাম্বারসহ সকল তথ্য!

১.ডাঃ সোনিয়া আহসান
এমবিবিএস, ডিও
নিউরো চক্ষুবিদ্যা বিশেষজ্ঞ
পরামর্শদাতা, চক্ষু বিভাগ
গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল

২.অধ্যাপক ডাঃ স্বপন কুমার ভৌমিক রায়
এমবিবিএস (সি), ডিও (ডিইউ), এমএস (চক্ষু)
চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন
অধ্যাপক, চক্ষু বিভাগ
ন্যাশনাল ইনস্টিটিউট অফ অফথালমোলজি অ্যান্ড হাসপাতাল

৩. অধ্যাপক ডাঃ শাহ মোঃ বুলবুল ইসলাম
এমবিবিএস, এফসিপিএস (চক্ষু)
চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন
অধ্যাপক, চক্ষু বিভাগ
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল

৪.ডাঃ মাহবুবুর রহমান শাহিন
এমবিবিএস, ডিও (চক্ষু)
ছানি এবং আইওএল মাইক্রো সার্জারি
সহকারী অধ্যাপক, চক্ষু বিভাগ
রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতাল

৫.অধ্যাপক ডাঃ মোঃ শামসুল হক
এমবিবিএস, এফসিপিএস (চক্ষু)
চক্ষু রোগ বিশেষজ্ঞ ও ফাকো সার্জন
অধ্যাপক, চক্ষু বিভাগ
পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতাল

৬. ডাঃ মোঃ আদনান ইসলাম
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), সিসিডি (বারডেম), এমএস (বিএসএমএমইউ)
চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন
কনসালটেন্ট, চক্ষু বিভাগ
বারডেম জেনারেল হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজ

🚁 হেলিকপ্টার রাইডের মাধ্যমে আকাশে উড়ে ভ্রমণ করুন! 🚁আপনার যেকোনো বিশেষ মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলতে বাংলাদেশে হেলিকপ...
09/04/2025

🚁 হেলিকপ্টার রাইডের মাধ্যমে আকাশে উড়ে ভ্রমণ করুন! 🚁

আপনার যেকোনো বিশেষ মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলতে বাংলাদেশে হেলিকপ্টার রাইড সেবা নিচ্ছে সেরা কোম্পানিগুলি। এখানে কিছু জনপ্রিয় হেলিকপ্টার সেবা প্রদানকারী কোম্পানির তথ্য:

হেলিকপ্টার রাইড এর জন্য যোগাযোগ করতে পারেন

1. প্রবাসীর হেলিকপ্টার লিমিটেড (Probashir Helicopter Ltd.)

📍 ঠিকানা: ৩৮৯/বি, এমজি টাওয়ার, (৭ম তলা), পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯

📞 মোবাইল: +৮৮ ০১৮৪৯-৯২০৪০৯

🌐 ওয়েবসাইট: www.probashirhelicopter.com

2. প্রবাসী হেলিকপ্টার সার্ভিস বাংলাদেশ (Probashi Helicopter Service Bangladesh)

📍 ঠিকানা: ফ্ল্যাট ৪ডি, হাউস ১১, রোড ১৮, উত্তরা (সেক্টর-৪), ঢাকা-১২৩০

📞 মোবাইল: +৮৮০১৯৯৩৩১৯৩৪৪

🌐 ওয়েবসাইট: www.probashihelicopter.com

3. ইমপ্রেস এভিয়েশন লিমিটেড (Impress Aviation Limited)

📍 ঠিকানা: ৪০ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮

📞 মোবাইল: +৮৮০১৭৮৭৬৫৫৩১৪, +৮৮০১৭১১৩৫৬৪৩১, +৮৮০১৭২৯২৫৪৯৯৬

🌐 ওয়েবসাইট: www.impressaviation.net

এখনই আপনার পছন্দসই হেলিকপ্টার রাইড বুক করুন এবং আকাশে উড়ে অভিজ্ঞতা নিন! 🏞️✈️

কমেন্টে বলে যান
24/10/2024

কমেন্টে বলে যান

সেভ করে রাখুন কাজে লাগবে।কোথায় কীভাবে পাবেন জমির এই উল্লেখযোগ্য ডকুমেন্ট।★. পর্চা বা খতিয়ান। ★. দলিল। ★. ম্যাপ বা নকশা।...
15/09/2024

সেভ করে রাখুন কাজে লাগবে।
কোথায় কীভাবে পাবেন জমির এই উল্লেখযোগ্য ডকুমেন্ট।
★. পর্চা বা খতিয়ান।
★. দলিল।
★. ম্যাপ বা নকশা।

★★.এই ডকুমেন্টগুলো ছাড়া আপনি জমি ক্রায়-বিক্রয় ও হস্তান্তর অথবা ব্যাংক লোন নিতে বিভিন্ন ধরনের সমস্যা হয়।
সেকারণে, জমির খতিয়ান, দলিলসহ সকল কাগজ পত্র সরকারি বিভিন্ন দপ্তর রয়েছে।
★★.আপনার জমির খতিয়ান বা পর্চা কোথায় পাবেন।
জমির পর্চা বা খতিয়ান মূলত তিন/ চারটি অফিসে পাবেন।
১/ইউনিয়ন ভূমি অফিস।
২/উপজেলা ভূমি অফিস।
৩/জেলা ডিসি অফিস।
৪/সেটেলমেন্ট অফিস।

★★.ইউনিয়ন ভূমি অফিস বা তহশিল অফিস। ইউনিয়ন ভূমি অফিসে যদিও খতিয়ান বা পর্চার বালাম বহি থাকে কিন্তু আপনি এই অফিসে হতে খতিয়ানের কপি নিতে পারবেন না। ইউনিয়ন ভূমি অফিস হতে শুধু খসরা খতিয়ান নিতে পারবেন যেটা আইনত কোন মূল্য নেই তারপরেও এই অফিসটি গুরুত্বপূর্ণ কারণ আপনার জমির খতিয়ান নাম্বার জানা না থাকলে এই অফিস থেকে জেনে নিতে পারবেন এছাড়া জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর এই অফিসে দিতে হয়।

★★.উপজেলা ভূমি অফিস।
যদিও উপজেলা ভূমি অফিসের মূল কাজ নামজারী বা খারিজ বা মিউটেশন করা তবে খসরা খতিয়ান তুলতে পারবেন। এই অফিস হতে খতিয়ানের সার্টিফাইড পর্চা বা কোর্ট পর্চা তুলতে পারবেন না।

★★.জেলা ডিসি অফিস।
এই অফিস হতে পর্চা বা খতিয়ানের সার্টিফাইড কপি সংরক্ষণ করতে পারবেন। এই অফিসের খতিয়ান এর গুরুত্ব সর্বাধিক। সব জায়গায় এই অফিসের খতিয়ান এর গুরুত্ব রয়েছে।

★★.সেটেলমেন্ট অফিস।
শুধুমাত্র নতুন রেকর্ড বা জরিপের পর্চা / খতিয়ান এই অফিস হতে সংগ্রহ করা যাবে।
পাশাপাশি নতুন রেকর্ড এর ম্যাপ ও সংগ্রহ করা যায়।
★★. খতিয়ান তুলতে কত টাকা লাগবে.?
উত্তরঃ সি এস, এস এ, আর এস, এর জন্য কত টাকা দিতে হবে তা নির্ভর করে ঐ স্থানের সিন্ডিকেটের উপর।

★★. আপনার জমির দলিল বা বায়া দলিল কোথায় পাবেন।
দলিল বা দলিল এর সার্টিফাইড কপি বা নকল মূলত দুটি অফিস হতে সংগ্রহ করা যায়, তা হলো।

**/উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস।
**/জেলা রেজিস্ট্রি বা সদর রেকর্ড রুম অফিস।

★★.উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
যেখানে নতুন দলিল রেজিস্ট্রেশন করা হয় এই অফিস হতে নতুন দলিলের নকল ও মূল দলিল পাওয়া যায়। কিন্তু পুরাতন দলিল বা বায়া দলিল এই অফিসে পাওয়া যায় না।

★★.জেলা রেজিস্ট্রি অফিস বা সদর রেকর্ড রুম।
এই অফিসে নতুন বা পুরাতন দলিলের সার্টিফাইড কপি বা নকল পাওয়া যায়।
★★.মূল অথবা সার্টিফাইড দলিল তুলতে কত টাকা লাগতে পারে।
মূলতঃ সরকারি খরচ যদিও সামান্য কিন্তু নকলের খরচ নির্ভর করে ঐ স্থানের সিন্ডিকেটের উপর।
★★ আপনার জমির মৌজা ম্যাপ বা নকশা যেখানে পাওয়া যাবে।
সাধারণত ম্যাপ বা নকশা দুইটি অফিসে পাবেন, তা হলো
১/জেলা ডিসি অফিস
২/ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ( DLR) অফিস, ঢাকা।

★★.জেলা ডিসি অফিস:
এই অফিস হতে সিএস, এসএ, আরএস, বিএস যেকোনো মৌজা ম্যাপ সংগ্রহ করা যাবে।

★★.ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, (তেজগাঁও সাতরাস্তার মোড়), ঢাকা।
সারা বাংলাদেশের যে কোনো মৌজা ম্যাপ সিএস, এসএ, আরএস, বিএস, জেলা ম্যাপ, বাংলাদেশ ম্যাপ উক্ত অফিস হতে তুলতে পারবেন।
এই অফিসের ম্যাপের গ্রহণযোগ্যতা ও অনেক বেশি। সারা বাংলাদেশের যে কোন ম্যাপ এই অফিসে পাওয়া যায়।

23/08/2024

১৮ কোটি নাগরিক থেকে ১০ টাকা করে নেন, ১৮০ কোটি টাকা হয়, দরকার হলে বেশি দিব।
তবুও ভারতের বাঁধের বিপরীতে বাঁধ চাই।

05/08/2024

শেখ হাসিনা দেশ তেগের ভিডিও

03/08/2024

বুকের ভিতর ঝর
বুক পেতে দিয়েছি গুলি কর

03/08/2024

পৃথিবীর কোন বাবাই সন্তানের লাশ বহন করতে পারে না।

07/07/2024

নায়ক হতে পারলো না আলিসন বেকার খলনায় থেকে গেল

ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক আছে। আমরাই তো আমরা। স্বামী স্ত্রীর সম্পর্ক🫂  🫶তো স্ত্রীর কাছ থেকে স্বামী সুবিধা নিবে এ...
03/07/2024

ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক আছে। আমরাই তো আমরা। স্বামী স্ত্রীর সম্পর্ক🫂 🫶তো স্ত্রীর কাছ থেকে স্বামী সুবিধা নিবে এটাই তো স্বাভাবিক, দেশ বিক্রির কি দেখেন আপনারা 🧐🧐🧐

উৎসাহ পেলে আরও আঁকবো
31/05/2024

উৎসাহ পেলে আরও আঁকবো

27/02/2024

ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করে কাউকে অপমান, অপদস্থ করলে ২ বছরের কারাদণ্ড।
সাইবার নিরাপত্তা আইন

Address

Dhaka
1100

Telephone

+8801951202260

Website

Alerts

Be the first to know and let us send you an email when All in one/একের ভিতর সব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to All in one/একের ভিতর সব:

Share