10/05/2023
মানবতার কথা সবাই বলে। কিন্ত মানবতা বলবার বিষয় নয়। মানবতার বক্তিতা দেওয়া আর সত্যিকার মানবিক জীবন যাপন করা এক কথা নয়।
খুব সাধারন জিবন যাপন করেও আমরা জিবনের প্রতিটা ক্ষেত্রে মানবিক হতে পারি খুব সহজে। মানবতার মানে কি শুধু ফেসবুক লাইভে এসে পয়সা বিলানো? আমি মানি... এটি করেও যদি কোন মানুষের উপকার হয় তবে তা অবশ্যই করা যেতে পারে। কিন্ত আমি যেটি বলতে চাই মানবতা এর মধ্যে সীমাবদ্ধ নয়।
জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের মানবিক হতে হবে।
আমাদের মধ্যে অনেকে আছে যারা প্রতিদিন ৳ ১০০-২০০ সিগা রেট খেয়ে ধোয়ায় উড়ায়। আপরদিকে এই সমপরিমান পয়সা উপার্জনের জন্য কোন বাবা সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে। আমরা যা করছি তা সমাজ, ধর্ম, রাষ্ট্র তথা সকল দিক দিয়েই অবচয়। এই দিক থেকে চিন্তা করলে আমরা এই অবচয় বন্ধ করে ৪ জনের পরিবারের একবেলার খাবারের ব্যবস্থা করতে পারি। তবে আমার মানবিকতার কোণ স্কেলে আমি নিজেকে মানবতাবাদি দাবি করতে পারি?
আমি পাবলিক ট্রান্সপোর্ট(ট্রেন/বাস) ব্যবহার করে কোথাও যাচ্ছি। যাত্রা সময় ২ ঘন্টা। আমি যে সিটে বসে আছি তার কিছুটা সামনে একজন ষাট ঊদ্ধ বৃদ্ধ/বৃদ্ধা সিট না পেয়ে দাড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আমরা যদি না পারি নিজের সিটটা ছেড়ে দিয়ে তার (বৃদ্ধ/বৃদ্ধা) কিছুটা পথের ক্লান্তি কমাতে তবে বুঝতে হবে মানবতার লেশ মাত্র আমার মাঝে নেই।
আমি সরকারি হাসপাতালে ডাক্তার দেখাবার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। আমার লাইনে যত জন ব্যক্তি আছে সবাই কোন না কোন সমস্যা নিয়েই গেছে এটা স্পষ্ট। আমি যদি সেখানে নেতামি করে, ২০/৩০ টাকা ঘুষ দিয়ে আগে আগে সিরিয়াল নিয়ে যাই তবে আমি কোন ভাবেই মানবিক না। আর আমার মাঝে যদি মানবতা না থেকে তবে আমি মানুষ নই।
একটা কথা- উচ্চাকাঙ্কক্ষা মানবতার অন্তরায়্। মানবতার কোন রঙ নেই,বর্ণ নেই, ধর্ম নেই, জাত নাই।
আসুন পাশের মানুষটির দিকে না তাকিয়ে নিজে বদলাই। মানবিক হই।
জাতী, ধর্ম, বর্ণ নয়, মানুষকে মানুষ হিসাবে চিনি ও ভালোবাসি।
মানুষ হই।
লিখনেঃ মোঃ আকাশ ইসলাম