বই ডটকম.বিডি নামে আমরা এই ই-কমার্স ও অনলাইন ভিত্তিক কার্যক্রম শুরু করেছি - ২০১৮ সালের শেষের দিকে, আমাদের উদ্দেশ্য মুল উদ্দেশ্য বই বিক্রি নয় বরং আমাদের দের উদ্দেশ্য হলো - মানুষকে বই পড়াতে উৎসাহিত করা এবং পড়াশুনা থেকে প্রাপ্ত জ্ঞানকে বস্তব জীবনে প্রয়োগ করা।
যেহেতু আমাদের শিক্ষা জীবন শুরু হয়েছে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজাতে সাজাতে , আর টোনা-টুনির গল্প থেকে অন্যের সাথে মিথ্য বলে কিভাবে মজা নেওয়া য
ায় সেগুলি দিয়ে। আবার যখন কিছুটা বুঝতে শিখেছি তখন আবার দেখি, “ আমরা এমন কিছু পড়ে যাচ্ছি , যার কোন বাস্তব প্রয়োজন নাই । এভাবে অবচেতন মনেই আমরা একসময় বিদ্যা ও পড়া বিমুখী হয়ে গেছি। মুখস্থ’র চাম্পিয়নরা এগিয়ে গেলেও অনেকেই মেধাবী হোয়া সত্বেও এগুতে পারিনি।
কিন্তু আমরা জানিই না যে , এমন অনেক বই আছে যা আমাদের আবেগ , পছন্দ ও পেশার সাথে মানানসই, নিয়মিত বই পড়ে আমাদের সামাজিক ও পেশাগত জীবনে অনেক গতি আনতে পারি।
আবার বিজ্ঞানিদের মতে, বই পড়া হলো মস্তিস্কের জন্য খুবই উপকারী একটি ব্যায়াম, যা আপনাকে বহু ধরনের মস্তিস্কের জটিলতা থেকে রক্ষা করবে।
যাইহোক, অনলাইন ভিত্তিক কার্যক্রম শুরু করলেও আমরা অফলাইনে কিছু কাজ করার উদ্দ্যোগ নিয়েছি,
১) বাংলাদেশের সকল জেলা, উপজেলা , ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে অনত পক্ষে একটি লাইব্রেরী প্রতিষ্ঠা করা।
২) বই পড়াকে অনেক আকর্ষনীয় করতে বিভিন্ন ধরনের সময়োপযোগী পদক্ষেপ নেওয়া।
৩) নিয়মিত প্রশিক্ষনের ব্যবস্থা করা।
৪) মেধা ও পছন্দের ভিত্তিতে তরুণ- তরুণীদের ক্যরিয়ার কাউন্সিলিং, সহ আরো কিছু পরিকল্পনা আছে আমাদের যা, ছোট মুখে বড় কথার মতো শুনাবে।
অর্থের উৎসঃ
তেমন কিছুই নাই, আমরা কয়েকজন মিলে ধীরে ধীরে আগাচ্ছি, একটি সামাজিক কর্ম হিসাবে যেহেতু করছি, তাই নিজেদের সুবিধা মতো সহযোগীতাই সাবাই করেন। যদি কেউ পারেন আমাদের সাথে যুক্ত হতে পারেন।
… চলবে …
10/08/2022
অনেক বছরের প্রমাণিত ও হিতকর অভিজ্ঞতার ভিত্তিতে রচিত এই শক্তিশালী ও বাস্তবধর্মী বইটি আপনাকে দেখাবে, চারপাশের সুযোগগুলো সর্বোচ্চ পরিমাণে বাড়াতে কীভাবে আপনি আপনার বিশেষ প্রতিভাকে কাজে লাগাবেন।
বিশেষ প্রতিভাকে সঠিক উপায়ে কাজে লাগানোর এক অনন্য মোহিমা এই বইটিতে তুলে ধরা হয়েছে।
অর্ডার করতে পেইজে ম্যাসেজ করুন অথবা কল করুন।
09/08/2022
'হাউ সাকসেসফুল পিপল থিংক' দ্রুতগতির বর্তমান বিশ্বে সময়োপযোগী একটি বই।
আমেরিকান লিডারশীপ এক্সপার্ট জন সি ম্যাক্সওয়েল এই বইয়ে আপনাদেরকে আরো সৃজনশীল হবার এবং চিন্তাভাবনাকে শক্তিশালী করার উপায় বর্ণনা করেছেন, দেখিয়েছেন সফল লোকেদের নিখুঁত লক্ষ্যের বিষয়গুলো।
চিন্তাভাবনার মাধ্যমে কিভাবে বড় স্বপ্ন দেখতে হয়, পরিকল্পনার ছক আঁকতে হয় এবং সফলতার পথে এগিয়ে যেতে হয়।
এই বইয়ে জন সি ম্যাক্সওয়েল তার দুর্দান্ত বিবরণ দিয়েছেন। সর্বোপরি, ছোট্ট পরিসরের বইটিতে আপনি তুলনামূলক ভালো ভবিষ্যতের বীজ বোনা সম্পর্কিত উপায় জানতে পারবেন এবং বইয়ে বর্ণিত এগারোটি কী-নোট অনুসরণ করে সফলতার পথ খুঁজে পাবেন, কথাটি নিঃসন্দেহে বলা যায়।
বইটি আমাদের কাছে পাচ্ছেন মাত্র ১৭২ টাকায়।
অর্ডার করতে পেইজে ম্যাসেজ করুন অথবা করুন।
07/08/2022
কেন কিছু কিছু পণ্য আকাশচুম্বী জনপ্রিয়তা পায় আবার কিছু পণ্যের ব্যাপারে কেউই অবগত থাকে না? কীভাবে আমরা পণ্যের সাথে নিজের জীবনকে জড়িয়ে ফেলি? কীভাবে সেই পণ্য হয়ে ওঠে আমাদের অভ্যাসের অংশ? যেভাবে প্রযুক্তি আমাদের নানা বাঁধনে জড়িয়ে ফেলে তার কি কোনও নির্দিষ্ট প্যাটার্ন আছে?
নির ইয়াল এমন অসংখ্য প্রশ্নের উত্তর দিয়েছেন হুক মডেল ব্যাখ্যার মাধ্যমে।
এছাড়াও,
মাইন্ডসেট বইয়ে আপনি জানতে পারবেন, একটি সহজ বিশ্বাস আপনার জীবনের বৃহত্তর অংশ কিভাবে পরিচালনা করে। মূলত: এটি আপনার জীবনের প্রতিটি অংশে ছড়িয়ে পড়ে। ব্যক্তিত্ব অনুসারে আপনার ভাবনার বেশিরভাগ অংশ এই চিন্তাধারা থেকে উৎপন্ন হয়। আপনার সুপ্তশক্তি বিকাশের পথে সে বাধা, তার বেশিরভাগ এখান থেকে জন্ম নেয়।
২ টি বই একত্রে আমাদের কাছে পাচ্ছেন মাত্র ৫৮১ টাকা!!!
তাই দেরী না করে এখুনি অর্ডার কনফার্ম করে ফেলুন।
06/08/2022
এই বইটা আপনার সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহারে আপনাকে সাহায্য করবে।
এবং এর মধ্যে দিয়ে আপনার উৎপাদনশীলতা আর কার্যকারিতাও বাড়িয়ে তুলবে।
এ বই পড়লে আপনি চিনে নিতে পারবেন কোন্ কাজটা বেশি গুরুত্বপূর্ণ আর কোন্টা কম।
অর্ডার করতে পেইজে ম্যাসেজ করুন।
05/08/2022
ডীপ ওয়ার্ক বইয়ে মানুষের যে কোনো কাজে গভীর মনোযোগ দেয়ার ওপর জোর দিয়েছেন। মূল বক্তব্য হলো মানুষের মনের গভীরে রয়েছে এক বিশাল বিশ্ব। কিন্তু বাইরের বিশ্বে অতিরিক্ত জোর দেয়ার কারণে মানুষ তার মনের বিশ্বটাকে ঠিকভাবে উপলব্ধি করতে পারে না। মনের বিশ্বটাকে মন দিয়ে অনুভব করতে পারলে যে কোনো মানুষ বাইরের বিশ্বকে চমকে দেয়ার মতো ঘটনা ঘটাতে পারে।
বাইরের বিশ্বে মানুষকে বিভ্রান্ত করার জন্যে হাজারটা উপকরণ রয়েছে। নিউপোর্ট বিশেষ করে ইন্টারনেটের কথাই বলেছেন।
বইটি আমাদের কাছে পাচ্ছেন মাত্র ২৭৫ টাকায়!
তাই দেরী না করে এখুনি অর্ডার করে ফেলুন।
05/08/2022
জুম্মার দিন বা শুক্রবার দিন হচ্ছে মুসলিমদের জন্য একটি পবিত্র দিন।
অনেকে বলে থাকে জুম্মার দিন হল মুসলমানদের জন্য ছোট একটি ঈদের দিন।
জুম্মার দিন প্রায় সব মুসলমানই ধনী-গরিব ভেদাভেদ ভুলে একসাথে নামাজ আদায় করে।
04/08/2022
অন্যরা যেখানে কোনও আশা দেখতে না পেয়ে পিছিয়ে যায়, পজিটিভ চিন্তা করা মানুষরা এগিয়ে গিয়ে অন্যদের আশা করার সাহস যোগান।
এই কারণেই অন্যরা এদের নেতা হিসেবে মেনে নেয়।
বইটি আমাদের কাছে পাচ্ছেন মাত্র ২৩৫ টাকায়, তাই অর্ডার করতে এখুনি পেইজের দেওয়া নাম্বারে কল করুন অথবা পেইজে ম্যাসেজ করুন।
04/08/2022
বই পড়ার ফলে মানুষের মস্তিষ্কে যে উদ্দীপনা ও উত্তেজনার সৃষ্টি হয় তা মানুষের মস্তিষ্ককে সুস্থ রাখতে সাহায্য করে📘
মানুষের শরীরের অন্যান্য অঙ্গের মতো মস্তিষ্ক একটি গুরুত্বপূর্ণ অঙ্গ ।
শরীর সুস্থ রাখতে আমরা যেমন ব্যায়াম করি তেমনি মস্তিষ্ককে সবল ও কর্মচঞ্চল রাখতে বই পড়া বিশেষ জরুরী।
03/08/2022
মাত্র ২০ বছর বয়সে মাতাল এড ড্রাইভারের গাড়ীর সাথে এক্সিডেন্ট করে মস্তিস্কে আঘাত পেয়ে মৃত প্রায় অবস্থায় হাসপাতালে ভর্তি হন তিনি।
👉সুস্থ হওয়া তো দুরের কথা , বেঁচে থাকার আশা ও ছেড়ে দিয়েছিলেন খোদ ডাক্তার।
👉স্থায়ী ব্রেইন ডেমেজ হয়ার কারনে বেঁচে থাকলেও সারা জীবন পঙ্গু হয়ে কাটাতে হবে বলে জানিয়ে দেন বিশেষজ্ঞ ডাক্তার।
👉 শারিরীক অসামর্থের কারনে চাকুরী হারান।
👉 ব্যংক লোন শোধ দিতে না পারায় আশ্রয় হারান।
👉 সেই ব্যক্তি-ই মাত্র ১ বছরের মাথায় - হয়ে গেলেন,
👉 সেই কোম্পানির সর্বকালের রেকর্ড ব্রেক করা সেলস
রিপ্রেসেনটিটিভ।
👉 ব্যবসায়ে পেলেন "হল অফ ফেইম" উপাধি।
উনার নাম- "হল এলরড"
কি এমন ঘটে গেল এই সময়ের মধ্যে, যে তিনি একদম মৃত্যুর মুখ থেকে তো ফিরলেন -ই আবার, আবার এমন সফলতা অর্জন করে দেখালেন , যা সবারই জন্যই রীতিমতো উদাহরন।
'তাই দেরী না করে এখুনি অর্ডার করে ফেলুন।'
05/11/2021
👉মাত্র ২০ বছর বয়সে মাতাল এড ড্রাইভারের গাড়ীর সাথে এক্সিডেন্ট করে মস্তিস্কে আঘাত পেয়ে মৃত প্রায় অবস্থায় হাসপাতালে ভর্তি হন তিনি।
👉সুস্থ হওয়া তো দুরের কথা , বেঁচে থাকার আশা ও ছেড়ে দিয়েছিলেন খোদ ডাক্তার।
👉স্থায়ী ব্রেইন ডেমেজ হয়ার কারনে বেঁচে থাকলেও সারা জীবন পঙ্গু হয়ে কাটাতে হবে বলে জানিয়ে দেন বিশেষজ্ঞ ডাক্তার।
👉 শারিরীক অসামর্থের কারনে চাকুরী হারান।
👉 ব্যংক লোন শোধ দিতে না পারায় আশ্রয় হারান।
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
👉 সেই ব্যক্তি-ই মাত্র ১ বছরের মাথায় - হয়ে গেলেন,
👉 সেই কোম্পানির সর্বকালের রেকর্ড ব্রেক করা সেলস
রিপ্রেসেনটিটিভ।
👉 ব্যবসায়ে পেলেন "হল অফ ফেইম" উপাধি
👉 আলট্রা ম্যারাথন রানার
👉 বেস্ট সেলিং লেখক,
👉 কি নোট স্পিকার
👉সারা দুনিয়ার মিলিয়ন মিলিয়ন মানুষ তাকে ফলো করে,
উনার নাম- "হল এলরড"
কি এমন ঘটে গেল এই সময়ের মধ্যে, যে তিনি একদম মৃত্যুর মুখ থেকে তো ফিরলেন -ই আবার, আবার এমন সফলতা অর্জন করে দেখালেন , যা সবারই জন্যই রীতিমতো উদাহরন ??? 🤔🤔🤔
জ্বি , তার ভাষ্য অনুযায়ী শুধু আপনার সকাল কে নিয়ন্ত্রন করে জীবনের যেকোন কাংখিত সফলতা অর্জন করা সম্ভব, তাঁর বাস্তব অভিজ্ঞতা নিয়েই তিনি লিখেছেন " দ্যা মিরাকল মর্নিং" বইটি।
সুযোগ থাকলে অবশ্যই নিজে পড়ুন ও প্রিয়জন কে উপহার দিন।
02/11/2021
আমাদের দৈনন্দিন জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন সেটা ভালো কিংবা মন্দ যাই হোক না কেন সেটা এক সময় জীবনে বড় প্রভাব ফেলে। আর সেটাকে কেন্দ্র করে জীবন পাল্টানোর দশটি উপদেশ শেয়ার করছি।
👉 ১) তাড়াতাড়ি ঘুমোতে যান, সকাল সকাল ঘুম থেকে উঠুন। সকালে প্রথম প্রতিযোগিতা শুরু করুন সূর্যের সাথে যে কে আগে ওঠে।
👉 ২) প্রচুর বই পড়ুন। এটি আপনাকে সর্বক্ষেত্রে কাজে দেবে। এর আগে সকালে ওঠার যে উপদেশ দিলাম এমন সস্তা উপদেশ আপনি অনেক শুনেছেন কিন্তু সেটা তেমন কাজে দেয়নি। এর একটা কারণ হলো সহজেই আমরা যেটা পেয়ে যায় সেটাকে তেমন মূল্যায়ন করি না। তাই বই পড়ে পরিশ্রম করে যে উপদেশটা শিখবেন সেটা অধিক ফলপ্রসূ হবে। সকালে ওঠা এটা এক বাক্যের উপদেশ এটা আয়ত্ত করতে যখন দ্য মিরাকল মর্নিং বইটা পড়বেন এ সম্পর্কে বিস্তর জ্ঞান অর্জন করবেন যেটা ঐ এক বাক্যের উপদেশের চেয়ে অধিক কার্যকরী।
👉 ৩) সকল প্রকার সোস্যাল মিডিয়া সীমীত ব্যবহার করুন। ভাবছেন ভাই ফেসবুক আসক্ত হয়ে পড়েছি বের হতে পারছি না। ভাই আপনি এই না শব্দটা মনে গেঁথে নিয়েছেন বলে বের হতে পারছেন না। সব কিছু ঝেড়ে হাত মুষ্টিবদ্ধ করে বলুন আমি পারবো।
👉 ৪) আমাদের মস্তিষ্ক বাবাজি দৈনিক ৫০ হাজার বার চিন্তা করে আর তার ৯৫-৯৭% ই নেতিবাচক। ভাবুন এবার আমাদের মস্তিষ্কের একটা বড় অংশ কি অকাজেই না ব্যয় করছি। তাই নেতিবাচক চিন্তা পরিহার করুন।
👉 ৫) প্রতিদিন ডায়েরি লিখুন সেটা এক লাইন হলেও।
👉৬ ) শরীর চর্চা করুন এতে শরীর সুস্থ থাকবে আর মস্তিষ্কে অক্সিজেনের চলাচল বেড়ে যাওয়ায় মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে।
👉 ৭) ছোট খাটো সমাজসেবা মূলক কাজে জড়িত থাকুন মনের খোরাক যোগাবে।
👉 ৮) অ্যান্ডয়েডের যুগেও কাছের মানুষ কিংবা বন্ধু বান্ধবদের চিঠি লিখুন। আর সেটা নিজে হাতে দিয়ে আসুন।
👉 ৯) গাছগাছালি লাগান, গৃহপালিত কোন পশু পাখি থাকলে তাদের আদর করুন তাদের সাথে আপন মনে কথা বলুন। কুকুর , বিড়াল, গরু কিনবা ছাগলও পুষতে পারেন।
👉 ১০) নিজ নিজ ধর্মীয় বিধান মেনে চলুন, এতে বাকি উপদেশ গুলো পালন সহজ হয়ে যাবে।
হল এলরডের লেখা জীবন বদলে দেওয়া - দ্যা মিরাকল মর্নিং থেকে কিছু বিশেষ কথা বাছাই করে লেখা, বিস্তারিত জানতে বইটি পড়ে দেখতে পারেন , আমাদের কালেকশনে আছে। অর্ডার করতে ইনবক্স করুন, আমাদের সাইটের কাজ চলছে। ধন্যবাদ।
14/04/2021
সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ ...
26/03/2021
সবাইকে জানাই মহান স্বাধীনতা দিবসের সুবর্ন জয়ন্তীর শুভেচ্ছা -
22/03/2021
Dont be afraid of Darkness ...
09/03/2021
ধরুন, আপনি রান্নায় এক্সপার্ট একজন শেফ , আপনার অফিসের মালিক রান্নার এই বিদ্য মোটেও জানেন না, তিনি আপনাকে রান্নার দায়িত্ব দিলেন, যথাযথ ভাবে আপনি রান্না শুরু করে দিলেন,
কিন্তু কিছুক্ষন পরে উনি এসে আপনাকে বললেন , এইভাবে লবন দিন , এইভাবে মরিচ দিন, এইভাবে মশলা দিন ---- ইত্যাদি ।
আবার, যখনই আপনি তাকে বুঝাতে যাচ্ছেন যে, এই ভাবে রান্না টা করা ঠিক হবেনা , তখন ই তিনি আপনাকে বুঝিয়ে দিচ্ছেন যে , তিনি যেহেতু মালিক সেহেতু আপনি তার কথায় শুনতে বাধ্য, তাই আপনি তার কথা মতোই রান্না টা করলেন , যা একদমই খাওয়ার অযোগ্য।
আপনার বস তথা সেই মালিক ঠিকই এই অখ্যাদ্য বানানোর জন্য আপনাকে দোষ দিচ্ছেন, কিন্তু বস্তবতা হলো তিনি আপনার মতো করে রান্না টা করতেই দেননি, বাধা দিয়েছেন এবং নিজের মতো করে একটা অখাদ্য বানিয়েছেন আপনার হাত দিয়ে।
আবার সৌভাগ্য অথবা দুর্ভাগ্য বশতঃ যদি খাবার টা ভালো হয়ে যেতো, তারপর ও উনি আপনাকে দোষ দিবেন এই বলে যে , আপনি ত রান্নাই জানেন না , রান্না আমিই করেছি "
👉 তিনি আসলে আপনাকে দায়িত্ব দিয়েছেন কিন্তু কাজের স্বাধীনতা দেননি,
আবার ধরুন আপনি এমন একজন বসের সাথে জব করছেন,
👉যিনি কখনো আপনার সাফল্যে আপনাকে ধন্যবাদ দিতে পারেন না , কিন্তু সামান্য দোষ পেলে ধমকাধমকিতে তিনি সিদ্ধ হস্ত ,
👉 আবার অফিসের কোন সমস্যা হলে সিদ্ধান্ত দিতে মিটিং এর নামে আড্ডা জমিয়ে বসেন,
👉 আপনাকে কোন কাজের দায়িত্ব দিয়েও মুহুর্তে মুহুর্তে আপডেট আর ইন্সট্রাকসন দিয়ে আপনার কান পাকিয়ে ফেলেন।
👉 উৎসাহের চেয়ে ভয় দেখানো বেশী পছন্দ তার।
এই ধরনের বসের সাথে কাজ করে ক্যারিয়ার নস্ট না করে বরং তাকে একটা ছবক শিখিয়ে দিতে পারেন,
না না , আপনাকে সরাসরি কিছু করতে হবেনা ,
"দ্যা ওয়ান মিনিট ম্যানেজার" বইটি তাকে গিফট করুন এবং তিনি যাতে পড়েন সেটার উৎসাহ দিন।
আর হ্যাঁ আপনি নিজেও যদি বোরিং ম্যানেজার হয়ে থাকেন কিংবা নিজের ম্যানেজেরিয়াল স্কিলের লেভেল কোন স্তরে আছে সেটা জানতে চান তাহলে আজই বইটি কিনে পড়ুন। আমি নিশ্চিত যে আপনি অনেক উপকৃত হবেন। ধন্যবাদ
বই এর নামঃ দ্যা ওয়ান মিনিট ম্যানেজার
বই এর লেখকের নামঃ কেন ব্ল্যাঞ্চার্ড ও স্পিনার জনসন
মূল ভাষাঃ ইংরেজী , বাংলায় অনুবাদ করেছেনঃ আসিফ আযাহার
হার্ড কাভার, পৃষ্টা- ৭৯ টি ,
02/03/2021
আপনার চিন্তাই আপনাকে ধনী করে তুলবে ... এটি প্রমাণিত।নেপোলিয়ান হিলের লেখা কালজয়ী গবেষনা ধর্মী " থিংক এন্ড গ্রো রিচ" ব...
Be the first to know and let us send you an email when Boi Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
বই ডটকম.বিডি নামে আমরা এই ই-কমার্স ও অনলাইন ভিত্তিক কার্যক্রম শুরু করেছি - ২০১৮ সালের শেষের দিকে, আমাদের উদ্দেশ্য মুল উদ্দেশ্য বই বিক্রি নয় বরং আমাদের দের উদ্দেশ্য হলো - মানুষকে বই পড়াতে উৎসাহিত করা এবং পড়াশুনা থেকে প্রাপ্ত জ্ঞানকে বস্তব জীবনে প্রয়োগ করা।
যেহেতু আমাদের শিক্ষা জীবন শুরু হয়েছে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজাতে সাজাতে , আর টোনা-টুনির গল্প থেকে অন্যের সাথে মিথ্য বলে কিভাবে মজা নেওয়া যায় সেগুলা দিয়ে। আবার যখন কিছুটা বুঝতে শিখেছি তখন আবার দেখি, “ আমরা এমন কিছু পড়ে যাচ্ছি , যার কোন বাস্তব প্রয়োজন নাই । এভাবে অবচেতন মনেই আমরা একসময় বিদ্যা ও পড়া বিমুখী হয়ে গেছি। মুখস্ত’র চাম্পিয়নরা এগিয়ে গেলেও অনেকেই মেধাবী হোয়া সত্বেও এগুতে পারিনি।
কিন্তু আমরা জানিই না যে , এমন অনেক বই আছে যা আমাদের আবেগ , পছন্দ ও পেশার সাথে মানানসই, নিয়মিত বই পড়ে আমাদের সামাজিক ও পেশাগত জীবনে অনেক গতি আনতে পারি।
আবার বিজ্ঞানিদের মতে, বই পড়া হলো মস্তিস্কের জন্য খুবই উপকারী একটি ব্যায়াম, যা আপনাকে বহু ধরনের মস্তিস্কের জটিলতা থেকে রক্ষা করবে।
যাইহোক, অনলাইন ভিত্তিক কার্যক্রম শুরু করলেও আমরা অফলাইনে কিছু কাজ করার উদ্দ্যোগ নিয়েছি,
১) বাংলাদেশের সকল জেলা, উপজেলা , ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে অনত পক্ষে একটি লাইব্রেরী প্রতিষ্ঠা করা।
২) বই পড়াকে অনেক আকর্ষনীয় করতে বিভিন্ন ধরনের সময়োপযোগী পদক্ষেপ নেওয়া।
৩) নিয়মিত প্রশিক্ষনের ব্যবস্থা করা।
৪) মেধা ও পছন্দের ভিত্তিতে তরুণ- তরুণীদের ক্যরিয়ার কাউন্সিলিং, সহ আরো কিছু পরিকল্পনা আছে আমাদের যা, ছোট মুখে বড় কথার মতো শুনাবে।
অর্থের উৎসঃ
তেমন কিছুই নাই, আমরা কয়েকজন মিলে ধীরে ধীরে আগাচ্ছি, একটি সামাজিক কর্ম হিসাবে যেহেতু করছি, তাই নিজেদের সুবিধা মতো সহযোগীতাই সাবাই করেন। যদি কেউ পারেন আমাদের সাথে যুক্ত হতে পারেন।