18/06/2025
অনেকের থেকে শুনতে পাই তাদের স্বামী তারা অসুস্থ হলে যত্ন নেয় না সেই সময় ঘরের কাজে সাহায্য করে না আরও কতো কী আর আমার বেলায় উল্টো।
আজকে নিয়ে আমি প্রায় ১৪/১৫ দিন ধরে অসুস্থ। গলায় টনসিল, শরীর ব্যথা আর টনসিল থেকে ইনফেকশন হয়ে গেছে।
প্রথমে তাও চলার মতো অবস্থা ছিলো। ১৪ তারিখ, শনিবার তার অফ ডে ছিলো। তো, সে দিন আমরা আম্মুর বাসায় যাই। এর পর সেখানে যেতে না যেতেই আমার জ্বর চলে আসে, সেই টনসিলের ব্যথা থেকে 🙂
এর পর তো একা একা চলতেও পারি না। খুব কষ্টে আম্মুর বাসা থেকে রিকশা করে বাসা পর্যন্ত আসি। এরপর উঠতে হবে চার তলা, আমার তো জান যায় এমন অবস্থা। হাঁটতেও কষ্ট হচ্ছিল।
তাও কষ্ট করে হেঁটে হেঁটে তিন তলা পর্যন্ত উঠি। এরপর আর শরীর চলছিল না। তারপর সে আমাকে তিন তলা থেকে তার কাঁধে করে চার তলায় নিয়ে আসে।
বাসায় আসার পর থেকে আমার অবস্থা আরো খারাপ। তারও শরীর খারাপ হয়ে যায়।
তাও সে আমার যত্নে কোন ত্রুটি রাখে না।
যেখানে আমার তার দেখভাল করার কথা, সেখানে সে আমার দেখভাল করছিলো।
আমার মাথা টিপে দেয়, শরীর অতিরিক্ত ব্যথা ছিলো—পরে হাত-পা টিপে দেয়, চুলগুলো হাতিয়ে দেয়।
এর পর আমরা হসপিটাল গেলাম। ডক্টর দেখানোর পর ডক্টর ঔষধ দিল।
সে তার সেই শরীর নিয়ে আমার জন্য ঔষধ আনতে যায় স্যুপ আনতে যায় আরও যা যা লাগবে আনতে কত দৌড়াদৌড়ি করে!
আর আমি তো বিছানায় পড়ে গেছি প্রায়। একটু-আধটু হাঁটা চলা করতে পারি, এর বেশি না। এখনও এক-ই অবস্থা।
সে আমাকে সময় মতো খাবার খাওয়ায়,গোসল করিয়ে দেয়, সময় মতো ঔষধ খাওয়ায়।
গতকালকে রান্নাও করে, যেন ঔষধ টা মিস না হয়।
ছেলেটা নিজের শরীরের কথা না ভেবে আমার চিন্তায় পরে ছিলো—
আমার সময় মতো খাবার খাওয়া, সময় মতো ঔষধ খাওয়া—এইগুলো নিয়ে চিন্তায় ছিলো।
তার শরীর আজকে ভালো হলো। এখন সে অফিসে, তাও ঠিকঠাক খবর নিচ্ছে—
আমি কী করছি, কী খাচ্ছি।
আমার ঔষধ তেমন একটা পছন্দ না, যেন মিস না দেই মেসেজ দিয়ে দিয়ে বলছে খেয়ে যেন ঔষধ খেয়ে নেই নাহলে সুস্থ হবো না। তাই তো তার জন্য হলেও তো আমায় সুস্থ হতে হবে। যত যত্ন, যত ভালোবাসা সে আমাকে দিয়েছে— তার যত্নেই আমি প্রতিদিন ভালোবাসা ছুঁয়ে দেখেছি।🌸
একজন যখন নিজের কষ্ট ভুলে, অন্যজনের মুখের দিকে তাকিয়ে সব কিছু করে ফেলে—তখনই বোঝা যায়, ভালোবাসা কী জিনিস।
জীবনটা যদি কারও কাঁধে ভর করে কাটাতে হয়, আমি চাই সেই কাঁধটা শুধু তারটাই হোক।🖤
আল্লাহর কাছে শুধু এতটুকুই চাই—যে মানুষটা আমার জন্য নিজের শরীরের কষ্ট ভুলে যায়, আমি যেন তার জন্য জীবনের সবটুকু ভালোবাসা দিয়ে দিতে পারি। মানুষটা আমার অসুস্থ অবস্থায় পগল প্রায় হয়ে গিয়েছিলো। অনেক ঝড় ঝাপটা আসে জীবনে, কিন্তু এমন একজন পাশে থাকলে সবকিছু সহজ হয়ে যায়।
আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, শক্তি দেন—আমার জন্য, আমাদের জন্য।
এই জীবনটা তার সাথেই কাটিয়ে দিতে চাই... যত যত্ন, যত ভালোবাসা সে আমাকে দিয়েছে—একদিন আমি তা ফিরিয়ে দিতে চাই হাজার গুণে। 🖤
তার জন্য আল্লাহ যেন রহমতের ছায়া করে রাখেন সবসময়। এই বন্ধনটা হোক জান্নাত পর্যন্ত ইনশাআল্লাহ। 🤍 🌸
@শাব জাহান বিনতে সালাম ইভা 🌸