Mr&Mrs Apon

Mr&Mrs Apon ❤️Alhamdulillah for everything 🖤
🖤✨25-08-2023❤️✨

23/11/2025

ভাল্লাগে হাঁটতে তোর হাত ধরে🚶‍♀️🤝🖤

০৫-১১-২০২৫😌🖤

Everyone Please Follow Evu's Crazy World 🥺
20/11/2025

Everyone Please Follow Evu's Crazy World 🥺

শুভ জন্মদিন বাবুন🥺 তোমাকে নিয়ে লিখতে গেলে শেষ হবে না তাও আজ লিখবো।  আমি আসলে অনেক ভাগ্যবতী যে তোমার মতো একজন মানুষ জীবন ...
04/11/2025

শুভ জন্মদিন বাবুন🥺 তোমাকে নিয়ে লিখতে গেলে শেষ হবে না তাও আজ লিখবো। আমি আসলে অনেক ভাগ্যবতী যে তোমার মতো একজন মানুষ জীবন সঙ্গী হিসেবে পেয়েছি🤲🖤 জুন মাসে যখন আমার ঠান্ডায় গলা ফুলে যায় আমরা ভাবি যে আমার টনসিল হয়েছে। তখন তুমি আমার অনেক যত্ন নাও। অসুস্থ হই বলে না তুমক বরাবর সব সময়-ই আমার যত্ন নাও। আমার জন্য খাবার বানাও সময় করে গরম পানি করে আমাকে খেতে দাও আবার গলায় গরম ছেক দাও 🤣 যখন আমরা ডক্টর এর কাছে যাই ডক্টর টেস্ট দেয় তখন আমাকে নিয়ে ছুটোছুটি করতে করতে তোমার দিন পার হয়। বাসায় এসে আবার রান্না ও করেছো। এর পর যখন ডক্টর এর কাছে রিপোর্ট নিয়ে যাই আর শুনতে পাও যে আমার টনসেল বা মামস হয় নি বরং টি.বি. হয়েছে, তখন তুমি আমার আরও বেশি খেয়াল রাখতে শুরু করো। আমার মনে আছে যে দিন আমার প্রথম টি.বি.র ঔষধ খাওয়া হয় তুমি এলাকায় আমার খাওয়ার মতো কিছু না পেয়ে ফার্মগেট যাও যদিও মনিপুরী পাড়া থেকে ফার্মগেট অত দূর না। তাও তখন তুমি নিজেও না খেয়ে ছিলে কিন্তু আমার জন্য ভাবছিলে। আর সেই দিন এর পর আমার অনেক পা আর পুরো শরীর ব্যথা হয়ে যায়। আমি টানা ৩ দিন অচল ছিলাম তুমি আমায় কোলে করে ওয়াশরুম নিয়ে যেতে আবার কোলে করে এনে বিছানায় শুইয়ে দিতে। এর পর ১ জুলাই আমরা আম্মুর বাসায় যাওয়ার জন্য বের হই তুমি আমাকে চার তলা থেকে বাসার নিচ পর্যন্ত তোমার কাধে করে নিয়ে যাও। এর পর রিকশা এনে তোমার কোলে করে রিকশায় উঠাও বাসার নিচ থেকে যাই ১ নাম্বার গেট, সেই খান থেকে আম্মু বাসায় আসতে লাগবে আরও একটা রিকশা তাও আবার রাস্তা পার হয়ে নিতে হবে আমি তো পারবো-ই না তখন একদম অচল🙆‍♀️🤣 তুমি আবার আমায় কোলে করে রিকশা নিয়ে গেলে ২ নাম্বার গেট সেখানে আমরা উবার এর অপেক্ষা করি। কারণ উবারে করে মার বাসায় যাবো। উবার আসার পর তুমি কোলে করে আমায় উবারে উঠাও। তার পর আমরা যখন মার বাসার গলির সামনে যাই সেই খান থেকে তুমি আমায় কোলে করে মার বাসায় নিয়ে যাও মায়ের বাসার গলি থেকে বাসার দূরত্ব ভালোই ছিলো! তুমু সব সময় আমার সবটা খেয়াল রাখো আমায় অনেক যত্নে রাখো। এত যত্ন এত ভালোবাসা মনে হয় আমিও করি না 🥺 আমার সব কাজে হেল্প করে দাও। রান্না করতে গেলে পেয়াজ কেটে দাও, কখনো হারিপাতিল দুয়ে দাও, অনেক সময় ঘর ঝারু দিয়ে ঘর মুছে দাও। আমার ভালো না লাগলে আমার জন্য কিছু বানিয়ে খাওয়াও। আমি ঔষধ খেতে না চাইলে আমাকে বুঝিয়ে মাঝে মাঝে বোকে ঔষধ খাওয়াও। আমি কান্না করলে আমায় ছোট বাচ্চাদের যেভাবে বাবা/মা আগলে আদর করে তুমি সেই ভাবে আমায় আগলে রাখো। আমায় মুক্ত পাখির মতো উড়তে দাও। নিজের মতো চলতে দাও কখনো কেউ কিছু বললে আমার জন্য স্ট্যান্ড নাও। সব সময় আমার পাশে থাকো, আমি যা চাই তা পূরণ করার চেষ্টা করো। তোমায় নিয়ে লিখতে গেলে গোটা একটা ডায়েরি আর কলম শেষ হয়ে যাবে কিন্তু তোমায় নিয়ে লিখা আর শেষ হবে না। আমি চাই সব সময় যেন তুমি আমার পাশে এই ভাবেই থাকো। আমি তোমায় অনেক ভালোবাসি বাবুনি🖤 আল্লাহ যেন সব সময় তোমায় সুস্থ রাখেন এবং হাসিখুশি রাখেন 🥺🖤 আবারও শুভ জন্মদিন আমার বাবুনি🖤

Follow our billu's Page
21/10/2025

Follow our billu's Page

14/09/2025

Mere Sanam🖤🌸

অনেকের থেকে শুনতে পাই তাদের স্বামী তারা অসুস্থ হলে যত্ন নেয় না সেই সময় ঘরের কাজে সাহায্য করে না আরও কতো কী আর আমার বেলায়...
18/06/2025

অনেকের থেকে শুনতে পাই তাদের স্বামী তারা অসুস্থ হলে যত্ন নেয় না সেই সময় ঘরের কাজে সাহায্য করে না আরও কতো কী আর আমার বেলায় উল্টো।
আজকে নিয়ে আমি প্রায় ১৪/১৫ দিন ধরে অসুস্থ। গলায় টনসিল, শরীর ব্যথা আর টনসিল থেকে ইনফেকশন হয়ে গেছে।
প্রথমে তাও চলার মতো অবস্থা ছিলো। ১৪ তারিখ, শনিবার তার অফ ডে ছিলো। তো, সে দিন আমরা আম্মুর বাসায় যাই। এর পর সেখানে যেতে না যেতেই আমার জ্বর চলে আসে, সেই টনসিলের ব্যথা থেকে 🙂
এর পর তো একা একা চলতেও পারি না। খুব কষ্টে আম্মুর বাসা থেকে রিকশা করে বাসা পর্যন্ত আসি। এরপর উঠতে হবে চার তলা, আমার তো জান যায় এমন অবস্থা। হাঁটতেও কষ্ট হচ্ছিল।
তাও কষ্ট করে হেঁটে হেঁটে তিন তলা পর্যন্ত উঠি। এরপর আর শরীর চলছিল না। তারপর সে আমাকে তিন তলা থেকে তার কাঁধে করে চার তলায় নিয়ে আসে।

বাসায় আসার পর থেকে আমার অবস্থা আরো খারাপ। তারও শরীর খারাপ হয়ে যায়।
তাও সে আমার যত্নে কোন ত্রুটি রাখে না।
যেখানে আমার তার দেখভাল করার কথা, সেখানে সে আমার দেখভাল করছিলো।
আমার মাথা টিপে দেয়, শরীর অতিরিক্ত ব্যথা ছিলো—পরে হাত-পা টিপে দেয়, চুলগুলো হাতিয়ে দেয়।

এর পর আমরা হসপিটাল গেলাম। ডক্টর দেখানোর পর ডক্টর ঔষধ দিল।
সে তার সেই শরীর নিয়ে আমার জন্য ঔষধ আনতে যায় স্যুপ আনতে যায় আরও যা যা লাগবে আনতে কত দৌড়াদৌড়ি করে!
আর আমি তো বিছানায় পড়ে গেছি প্রায়। একটু-আধটু হাঁটা চলা করতে পারি, এর বেশি না। এখনও এক-ই অবস্থা।
সে আমাকে সময় মতো খাবার খাওয়ায়,গোসল করিয়ে দেয়, সময় মতো ঔষধ খাওয়ায়।
গতকালকে রান্নাও করে, যেন ঔষধ টা মিস না হয়।

ছেলেটা নিজের শরীরের কথা না ভেবে আমার চিন্তায় পরে ছিলো—
আমার সময় মতো খাবার খাওয়া, সময় মতো ঔষধ খাওয়া—এইগুলো নিয়ে চিন্তায় ছিলো।
তার শরীর আজকে ভালো হলো। এখন সে অফিসে, তাও ঠিকঠাক খবর নিচ্ছে—
আমি কী করছি, কী খাচ্ছি।
আমার ঔষধ তেমন একটা পছন্দ না, যেন মিস না দেই মেসেজ দিয়ে দিয়ে বলছে খেয়ে যেন ঔষধ খেয়ে নেই নাহলে সুস্থ হবো না। তাই তো তার জন্য হলেও তো আমায় সুস্থ হতে হবে। যত যত্ন, যত ভালোবাসা সে আমাকে দিয়েছে— তার যত্নেই আমি প্রতিদিন ভালোবাসা ছুঁয়ে দেখেছি।🌸

একজন যখন নিজের কষ্ট ভুলে, অন্যজনের মুখের দিকে তাকিয়ে সব কিছু করে ফেলে—তখনই বোঝা যায়, ভালোবাসা কী জিনিস।
জীবনটা যদি কারও কাঁধে ভর করে কাটাতে হয়, আমি চাই সেই কাঁধটা শুধু তারটাই হোক।🖤

আল্লাহর কাছে শুধু এতটুকুই চাই—যে মানুষটা আমার জন্য নিজের শরীরের কষ্ট ভুলে যায়, আমি যেন তার জন্য জীবনের সবটুকু ভালোবাসা দিয়ে দিতে পারি। মানুষটা আমার অসুস্থ অবস্থায় পগল প্রায় হয়ে গিয়েছিলো। অনেক ঝড় ঝাপটা আসে জীবনে, কিন্তু এমন একজন পাশে থাকলে সবকিছু সহজ হয়ে যায়।
আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, শক্তি দেন—আমার জন্য, আমাদের জন্য।
এই জীবনটা তার সাথেই কাটিয়ে দিতে চাই... যত যত্ন, যত ভালোবাসা সে আমাকে দিয়েছে—একদিন আমি তা ফিরিয়ে দিতে চাই হাজার গুণে। 🖤
তার জন্য আল্লাহ যেন রহমতের ছায়া করে রাখেন সবসময়। এই বন্ধনটা হোক জান্নাত পর্যন্ত ইনশাআল্লাহ। 🤍 🌸

@শাব জাহান বিনতে সালাম ইভা 🌸

28/05/2025

Trend bole kotha😹

25/05/2025

লোকটা মাথায় তেল দিতে চায় না 🤦‍♀️ আমাকে দিয়ে দিতে বললেও না করে! 🙂 খুব কষ্টে সেই দিন রাজি করাই তাকে এরপর সে আমাকে তেল দিয়ে দিচ্ছিলো আর আমি ভিডিও করছিলাম🤣🤭

19/05/2025

Zindagi Ki Har Safar Mein Kaafi Ho Tum🖤🫶

18/05/2025

Being called "JAAN" by the person you love is so wholesome.
This nickname can literally change your mood in a second. The prettiest and sooting nickname i've ever heard and seen.🖤🌸

Address

Dhaka
2015

Telephone

+8801834971036

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr&Mrs Apon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr&Mrs Apon:

Share