Bong Vai-বং ভাই

Bong Vai-বং ভাই সৃষ্টির সেরা জীব মানুষ, তাই ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে মন প্রান দিয়ে ভালোবাসুন।❤️

গলদা চিংড়ি দক্ষিণ বাংলার কৃষকের সোনার ফসল চিংড়ি মাছ | সাদা সোনা White Gold🥰
17/09/2025

গলদা চিংড়ি দক্ষিণ বাংলার কৃষকের সোনার ফসল চিংড়ি মাছ | সাদা সোনা White Gold🥰

গরম গরম ধোঁয়া উঠা চিতুই পিঠা সেই স্বাদ চলে আসুন সবাই🥰😋
15/09/2025

গরম গরম ধোঁয়া উঠা চিতুই পিঠা সেই স্বাদ চলে আসুন সবাই🥰😋

জীবন হলো এক অসমাপ্ত পাঠ, প্রতিটি দিনই একটি নতুন অধ্যায়।🌺
25/08/2025

জীবন হলো এক অসমাপ্ত পাঠ, প্রতিটি দিনই একটি নতুন অধ্যায়।🌺

22/08/2025

হঠাৎ করে সবার মোবাইল ফোনের ডায়াল প্যাড অটোমেটিকভাবে পরিবর্তন হয়ে গেছে!📲📲📲📲
বিশ্বাস না হলে চেক করে দেখুন😳📲

21/08/2025

হায়রে জীবন!😞
প্রতিদিন হাজারো স্বপ্ন বুনি আমরা, অসংখ্য পরিকল্পনা করি; অথচ এক মুহূর্তেরও নেই কোনো ভরসা!.শ্বাস ফুরালেই শেষ—সবকিছু থেমে যায়, নিস্তব্ধ হয়ে যায় পৃথিবী! কতো অজস্র পরিকল্পনা আমাদের।
অথচ; যেথায় এক মিনিটের নেই ভরসা...
কেবল দম ফুরালেই ঠুস!!😞

20/08/2025

বউ খুশি থাকলে স্বামী এমনিতেই খুশি থাকে।
কিন্তু স্বামী খুশি থাকলে বউ কেন সন্দেহ করে??
🤔😎

লু*ট পা*টে বিলীনের পথে সিলেট জাফলং ভোলাগঞ্জের সাদা পাথর, দেখার কি কেউ নেই!!!!😞😞
12/08/2025

লু*ট পা*টে বিলীনের পথে সিলেট জাফলং ভোলাগঞ্জের সাদা পাথর, দেখার কি কেউ নেই!!!!😞😞

কর্মব্যস্ত ঢাকা শহরের পড়ন্ত বিকাল একটু বেশিই সুন্দর 🥰🌞
07/08/2025

কর্মব্যস্ত ঢাকা শহরের পড়ন্ত বিকাল একটু বেশিই সুন্দর 🥰🌞

06/08/2025

ফেসবুক চালায় কিন্তু
প্রেম করে না,
এমন নিষ্পাপ আইডি গুলো একটু দেখি!🙂
যেমন : আমি 🖐️

সাধারণত ছেলেরা সে-ক্সু-য়ালি এডাল্ট হয় ১৫/১৭ এর মধ্যেই বা তার আগেই।মেয়েরা ১৫ এর আগেই।সেখানে আমরা মেয়েদের বিয়ের বয়স নির্ধা...
18/07/2024

সাধারণত ছেলেরা সে-ক্সু-য়ালি এডাল্ট হয় ১৫/১৭ এর মধ্যেই বা তার আগেই।মেয়েরা ১৫ এর আগেই।

সেখানে আমরা মেয়েদের বিয়ের বয়স নির্ধারণ করেছি ১৮ বছর ও ছেলেদের ২১ বছর। কিন্তু সিস্টেম করে দিয়েছি আবার অন্য রকম। ছেলেদের চাকরির বয়স সীমা ৩২ বছর। গ্রাজুয়েশান শেষ করতে করতে বয়স হয়ে যায় ২৬/২৭ বছর।

গড় আয়ু যদি ৬৫ হয়- তাহলে ৩২ বছর বয়স পযর্ন্ত সে অন্যের টাকায় চলবে। এর পর স্বাবলম্বী হয়ে মানে জব পেয়ে বিয়ে করবে ৩২ এর পর।

যে ছেলেটা সে-ক্সু-য়ালি এডাল্ট হইলো ১৭ তে। সে বিয়ে করলো আরো ১৫ বছর পর।
এই ১৫ বছর সে কি করবে?

পাড়ায় যাবে না? প্রেমিকাকে নিয়ে লিটনের ফ্লাটে যাবে না? পার্কের চিপায় প্রেমিকার শরীরে হাত দিবে না?
দাঁতে দাঁত চেপে নিজেকে পাথর বানিয়ে রাখবে?
কতটুকু পসিবল? লজিক্যালি কতটুকু পসিবল? বোথ ফর বয়েজ অ্যান্ড গার্লস?

এই দেশে ম-দ বিক্রি নি-ষি-দ্ধ না। কিন্তু ম-দ সহ ধরা পড়লে পুলিশ কে চা পানি খাওয়াইতে হয়!
একটা ছেলে ১৭ বছর অপেক্ষা করবে ১৭ বছরের আগের ক্ষুধা মিটানোর জন্য। যেহেতু আমরা জীব পাথর না। আমাদের ফিজিক্যাল চাহিদা আছে। তাই বলে ১৭ বছর অপেক্ষা করবে একটা ছেলে/মেয়ে ?

আপনি বা কেউ কি বিলিভ করেন যে কেউ অপেক্ষা করে?
অপেক্ষা করে না দেখেই এই দেশে রেস্টুরেন্টে প্রাইভেট জোন লাগে। মিরপুর মাজার রোডে ছোট ছোট খুপরি ঘর ওয়ালা রেস্টুরেন্ট লাগে। পার্কে ছাতা ওয়ালা প্রাইভেসি লাগে। সবই এই সমাজ জানে। একসেপ্ট করে। এক্সেপ্ট না করলে এসব বন্ধ হয়ে যেত। এসবই আমরা মেনে নিচ্ছি। শুধু ছেলে স্টাব্লিশড না হওয়া পযর্ন্ত বিয়ে মেনে নিতে পারতেছি না।

আপনি যদি এই দেশের সুপার সাকসেসফুল কোন বিজনেস ম্যান এর জিবনী পড়েন, দেখবেন তারা সাকসেসফুল হয়েছে অনেক পরে। অন্তত ৪০/৪৫/৫০ বছর বয়সে। আপনি কি তত দিন অপেক্ষা করবেন?মেয়ে তাদের সাথে বিয়ে দেয়ার জন্য ?

আমাদের পিতামাতাগণ সব কিছু ইসলাম অনুয়ায়ী করেন। খালি এই একটা বিষয়ে উনারা ইসলাম মানেন না। সেটা হইলো বিয়ে। পাত্র ভালো জব করে না দেখে উনারা বিয়ে দেন না। সমাজ বলে আগে প্রতিষ্ঠিত হওতার পর বিয়ে কর!

কোরআন বলে আগে বিয়ে করো,গরীব হলে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আল্লাহ্‌র!🌸 ❤️
অথচ ইসলাম বলেছে সাবালক হইলেই বিয়ে দিয়ে দাও।

"বউ কে খাওয়াবি কি? "
এটা হচ্ছে আমাদের দেশের বিয়ের সব চেয়ে বড় বাঁধা।
বউ কি হাতি? নাকি ঘোড়া? তার তো ১০ কেজি বিচুলি লাগে না ডেইলি। তাইনা?

বিসিএস দিয়ে ৩৫ বছর বয়সে নিজের পায়ে দাঁড়িয়ে তার পর বিয়ে করতে হবে ।
নিজের পায়ে ঠিক-ঠাক দাঁড়াতে দাঁড়াতে সঠিক জিনিসটি দাঁড়ানোর সময় পেরিয়ে যায়.....
এখন ভাবুন, ইসলাম ধর্মে বিয়েকে অর্ধেক দ্বীন কেন বলা হয় !

তারপরও পরিবার এবং সবার ব্যক্তিগত মতা মত থাকতেই পারে 😊আপনিও স্বাধীন মনে আপনার মতামত কমেন্ট করুন।

17/07/2024

কোথাও কোন র'ক্ত'পা'ত, কোন মৃ'ত্যুই কেউ চায় না। দেশের তরুণরাই আগামীর ভবিষ্যৎ। তাই আর কোন ভাইবোনদের উপর সহিংসতা দেখতে চাই না। চলমান সংকটের যৌক্তিকভাবে সমাধান হোক। দেশটা আমাদের সবার। 🇧🇩

17/07/2024

"সবাই যেখানে সংস্কার চায়, সেখানে এত রক্ত কেনো"

Address

Dhaka
1211

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bong Vai-বং ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share