Sheikh Rakib

Sheikh Rakib Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sheikh Rakib, Digital creator, Dhaka.

বিমান বা উড়োযান চালনার আদিপুরুষ: আব্বাস ইবনে ফিরনাস (৮১০-৮৮৭ খ্রি.) আব্বাস ইবনে ফিরনাস ছিলেন একজন প্রভাবশালী মুসলিম উদ্...
06/02/2024

বিমান বা উড়োযান চালনার আদিপুরুষ: আব্বাস ইবনে ফিরনাস (৮১০-৮৮৭ খ্রি.)

আব্বাস ইবনে ফিরনাস ছিলেন একজন প্রভাবশালী মুসলিম উদ্ভাবক, প্রকৌশলী, সঙ্গীতজ্ঞ এবং পলিম্যাথ, যিনি ৯ম শতাব্দীর শুরুর দশকে আধুনিক স্পেনের কর্ডোবা শহরের নিকটবর্তী শহরতলিতে জন্মগ্রহণ করেন।

আব্বাস ইবনে ফিরনাস বলবিদ্যা, জ্যোতির্বিদ্যা, পদার্থবিদ্যা এবং সঙ্গীত সহ বিভিন্ন ক্ষেত্রে তার অগ্রণী কাজের জন্য পরিচিত। তার সবচেয়ে বিখ্যাত আবিষ্কারগুলির মধ্যে একটি ছিল উড়ন্ত যন্ত্র, যা তিনি ৮৭৫ সালে তৈরি করে তার পরীক্ষা চালিয়েছিলেন।

উড়ন্ত যন্ত্রটি রেশম এবং পালকের তৈরি ছিল এবং আব্বাস ইবনে ফিরনাস এটি দিয়ে ৩০০ মিটার পর্যন্ত দূরত্বে উড়েছিলেন, নিরাপদে অবতরণের আগে কয়েক মিনিটের জন্য বায়ুবাহিত ছিলেন। যদিও তিনি এই সফল গ্লাইডিং ফ্লাইটটি আব্বাস ইবনে ফিরনাসকে ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে ফ্লাইট অর্জনকারী বানিয়েছে।
তিনি একজন প্রতিভাধর সঙ্গীতজ্ঞও ছিলেন এবং তার নিজের সঙ্গীত রচনা করেছিলেন, যা আন্দালুসিয়ায় অত্যন্ত সমাদৃত ছিল। তিনি নতুন বাদ্যযন্ত্র আবিষ্কার করেন এবং শব্দ ও পদার্থবিদ্যার মধ্যে সম্পর্ক অন্বেষণ করতে গাণিতিক নীতি ব্যবহার করেন।

তার উদ্ভাবন এবং সঙ্গীত ছাড়াও, আব্বাস ইবনে ফিরনাস আলোকবিদ্যার ক্ষেত্রেও অবদান রেখেছিলেন এবং কাঁচ এবং স্ফটিক তৈরির কৌশল তৈরি করেছিলেন। যা নক্ষত্র এবং গ্রহগুলোর আরও সঠিক পর্যবেক্ষণের সুযোগ করে দেয়। তিনি একটি বৃহৎ জল ঘড়ি নির্মাণ সহ প্রকৌশল প্রকল্পগুলিতে ব্যাপকভাবে কাজ করেছিলেন, যা তার সময়ের সবচেয়ে উন্নত প্রকৌশল প্রকল্পগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হতো।

সামগ্রিকভাবে, আব্বাস ইবনে ফিরনাস ছিলেন একজন অত্যন্ত দক্ষ এবং উদ্ভাবনী পলিম্যাথ যিনি বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। বিমান চালনা, সঙ্গীত, প্রকৌশল এবং আলোকবিজ্ঞানে তার যুগান্তকারী কাজ পরবর্তী প্রজন্মের উদ্ভাবক এবং চিন্তাবিদদের অনুপ্রাণিত করেছে এবং তার অবদান ইসলামী ও পাশ্চাত্য সংস্কৃতিতে সমান্তরাল ভাবে সমাদৃত। (Copied)

চিত্র: আব্বাস ইবনে ফিরনাস স্কয়ার, বাগদাদ,ইরাক।

Courtesy: Text on History

কোকাকোলা বোকাপোলাFACTS👇☛ তাদের নিয়ে একটা কর্পোরেট গেইম খেলা হলো বোকাপোলারা বুঝল না। বিশ্বব্যাপি কো ক সহ অসংখ্য e/স রা ইল...
14/11/2023

কোকাকোলা বোকাপোলা

FACTS👇

☛ তাদের নিয়ে একটা কর্পোরেট গেইম খেলা হলো বোকাপোলারা বুঝল না। বিশ্বব্যাপি কো ক সহ অসংখ্য e/স রা ইলি পণ্য ও সেবায় ডাউন ট্রেন্ড। মুদির দোকানে খোজ নিলে জানবেন, কো কের বিক্রি কমে গেছে। এমন সময় মার্কেটিংয়ে তারা বেশি ইনভেস্ট করবে স্বাভাবিক। কিন্তু বোকাপোলারা বুঝল না।

☛ টিকিট ছাড়ায় ফ্রিতে ঢুকতে দেয়া হইছে কারন তাদের ”কোক-স্টুডিও কনসার্টে আর্মি স্টেডিয়াম জনসমুদ্র” এরকম শিরোনামে মিডিয়া কাভারেজ দরকার ছিল। কিন্তু বোকাপোলারা সেটা বুঝেনি।

☛ বোকাপোলারা বুঝেনা কিভাবে তাদের কেনা কো কের টাকা দিয়ে অ স্ত্র কিনে শি শু হ ত্যা করা হচ্ছে।

☛ বোকাপোলারা কখনই বুঝেনি, এই লাল পানির ভিতর কিচ্ছু নাই। না আছে পুষ্টিগুণ, না তৃষ্নার স্বাস্থ্যকর উপাদান। পুরাই ধোকা।

☛ বোকাপোলারা ডাক্তারের কোন কথা শুনেনা। ইউএস, আইসল্যান্ড এবং ডেনমার্কের বিজ্ঞানিরা ২৯৩৫ জন পুরুষের উপর গবেষণা করে দেখেছেন কো কসহ যেকোন সফটড্রিংস প্রজনন স্বাস্থ্যের মারাত্নক ক্ষতি করে।

☛ বোকাপোলারা বুঝেনা এটি হার্ট অ্যাটাক, ইনসুলিন রেসিস্ট্যান্স, ডায়াবেটিস, ব্রেইন ডিজিস, ভুলে যাওয়া, পেটে চর্বি জমা, ফ্যাটি লিভার, ওজন বেড়ে যাওয়াসহ আরো অনেক রোগের জন্য দায়ি।

☛ বোকাপোলাদের অনেকে আবার জানেই না এটা অ ভিশ প্ত জাতির অন্যতম লাভজনক একটা পণ্য।

বেশি বেশি শেয়ার করে শান্তিপূর্ণ প্রতিবাদ করুন। যার যার প্রফাইলে কপি করে প্রচার করুন। কোন ক্রেডিট লাগবে না। একটা পেজ/প্রোফাইল থেকে বেশি শেয়ার হলে রেস্ট্রিকশন আসার সম্ভাবনা আছে। প্রায় ২০০ কোটি মুসলিম সবাই চুপ করে না থেকে ছোট ছোট প্র তিবাদ করলে তা পাহাড় সমান প্র তিরোধে পরিণত হবে।

#বোকাপোলা

10/08/2023

আপনি হয়তো ভাবছেন শুক্রবারের এই দিনটায় কি করবেন, হয়তো ফোন চালিয়েই কাটিয়ে দিতে চাচ্ছেন পুরো বিকেল। কিন্তু সবচেয়ে উত্তম একটি সিদ্ধান্ত হবে যদি আপনি আপনার স্ত্রীকে নিয়ে বাইরে ঘুরতে বের হন।

সারা সপ্তাহের ক্লান্তি যেন আমাদের ছাড়তেই চায়না। তাই অনেকেই অলসতায়, শুয়ে, বসে শুক্রবারের এই দিনটি কাটায়। এতে করে সুন্দর একটি সময় থেকে স্বামী স্ত্রী বঞ্চিত হয়। অথচ বাইরে থেকে ঘুরে আসলে স্বামী স্ত্রীর সম্পর্কটা আরো গভীর হতো।

তাই ভাইদের প্রতি পরামর্শ থাকবে এ দিনটি যেন মিস না হয়। যেকোন সুন্দর একটি জায়গা থেকে ঘুরে আসুন। দেখবেন ভালো লাগবে।

বোনদের প্রতি পরামর্শ থাকবে আপনার স্বামীকে উৎসাহিত করুন,তাকে বোঝান এতে করে যে ভালোবাসা বৃদ্ধি পায়। সময়টাকে দামী করে তুলুন।

দিনশেষে একটা কথা মাথায় রাখবেন, সন্তানের বিয়ে হয়ে যাবে, পরিবারের প্রতিটি সদস্য আলাদা জায়গাতে চলে যাবে। থেকে যাবেন আপনারা দুইজন স্বামী স্ত্রী 💜

22/07/2023

এই হলো সেই আলাস্কা।
যেখান থেকে দিন এবং রাত দুটোই একই সাথে উপভোগ করা যায়, সুবহানাল্লাহ।

Send a message to learn more

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sheikh Rakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share