Uchit Kotha

Uchit Kotha Following our Page and support more

14/10/2025

আর্মির সামনেই আওয়ামী মিছিল

14/10/2025

চান্দাবাজি না করলে ভাত নাই

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আজকের রাজনীতিতে একটা প্রবণতা দেখা যাচ্ছে যে, ১৯৭১ সালে যে জন্য আমরা যু...
14/10/2025

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আজকের রাজনীতিতে একটা প্রবণতা দেখা যাচ্ছে যে, ১৯৭১ সালে যে জন্য আমরা যুদ্ধ করেছিলাম, স্বাধীনতার যুদ্ধ, আমাদের সম্পূর্ণ আলাদা একটা পরিচিতি, বাংলাদেশি হিসেবে আমাদের সেই আইডেন্টিটিকে ভুলিয়ে দিয়ে নতুন করে কতগুলো চিন্তা-ভাবনা সামনে নিয়ে আসার প্রচেষ্টা চালানো হচ্ছে।'

মির্জা ফখরুলের মুক্তিযুদ্ধ নিয়া আবেগ দেইখ্যা একটা প্রশ্ন মাথায় আসিছে। মির্জা ফখরুলের আব্বু তো রাজাকার ছিলো। তাইলে কি সে ১৯৭১ এ বাপের বিরুদ্ধে যুদ্ধ করিছে? মির্জা ফখরুল ১৯৭১ এ কী করিছে আমরা জানতে চাই। মুক্তিযুদ্ধ করিছে? করলে কোথায় যুদ্ধ করিছে। মুক্তিযোদ্ধা সার্টিফিকেট আছে?

13/10/2025

বিএনপি জামায়াত জোট

13/10/2025

সেনাপ্রধান ওয়াকারের চোখে কোন অশনিসংকেত

যেটুকু আশা ছিলো ওয়াকারের শেখ রুমিনুর রহমান সার্টিফিকেট দিয়া তার হো মা সা কইর‍্যা দিছে।
13/10/2025

যেটুকু আশা ছিলো ওয়াকারের শেখ রুমিনুর রহমান সার্টিফিকেট দিয়া তার হো মা সা কইর‍্যা দিছে।

১৫ সেনা কর্মকর্তাকে অবশ্যই আদালতে আনতে হবে!আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ...
12/10/2025

১৫ সেনা কর্মকর্তাকে অবশ্যই আদালতে আনতে হবে!

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যে ১৫ জন সেনা কর্মকর্তা এখন সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন, তাদের অবশ্যই আদালতে আনতে হবে। রোববার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সেনাসদর সংবাদ সম্মেলন করলেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালকে জানানো হয়নি জানিয়ে তাজুল ইসলাম বলেন, আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে, মিডিয়াতে যেটা এসেছে, আমরা সেটা আমলে নিচ্ছি না। যেহেতু আমরা জানি না, তাই এ বিষয়ে আমি মন্তব্য করব না। আমাদের যদি বলা হয় যে আটক রাখা হয়েছে, তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে। এটাই বিধান।

বা*/লের মেইনস্ট্রিম মিড়িয়া খুললে মনে হবে দেশে কিছুই হচ্ছে না। বড় রাজনৈতিক দলগুলোর পেইজে গেলে মনে হবে বাতাবি লেবুর বাম্পা...
11/10/2025

বা*/লের মেইনস্ট্রিম মিড়িয়া খুললে মনে হবে দেশে কিছুই হচ্ছে না। বড় রাজনৈতিক দলগুলোর পেইজে গেলে মনে হবে বাতাবি লেবুর বাম্পার ফলন চলতেসে। জুলাইয়ের সাহসী কিছু যোদ্ধা, এক্টিভিস্ট ও কয়েকটি ছাত্র সংগঠনসহ একদল দেশ প্রেমিক মানুষ নিয়ে আমরা কয়েকদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছি।

প্রবল ব্যাশিং খেয়ে আই/এসপি/আর এবার প্রেস কনফারেন্স ডেকেছে। আগেই বলে দিচ্ছি কোন মিথ্যা গল্প ও প্রতিশ্রুতি দিয়ে আমাদের আস্থা অর্জন করা যাবে না৷

ওয়া/কারকে ঘাতক পালানোর দায়, রিফাইন্ড আওয়ামিলীগ নিয়ে ষড়যন্ত্রের যুক্ত থাকা এবং আয়নাঘর পরিদর্শনে বাধা দেওয়ার জন্য জাতির কাছে মাফ চাইতে হবে।

ট্রাইবুনালের ওয়ারেন্ট পাওয়া প্রত্যেক ব্যক্তিকে অতি দ্রুত আটক দেখাতে হবে। গু/ম ও খু/নের বিচার নিয়ে কোন নেগোসিয়েশন হবে না।

লাউন্ড এন্ড ক্লিয়ার!

মেজর জেনারেল কবির তামাবিল থেকে ইন্ডিয়াতে ঢুকেছে। দুইদিন আগেই - আমরা যখন আইসিটির ওয়ারেন্ট নিয়া লাফাচ্ছি, ও তখন তামাবিল...
11/10/2025

মেজর জেনারেল কবির তামাবিল থেকে ইন্ডিয়াতে ঢুকেছে। দুইদিন আগেই - আমরা যখন আইসিটির ওয়ারেন্ট নিয়া লাফাচ্ছি, ও তখন তামাবিলে।

কিভাবে হলো?

শোনা যাচ্ছে, একজন উপদেষ্টা তিনদিন আগে কমান্ড্যান্ট ASU ব্রিগেডিয়ার শামস আর ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার আজাদকে বলে যে আপনারা তো এখনও অফিসিয়াল ওয়ারেন্ট পান নাই। কালকে ইস্যু হবে। ওনারা তার আগেই চলে যাক।

সেই পরামর্শ মতো কবির তার ফ্যামিলি নিয়ে তিনদিন আগেই তামাবিল যায়। গত পরশু পার হয়ে গ্যাছে সীমান্ত। ডিজিএফআই আর মিলিটারি ইন্টেলিজেন্সের এর তিন অফিসার গাড়ি করে সীমান্তে পৌঁছায়ে দিয়েছে।

উপদেষ্টার নাম আমি আর বললাম না, আপনারাই জেনে যাবেন কিছুদিনের মধ্যে।

(পিনাকী ভট্টাচার্য)

জাতির সাথে নির্মম বেঈমানি চলছে কাডাল রানীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদকে ওয়া/কার ও তার দালালচক্র পালিয়ে যে...
11/10/2025

জাতির সাথে নির্মম বেঈমানি চলছে
কাডাল রানীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদকে ওয়া/কার ও তার দালালচক্র পালিয়ে যেতে দিচ্ছে। তাকে ট্রাইব্যুনালের ওয়ারেন্টের পর গত পরশু হাউস অ্যারেস্ট করার কথা ছিল অথচ আজ নাকি তার কোনো খবর পাওয়া যাচ্ছে না।
এই ন্যাক্কারজনক কাজে ওয়াকারকে হেল্প করেছে লে. জেনারেল মিজানুর রহমান শামীম (সিজিএস), ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ (ডিএমআই), ডিজি ডি/জি/এফ/আই মেজর জেনারেল জাহাঙ্গীর, ব্রিগেডিয়ার জেনারেল তৌফিক (ডি/জি/এফ/আই) এবং ঢাকা আ/র্মি সি/কি/উরিটি ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার জাহিদ।
এই কবির জুলাই-আগস্টে ছাত্র হ/ত্যা/কা/ণ্ডের অন্যতম প্রধান আদেশদাতা।এই চক্রটির সহায়তায় এর আগে ক/সা/ই জিয়াউল আহসানের ডানহাত সার্জেন্ট তারিফ ও ভা/র/তীয় দালাল লেফটেন্যান্ট জেনারেল মুজিবও দেশ ছেড়ে পালিয়েছিল।
গু/ম - খু/নের অন্যতম এই মাস্টারমাইন্ডকে দেশ-বিদেশ যেখানেই পাবেন পুলিশে ধরিয়ে দেবেন। বিজিবি ইতিমধ্যে সব জায়গায় বর্ডাল সিল করে দিয়েছে। সীমান্তে সবাই দৃষ্টি রাখুন৷ কা/লা মানিকের মতো এদের কাউকে সীমান্তে পেলেই পুলিশে দিয়ে দেবেন।
ট্রাইবুনালে ওয়ারেন্ট হওয়া বাকিদের আটকে আগামীকালের মধ্যে ওয়াকার হেল্প না করলে আমরা ওয়াকারকে জাতীয় বেঈমান হিসেবে ঘোষণা দিতে বাধ্য হবো।
যে বাহিনীর প্রধান একজন খু/নি‌কে গ্রেপ্তার করতে পারে না, সে কিভাবে জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্বের পাহারা দেবে? একে কি আদৌ বিশ্বাস করা যায়?

10/10/2025

আয়না ঘর বানানোর রহস্য ফাঁস

10/10/2025

ড. ইউনুস খেলা শুরু করছে

Address

Dhaka

Telephone

+8801892745273

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uchit Kotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Uchit Kotha:

Share