রাহবারে হক্ব মিডিয়া

রাহবারে হক্ব মিডিয়া ইসলামপ্রচারে অনুপ্রানিত করতে আমাদের

20/01/2025

বয়ান পেশ করছেন আল্লাম মুফতি আব্দুল বাসেত খান সাহেব

19/01/2025
20/12/2024

♦ভারতে পানি আগ্রাসনের কার্যকরী ব্যবস্থা গ্রহন করা♦ছাত্র জনতার সংঘঠিত গনহত্যার বিচার♦দুর্নীতিবাজদের বিচার,অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষনা করা♦সংখ্যানুপাতিক পদ্ধতিতে(PR)জাতিয় নির্বাচনের দাবী আদায়♦ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির প্রত্যাশা পুরনে ইসলাম ভিত্তিক কল্যাণ রাস্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাচিকাট ইউনিয়ন শাখার উদ্যোগ গনসমাবেশে অনুষ্ঠিত হয় উক্ত গন সমাবেশে সভাপতিত্ব করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কাচিকাটা ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি জনাব, আহছান বেপারী,পরিচালনায় ছিলেন ,মাও মোঃ মনির হোসাইন সেক্রেটারী -ইসলামী আন্দোলন বাংলাদেশ কাচিকাট ইউনিয়ন শাখা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শরিয়ত পুর ২ আসনের সম্ভব্য এম পি পদপ্রার্থী এডভোকেট জনাব মোঃ মানিক মিয়া সরদার, সহসভাপতি ইসলামী আইনজীবী পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটিবিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,,ইসলামী আন্দোলন বাংলাদেশ শরিয়তপুর জেলা শাখার ,সেক্রেটারী মুফতি সাইফুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সখিপুর থানা শাখার সভাপতি ডাঃ মোঃ রাসেদ হোসেন।ইসলামী আন্দোলন বাংলাদেশ শখিপুর থানা শাখার সেক্রেটারীমাওলানা রাসেদুল ইসলাম (রাসেল)জনাব মোঃ ওবায়দুল সরদার। সেক্রেটারী ইসলামী আন্দোলন বাংলাদেশ টংগীবাড়ী উপজেলা শাখা মাওলানা আব্দুল কুদ্দুস সাহবে।উপদেষ্টা কাচিকাটা ইউনিয়ন শাখা।গাজী মোঃ জসিমুদ্দীন, উপদেষ্টা ,কাচিকটা ইউনিয়ন শাখা।মোঃ জামাল হোসেন বেপারী উপদেষ্টা কাচিকাটা ইউনিয়ন শাখামোঃ ইমাম হোসাইন মৃধা।উপদেষ্টা কাচিকাটা ইউনিয়ন শাখা।এ ছারা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ও জনগনের সতস্ফুর্ত অংশগ্রহনের মধ্যমে গন সমাবেশটি প্রানবন্ত হয়ে উঠে। এসময় নেতৃবৃন্দ আগামী সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ইসলামকে বিজয়ী করার জন্য কাজ করার তাগিদ দে। এবং আগামী সংসদ নির্বাচনে সম্ভব্য এমপি পদপ্রার্থী হিসাবে এডভোকেট মানিক মিয়া সরদারের নাম ঘোষনা করে তাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য আহ্বান করেন। বক্তারা আরো বলেন বিগত দিন গুলোতে যারাই সরকার গঠন করছে সবাই লুটপাট ,চাদাবাজী, গুমখুন, সহ অর্থ পাচার বিদেশে লক্ষ্য লক্ষ্য কোটি টাকা পাচার করছে। আগামীতে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসে তাহলে চাদাবাজ,দুর্নীতি হবেনা গুমখুন হবেনা ,১০০ টাকার বরাদ্দ হলে ১০০ টাকার কাজই হবে বলে আশ্বাস দেন।

উগ্র,খুনি,সন্ত্রাসী সাদপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ ও খনিদের ফাসির দাবীতে আগামীকাল বাদ জুমা।বেশনাল চৌরাস্তায় বিশাল বিক...
19/12/2024

উগ্র,খুনি,সন্ত্রাসী সাদপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ ও খনিদের ফাসির দাবীতে আগামীকাল বাদ জুমা।বেশনাল চৌরাস্তায় বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
উক্ত বিক্ষোভ সমাবেশে কামারখাড়া ও দিঘিরপাড় ইউনিয়ন সকল ইমাম সাহেবগন জুমার নামাজ আদায় করার পরপরই সকল মুসল্লীদেরকে সাথে করে মিছিল নিয়ে বেশনাল চৌরাস্তায় সমাবেশ স্থলে উপস্থিত হওয়ার জন্য অনুরুধ করেছেন। ওলাময়ে কেরামগন

18/12/2024

মুফতী সাইদ আহমেদ (কলরব)কে অপহরন কারী জামাতীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

29/11/2023

চরমোনাই এসে কি পরিবর্তন হয় শুনুন তার মুখ থেকে।

Address

Dhaka
1525

Website

Alerts

Be the first to know and let us send you an email when রাহবারে হক্ব মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share