সরলরেখা

সরলরেখা সৃজনশীল সাহিত্যের সমাহার

হারুন আল রাশিদ সম্পাদিত ছড়া কাগজ ঝিলিক'র একুশতম সংখ্যা খুব শীঘ্রই বের হচ্ছে। বরাবরই ঝিলিক ছিলো একটি বিষয় ভিত্তিক ছড়া কাগ...
24/08/2025

হারুন আল রাশিদ সম্পাদিত ছড়া কাগজ ঝিলিক'র একুশতম সংখ্যা খুব শীঘ্রই বের হচ্ছে।
বরাবরই ঝিলিক ছিলো একটি বিষয় ভিত্তিক ছড়া কাগজ। এবারের সংখ্যাটির নাম হবে ফিলিস্তিন সংখ্যা। আগ্রহী ছড়াকারদের সেপ্টেম্বর ১৫ তারিখের মধ্যে ফিলিস্তিন বিষয়ক ছড়া-কবিতা পাঠানোর অনুরোধ করা যাচ্ছে।

23/08/2025

clarification... Scientific Tafsir

16/08/2025

লে. কর্নেল (অব.) জাকারিয়া কামাল স্যারের তিন খন্ডের Scientific Tafsir বইগুলো মেকিং খরচে পাওয়া যাচ্ছে। বইগুলো পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ফোন নম্বর: 01716-477600

25/07/2025
*তিনি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন এক নিরব বিপ্লব*আজ শুক্রবার দিয়ে ১২ দিন হলো আলোচিত ও অনন্য বৈজ্ঞানিক তাফসিরগ্রন্থের রচ...
25/07/2025

*তিনি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন এক নিরব বিপ্লব*

আজ শুক্রবার দিয়ে ১২ দিন হলো আলোচিত ও অনন্য বৈজ্ঞানিক তাফসিরগ্রন্থের রচয়িতা লে. কর্নেল (অব.) জাকারিয়া কামাল স্যার আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন।

স্যার কিন্তু শুধু একজন লেখক বা গবেষক নন—তিনি ছিলেন কুরআন ও বিজ্ঞানের এক সেতুবন্ধনকারী, যিনি বাংলাদেশের তাফসির চর্চায় এক নিরব বিপ্লব ঘটিয়ে গেছেন। তাঁর ৩৭ বছরের গবেষণার ফল “Scientific Tafsir of the Quran” – এর বাংলা ভার্সন পরিবেশনায় যুক্ত না থাকলে এটি বুঝতামনা আমরা।

স্যারের গবেষণাকর্মের বাংলা ভার্সনের ৬ খণ্ডের মধ্যে ইতোমধ্যেই ২ খণ্ড (সূরা ফাতিহা ও সূরা বাকারা) প্রকাশিত হয়েছে। ৩য় খণ্ডের প্রুফও স্যার নিজ হাতে দেখে গেছেন, যার প্রকাশ প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে অসংখ্য পাঠক ও অনুসারী দেশ-বিদেশ থেকে (সৌদি আরব, কাতার, লন্ডন, অস্ট্রেলিয়া, কানাডা) আমাদের কাছে বাংলার সবগুলো খণ্ড প্রকাশ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
অনেকে আফসোস করেছেন – “দেশে গেলে স্যারের সাথে দেখা করতাম”—কিন্তু আর হলো না।

স্যারের পাঠক ও অনুসারীদের মাঝে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছেন –
১. যারা কুরআন নিয়ে গভীরভাবে ভাবেন
২. যারা বিজ্ঞানের আলোকে ধর্ম বুঝতে চান
৩. যারা ভূগোল ও বৈশ্বিক রাজনীতি নিয়ে চিন্তা করেন
৪. যাদের পেশাগত ও শিক্ষাগত প্রেক্ষাপট বিজ্ঞান-প্রযুক্তি বা স্ট্র্যাটেজিক ফিল্ডের

বিশেষত ডাক্তার, ইঞ্জিনিয়ার, সামরিক কর্মকর্তা, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ ব্যক্তি, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা এই তাফসিরে বিশেষ আগ্রহী ছিলেন। গুরুত্বপূর্ণ বিষয়, সাধারণ ধর্মীয় শিক্ষায় শিক্ষিতরাও এটিকে ইদানীং বুঝতে চেষ্টা করছেন।

৫ আগস্ট এর পরে স্যার সংস্কার নিয়ে বেশ কয়েকটি ভিডিও বানিয়েছিলেন। স্যার বাংলাদেশ নিয়ে ব্যাপক গবেষণা এবং চিন্তা করতেন। আমরা সরলরেখার পক্ষ থেকে স্যারকে প্রস্তাব দিয়েছিলাম, স্যার যেন এইসব ভিডিওগুলোকে বই আকারে পাবলিশ করার অনুমতি দেয়। আমরা সে অনুযায়ী স্যারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলাম। আমরা অলরেডি এটা নিয়ে কাজ শুরু করেছিলাম। হয়তো আল্লাহ চাইলে কোনোদিন প্রিন্ট কপি বাজারে আসবে।

আপনারা অবাক হবেন এটা জেনে যে, রকমারি ডট কম লিডারবোর্ডে স্যারের তাফসিরের বাংলা ভার্সন ফাতেহা এবং বাকারা সর্বোচ্চ বিক্রিত বইয়ের তালিকায় ৪র্থ এবং ৫ম স্থানে রয়েছে।

স্যার তাঁর মূল ইংরেজি তাফসিরে কোনো কপিরাইট রাখেননি। এজন্য শুধুমাত্র মুদ্রণ খরচ (৩০০০ টাকা ডেলিভারি চার্জসহ) প্রদান করে আগ্রহীরা প্রিন্টেড কপি সংগ্রহ করেছেন অনেকেই।

গতকাল এক ভক্ত মগবাজারে সরলরেখার শোরুমে হঠাৎ আসলেন। কাঁদলেনও—তিনি স্যারকে কখনো সামনাসামনি দেখেননি, তবুও মনে হয়, কোনো আপনজনকে হারিয়েছেন। এমন অনুরাগীদের আমরা প্রতিনিয়ত দেখছি। তাদের ফোন বা মেসেজ পাচ্ছি। উনাদের আফসোস, ইশ আর স্যারকে লাইভলি শুনতে বা দেখতে পারবো না।

২০২৩ সালে সরলরেখার প্রকাশক Najmus Saadat প্রথম যখন ইউটিউবে স্যারের ভিডিও দেখেন, তখনই মনে মনে ঠিক করেছিলেন—এই মানুষটির চিন্তা ও গবেষণা সবার কাছে পৌঁছে দিতে হবে। আলহামদুলিল্লাহ, স্যারের সাথে কাজ করার সে সুযোগ হয়েছে, এবং ইনশাআল্লাহ সামনে আরও বড় পরিসরে বিশ্বব্যাপী এই গবেষণা ছড়িয়ে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

আমরা দোয়া করি—
আল্লাহ তায়ালা স্যারকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। তাঁর এই গবেষণা যেন মানুষের হৃদয়ে কুরআনের আলো পৌঁছে দেয়। আমাদের এই দায়িত্ব যেন আমরা আমানত হিসেবে পালন করতে পারি।

25/07/2025
সায়েন্টিফিক তাফসিরমূল লেখক: লে. কর্ণেল (অবঃ) জাকারিয়া কামালঅনুবাদ: নসরত হোসেনবিজ্ঞান ও কুরআনের অসাধারণ সমন্বয়ে ৩টি ভাষায়...
18/07/2025

সায়েন্টিফিক তাফসির
মূল লেখক: লে. কর্ণেল (অবঃ) জাকারিয়া কামাল
অনুবাদ: নসরত হোসেন

বিজ্ঞান ও কুরআনের অসাধারণ সমন্বয়ে ৩টি ভাষায় (আরবী, ইংরেজী এবং বাংলা) রচিত একটি অনন্য তাফসির!
এই বইটি কেবল ধর্মীয় পাঠ নয়, বরং আধুনিক বিজ্ঞান ও চিন্তার সাথে মিলিয়ে কুরআনের অর্থ অনুধাবনের এক যুগান্তকারী প্রয়াস।

সূরা ফাতিহা – মূল্য: ১০০০ টাকা (ডেলিভারি ফ্রি)
সূরা বাক্বারা – মূল্য: ২০০০ টাকা (ডেলিভারি ফ্রি)

বিস্তারিত পেতে নিচের লিংকে প্রবেশ করুণ:
সূরা আল ফাতিহা – https://rkmri.co/E0Re0o5REM3M/
সূরা আল বাক্বারা – https://rkmri.co/eyANMAImpe5y/

বইটি আপনার ঠিকানায় পেতে নাম, ঠিকানা ও মোবাইল নম্বর দিন।

saralrekha.com.bd

Author: Muhammad Nosrot Hossen, Category: Translate & Tafseer, Price: 890, Link: https://www.rokomari.com/book/385286/আল-কোরআনের-বৈজ্ঞানিক-তাফসির-সূরা-আল-ফাতিহা , Summary: After studying the Qur'an for two months, I met Zakaria ...

আমরা সকলেই জানি যে জাকারিয়া কামাল স্যারের ইংরেজি Scientific Tafsir সম্পূর্ণ ফ্রি পিডিএফ এবং অনলাইন ভার্সনে প্রকাশ করেছেন...
18/07/2025

আমরা সকলেই জানি যে জাকারিয়া কামাল স্যারের ইংরেজি Scientific Tafsir সম্পূর্ণ ফ্রি পিডিএফ এবং অনলাইন ভার্সনে প্রকাশ করেছেন, যেন সবাই সহজে পড়তে পারেন। সরলরেখা এই তাফসিরের অফিসিয়াল বাংলা অনুবাদ ভার্সনের ডিস্ট্রিবিউটর হিসেবে দায়িত্ব পালন করছে।

অনেক পাঠকই মূল ইংরেজি তাফসিরের প্রিন্টকপি চেয়ে থাকেন। স্যারের জীবদ্দশায় তাঁর অনুমতি নিয়েই আমরা শুধুমাত্র প্রিন্ট ও বাঁধাইয়ের খরচে এই বইটি পাঠকদের কাছে পৌঁছে দিতাম। বইটি যদি কেউ সংগ্রহ করতে চান তবে 01716-477600 , 01569128566 নম্বরে যোগাযোগ করুন।

আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ সেই সকল পাঠকের প্রতি, যারা এই মহান কাজের অংশ হয়ে বইটি ছড়িয়ে দিচ্ছেন।

আল্লাহ যেন এই কাজের মাধ্যমে আমাদের সবাইকে হেদায়েত দেন এবং জাকারিয়া কামাল স্যারকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করেন।

জাকারিয়া কামাল: একজন ধ্যানমগ্ন ঋষি! নাজমুস সায়াদাতজাকারিয়া কামাল। সাবেক সেনা কর্মকর্তা- লেফটেন্যান্ট কর্নেল। একটা ইউটিউ...
17/07/2025

জাকারিয়া কামাল: একজন ধ্যানমগ্ন ঋষি!
নাজমুস সায়াদাত

জাকারিয়া কামাল। সাবেক সেনা কর্মকর্তা- লেফটেন্যান্ট কর্নেল। একটা ইউটিউব চ্যানেলের আলোচনায় তাকে প্রথম দেখি। পরবর্তীতে রিয়ার এডমিরাল (অব.) বজলুর রহমান স্যারের সাথে যখন একটা কুরআন অনুবাদ প্রকাশনার কাজে যুক্ত হলাম তখন তিনি বললেন, জাকারিয়া কামালের বাসায় আসো, আমরা ওখানেই আলাপ-আলোচনা করব। গেলাম মেরুল বাড্ডা মন্দির সংলগ্ন রাস্তার মাথায়। পাশে এক দোকানিকে জিজ্ঞেস করলাম, জাকারিয়া কামালের বাসা কোনটা? দোকানি হাত উঁচিয়ে দেখিয়ে দিলেন, ঔটা। বুঝলাম উনি তাহলে বেশ পপুলার, আশপাশের লোকজন ভালোই চিনেন। একটু পর বজলু স্যার এলেন। আমরা বাসার নিচে গ্যারেজে ঢুকতেই দেখলাম জবুথবু বেশে আলুথালু চেহারা-সুরতে একটা ফতুয়া আর ট্রাউজার পরিহিত জাকারিয়া কামাল বসা। তিনি আমাদের দেখে দ্রুত উঠে দাঁড়ালেন, তারপর সালাম বিনিময় করলেন। হাসিমুখে বললেন, ভেতরে নিতে পারবো না স্যার, বাসায় অনেক বিড়াল। বজলু স্যার বললেন, না ঠিক আছে, এখানেই বসি, একটা টুল দাও। একটু পর কে এস ইসলাম এলে আমাদের ইনফরমাল মিটিং শুরু হল। সিদ্ধান্ত হলো, প্রকাশিতব্য কুরআনের অনুবাদটা জাকারিয়া কামাল স্যারও রিভিউ করবেন। আসার সময় জাকারিয়া কামাল স্যার আমাকে সময় করে আরেকদিন দেখা করতে বললেন।

পরে ফোনের আলাপে সিদ্ধান্ত হলো যে, জাকারিয়া কামাল স্যারের সাইন্টিফিক তাফসীরটা বাংলায় প্রকাশ করবে সরলরেখা। বাংলা অনুবাদক কিংডম গ্রুপের এমডি নুসরত সাহেবের সাথে বসতে হবে বলে দিনক্ষণ ঠিক হলো। নির্দিষ্ট দিনে আমরা মহাখালীর রাওয়া ভবনের সামনে মিলিত হয়ে ডিওএইচএস গেলাম। জাকারিয়া কামাল স্যারকে আজ বেশ স্মার্ট লাগছে। কোর্ট প্যান্ট পড়া নীরেট ভদ্রলোক। আমরা একই রিকশায় উঠলাম। গেলাম কিংডমে। দুপুরে বিরাট লাঞ্চের ব্যবস্থা। একজন বিসিএস কর্মকর্তাও আমাদের সাথে। খাবার পরিবেশন করছিল যে, তাকে খাবার সার্ভ করার একটা স্টাইল শেখানোর উদ্দেশ্যে জাকারিয়া কামাল স্যার নিজেই উঠলেন। তারপর কীভাবে ডিসটা ধরতে হয় কীভাবে তা সার্ভ করতে হয় সেই টেকনিকটা একজন প্রফেশনাল ওয়েটারের মতোই ডামি আকারে উপস্থাপন করলেন তিনি। আমরা বিষয়টিতে মুগ্ধ হলাম।

ভোজনের পর দীর্ঘ আলাপচারিতা। মহাবিশ্ব, কুরআন, তাওরাত, যবুর, বাইবেল, লাল গরু সমাচার, ফোটনতত্ব, খেলাফত, মিশর বিজয়, বাংলাদেশে হাল হকিকত- কী নেই সেই আলোচনায়। মিশর বিজয়ী প্রথম সেনাপতির নাম কেউ মনে করতে পারছিলেন না। আমি একটু ভেবে বললাম, আমর ইবনুল আস। জাকারিয়া কামাল স্যার বললেন, আপনি তো বেশ জানাশোনাওয়ালা মানুষ।

সিদ্ধান্ত হলো বৈজ্ঞানিক তাফসীর সূরা ফাতিহা প্রকাশনার। এই কাজ করতে গিয়ে জাকারিয়া কামাল স্যারের সাথে আমার আর আকিবের ঘনিষ্ঠ এক পথচলা শুরু হলো। স্যারকে বেশ নিকট থেকে জানার সুযোগ হলো। আমরা তাকে উপাধি দিলাম মাজঝুব বা ধ্যানমগ্ন এক ঋষি! পরবর্তীতে সুরা ফাতিহার তাফসীর বই মেলায় এলো। অবাক হয়ে লক্ষ্য করলাম, জাকারিয়া কামাল স্যার বইমেলায় হাজির! স্টলে বসলেন, অটোগ্রাফ দিলেন, এটিএন বাংলায় সাক্ষাৎকারও দিলেন। ইতোমধ্যে তার ভিডিও লেকচারগুলো ইউটিউবে দেখে ফেলেছি। বজলু স্যারের নেতৃত্বে আমরা কুরআন অনুবাদের জন্য কয়েকটা সেশন করেছিলাম। জাকারিয়া কামাল ছাড়াও ক্যপ্টেন জিল্লুর রহমান ভূইয়া, কে এস ইসলাম, মুরাদ বিন আমজাদ, সাব্বির আহমেদ খানসহ আমি ও আকিব এতে উপস্থিত ছিলাম। পরে কুরআনের অনুবাদটি বের হলে একটি প্রকাশনা অনুষ্ঠান হয়েছিল মিরপুর ডিওএইচএস। সেই অনুষ্ঠানে বজলু স্যারের গাড়িতে করে জাকারিয়া কামাল স্যারসহ আমরা গেলাম।

আল কোরআনের আলোকে মহাবিশ্বের যে মানচিত্রটি জাকারিয়া কামাল স্যার অঙ্কন করেছেন তা আমাকে দিনের পর দিন ভাবাতে লাগলো। এই চিত্রটা প্রিন্ট করে আমি আমার পূর্বাচলের অফিসে ঝুলিয়ে রেখে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতাম! কুরআনকে কত গভীরভাবে উপলব্ধি করলে এরকম একটি গ্রাফিক্স অঙ্কন করা যায়, তাই শুধু ভাবি এখন! এরপর সূরা বাকারাও প্রকাশিত হলো। এখন সূরা আলে ইমরানের কাজ করছি। গত সপ্তাহে স্যারের সাথে দীর্ঘ ফোনালাপ হলো।

১৪ জুলাই ২০২৫। সকালে তার ভাইয়ের ফেসবুক বার্তায় জানতে পারলাম, তিনি দুনিয়ার সফর শেষ করে মানিকগঞ্জের পথে! রাতে দেখলাম, সেনাবাহিনী গার্ড অব অনার দিয়ে জাকারিয়া কামাল স্যারকে চির বিদায় জানাচ্ছে।

Address

120, Shahid Selina Parvin Sarak, Mogbazar
Dhaka
1217

Telephone

+8801716477600

Website

Alerts

Be the first to know and let us send you an email when সরলরেখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সরলরেখা:

Share

Category