13/09/2025
কনজিউমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি হলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বর্তমানে এল পি আর এ আছেন। অতিরিক্ত সচিব থাকাকালীন তিনি ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন দ্রব্যমুল্য নিয়ন্ত্রন রেখে সাধারণ মানুষকে স্বস্তি দিতে। তার বিভিন্ন অভিযান পরিচালনায় সিন্ডিকেট ভেঙে পরে। জনবান্ধব সরকারি কর্মকর্তা হিসেবে তিনি ব্যাপক প্রসংসিত হন। সর্বমহলে ব্যাপক পরিচিত লাভ করেন। পরবর্তীতে সচিব হিসেবে দায়িত্ব পান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে। শ্রমিকদের অধিকার ও মালিক পক্ষের স্বার্থ এই দুইয়ের মাঝে সমন্বয় করে গার্মেন্টস শিল্পের অস্থিরতা নিরসনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন।