21/09/2023
ইয়া নাফসি!!!
কিসে তোমাকে এতো কাঁদায়?....
তুমি এতো অল্পতে ভেঙে পড়ো কেনো?.....
দুনিয়া নিয়ে তোমার কেনো এতো পেরেশানি?......
কার জন্য তোমার এতো বিয়োগ ব্যথা?....
তুমি কি চিন্তা করে দেখেছো, তুমি আখেরাতের জন্য কতোটুকু সঞ্চয় করতে পেরেছো?....
ফিকির করে দেখো, তোমার আখেরাতের সঞ্চয়ভান্ডার একেবারেই ফাঁকা!!
হ্যাঁ,,
তুমি এখনো পুরোপুরি রবের আশেকা হয়ে ওঠতে পারোনি।
তুমি এখনো গাফেল!
বড্ড গাফেল!! 💔
ইয়া নাফসি!!
তোমায় আহবান করছি, ফিরে এসো রবের ছায়াতলে। না পাওয়ার আফসোস না করে, রবের প্রতিনিয়ত রহমত, যা তোমাকে বেষ্টন করে আছে, তার জন্য শুকরিয়া আদায় করো।💖
ইয়া নাফসি!!
তোমাকে অনেকটা ধৈর্য্য ধরতে হবে। তোমাকে পারতেই হবে। জানি তোমার কষ্ট হবে। কিন্তু জেনে রাখো, কষ্টের পরেই রয়েছে স্বস্তি।আঁধারে ঢাকা অমানিশার পর যেভাবে আকাশে এক ফালি চাদঁ দেখা যায়,বেজে ওঠে আনন্দের কুহতান, ঠিক তেমন করেই তোমাকে দেওয়া হবে তোমার সবরের সুমিষ্ট প্রতিদান। তখন তুমি অনেকককক খুশি হয়ে যাবে। থাকবে না কোনো দুঃখের চিহ্ন!! তাই সময় থাকতে তুমি রবের হয়ে যাও। রবকে মা'শুক বানাও, মাহবুব বানাও। চলে আসো রবের প্রেম দরিয়ায় ; যেখানে সুখ আর সুখ ?
~নিজেকে নিজের নসীহা🖤