Ahlan Sahlan

Ahlan Sahlan We want to live a life of complete submission to Allah.

16/11/2023

রাতের শেষাংশ অত্যন্ত বরকতময় একটি সময়। আল্লাহ তাআলা বলেন, ‘তাঁরা রবের উদ্দেশে সিজদারত ও দাঁড়িয়ে রাত্রি যাপন করে।’
সাহাবায়ে কেরাম ছিলেন পৃথিবীতে নবীদের পর শ্রেষ্ঠ মানুষ। তাঁদের ইবাদত ও আমল সবার চেয়ে শ্রেষ্ঠ। ইবনে মাসউদ (রা.) বলেন, ‘আল্লাহ তাআলা সমস্ত বান্দার অন্তরের দিকে তাকিয়ে দেখেন রাসুল (সা.)-এর পর সাহাবিদের অন্তর সবার চেয়ে শ্রেষ্ঠ। অতঃপর তাঁদের রাসুল (সা.)-এর সঙ্গী হিসেবে কবুল করেন।’ (আত তাবসিরাহ : ১/৪৭৭)

সাহাবায়ে কেরাম রাতের ইবাদতকে খুব গুরুত্ব দিতেন। তাঁদের কেউ সারা রাত জেগে নামাজ পড়তেন। কেউ অর্ধরাত জেগে ইবাদত করতেন। কেউ রাতের এক-তৃতীয়াংশ।
#তাহাজ্জুদনামাজ #তাহাজ্জুদনামাজেরনিয়ম

04/11/2023

তাহাজ্জুদ নামাজের উপলব্ধি | তাহাজ্জুদ নামাজের গুরুত্ব | tahajjud prayer

তাহাজ্জুদ নামাজ কুপ্রবৃত্তি দমনে তাহাজ্জুদ নামাজের উপলব্ধি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। এ নামাজ মন ও মননকে নির্মল করে।তাহাজ্জুদের নামায অতীব গুরুত্বপূর্ণ ও ফযিলতপূর্ণ ইবাদত। তাহাজ্জুদ নফল নামায। মসজিদে হারাম ও মসজিদে নববিতে মাঝরাতে তাহাজ্জুদ নামাজের জন্য আজান দেওয়া হয়।

#তাহাজ্জুদনামাজ #তাহাজ্জুদনামাজেরনিয়ম

03/08/2023

মুসা নবী আল্লাহকে প্রশ্ন করলেন | musa as series | মুসা আঃ
হযরত মুসা আল্লাহর সাথে কি প্রশ্ন করলেন | prophet musa |মুসা আঃ মোজেজা

#মুসা_আঃ

29/07/2023

রহমানের বান্দা কারা? rohomaner banda।সূরা ফুরকান | surah furqan
আপনি কি আল্লাহর প্রিয় বান্দা? আল্লাহর বান্দা কারা | রহমানের বান্দা কারা? সূরা ফুরকান | Surah Furqan

আপনার কি জানতে ইচ্ছে করে না- রহমানের বান্দা কারা? আপনি কি রহমানের বান্দা ? আপনিও সেই সৌভাগ্যবান হতে পারেন, যদি আপনার মধ্যে সেই গুনগুলো থেকে থাকে। প্রিয় ভাই ও বোনেরা তাহলে চলুন আজকের এই সুন্দর ভিডিও তে যেনে নেই, কি সেই গুনগুলো যা পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন। এবং রহমানের বান্দার পুরষ্কার ই বা কি?

#সূরাফুরকান #মিজানুর_রহমান_আজহারী

06/07/2023

তাহাজ্জুদের নামাজের শক্তি | tahajjud miracle story | Power of Tahajjud

তাহাজ্জুদ পড়তে পারবেন কিনা এইটা আপনি ঘুমাবার সময়ই বুঝতে পারবেন নিজের হৃদয়ের অবস্থা দেখে।
আপনার হৃদয় যত বেশি নম্র হবে তাহাজ্জুদে তত বেশি হৃদয় পরিতুষ্ট হবে,চোখে পানি আসবে।
আর কার অন্তর কত বেশি নম্র তা নির্ভর করে কে কতবেশি তাকওয়াবান।

যত বেশি আল্লাহর আনুগত্য করবেন,গুনাহ থেকে বেচে থাকবেন- তত বেশি অন্তরটা নরম হবে। অন্যদিকে যত বেশি বেহুদা কাজকর্ম গুনাহ ইত্যাদি অবাধ্যতায় লিপ্ত থাকবেন,ইবাদত থেকে বিমুখ থাকবেন তত বেশি অন্তর কঠিন হবে।

#তাহাজ্জুদ_নামাজের_গল্প #তাহাজ্জুদ

25/06/2023

ইদ মোবারক🐂🌙

#বাংলাদেশ

shorturl.at/iwMVZ
21/03/2023

shorturl.at/iwMVZ

দরুদ শরীফ পাঠ এবং দরুদে ইব্রাহিম সঠিক উচ্চারণ শেখার জন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। দরুদ শরীফ গুরুত্ব ও ফজিলত...

06/01/2023

সূরা ইয়াসিন | সূরা ইয়াসিনের বিস্ময়কর ফজিলত | সূরা ইয়াসিন সম্পর্কে হাদিস | সূরা ইয়াছিন আমল 2022

কুরআন আল্লাহ তায়ালার শ্রেষ্ঠ আশ্চর্য এবং আশীর্বাদ যা তিনি আমাদেরকে দান করেছেন। কোরআনের প্রতিটি আয়াত তিলওয়াতে অনেক সওয়াব পাওয়া যায়। কোরআনের এই সব আয়াত ও সুরার অনেক ফজিলত রয়েছে যা দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ে আনে। আর সূরা ইয়াসিন একটি অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা।
সূরা ইয়াসিন বরকত লাভের আমল ও সূরা ইয়াসিন সম্পর্কে হাদিস এবং
সূরা ইয়াছিন ও ৪১ বার সূরা ইয়াসিন ইয়াসিন সূরার প্রথম ৯ আয়াত ।

যারা আল্লাহর নিদর্শন নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে, এই সূরা তাদের পরিণতি সম্পর্কে সতর্কবাণী। ইয়াসিন সূরায় যারা আল্লাহর আনুগত্য করে না তাদের জন্যও সতর্কবাণী। এবং ভবিষ্যত প্রজন্মের জন্য সতর্কবাণী।

প্রয়োজন পূর্ণ হতে সূরা ইয়াছিন এইভাবে পড়ুন২০২২। ইয়াসিন সূরা সকাল সন্ধ্যা সূরা ইয়াসিন পাঠের ফজিলত জানবো। সুরা ইয়াসিন ও সূরা ইয়াসিনের বিস্ময়কর ফজিলত রয়েছে।

30/12/2022

তাহাজ্জুদ নামাজ | তাহাজ্জুদ নামাজের ফজিলত ও গুরুত্ব | তাহাজ্জুদ নামাজের ফজিলত | tahajjud prayer

মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজি (সা.)-এর উদ্দেশে কোরআন কারিমে বলেন, ‘এবং রাত্রির কিছু অংশ তাহাজ্জত কায়েম করো, ইহা তোমার এক অতিরিক্ত কর্তব্য। আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে—মাকামে মাহমুদে।’ (সুরা-১৭ ইসরা, আয়াত: ৭৯)।

তাহাজ্জুদ নামাজ,তাহাজ্জুদ নামাজের ফজিলত ও গুরুত্ব,তাহাজ্জুদ নামাজের ফজিলত,তাহাজ্জুদ নামাজের নিয়ম,তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম,তাহাজ্জুদ নামাজের গুরুত্ব,তাহাজ্জুদ নামাজ আদায়ের ফজিলত,বিষ্ময়কর ফজিলত তাহাজ্জুদ নামাজ পড়লে কি হয় দেখুন।

রমজান মাস রহমতের শ্রেষ্ঠ মাস। রহমতের শ্রেষ্ঠ সময় তাহাজ্জতের সময়। বছরের বিশেষ রাতসমূহে সূর্যাস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার নিকটতম আসমানে অবতরণ করেন। তাহাজ্জতের সময়ে প্রতিটি রাতেই আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদের আরজি ও আবেদন-নিবেদন শোনেন।

#তাহাজ্জুদ_নামাজ
#তাহাজ্জুদ_নামাজের_ফজিলত
#তাহাজ্জুদ_নামাজের_বিষ্ময়কর_ফজিলত
#তাহাজ্জুদ_নামাজের_ফজিলত_ও_গুরুত্ব
#তাহাজ্জুদ_নামাজের_ফজিলত_কি
#বিষ্ময়কর_ফজিলত_তাহাজ্জুদ_নামাজ_পড়লে_কি_হয়_দেখুন
#তাহাজ্জুদ_নামাজের_৭০টি_ফজিলত
#তাহাজ্জুদ_নামাজের_নিয়ম
# #তাহাজ্জুদ_নামাজের_নিয়ম_ও_নিয়ত
#তাহাজ্জুদ

25/12/2022

কিয়ামতের ছোট আলামত | keyamoter alamot | কেয়ামতের আলামত ওয়াজ | কেয়ামতের আলামত প্রকাশ | কেয়ামত জানার জন্য Ahlan Sahlan এ স্বাগতম ।
আমরা আপনাদের ইসলামিক ভিডিও দেওয়ার মাধ্যমে ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা আমাদের পাশে থেকে সহযোগীতা করবেন ইনশাআল্লাহ।

#কিয়ামতের_ছোট_আলামত #কেয়ামত #আলামত

25/11/2022

পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত আরবি বাংলা উচ্চারন, সঠিকভাবে জানার জন্য আহলান সাহলান এ স্বাগতম।
5 waqto namajer bangla niyot,নামাজের নিয়ত, বাংলা পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত,নামাজের নিয়ত বাংলা,পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত বাংলা উচ্চারণ সহ,পাঁচ ওয়াক্ত নামাজ কত রাকাত,পাঁচ ওয়াক্ত নামাজের ফজিলত,পাঁচ ওয়াক্ত নামাজ,সকল নামাজের নিয়ত,নামাজের নিয়ত বাংলা উচ্চারণ সহ, Namazer Niyat সহ সকল নিয়ত জানার জন্য পুরো ভিডিওটি দেখুন।

নিয়াত শব্দের অর্থ হলো,উদ্দেশ্য করা ।প্রত্যেক ইবাদাত অথবা দুনিয়ার কোন কাজের জন্য নিয়াত অত্যান্ত জরুরী ।নিয়ত যেমন হবে তার প্রতিধান সেরকম দেয়া হবে, তাই আমাদের নিয়তকে শুদ্ধ করা দরকার। আজ আমরা নামাজ পড়ি অথছ আমরা নামাজের নিয়ত করি না যদিও নামাজের নিয়ত আরবীতে বলা জরুরি না ।

নিয়ত দুই ভাবে করা যায়.......................................

----অন্তরে বা মনে মনে নিয়াত ।
যেমন উদাহরণস্বরূপ- আমি ২ রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করছি আল্লাহর জন্য মুখ আমার কা’বা শরিফের দিকে আল্লাহু আকবার। মনে মনে এতটা ভাবলেই নিয়ত হয়ে যাবে ।

-------মুখে উচ্চারণ করে নিয়াত ।
যেমন আমরা করে থাকি । নিজের মাতৃভাষাতেই নিয়ত করতে পারেন কোন সমস্যা নেই তবে আরবীতে নিয়াত করা উত্তম ।

ভিডিওটি দেখলে আমরা জানতে পারবো---নামাজের নিয়ত করা যাবে কি,5 ওয়াক্ত নামাজের নিয়ত, পাঁচ ওয়াক্ত নামাজের বিবরণ, পাঁচ ওয়াক্ত নামাজের সঠিক নিয়ম, পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত বাংলা,পাঁচ ওয়াক্ত নামাজ এর নিয়ত, 5 waqt namajer niyot bangla,পাঁচ ওয়াক্ত নামাজের আরবি নিয়ত,৫ ওয়াক্ত নামাজ কত রাকাত,৫ ওয়াক্ত নামাজের নিয়ত,মহিলাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নিয়ম,৫ ওয়াক্ত নামাজের নিয়ম ও কত রাকাত,৫ ওয়াক্ত নামাজের ফরজ কত রাকাত, ৫ ওয়াক্ত নামাজ কত রাকাত,পাঁচ ওয়াক্ত ,পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত

ধন্যবাদ

#নামাজশিক্ষা #নামাজেরনিয়তকরারনিয়ম

25/11/2022

নিয়ত কিভাবে আপনাকে বদলে দিতে পারে? মুসলমান হিসেবে প্রতিটি আমলের শুরুতেই নিয়ত করা অত্যাবশ্যকিয়। আল্লাহর সন্তুষ্টি লাভ না করতে পারলে আমাদের প্রতিটি নেক আমল ই বৃথা হয়ে যাবে। সেজন্য প্রত্যেক কাজে নিয়ত বিশুদ্ধ হতে হবে।

নিয়ত সম্পর্কে মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ‘বলে দাও যেন প্রত্যেকেই নিজ নিজ নিয়ত অনুযায়ী কাজ করে।’ (বনি ইসরাইল-৮৪)।

নাম নেওয়া লোক দেখানো, কোন পার্থিব স্বার্থলাভ ইত্যাদির উদ্দেশ্যে কোন আমল করা এক ফিতনা; যা কানা দাজ্জালের ফিতনা অপেক্ষা বড় ও অধিকতর ভয়ঙ্কর ।

নিয়তের ব্যাপারে কোরআন ও হাদিসে গুরুত্বারোপ করা হয়েছে। নিয়ত ছাড়া কোনো আমল গ্রহণযোগ্যতা পাবে না মহান রাব্বুল আলামিনের কাছে। আমরা প্রতিটি কাজ নিয়তের ওপর অবিচল থাকব এবং নিয়ত অনুসারে প্রত্যেকটি কাজ সম্পাদনা করব। আর এ জন্যই জীবনের প্রতিটি কাজে নিয়ত বিশুদ্ধ হওয়াটা জরুরি।

ফেসবুকে মতামত জানাতে: https://www.facebook.com/ahlansahlanmedia

ধন্যবাদ
..................................................................................
.................................................................................

Address

Panthapath
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when Ahlan Sahlan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share