Pitu's Blog

Pitu's Blog I AM MONEY MAGNET..........
MONEY MONEY MONEY COME TO ME....
THANKS GOD.....
THANKS UNIVERS....
THANKS ANGEL...

পারিবারিক সুত্রে জানতে পারছি গতকাল রাত্রে তিনটার দিকে উনি হৃদরোগে আক্রান্ত হোন।তারপর উনাকে হাসপাতাল নেওয়া হয়,সেখানে প্রচ...
12/11/2025

পারিবারিক সুত্রে জানতে পারছি গতকাল রাত্রে তিনটার দিকে উনি হৃদরোগে আক্রান্ত হোন।তারপর উনাকে হাসপাতাল নেওয়া হয়,সেখানে প্রচুর বমি করেন, অবস্হা আরো খারাপ হওয়ার পর উনাকে আইসিইউ তে নেওয়া হয়😭রাত ০৫:০০টার দিকে উনি দেহত্যাহ করেন😭
আগামী পাচ/সাত দিনের মধ্যে Dipankar Das Dip এর মৃতদেহ দেশে এসে পৌছাবে বলে আশাবাদী পরিবার ও আত্নীয় স্বজন।মালয়েশিয়া হাসপাতাল কতৃপক্ষ পোস্টমর্টেম করার পর লাশ হস্তান্তর প্রক্রিয়া শুরু করবে😭😭

@ঘনিষ্ট সুত্র😭

এই লোক নাকি বিয়ে করেছেন এক মাস আগে। এটি তাঁর বেডরুম। থাকেন ১৮ হাজার টাকা ভাড়ার সুবিশাল একটি ফ্ল্যাটে। এই বিছানায় সুস্থ ক...
11/11/2025

এই লোক নাকি বিয়ে করেছেন এক মাস আগে। এটি তাঁর বেডরুম। থাকেন ১৮ হাজার টাকা ভাড়ার সুবিশাল একটি ফ্ল্যাটে। এই বিছানায় সুস্থ কোন মহিলা বিয়ের পর স্বামীর সাথে থাকতে পারে? আমার তো মনে হয় না।

যাইহোক, টাকার জন্য থাকলে থাকতেও পারে। আবার হতে পারে এই ফ্ল্যাটের বাইরেও ভিন্ন ফ্ল্যাটে রয়েছে তার সাজানো গোছানো সংসার। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার।

কিন্তু ব্যক্তিগত ব্যাপার যেটি নয়।
অর্থাৎ সমস্যা হচ্ছে - উনার ফ্ল্যাট একটি বিড়ালের শেল্টার।
প্রায় ৫০টি বিড়াল উনার এই শেল্টারে বাস করে।

উনি নাকি গত ১০-১২ বছর ধরে এই শেল্টার চালাচ্ছেন। অথচ উনি ছাড়া এই শেল্টারে আর কোন কর্মী নেই। যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজে সহায়তা করবে।

উনি দাবী করেছেন নিজের টাকায় এত বছর চালাচ্ছেন। উনার নানান ব্যবসা ছিলো। সেসব ক্ষতির কারণে আর চালাতে পারছেন না।

তাই গত ১ বছর ধরে ফেসবুকে টাকা তুলেন। তাও বড়জোর ৩০% খরচ মানুষের সাহায্যে এবং ৭০% নিজের পকেটের টাকায় ব্যয় করেন।

আপনাদের বিশ্বাস হচ্ছে এই কথা? আমার বিশ্বাস হচ্ছে না। গতকাল উনার নারায়নগঞ্জের শেল্টারে অভিযান চালিয়ে বিড়ালগুলোকে উদ্ধার করে 'এনিম্যাল রাইটস বিডি'।

যার বেডরুম এত নোংরা! বিড়ালের রুমগুলো কেমন হতে পারে?

চারিদিকে বিড়ালের পায়খানা আর পায়খানা। পরিষ্কার করে না। বিড়ালের লিটারগুলোতে ম্যাগোট পোকায় ভরে আছে। যেই ম্যাগোট মানুষ মরে পচে গেলে বের হয়। কিলবিল করছে।

ভিডিও প্রতিবেদনটি দেখলেই গা গুলিয়ে আসছে। আর এই লোক কীনা নির্বিগ্নে এই রুমে থাকছেন, খাইছেন, ঘুমাচ্ছেন। ইয়াক!!

গত মাসে বাড়ি ভাড়া নিতে গিয়ে আপনাদের সাথে আমার একটি অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। যেখানে ঐ ফ্ল্যাটে ঢুকতেই শ্বাসকষ্ট আর বমি হওয়ার উপক্রম হচ্ছিলো। ফ্ল্যাট ভর্তি বিড়াল। নোংরা, অপরিষ্কার। বিড়াল নিয়ে ভাই বোনের শেল্টার।

দূর্গন্ধের জন্য বাড়িওয়ালা তাদেরকে তাড়িয়ে দিচ্ছে।

ইয়েস! কুকুর বিড়ালের প্রতি মানুষের অনেক মায়া। এই কুকুর বিড়াল অসুস্থ বা কষ্টে আছে দেখলে প্রাণী প্রেমীদের মনেও কষ্ট দেখা দেয়। তাঁরা সশরীরে না পাড়ুক, এদেরকে রক্ষার জন্য। সাধ্য অনুযায়ী দান করে।

আর এই দানের টাকার প্রতি লোভ থেকেই গড়ে উঠেছে 'কুকুর বিড়াল রেস্কিউ/আশ্রয়ের' নামে কোটি কোটি টাকার ব্যবসা।'

জ্বী। কোটি কোটি টাকার ব্যবসা।

আর এসব কাজ করে বেড়াচ্ছে 'একদম ভদ্র শিক্ষিত কিংবা অকর্মা কিছু মানুষ। যাদের ব্যক্তি জীবনে কিছু করার কিংবা পরিচয় দেওয়ার মতো কিছুই নেই। ঘরে শুয়ে বসে কুকুর বিড়ালের ছবি সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে লাখ লাখ টাকা কামাচ্ছে।

স্বেচ্ছায় বা আগ বাড়িয়ে কুকুর বিড়ালকে রেস্কিউ করে আনছে। কারণ যত বেশী অসুস্থ, অসহায় প্রাণী দেখানো যাবে। তত বেশী আয়। বলে না? মুখ দিয়েছেন যিনি, আহারও দিবেন তিনি। তেমনই আর কী।

আহার জোগানোর জন্য কোন না কোন ডোনার ম্যানেজ হয়েই যাবে।

করুক ব্যবসা! কিন্তু তারপরেও যদি অন্তত এদেরকে সুস্থ এবং ভালো পরিবেশে রাখতো। তাও মানা যেত। কিন্তু তাও করে না। সিংহভাগ টাকা নিজের পেটে ঢুকায়! আর সামান্য কিছু এদের জন্য খরচ করে যাতে অন্তত মরে না যায়। বেঁচে থাকে। কারণ মরে গেলে লস!

এই যে, এর আগে খিলগাঁওয়ের রবীনহুডের কথা তো শুনেছিলেন? ক্রাইম রিপোর্ট হয়েছিলো। পুলিশ কেস হয়েছিলো। তারপর থেকে কার্যক্রম বন্ধকরে দিয়ে আত্মগোপনে রয়েছে। আহা! সে কী দাপট ছিলো। গাড়ীতে করে, ওয়ারলেস হাতে, ডজন ডজন ভলান্টিয়ার নিয়ে প্রাণী উদ্ধার অভিযানে যেত! অথচ এই মানবিক কর্মকান্ডের আড়ালে ছিলো কত নোংরামি, নারী ভলান্টিয়ার, প্রাণী এবিউজ, টাকা কামানোর ব্যবসা।

ঠিক এমন নামি বেনামি নানান শেল্টার হাউজ রয়েছে, রয়েছে নামকরা রেস্কিউ সেলিব্রেটি, কনটেন্ট ক্রিয়েটর। যারা আপনাদেরকে ধোঁকা দিয়ে এই অবলা অসহায় প্রাণীদের চেহারা দেখিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে উঠেছে।

এরজন্য বারবার বলি,
কাউকে এক পয়সা দান করার আগে তাঁর ব্যাকগ্রাউন্ড চেক করুন। সরাসরি, সশরীরে উপস্থিত হোন। যাচাই করুন। হিসেব নিন।

কমেন্টে ঐ শেল্টারের কিছু ছবি দিচ্ছি। আর সময় থাকলে সমকালের অভিযানের প্রতিবেদনটি দেখবেন।

🌸রাধারানীর চরণচিহ্ন দর্শনের মহিমা🌸যে হৃদয় রাধারানীর চরণচিহ্ন দর্শনে একবারও স্পন্দিত হয়, সে হৃদয় আর সংসারের বন্ধনে আবদ্ধ ...
10/11/2025

🌸রাধারানীর চরণচিহ্ন দর্শনের মহিমা🌸
যে হৃদয় রাধারানীর চরণচিহ্ন দর্শনে একবারও স্পন্দিত হয়, সে হৃদয় আর সংসারের বন্ধনে আবদ্ধ থাকে না।।
রাধারানীর চরণচিহ্ন—শঙ্খ, চক্র, পদ্ম, অঙ্কুশ, ধ্বজাদি—প্রতিটি চিহ্ন ভক্তির অপরূপ প্রতীক।। এগুলি শুধু অলঙ্কার নয়, ভক্ত হৃদয়ে প্রেমতত্ত্বের গুপ্ত বার্তা বহন করে।।

"যত্র যত্র তু তৎ পাদাবজরেণু পতিতং ধরা।
তত্র তত্র কৃতার্থা ভূঃ স্বর্গাদপ্যধিকা স্মৃতা॥"—ব্রহ্ম বৈবর্ত পুরাণ, কৃষ্ণ জন্ম খণ্ড (রাধা তত্ত্ব)

অর্থাৎ—যে স্থান রাধারানীর চরণধূলিতে পবিত্র হয়েছে, সে ভূমি স্বর্গকেও অতিক্রম করে মহাপুণ্যবান হয়।।
রাধারানীর চরণচিহ্ন দর্শন মানে সেই দ্যুতিময় প্রেমের স্পর্শ পাওয়া, যা ভক্তিকে পরিপূর্ণ করে তোলে।।
যাঁরা রাধার অনুগ্রহ লাভ করতে চান, তাঁরা যেন অন্তরে রাধার চরণচিহ্ন স্থাপন করেন—সেই চিহ্নই হবে পরম আশ্রয় ও মুক্তির দ্বার।।

জয় শ্রী রাধে!! জয় শ্রী রাধেশ্যাম!!🙏
- অপূর্বা ঊর্মিলা দেবী দাসী

ঘটনা কিন্তু ১০০% সত্যি 🤭টাকা কয়টা থাকলে দুনিয়ার সব নিতে মন চায়😂
06/11/2025

ঘটনা কিন্তু ১০০% সত্যি 🤭
টাকা কয়টা থাকলে দুনিয়ার সব নিতে মন চায়😂

💡 উজ্জ্বল ত্বকের জন্য আদার ব্যবহারিক টিপসঃ-✅ ​আদা ত্বকের জন্য কীভাবে উপকারী হতে পারে এবং আপনি কীভাবে এটি ব্যবহার করতে পা...
05/11/2025

💡 উজ্জ্বল ত্বকের জন্য আদার ব্যবহারিক টিপসঃ-

✅ ​আদা ত্বকের জন্য কীভাবে উপকারী হতে পারে এবং আপনি কীভাবে এটি ব্যবহার করতে পারেন, তার কয়েকটি সহজ টিপস নিচে দেওয়া হলো:

​১. ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি (Glow Booster):
​ব্যবহার: ১ চা চামচ তাজা আদার পেস্টের সাথে ২ চা চামচ গোলাপ জল এবং ১ চা চামচ মধু মিশিয়ে একটি ফেস প্যাক তৈরি করুন।

👉 ​উপকারিতা: আদার অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, যা ত্বককে সতেজ ও উজ্জ্বল দেখাতে সাহায্য করে। এটি ত্বকের টোন উন্নত করতে পারে।

​২. অ্যান্টি-এজিং প্রভাব (Anti-Aging Effect):
​ব্যবহার: এক টুকরো আদা গ্রেট করে তার রস বের করুন। এই রসের সাথে সামান্য জল মিশিয়ে তুলায় ভিজিয়ে নিন। বলিরেখা বা ফাইন লাইনসের উপর হালকাভাবে লাগান।

👉 ​উপকারিতা: আদার অ্যান্টি-অক্সিডেন্ট গুণাবলী ফ্রি-র‍্যাডিক্যালের ক্ষতি কমাতে সাহায্য করে, যা অকাল বার্ধক্য এবং বলিরেখা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

​৩. ব্রণ ও মেছতার দাগ কমাতে (Acne & Spot Reduction):
​ব্যবহার: ১ চা চামচ আদার রসের সাথে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। এটি একটি তুলোর সাহায্যে শুধুমাত্র দাগের ওপর লাগান (পুরো মুখে নয়)।

📌📌​সতর্কতা: আদা কিছুটা শক্তিশালী হতে পারে, তাই সংবেদনশীল ত্বকে ব্যবহারের আগে অল্প জায়গায় পরীক্ষা করে নিন। লেবুর রস ব্যবহার করার পর সরাসরি রোদ এড়িয়ে চলুন।

👉​উপকারিতা: আদার প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য ব্রণের ফোলাভাব কমাতে পারে। নিয়মিত ব্যবহারে এটি মেছতা, পিগমেন্টেশন এবং কালচে দাগ হালকা করতে সাহায্য করে।

​৪. ডিটক্স ওয়াটার (Detox Water):
​ব্যবহার: এক গ্লাস বা বোতল জলে আদার কয়েকটি পাতলা টুকরো, শসা এবং সামান্য পাতিলেবু মিশিয়ে সারাদিন অল্প অল্প করে পান করুন।

👉 ​উপকারিতা: আদা যুক্ত এই ডিটক্স জল শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে (ডিটক্সিফিকেশন), যা ত্বককে আরও উজ্জ্বল ও স্বাস্থ্যকর করে তোলে।

📌📌​গুরুত্বপূর্ণ নোট:
​যে কোনো নতুন উপাদান ত্বকে ব্যবহারের আগে অবশ্যই অল্প জায়গায় লাগিয়ে (প্যাচ টেস্ট) দেখে নেওয়া উচিত যে আপনার কোনো অ্যালার্জি বা সংবেদনশীলতা আছে কিনা। সংবেদনশীল ত্বক হলে আদা সরাসরি ব্যবহার না করে, জল বা অন্য উপাদানের সাথে মিশিয়ে ব্যবহার করুন।

©

এই পৃথিবীটা অনেক কঠিন। এখানে সহজ সরল মানুষের কোনো দাম নেই। যতদিন আপনি কারো বাজে ব্যবহারের বিপরীতে তার মুখের উপর উচিত জবা...
02/11/2025

এই পৃথিবীটা অনেক কঠিন। এখানে সহজ সরল মানুষের কোনো দাম নেই। যতদিন আপনি কারো বাজে ব্যবহারের বিপরীতে তার মুখের উপর উচিত জবাব দিতে না শিখবেন, ততদিন মানুষ আপনাকে অপমান করেই যাবে।

অতিরিক্ত ভালোমানুষী দেখাতে গেলেই বিপদ। সবাই আপনার ঘাড়ে কাঁঠাল ভেঙে খাবে। মুখের উপর উচিত জবাব দিলে লোকজন আপনাকে হয়তো খারাপ বলবে, কিন্তু কেউ আপনাকে ঠকাতে সাহস পাবে না।

Straight-forward এবং স্পষ্টবাদী হোন। কেউ আপনাকে Rude বলবে, কেউ আপনাকে Arrogant বলবে, কেউ বলবে বেয়াদব। বলুক! মাঝে মাঝে নিজের আত্মসম্মান বজায় রাখতে একটু Rude, Arrogant, বেয়াদব হওয়া ভালো। দুনিয়ার সব কিছুর সাথে আপোষ চলে, কিন্তু নিজের আত্মসম্মানের সাথে আপোষ চলে না।

আপনার ভালোমানুষীর যোগ্য সবাই না। নরম মানুষকে সবাই পেয়ে বসে। যে যেমন ব্যবহারের যোগ্য তাকে তার প্রাপ্য বুঝিয়ে দিন, দিনশেষে আপনি ভালো থাকবেন🥰

লুডু কিং খেলার বহুত টাইম পাবো এই আর কি🤗শীত কালে অনেক বেনিফিট আছে যাই বলেন না কেন😷আমি আবার শীত লাভার😵গরম আসার আগে থেকে টে...
31/10/2025

লুডু কিং খেলার বহুত টাইম পাবো এই আর কি🤗
শীত কালে অনেক বেনিফিট আছে যাই বলেন না কেন😷
আমি আবার শীত লাভার😵
গরম আসার আগে থেকে টেনশনে থাকি😵‍💫

মানুষ বুঝে না ক্যান😵এটা কি আমার দোষ🙄এটা সম্পূর্ণ তাদের দোষ ভাই 😊
28/10/2025

মানুষ বুঝে না ক্যান😵
এটা কি আমার দোষ🙄
এটা সম্পূর্ণ তাদের দোষ ভাই 😊

মায়ের মুখখানি!!রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি।।               fans
26/10/2025

মায়ের মুখখানি!!
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি।।

fans

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pitu's Blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share