23/10/2025
নতুন বই মানেই একটুকরো নতুন ইতিহাস, একটা নতুন ভাবনার জন্ম, একফোঁটা কালি থেকে গড়ে ওঠা সময়ের সাক্ষী।
ইচ্ছে স্বপ্ন প্রকাশনী থেকে প্রকাশিত কাব্যগ্রন্থ - “ইচ্ছে ডানা” কবি : দুলাল মাহমুদ
কবি দুলাল মাহমুদ তাঁর কাব্যভুবনে তুলে এনেছেন জীবনের নানামুখী রূপ, প্রেমের মিষ্টি আবেশ, বিরহের নিঃসঙ্গ হাহাকার, আবেগের জোয়ার, দেশপ্রেমের দীপ্ত আহ্বান আর মায়ের প্রতি অনন্ত ভালোবাসার অনলস টান।
কবিতাগুলোতে কখনো দেখা মেলে নিঃসঙ্গ বিকেলের নরম আলো, কখনো বা হৃদয়ভাঙা রাতের নিস্তব্ধতা। কোথাও আছে রূপসী প্রিয়ার মুখচ্ছবি, কোথাও প্রিয় মাতৃভূমির প্রতি শ্রদ্ধা ও আকুল ভালোবাসা। কবি যেন তাঁর কলমে ধরতে চেয়েছেন জীবন নামের অসংখ্য অনুচ্চারিত শব্দ, যেগুলো আমরা প্রতিদিন অনুভব করি, কিন্তু বলতে পারি না।
এই বইয়ের প্রতিটি কবিতা পাঠককে নিয়ে যাবে এক অচেনা অথচ আপন পৃথিবীতে, যেখানে ভালোবাসা ভাঙে, আবার গড়ে ওঠে; যেখানে বেদনা যেমন সত্য, তেমনি আশার আলোও জ্বলজ্বলে।
কবি দুলাল মাহমুদের কবিতায় পাঠক খুঁজে পাবেন নিজস্ব আত্মাকে, জীবনের রঙ আর সময়ের স্পর্শকে। তাঁর ভাষা সহজ, অথচ গভীর; মৃদু, অথচ জাগ্রত করে অনুরণন।
🔖 এখনই সংগ্রহ করুন!
Available at:
Icche Shwapno Prokashoni
Office: ৩৮, বাংলাবাজার, ঢাকা-১১০০
Publishing House: ৭১, সুখলালদাস লেন, প্যারিদাস রোড, বাংলা বাজার
Phone: 01794-571571
Email: [email protected]
Website: www.icche-shwapno.com
Online Store: BookVerse
আছে আরও: রকমারি, BookVerse, বাতিঘর ইত্যাদি অনলাইন ও অফলাইন বিক্রয়পয়েন্টে।