M.I. Palash

M.I. Palash Travelled around the world. Explore to new place and discover the natural ambience is my fascination.

চাঁদ উঠেছিল গগনে।।
11/09/2025

চাঁদ উঠেছিল গগনে।।

Infront of Sylhet Stadium.
30/08/2025

Infront of Sylhet Stadium.

29/08/2025

Cox'sBazar.

Relaxing.
25/08/2025

Relaxing.

Singapore
11/07/2025

Singapore

08/07/2025
Good Morning.
04/07/2025

Good Morning.

03/07/2025

কম সময়ে বেশী কাজ করে কি ভাবে? জেনে নিন!
১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
Turning Point Job Aid
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
(সংগৃহীত)

Alarming!
03/01/2024

Alarming!

গতকাল ঢাকায় একটি হাসপাতালে ফুল এ্যানেসথেশিয়া/পুরোপুরি অজ্ঞান করে একটি বাচ্চাকে সুন্নতে খাতনা করায়।

এরপর বাচ্চাটির জ্ঞান ফেরেনি। পরে আরেকটি নামকরা বেসরকারি হাসপাতালে নিয়ে লাইফ সাপোর্টে নেয়া হয় বাচ্চাটিকে।

কিন্তু ৪দিন পেরিয়ে গেলেও আয়ান নামের ৫ বছরের বাচ্চাটি এখনও লাইফসাপোর্টে।

বাবা হিসেবে সেদিনের মতো এত অসহায় আর লাগে নাই কোনো দিন।

২ বছর আগে আমার ছেলেকেও যখন ফুল এনেসথেসিয়া দিলো, ৩/৪ সেকেন্ডেই আমার হাতের ওপর অজ্ঞান হয়ে গেলো সে। অথচ চোখ খোলা

আমি ভাবছিলাম কী করলাম আমি!

দয়া করে সুন্নতে খাতনার সময় আপনার বাচ্চাকে পুরোপুরি অজ্ঞান/ফুল এ্যানেসথেশিয়া দিতে যেয়েন না।

বাচ্চাকে একটু ব্যাথা থেকে বাঁচাতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়েন না।

এখন টিভির মাহমুদ রাকিবের অভিজ্ঞতা আর আমার অভিজ্ঞতা মিলিয়ে লিখলাম

02/01/2024
31/12/2023

সায়্যিদুল ইস্তেগফার...

আল্লাহুম্মা আনতা রব্বী লা ইলা-হা ইল্লা আনতা খলাকতানী ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাত'তু ও আউজুবিকা মিন শাররি মা সানা'তু আবুউলাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিজাম্বি ফাগফিরলি, ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when M.I. Palash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M.I. Palash:

Share