Shahin's Canvas

Shahin's Canvas "Explore, Create & Inspire."

দিন গেল তোমার পথ চাহিয়া! 🥹
26/07/2025

দিন গেল তোমার পথ চাহিয়া! 🥹

এক হাদীসে এসেছে, শিশুদের আত্মা জান্নাতে উড়ে বেড়ায় এবং তারা আনন্দে থাকে। তাদের কষ্ট বা জবাবদিহি নেই।নবী (সাঃ) বলেন, “যদি ...
24/07/2025

এক হাদীসে এসেছে, শিশুদের আত্মা জান্নাতে উড়ে বেড়ায় এবং তারা আনন্দে থাকে। তাদের কষ্ট বা জবাবদিহি নেই।

নবী (সাঃ) বলেন, “যদি কোনো ব্যক্তি তার সন্তানের মৃত্যুতে ধৈর্যধারণ করে, তবে সে সন্তান কিয়ামতের দিন তাকে জান্নাতে টেনে নিয়ে যাবে।”
— (তিরমিজি, হাদীস ১০২৬)

“যেসব শিশু ইসলামে জন্ম নেয় এবং মারা যায়, তারা জান্নাতে থাকবে।”
— (সহীহ বুখারী, সহীহ মুসলিম)

শিক্ষার্থীদের সাথে সহমত পোষণ করছি 🙏🙏মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি- শিক্ষার্থীদের দাবি হলো-১. নিহতদের সঠিক নাম ও তথ্...
22/07/2025

শিক্ষার্থীদের সাথে সহমত পোষণ করছি 🙏🙏

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি-

শিক্ষার্থীদের দাবি হলো-

১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে

২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে

৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা — এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে

৪. নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে

৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে

৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।

❤️‍🩹❤️‍🩹
13/07/2025

❤️‍🩹❤️‍🩹

আমি আলো খুঁজিনি… বরং অন্ধকারেই নিজেকে খুঁজে পেয়েছি।আমি শোরগোল করিনি… কারণ নীরবতাই আমার সবচেয়ে বড় শক্তি।অনেকে মুখোশ পরে আ...
13/07/2025

আমি আলো খুঁজিনি… বরং অন্ধকারেই নিজেকে খুঁজে পেয়েছি।
আমি শোরগোল করিনি… কারণ নীরবতাই আমার সবচেয়ে বড় শক্তি।
অনেকে মুখোশ পরে আলোতে হাঁটে,
আর আমি—ভেতরের সত্যি নিয়ে ছায়ায় দাঁড়িয়ে থাকি।

সময় শিখিয়েছে—
লোকে শুধু দেখে কী পরেছো,
কিন্তু আমি গড়ে তুলেছি কে হয়ে উঠছি সেটা।

আজ আমি একা, কিন্তু হারায়নি।
চুপচাপ, কিন্তু দুর্বল না।
আমার পেছনের গল্প হয়তো কেউ জানে না,
তবু সামনে দাঁড়িয়ে আছি—
নিজের বিশ্বাসে, নিজের রাস্তায়।

🌞 "Sunshine mixed with a little bit of attitude."
28/06/2025

🌞 "Sunshine mixed with a little bit of attitude."

26/05/2025

যার মন ভালো না দেখতে ভালো রে তার সনে কেউ প্রেম কইরো না

আমার গানের কথায় সুর তুমি!🎻
26/05/2025

আমার গানের কথায় সুর তুমি!🎻

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shahin's Canvas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shahin's Canvas:

Share