Esmi Creative Blog's

Esmi Creative Blog's Empower yourself so much that your actions are the greatest gift to this creator rather than your id.

I am capable of defining my own limits and setting my own priorities
I have the right to ask for what I need and want
I will rebuild my life on the foundation of my positive traits
I trust my decisions
I am human; I make mistakes
I have a right to be wrong
To dream of what I wish I was is to waste what I am
I deserve it; why settle for less? I have a right to be treated

with respect
It’s okay to change my mind
The only person who can reject me is me
How I think or feel is not what I am

কারণে অকারণেমানুষ বদলে যায়,কখনও সুখে, কখনও ব্যথায়।সময় শেখায়,মন গড়ে, মন ভাঙে,পুরনো মানুষটা ধীরে ধীরে হারিয়ে যায়।বদ...
16/09/2025

কারণে অকারণে
মানুষ বদলে যায়,
কখনও সুখে, কখনও ব্যথায়।

সময় শেখায়,
মন গড়ে, মন ভাঙে,
পুরনো মানুষটা ধীরে ধীরে হারিয়ে যায়।

বদলই জীবন,
যে মেনে নেয় সে শান্ত থাকে,
যে আঁকড়ে ধরে সে কষ্ট পায়।

ডন সামিরার অন্তরঙ্গ মুহূর্তের কিছু দুর্লভ পেপার কাটিংসালমান শাহ্ শাবনূরের যখন সিনেমা ব্যবস্থা বেড়ে যায়ঠিক তখনি ডন সামি...
16/09/2025

ডন সামিরার অন্তরঙ্গ মুহূর্তের কিছু দুর্লভ পেপার কাটিং

সালমান শাহ্ শাবনূরের যখন সিনেমা ব্যবস্থা বেড়ে যায়
ঠিক তখনি ডন সামিরার কাছে সালমান শাবনূর কে নিয়ে কান পড়া দিতে থাকে। ঠিক তখনই সেই সুযোগে ডন সামিরার রঙ্গলিলা মেতে ওঠে। একটা জিনিস মাথায় আসতেছে না ? সামিরা এতগুলো পরকীয়া করার পরে কৃত্রিম লিঙ্গ কে উপহার দিল থাকে ?
Collected

বৃষ্টি প্রকৃতির সৌন্দর্যকে যেন নতুন করে জাগিয়ে তোলে। আকাশ ধুয়ে গিয়ে নীল হয়ে ওঠে, গাছের পাতায় জমে থাকা জলকণা হীরের ম...
16/09/2025

বৃষ্টি প্রকৃতির সৌন্দর্যকে যেন নতুন করে জাগিয়ে তোলে। আকাশ ধুয়ে গিয়ে নীল হয়ে ওঠে, গাছের পাতায় জমে থাকা জলকণা হীরের মতো ঝলমল করে। চারপাশে এক ধরনের শান্তি নেমে আসে। বাতাসে মাটির গন্ধ ছড়িয়ে পড়ে, মনে হয় পৃথিবী যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। বৃষ্টি শুধু ঠান্ডা আনে না, মনকেও সতেজ করে দেয়।

মানুষের রিজিক যে নির্ধারিত তা বুঝার জন্য এই ছবি টাই যথেষ্ট। বাইকে করে ভাইটি ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছিলেন অথচ বাইক এক্সিড...
12/09/2025

মানুষের রিজিক যে নির্ধারিত তা বুঝার জন্য এই ছবি টাই যথেষ্ট। বাইকে করে ভাইটি ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছিলেন অথচ বাইক এক্সিডেন্টে রাস্তায় স্পট ডেথ।

ইলিশ মাছ গুলো ঠিকই পড়ে আছে কিন্তু যে খাবে সে মানুষ টাই দুনিয়াতে নাই....

ইমাম শাফিয়ি (রাহি.) বলেন,

'যা কিছু তোমার জন্য লিখিত সেটি পাহাড়ের চূড়ায় থাকলেও তোমারই হবে। আর যা কিছু তোমার জন্য লেখা হয়নি, সেটি দুই ঠোঁটের মধ্যখানে থাকলেও তোমার হবে না।'

—কপি

ভাই, আমাকে বাঁ’চান… আমার হাত-পা থাকুক আর না থাকুক, শুধু জীবনটা যেন থাকে… আমার ৬ বছরের বাচ্চাটার জন্য আমাকে বাঁচতে হবে…” ...
08/09/2025

ভাই, আমাকে বাঁ’চান… আমার হাত-পা থাকুক আর না থাকুক, শুধু জীবনটা যেন থাকে… আমার ৬ বছরের বাচ্চাটার জন্য আমাকে বাঁচতে হবে…”

এক হৃ’দ’য়’বি’দা’র’ক ম’র্মা’ন্তি’ক সড়ক দু’র্ঘ’ট’না। শেষ মুহূর্তে জীবনের জন্য লড়াই করতে করতে ছবির মানুষটি এমনই আর্তনাদ করেছিলেন।

কিন্তু দীর্ঘ সাত ঘন্টা আ’হ’ত অবস্থায় ছটফট করলেও কেউ এগিয়ে আসেনি—
কেউ সাহায্যের হাত বাড়ায়নি, বরং উপস্থিত অনেকেই মোবাইল ফোন তুলে ভিডিও ধারণ করতে ব্যস্ত ছিল।

অবশেষে সব যন্ত্রণা থামিয়ে, সব আর্তনাদ থামিয়ে তিনি চ’লে গেলেন না-ফে’রার দেশে।
পিছনে রয়ে গেল ৬ বছরের এক সন্তানের হাহাকার আর আজীবনের শূন্যতা।
Collected

আমি অনেক ব্রুটাল স্ল্যাশার মুভি দেখেছি, কখনো ভয় পাইনি। গতকাল সিসিটিভি ফুটেজে একটি মার্ডারের দৃশ্য দেখে আমি রাতে ঘুমাতে প...
08/09/2025

আমি অনেক ব্রুটাল স্ল্যাশার মুভি দেখেছি, কখনো ভয় পাইনি। গতকাল সিসিটিভি ফুটেজে একটি মার্ডারের দৃশ্য দেখে আমি রাতে ঘুমাতে পারিনি। অনেক ডিস্টার্বিং সীন হজম করতে পেরেছি,কিন্তু এই ঘটনা আমি হজম করতে পারছিনা। প্রচন্ড অস্বস্তিত ভুগছি।

একটি ঘুমন্ত মানুষকে মাত্র পনের সেকেন্ডে ১৩ বার হাতুড়ি দিয়ে আঘাত করেছে। পুরো মাথা থেঁতলে দিয়েছে। সাই*কো কি*লারের গল্প শুনেছি কিন্তু সরাসরি দেখিনি। কাল তার সাক্ষী হলাম।

খু* নীর নাম রতন, একটি পেট্রোল পাম্পের নজেলম্যান। যাকে মারা হয়েছে তার নাম ইকবাল, একই পেট্রোল পাম্পের হিসাবরক্ষক। ইকবালের অপরাধ, রতন টাকা চুরি করেছে । ইকবাল সেই ঘটনা মালিককে জানাইছে।
Collected

পিতৃহারা ৭-৮ বছর বয়সের ছেলেটি স্কুল হতে বাড়ীতে এসে মাকে বলল,"মা, প্রিন্সিপাল আমাকে আদর করে কিছু ক্যান্ডি দিয়েছে। আর, তোম...
31/08/2025

পিতৃহারা ৭-৮ বছর বয়সের ছেলেটি স্কুল হতে বাড়ীতে এসে মাকে বলল,
"মা, প্রিন্সিপাল আমাকে আদর করে কিছু ক্যান্ডি দিয়েছে। আর, তোমার জন্য এই চিঠিটা।"

মা চিঠিখানা খুলে পড়ে কেঁদে ফেললেন।
মায়ের চোখে জল দেখে ছেলেটি বলল, "মা,
কাঁদছো কেনো?"
চোখ মুছতে মুছতে মা বললেন, "বাবা,
এটা আনন্দের কান্না!"
বলেই ছেলেটিকে চুমু দিয়ে বললেন, "আমার জিনিয়াস বাবা, তোকে চিঠিটা পড়ে শোনাই।
মা আনন্দের সাথে চিৎকার করে স্যার‌ের ল‌েখার ভাষা বদল‌ে নিজের মত কর‌ে পড়তে লাগলেন, "ম্যাম,
আপনার ছেলেটি সাংঘাতিক জিনিয়াস।
আমাদের ছোট্ট শহরে ওকে শিক্ষা দেওয়ার মত শিক্ষক আমাদের নেই।

তাই, যদি পারেন আপনার ছেলেকে বড় শহরে কোনো স্কুলে ভর্তি করে দিলে ভালো হয়। এই ছেলেটি একদিন বিশ্বে প্রচুর সুনাম অর্জন করবে।"

পত্রখানা পড়েই মা, ছেলেটিকে চুমু দিয়ে বললেন, "এই জিনিয়াস ছেলেটিকে আমি নিজেই পড়াব।"

মা নিজেই শিক্ষা দিয়ে ছেলেটিকে যুক্তরাষ্ট্রের তথা সমগ্ৰ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বৈজ্ঞানিক বানালেন
"টমাস আলভা এডিসন"
বৈদ্যুতিক বাল্ব, শব্দ রেকর্ডিং, মুভি ক্যামেরা বা চলমান ছবি ইত্যাদি সহ হাজারো আবিষ্কার তাঁর।

মায়ের মৃত্যর পর টমাস এডিসন একদিন সেই ছোট্ট গ্রামে মায়ের সেই ছোট্ট বাড়ীতে গিয়ে ঘর পরিষ্কারের সময় স্কুলের প্রিন্সিপ্যালের দ‌েয়া চিঠিটা পেল। চিঠিখানা পড়ে টমাস কেঁদে দিল।
তাতে লেখা ছিল,
"ম্যাডাম,
আপনার ছেলে টমাস এডিসন একজন মেন্টালি রিটার্ডেড।

সে এতটাই নির্বোধ যে, তাকে শিক্ষা দেওয়ার মত ক্ষমতা আমাদের নেই।
কার'ও আছে বলেও আমাদের জানা নেই। আপনার ছেলের কারণে আমাদের স্কুলটির সুনাম ক্ষুন্ন হবে।

তাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনার ছেলেকে স্কুল থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হল।"

শিক্ষনীয়ঃ
সন্তানের সাথে সর্বদাই পজিটিভ আচরন করবেন। বাসস্থান হল সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং মা হলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক।

Collected

উত্তরা ঢাকার ভেতর এক অদ্ভুত জায়গা। একদিকে এখানে শহরের সব আধুনিক সুবিধা আছে—শপিং মল, ক্যাফে, মেট্রোরেল, বড় বড় স্কুল কলেজ।...
21/08/2025

উত্তরা ঢাকার ভেতর এক অদ্ভুত জায়গা। একদিকে এখানে শহরের সব আধুনিক সুবিধা আছে—শপিং মল, ক্যাফে, মেট্রোরেল, বড় বড় স্কুল কলেজ। আবার অন্যদিকে রাস্তার ধারে এখনো গাছপালা, লেক, আর একটু খোলা হাওয়ার ছোঁয়া মেলে, যা পুরান ঢাকায় কল্পনাও করা যায় না।

এখানে মানুষের ভিড় প্রচণ্ড, বিশেষ করে অফিস টাইমে। ট্রাফিক এমন যে অনেক সময় দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হয় সময় থেমে গেছে। কিন্তু মেট্রোরেল চালু হওয়ার পর অনেকটা স্বস্তি এসেছে।

উত্তরার একটা বিশেষ দিক হলো এর সেক্টর ভিত্তিক পরিকল্পনা। শহরের অন্য জায়গার মতো এলোমেলো নয়, এখানে রাস্তা, ব্লক, বাজার—সবকিছু কিছুটা গুছানো। এজন্য অনেক পরিবার এখানে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে।

সংক্ষেপে, উত্তরা একরকম মিনি-ঢাকা। শহরের কোলাহল, মানুষের ভিড়, আবার একটু প্রশ্বাস নেওয়ার জায়গা—দুটোই এখানে মিশে আছে।

আপনি যদি একজন কর্মজীবী মেয়েকে আপনার জীবনের সঙ্গী হিসেবে চান। তবে আপনাকে মেনে নিতে হবে, সে ফুলটাইম আপনার বাড়িতে কাজ করত...
20/08/2025

আপনি যদি একজন কর্মজীবী মেয়েকে আপনার জীবনের সঙ্গী হিসেবে চান। তবে আপনাকে মেনে নিতে হবে, সে ফুলটাইম আপনার বাড়িতে কাজ করতে পারবে না।
আপনি যদি একজন গৃহিণীকে আপনার জীবনসঙ্গী হিসেবে চান তাহলে আপনাকে মেনে নিতে হবে, যে সে আপনাকে আর্থিক ভাবে সহায়তা করতে পারবে না।
Think before you act!!
আপনি একজন স্টাইলিশ কর্মহীন মেয়েকে জীবন সঙ্গী হিসেবে চান। তবে তার লাইফ স্টাইলের জন্য ব্যয়, আপনাকেই করতে হবে।
আপনি একজন সাধারণ মেকআপ এর স্তরে মুখ ঢেকে না রাখা মেয়েকে বিয়ে করতে চান। তবে আপনাকে মেনে নিতে হবে তার মুখের ছোট ছোট ব্রণের দাগ কিংবা গর্ত দেখে , আপনি কোনদিন তাকে বলতে পারবেন না। তুমি ঐ স্টাইলিশ মেয়ের মত নও!
কাউকে কারো মত বানানো যায়না। সবাই একটি নিজস্ব সত্তা নিয়ে জন্মগ্রহণ করে। আপনি যেমন মেয়ে চান তেমন মেয়েকেই বিয়ে করুন।
মাটির পুতুল ভেঙে নতুন করে গড়ানো যায়, কিন্তু মানুষ না।
একই শরীরে আপনি কারিনা, জরিনা, মিশেল ওবামা, সিদ্দিকা কবির সবাইকে চাইতে পারেননা।
কারন আপনি নিজেও একই সাথে শাহরুখ খান, বিল গেইটস, টমি মিয়া নন।
সংগৃহীত

'জেদ' একটা মারাত্মক ম্যাজিকাল জিনিস। আপনি চিন্তাও করতে পারবেন না একটা মানুষের পজিটিভ জেদ ওই মানুষটাকে দিয়ে কি কি করাতে প...
20/08/2025

'জেদ' একটা মারাত্মক ম্যাজিকাল জিনিস। আপনি চিন্তাও করতে পারবেন না একটা মানুষের পজিটিভ জেদ ওই মানুষটাকে দিয়ে কি কি করাতে পারে।

আপনি কাউকে একবার খাবার নিয়ে খোটা দিন, দেখবেন পরবর্তীতে সে না খেয়ে থাকছে কিন্তু আপনার কাছে কখনোই খাবার চাচ্ছে না। আপনি কাউকে কোনো একটা নির্দিষ্ট স্থানে অপমানিত করুন, দেখবেন বেশিরভাগ মানুষই সেই জায়গাটায় আর ফিরে যাচ্ছে না।

টাকা নিয়ে খোটা খাওয়া মানুষ একদিন টাকার পাহাড় দাঁড় করিয়ে দেয়। যোগ্যতা নিয়ে খোটা শোনা মানুষ একদিন অভূতপূর্ব যোগ্যতার সহিত ফিরে আসে।

সকল মানুষের জেদ থাকা উচিত। তবে সেটা পজিটিভ জেদ। সেটা একটা নির্দিষ্ট কাউকে দেখিয়ে দেয়ার জেদ। 'আমিও করতে পারি', এটা প্রমাণ করার জেদ।

পজেটিভ জিনিসটা কয়জনের মধ্যেই থাকে...🙂

🎉 Facebook recognized me as a top rising creator this week!
19/08/2025

🎉 Facebook recognized me as a top rising creator this week!

Address

Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Esmi Creative Blog's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Esmi Creative Blog's:

Share