23/10/2025
আমি না খেয়ে থাকলে, কেউ আমাকে ডেকে খাওয়াবে না। পকেটে টাকা না থাকলে কেউ বাসায় এসে টাকা দিয়ে যাবে না। এই বাস্তবতা মেনেই নিজের অর্জিত অর্থ দিয়েই সংসার চালাতে হয়। আমার যতটুকু দরকার ঠিক ততটুকুই কিনি। এটাতে আমি কখনো লজ্জা বোধ করিনা। কারণ আমি জানি, হালাল অল্প খেলেও আরাম। আমার অনেক কাছের মানুষই আমার গরিবি হাল দেখে, আমাকে নিয়ে আড়ালে আলোচনা করে। কিন্তু তাতে আমার কোন যায় আসে না। আমি সর্বদা মনে রাখি, দুনিয়াতে সকল কাজের হিসাব শুধু আমাকেই আল্লাহর কাছে দিতে হবে। অতএব আমি কেন অতিরিক্ত অর্জনের পেছনে দৌড়াবো। যা আমার ইহ এবং পরকালের জন্য কোন কাজে আসবে না। ইহকালে ঈমান নষ্ট করতে সুড়সুড়ি দেয় পরিবার এবং নিকট আত্মীয়-স্বজন। তারা তাদের দুনিয়াবী চাহিদা পূরণের হাতিয়ার হিসেবে পুরুষ মানুষগুলোকে ব্যবহার করে। এই কারণেই উভয়েরই ঈমান নষ্ট হয়ে যায়। বাড়তি অর্জনের জন্য কেউ কেউ হারাম পথ বেছে নেয়। অথচ কোটি টাকার সম্পদ রেখে যাবার পরও তার জন্য হাত তুলে দোয়া করার লোক থাকে না। সমাজ এখন দুনিয়াবী জশ খ্যাতির পিছনে ছুটছে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন।