16/07/2024
লড়ো । না লড়তে পারলে বলো । না বলতে পারলে লেখো। না লিখতে পারলে সঙ্গ দাও। সঙ্গ না দিতে পারলে যারা কাজ করছে তাদের মনোবল বাড়ানোর। যদি তাও না পারো, যে করছে তার মনোবল কমিও না। কারণ, সে তোমার ভাগের লড়াই লড়ছে।।
- ক্ষুদিরাম বসু