Single Lifeッ

Single Lifeッ 'এই পেইজে ডিপ্রেশন দুর করা হয়'

just for fun
(1)

'এই পেইজে ডিপ্রেশন দুর করা হয়'

"মানুষ দুঃখ পায় বলেই শুখটা এতো আনন্দ ময়, সুখ দুঃখ মিলেয় আমাদের জীবন, তাই মন খারাপ করবেন না, সৃষ্টিকর্তার প্রটিতা পদক্ষেপের পেছনেই ভালো কোন কারণ থাকে, মন খারাপ থাকলে পেইজে এসে ঘুরে জাবেন"

'আপনার মুখে যদি একটুও হাসি আসে এইটাই পেইজের স্বার্থকতা'।

03/08/2025

- জেগে থাকলে হা হা দে পা'পীর দল!😑

21/06/2025

"চা খাইতে খাইতে ভাবতেছি—
'বিয়ে করলে সকালে কে চা বানাবে?'
আর মনের ভেতর থেকে একটা আওয়াজ আসলো—
‘বউ না, শ্বাশুড়ি!’ ☕😂"

জীবনে যখন ১০ বার বলার পরেও কেউ কথা শোনে না,তখন আমি আর কিছু বলি না...শুধু এমন মুখ করে তাকাই! 😾💢”
19/06/2025

জীবনে যখন ১০ বার বলার পরেও কেউ কথা শোনে না,তখন আমি আর কিছু বলি না...
শুধু এমন মুখ করে তাকাই! 😾💢”









30/05/2025

কারো কাছে ভালো খিচুড়ির ছবি থাকলে ইনবক্সে দিয়েন, স্টোরি দিবো!

24/05/2025

প্রমাণ করো যে তুমি রিলেশন করো না! Good Night লেখার পর যা আসবে তাই দিবা

23/05/2025

Kemon jeno Obaidul Quader hoye jacchi chobi tulte gele pose e pai na

02/05/2025

জীবনে যা-ই করেন, কখনোই কারো জন্য নিজের সবটুকু দিয়ে কিছু করবেন না। ভুলেও না। কাউকে শুধরাতে যাবেন না। কারো প্রতি আশা রাখবেন না। নিজের সবটা দিয়ে কাউকে সাহায্য করবেন না। কারো জন্য নিজের জী'বন বা'জি রাখবেন না।

বিশ্বাস করুন! মানুষ এগুলোর মূল্য দিতে পারে না। কেউ আপনাকে বুঝবেও না। আপনি তার জন্য কী কী করছেন এটা সে কোনেদিনও স্বীকার করবে না। উল্টো প্রতিনিয়ত প্রমাণ করবে তার আপনাকে কোনো প্রয়োজন নেই। আপনি যেটা করছেন, সেটা আসলে তার অধিকার। আপনি সবার জন্য সবটাই করবেন। কিন্তু, দিনশেষে আপনার অবস্থান হবে আস্তাকুঁড়ে। কেউ আপনাকে ফিরেও দেখবে না।🌸

Address

Noakhali
Dhaka
1211

Alerts

Be the first to know and let us send you an email when Single Lifeッ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Single Lifeッ:

Share

Category