Rock Immunity

Rock Immunity we want your warm and rocking presence to make this event successful and memorable for the Rock Community of Bangladesh Band Music Scenario.

Happy Birthday Cezan VaiFounder member / Bassist - Artcell📷 Mahmudul Hasan Rony
18/10/2022

Happy Birthday Cezan Vai

Founder member / Bassist - Artcell

📷 Mahmudul Hasan Rony

গত শতাব্দির অন্যতম সেরা কনসার্ট হলো কনসার্ট ফর বাংলাদেশ... কনসার্ট ফর বাংলাদেশের আজ ৫০তম বার্ষিকী... ১লা আগস্ট ম্যাডিসন ...
01/08/2022

গত শতাব্দির অন্যতম সেরা কনসার্ট হলো কনসার্ট ফর বাংলাদেশ... কনসার্ট ফর বাংলাদেশের আজ ৫০তম বার্ষিকী... ১লা আগস্ট ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এই কনসার্ট অনুষ্ঠিত হয়... বাকি যা জানার সবাই জানে গুগুলে জেনে নিয়েন আরও জানতে চাইলে পুরা ভিডিও দেখতে চাইলে Vimeo তে আছে youtube এ নাই...

বব ডিলান এরিক ক্যাল্পটন বেঁচে থাকতে আরেকবার এই কনসার্ট দেখতে চেয়েছিলাম... জানিনা চোক্ষে আছে নাকি নাই... কপালে নাই... পণ্ডিত রবি শঙ্কর এর কাছে আমরা আসলেই কৃতজ্ঞ... একদিন আনুষ্কা শঙ্কর আসবেন আল্লা রাখা এর জায়গায় উস্তাদ জাকির হোসেন আসবেন... গান গাইবেন... বাজাবেন...

স্বাধীনতার ৫০ বছরে "কনসার্ট ফর বাংলাদেশ" এর রেপ্লিকা তৈরি করা হয়... দেশের স্বনামধন্য শিল্পীদের নিয়ে... যেটা আমার জন্য বিশেষ ভাবে তাৎপর্য রাখে... যাইহোক, স্বাধীনতার ৫০ বছরে সংগীত অনুরাগী হিসেবে কনসার্টের দর্শক থেকে শুরু করে উদ্যোগতাঁদের প্রতি শ্রদ্ধাজ্ঞানপন করছি! ❤

লেখাঃ Ahmed Shayer Labib

ফিলিংস এর বিখ্যাত অ্যালবাম 'জেল থেকে বলছি'। সারগাম থেকে ১৯৯৩ সালে বের হয়। এটা ব্যান্ডের ২য় অ্যালবাম।এই অ্যালবামের টাইটেল...
30/07/2022

ফিলিংস এর বিখ্যাত অ্যালবাম 'জেল থেকে বলছি'। সারগাম থেকে ১৯৯৩ সালে বের হয়। এটা ব্যান্ডের ২য় অ্যালবাম।

এই অ্যালবামের টাইটেল ট্র‍্যাক তুমুল জনপ্রিয়৷ সেই সময়টাতে জেমস তার অস্তিত্বকে প্রতিষ্ঠা করছেন পাকাপোক্তভাবে। হৈচৈ ফেলে দিয়েছেন একেবারে। রকস্টার জেমস।

যারা মনোযোগী শ্রোতা তারা অবশ্যই এই অ্যালবামের গান 'ঢাকার প্রেম' শুনেছেন৷ পিওর রকেনরোল (রক এন রোল/রক অ্যান্ড রোল)। আমার খুব প্রিয় গান। বাংলা মিউজিকসিনে এই জনরার পিওর গান খুব একটা শোনা যায় না, বিরল। কেউ না শুনে থাকলে শুনে আসুন। শরীর দুলবেই। রকেনরোলের মাহাত্ম্য এখানেই। রিদম এন্ড ব্লুজে মন মাতবেই।
আবার যারা জেমস মানে দুইহাজার সালের পরের জেমসকে (ব্যান্ড না, সলো) বুঝে থাকেন তারাও শুনুন ফিলিংসের অ্যালবামগুলো, নব্বইয়ের জেমসের সলো অ্যালবামগুলো।

আর রক এন রোলের বয়স কিন্তু বেশীদিন না। কেউ কেউ বলে মারা গেছে, বেশীদিন বাঁচে নাই, দম ফুরিয়ে গেছে৷ কিন্তু আমরা অনেকেই বিশ্বাস করি না। মিউজিক দশকে দশকে বদলাইছে, কিন্তু তার পূর্বতনপথ ভুলে যায়নাই। কোনো না কোনো ভাবে ফিরে আসছে।

স্বাভাবিকভাবেই এই ছবিটা তুলেছেন ইমতিয়াজ আলম বেগ। কনসেপ্ট ছিলো জেমসের। অ্যালবামের কাভারের ছবি এটা।

প্রথম কমেন্টে 'ঢাকার প্রেম' গানের লিঙ্ক পাবেন।

লেখা gowtam k Montri Shuvo

On Eid Ul Adha, wishing that your sacrifices are appreciated and your prayers are answered by the almighty. Have a bless...
09/07/2022

On Eid Ul Adha, wishing that your sacrifices are appreciated and your prayers are answered by the almighty. Have a blessed Eid ul Adha!



Today is the birthday of our legendary leader of Warfaze- Sheikh Monirul Alam Tipu! Happy Birthday Tipu bhai!A man with ...
30/06/2022

Today is the birthday of our legendary leader of Warfaze- Sheikh Monirul Alam Tipu! Happy Birthday Tipu bhai!

A man with unmatched creative skills; an achiever of unparalleled proportions; a musician and drummer of unprecedented magnificence; and above all, a leader and human being with supreme qualities that very few could even dream of possessing.
You personify greatness beyond fathomable imagination! You are a true inspiration to not only the members of Warfaze but to all artists and musicians out there! You have paved a path which countless aspirants follow all over the world! Your skill, grit, integrity, intelligence, perseverance, and talent reflects through the enduring success that Warfaze has amassed since its inception 38 years ago!

We wish you good health, limitless happiness and even more tremendous success in future! Happy Birthday again Big Brother!
Keep Rocking!

Pic Credit: Abir Sadaf


(C)

Tonight.
21/06/2022

Tonight.

07/06/2022
যাদের গান শোনায় ঘরের পাঁচিল ভেঙ্গে আসা বাস্তুহারার শত কান্না। কখনও বৃষ্টি শেষে রুপালি আকাশ আর সোনালি আভায় মেতে উঠা । কখন...
06/06/2022

যাদের গান শোনায় ঘরের পাঁচিল ভেঙ্গে আসা বাস্তুহারার শত কান্না। কখনও বৃষ্টি শেষে রুপালি আকাশ আর সোনালি আভায় মেতে উঠা । কখনও শুভ্র বালির সৈকতে এলোমেলো বাতাসে অবাক হয়ে ভালোবাসা। যখন নির্বাসিত আমাদের ভালোবাসা মোড় নেয় অন্য বাঁকে তখন মনে করিয়ে দেয় যেন আমি পাশে তোমার। এই সব অনুভুতির নাম ওয়ারফেজ।

শুভ জন্মদিন ।

আজ পপ সম্রাট আজম খানের ১১ম মৃত্যুবার্ষিকী।
04/06/2022

আজ পপ সম্রাট আজম খানের ১১ম মৃত্যুবার্ষিকী।

Someone special will never be forgotten.R.I.P. Krishnakumar Kunath
31/05/2022

Someone special will never be forgotten.

R.I.P. Krishnakumar Kunath

ও  কি একবার আসিয়া সোনার চাঁদ মোরযাও, দেখিয়ারে!!!!!!!!!
16/05/2022

ও কি একবার আসিয়া সোনার চাঁদ মোর
যাও, দেখিয়ারে!!!!!!!!!

৮৩/৮৪ সালের দিকে জুয়েল নামের একজন তরুন গায়ক ছিলো। আপনাদের কারো কি মনে আছে সেই জুয়েলের কথা? অবশ্য তখন বাংলাদেশের অডিও বাজ...
11/05/2022

৮৩/৮৪ সালের দিকে জুয়েল নামের একজন তরুন গায়ক ছিলো। আপনাদের কারো কি মনে আছে সেই জুয়েলের কথা? অবশ্য তখন বাংলাদেশের অডিও বাজারটা খুব বেশী বড় ছিলোনা। তাই হয়তো সবাই নাও চিনতে পারেন। তার মোট দুটি এলবাম রিলিজ হয়েছিলো। একটা ৮২ সালে আর দ্বিতীয় ক্যাসেটটি রিলিজ হয় ১৯৮৪ সালে। খুব প্রতিভাবান শিল্পী ছিলেন। শিশু বয়সেই তিনি নতুন কুড়িতে পুরুষ্কার পেয়েছিলেন। এরপর শিল্পকলা একাডেমীর পুরুষ্কার সহ দেশ বিদেশেও গানের পোগ্রাম করে খুব জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তার বাবা ছিলো পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের পরিচালক। মাত্র ২০ বছর বয়সে ১৯৮৫ সালের জানুয়ারি মাসে এই তরুন শিল্পী মারা যান।

Courtesy: Kamruzzaman Dolon.

May the God Almighty show you on the right path and help you in every step of your life. Eid Mubarak!
02/05/2022

May the God Almighty show you on the right path and help you in every step of your life.

Eid Mubarak!

Everyone in this room is amazed of the talent that you got! So enjoy your life and have fun as much as you can! Happy bi...
02/05/2022

Everyone in this room is amazed of the talent that you got! So enjoy your life and have fun as much as you can! Happy birthday Rockstar Ibrahim Ahmed KAMAL Vai

সম্প্রতি একটা ঘটনা নিয়ে প্রিন্স মাহমুদ ভাইয়ের কিছু কথা। 😎"বাংলাদেশ শুধু নয় সারা পৃথিবীতে বাংলা গানের সেরা রকস্টার হচ্ছেন...
01/05/2022

সম্প্রতি একটা ঘটনা নিয়ে প্রিন্স মাহমুদ ভাইয়ের কিছু কথা। 😎
"বাংলাদেশ শুধু নয় সারা পৃথিবীতে বাংলা গানের সেরা রকস্টার হচ্ছেন জেমস। রকস্টার কি জানেন তো? রকস্টার কাউকে কুর্নিশ করে না। বড় গলায় নিজের কথা বলে না। এদিক-ওদিক গিয়ে কোন চ্যানেল মালিককে, কোনো ক্ষমতাবানকে, কোনো সংবাদ পত্রকে তৈল-তোয়াজ করে না। গত ১০০ বছরে বাংলা গানে এটা পেরেছেন একমাত্র জেমস। তাঁর কাজ কথা বলে, তাঁর সময় কথা বলে। তার পরে ১০০ জনের ভেতর কেউ নাই, কেউ না। এর পরের রকস্টার এর নম্বর ১০১ থেকে শুরু করতে হবে। আলোচনায় আসার জন্য কোন 'খোকা চ্যানেলে' কোন 'শিশু পত্রিকা'য় কী লেখা হলো এসব বাচালতা, ধৃষ্টতা আর প্রগল্ভতায় জেমস এর কিচ্ছু আসে যায় না, কিচ্ছু না ..."

©প্রিন্স মাহমুদ

14/04/2022

'নতুন দিনের এই আলো ছড়িয়ে পড়ুক সব প্রাণে'

রক ইমিউনিটির পক্ষ থেকে সবাইকে বাংলা নববর্ষ ১৪২৯ এর শুভেচ্ছা ও ভালোবাসা।

10/04/2022

thanx, all of you.

rock vaxine

Address

House 77/B Road 03 Block:F
Bhatara
1213

Telephone

+8801743929711

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rock Immunity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rock Immunity:

Share