Morning Tribune

Morning Tribune Morning Tribune is one of the most promising and reliable Bangla News publishers.

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওনকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে গুলশান থানা পু...
10/10/2025

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওনকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে গুলশান থানা পুলিশ...

অভিযোগের একটা কপি কমেন্টে দেওয়া হয়েছে। অভিযোগ কতটা সত্য এবং বিস্তারিত ঘটনা জানার জন্য অপেক্ষা করতে হবে।

10/10/2025

'অটোচালকের আঘাতে রক্তাক্ত পুলিশ'
টঙ্গীতে গতকাল রাতে অটোরিকশার চালকদের প্রধান সড়কে প্রবেশে বাধা দেন ট্রাফিক পুলিশ সাঈদ। কথা না শোনায় হাতে থাকা টেস্টার দিয়ে এক অটোচালক মুস্তাকিনের অটোরিকশার চাকা ফুটো করেন সাঈদ। এতে ক্ষুব্ধ হয়ে টেস্টারটি ছিনিয়ে নিয়ে সাঈদের মাথায় আঘাত করেন মুস্তাকিন। পরে সাঈদের মাথা ফেটে রক্তক্ষরণ হয়।
বেপরোয়া অটোচালকরা থামবে কবে, আর থামাবে কে?

ঢাবি এরিয়ায় চার নেতার মাজারের সামনে অর্ধমৃত পথচারী (মাথার খুলি অর্ধেক নাই) পড়ে আছে অনেকক্ষণ ধরে, ৯৯৯ এ কোনো এম্বুলেন্স ...
09/10/2025

ঢাবি এরিয়ায় চার নেতার মাজারের সামনে অর্ধমৃত পথচারী (মাথার খুলি অর্ধেক নাই) পড়ে আছে অনেকক্ষণ ধরে, ৯৯৯ এ কোনো এম্বুলেন্স এর সাথে কানেক্ট করে দিতে পারে নাই ২০ মিনিটেও, শাহবাগ থানার পুলিশ আসতে চাচ্ছে না, আসতেসে বলার পর এখন অলমোস্ট ৪০ মিনিট।
প্রত‍্যক্ষদর্শী

ঢাবির নারী শিক্ষার্থীর গায়ে হাত , আটক হোস্টেল মালিক আজ শামসুন নাহার হলে অ্যাটাচ ২৩-২৪ সেশনের এক ছাত্রী হোস্টেল ছেড়ে হলে...
07/10/2025

ঢাবির নারী শিক্ষার্থীর গায়ে হাত , আটক হোস্টেল মালিক

আজ শামসুন নাহার হলে অ্যাটাচ ২৩-২৪ সেশনের এক ছাত্রী হোস্টেল ছেড়ে হলে উঠতে চাওয়ায় অযৌক্তিক ভাড়া দাবি করে স্বপ্ননিবাস মহিলা হোস্টেলের মহিলা পরিচালক ছাত্রীর গায়ে হাত তোলে। এতে তিনি প্রায় ২০ মিনিটের মতো অজ্ঞান অবস্থায় ছিলেন।

ঘটনাস্থলে পুলিশ আনা হয়েছিল। জিয়া হলের ভিপি মাহবুব, সূর্যসেন হলের ভিপি নূরুল গণি সগীর, সমাজসেবা সম্পাদক সাইফুল্লাহ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র সেখানে ছিলেন। শামসুন নাহার হল সংসদের পক্ষ থেকে আমরা সার্বক্ষণিক সহযোগিতা ও যোগাযোগ করা হয়েছে এবং অবশেষে সেই মহিলা পরিচালককে থানায় হস্তান্তর করা হয়েছে।

BreakingNews
06/10/2025

BreakingNews

01/10/2025

টিউশনি করতে গিয়ে চুরি করলেন শিক্ষক। মেডিকেল ভর্তি কোচিংয়ের আড়ালে চুরি!

মারা গেলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে সাবেক এমপি পদপ্রার্থী হিরো আলম।আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।সন্ত্র...
30/09/2025

মারা গেলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে সাবেক এমপি পদপ্রার্থী হিরো আলম।আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।

সন্ত্রাসীদের হামলায় নিহত হি রো আলম।

১০ টার পরে মল চত্বরে প্রবেশ করে নিয়ম ভেঙে দিল  ঢাবির মেয়েরা
28/09/2025

১০ টার পরে মল চত্বরে প্রবেশ করে নিয়ম ভেঙে দিল ঢাবির মেয়েরা

রাত ১০টার পরে ঢাবির হলের তালা ভাঙ্গতে চান এক নারী শিক্ষার্থী উনার ভাষ‍্যমতে ,আগামীকাল রাত ১০ টার পর থাকছি মল চত্বরে। ১০ ...
27/09/2025

রাত ১০টার পরে ঢাবির হলের তালা ভাঙ্গতে চান এক নারী শিক্ষার্থী
উনার ভাষ‍্যমতে ,আগামীকাল রাত ১০ টার পর থাকছি মল চত্বরে। ১০ টার পর হলে ঢুকতে না দিলে কীভাবে তালা ভাঙতে হয় তা কিন্তু জানি ভায়া! আর হ্যাঁ, প্রক্টরিয়াল টিম সাবধান!
মেয়েরা যারা ফ্রি থাকবেন, চলে আসবেন।

হাকিম চত্বরের জাকিরের দোকানে মরা ও পঁচা মুরগীর হালিম।আমরা কয়জন হালিম খেতে নিলে মুরগী থেকে গন্ধ পাই,দোকানের পরিচালক জাকির...
24/09/2025

হাকিম চত্বরের জাকিরের দোকানে মরা ও পঁচা মুরগীর হালিম।

আমরা কয়জন হালিম খেতে নিলে মুরগী থেকে গন্ধ পাই,দোকানের পরিচালক জাকির ভাইকে দেখালে সে হালিম বিক্রি বন্ধ রাখে।

পরবর্তীতে,আমরা প্রক্টর অফিস ও সিকুরিটি অফিসারকে জানালে তারা বিধি মোতাবেক দোকান বন্ধ করে দেন।

দোকান পরিচালক জাকির মুহুর্তের মধ্যে হালিম ড্রেনে ফেলে দেয় যাতে এই খাবার ল্যাব টেস্ট করানো না যায়।

আজ সকালে শহীদুল্লাহ হলের সেলিম ভাই এর দোকানেও মরা মুরগী পাওয়া গেছে।

জাকির ও সেলিম দুইজনই আনন্দবাজার(তাহের,রিপন) থেকে ফ্রিজিং মুরগী নিয়ে এসেছে বলে স্বীকারোক্তি দিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অতি দ্রুত খাবারসামগ্রী ক্রয়ের নির্দিষ্ট রূপরেখা প্রনয়ন ও বাস্তবায় এর আহ্বান জানাচ্ছি।

আজ ২ দিন না যেতেই একই ক্যাফেটেরিয়াতে জিয়া হলের এক শিক্ষার্থী খাবারের মধ্যে অপরিষ্কার কাঁকড়া পেয়ে তা খেয়ে বমি করেছে। মাছ ...
18/09/2025

আজ ২ দিন না যেতেই একই ক্যাফেটেরিয়াতে জিয়া হলের এক শিক্ষার্থী খাবারের মধ্যে অপরিষ্কার কাঁকড়া পেয়ে তা খেয়ে বমি করেছে। মাছ পরিষ্কার না করে শুধু পানি দিয়ে ধুয়ে রান্না করা—এটাই তাদের নিয়মে পরিণত হয়েছে।

ঢাবির মুজিব হলে গাঁজাসহ দুজনকে আটক করেছে হল প্রশাসন। আটককৃতদের মধ্যে একজন ২০২৪-২৫ সেশনের ( পলিটিকাল সাইন্সের ১০৪)  শিক্ষ...
22/08/2025

ঢাবির মুজিব হলে গাঁজাসহ দুজনকে আটক করেছে হল প্রশাসন। আটককৃতদের মধ্যে একজন ২০২৪-২৫ সেশনের ( পলিটিকাল সাইন্সের ১০৪) শিক্ষার্থী এবং অন্যজন বহিরাগত, সম্ভবত অন্য হলের শিক্ষার্থী।

Address

Elephant Road
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Morning Tribune posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Morning Tribune:

Share