07/10/2025
ঢাবির নারী শিক্ষার্থীর গায়ে হাত , আটক হোস্টেল মালিক
আজ শামসুন নাহার হলে অ্যাটাচ ২৩-২৪ সেশনের এক ছাত্রী হোস্টেল ছেড়ে হলে উঠতে চাওয়ায় অযৌক্তিক ভাড়া দাবি করে স্বপ্ননিবাস মহিলা হোস্টেলের মহিলা পরিচালক ছাত্রীর গায়ে হাত তোলে। এতে তিনি প্রায় ২০ মিনিটের মতো অজ্ঞান অবস্থায় ছিলেন।
ঘটনাস্থলে পুলিশ আনা হয়েছিল। জিয়া হলের ভিপি মাহবুব, সূর্যসেন হলের ভিপি নূরুল গণি সগীর, সমাজসেবা সম্পাদক সাইফুল্লাহ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র সেখানে ছিলেন। শামসুন নাহার হল সংসদের পক্ষ থেকে আমরা সার্বক্ষণিক সহযোগিতা ও যোগাযোগ করা হয়েছে এবং অবশেষে সেই মহিলা পরিচালককে থানায় হস্তান্তর করা হয়েছে।