WISH IELTS - by Jarin

WISH IELTS - by Jarin Start your IELTS journey-
''A journey from I wish to I did''. In the quiet space between fear and ambition,
I am here to guide you.

I often tell my students that mastering English especially for the IELTS  more than just talent, it requires a desk full...
25/12/2025

I often tell my students that mastering English especially for the IELTS more than just talent, it requires a desk full of messy notes and hours of focused practice.
​Currently reviewing some advanced modules to share new tips in class.
💥 Remember: Every hour you spend with your books today is an investment in your future.

23/12/2025

মন কে ভাল রাখা যাচ্ছে না কোনোভাবেই!!!
– হাদি কে?
– হাদি কে ছিল? আমার মনে হয়, ২০ বছর পর যদি কেউ জানতে চায়, এই ভিডিওটাই যথেষ্ট। এই ভিডিওতে যেভাবে ইসলামোফোবিয়া, কালচারাল ন্যারেটিভের প্রয়োজনীয়তা, দুর্নীতি, ভা*রতের আধিপত্যবাদ, আর একটি প্লুরালিস্টিক দেশ কীভাবে চলা উচিত—সবকিছু এত সহজ ও পরিষ্কারভাবে বলা হয়েছে, তেমন আর কোনো ভিডিওতে সব একসাথে নেই। একটাও অপ্রয়োজনীয় কথা নেই।

রেখে দিলাম --

রুহ কি সবকিছু দেখতে পারে?-এ জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। রুহ কি দুনিয়ায় ফিরে আসে?-এ বিষয়েও আল্লাহ যা গায়েব রেখেছেন...
20/12/2025

রুহ কি সবকিছু দেখতে পারে?-এ জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। রুহ কি দুনিয়ায় ফিরে আসে?-এ বিষয়েও আল্লাহ যা গায়েব রেখেছেন, তা মানুষের জানার সীমার বাইরে। হাদির রুহ দেখছে কিনা জানি না--
আল্লাহ সবাইকে সমানভাবে পরীক্ষা করেন, কিন্তু সবাইকে সমানভাবে প্রিয় করে রাখেন না। যাদের তিনি বিশেষভাবে ভালোবাসেন, তাদের জীবনে হিদায়াত, সবর, তাওয়াক্কুল ও নেক আমলের আলামত স্পষ্ট হয়ে ওঠে।
মানুষের জীবন খুবই ক্ষণস্থায়ী। এই অল্প সময়ের মধ্যেই একজন মানুষ কতটা প্রভাব রেখে যেতে পারল সেটাই আসল।
তাই একজন মুমিনের জীবনের লক্ষ্য হওয়া উচিত শুধু নিজের নাজাত নয়, বরং নিজের কথা, কাজ ও চরিত্রের মাধ্যমে অন্যের জীবনে খায়ের ও কল্যাণের প্রভাব রেখে যাওয়া,যাতে আল্লাহ সন্তুষ্ট হন।
শরীফ ওসমান হাদির ছেলে বড় হয়ে দেখবে তার বাবার এভাবে সবাইকে কাদিয়ে চলে যাওয়া....এত এত মানুষ

17/12/2025

31 জানুয়ারি IELTS এর একটা ফাডাফাডি হইব 🐸

17/12/2025

সময় আছে আর মাত্র ৩ দিন কোর্স রেজিস্ট্রেশন এর জন্য। যারা এখনো ইনডিসিশনে আছেন তারা দ্রুত সিদ্ধান্ত নিন।

16/12/2025

Don’t memorize

রেগুলার রেজাল্ট আপলোড করা কেন জানি আমার ভালো লাগে না, কেমন জানি লাগে, যাদের হয়ত ডিজায়ার স্কোর আসে নি আমার কাছে পড়েই, তার...
15/12/2025

রেগুলার রেজাল্ট আপলোড করা কেন জানি আমার ভালো লাগে না, কেমন জানি লাগে, যাদের হয়ত ডিজায়ার স্কোর আসে নি আমার কাছে পড়েই, তারা কষ্ট পাবে এই ভেবে আর ইচ্ছা করে না।

তবে খুব ই লিমিটেড আপলোড করব, যারা নতুন তারা যেন মোটিভেশন পায় ---

14/12/2025
13/12/2025

এত সুন্দর করে গুছিয়ে বলার জন্য ধন্যবাদ আপু, যারা আমাদের কোর্সে এনরোল হবেন তারা যদি বাসায় ৩/৪ ঘন্টা পড়াশোনা না করতে পারেন তাহলে আমাদের কোর্স আপনার জন্য না।

13/12/2025

Writing Task 1 vocabulary

ইনসাফের হাসি নিয়ে হয় পৃথিবী ত্যাগ নাহয় সংসদ.....এনাকে আমার নিজের ভাই লাগে মনে হয় মায়ের পেটের ভাই🥺আল্লাহ সহায় হোন...
12/12/2025

ইনসাফের হাসি নিয়ে হয় পৃথিবী ত্যাগ নাহয় সংসদ.....
এনাকে আমার নিজের ভাই লাগে মনে হয় মায়ের পেটের ভাই🥺
আল্লাহ সহায় হোন...

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when WISH IELTS - by Jarin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share