01/09/2025
প্রথম ছবিটার মত যেমন আমি ১ টা কমেন্ট ডেইলি পাই কিন্তু দ্বিতীয় ছবির মত আমি পাই ডেইলি ১০ টা।এগুলা এক্সপ্্লেইন করতে ইচ্ছা করে না আমার খুব ই লেইম লাগে নিজেকে ডিফেন্ড করা, প্রথম ছবির মত কিছু মানুষ আছে যারা এমন মানুষকে বলে বলে ডাউন প্রমান করতে চায়,সোসাইটিতে একটা মেয়ের কন্ট্রিবিউশন এরা মেনে নিতে পারে না, আপনি যা ই করেন ভুল ধরবে, ক্ষুত ধরবে,এদের কে পার্সোনালি কিছু বলার ও রুচি নাই আমার। আমার নিয়ত কি সেটা আমি আর আল্লাহ জানে।ইভেন আমি জানতাম এগুলা আমার ফেস করতে হবে বাংলাদেশে, কিন্তু এটাও জানতাম (দুই নাম্বার ছবিটার আপুর মত) অনেক হাজার হাজার আপু আছে যারা এক্সাক্ট গাইড চায় একটা মেয়ের থেকে,আমি একটু উপকারে আসলে মেয়েটার হয়ত জীবনটাও চেঞ্জ হতে পারে। তো যাদের আমাকে নিয়ে অনেক টেনশন যে আল্লাহ আমার হাত দেখতেছে আমি জাহান্নামি, আমার ভয়েস মানুষ শুনতেছি আমি জাহান্নামি তাদের কে বলি--
-অনলাইনে এসে কোটি মানুষ ভয়েস শুনতেছে এই বিষয়ে কিছু বললেন না যে, নারীর ভয়েস শোনাও পাপ? ওটাও এড করেন। আপনার বাড়ির মহিলা সদস্যের প্রবলেম হইলে মেয়ে ডাক্তার খোজেন কেন? তাহলে যে মেয়েগুলা বিদেশে পড়তে যাবে আপনার পরিবারের মেয়েদের চিকিৎসা যাতে ভাল হয় ধরলাম সবাই হাত মোজা, চোখ ও ঢাকে, তাদের যে মেয়ে ইন্সট্রাক্টর লাগবে তখন?
-ধরলাম পৃথিবীতে কোনো মেয়ে ডাক্তার নাই, তখন তো নতুন হাদিস দিবেন যে প্রয়োজনের খাতিরে পর্দা খিলাপ এর ও জায়েয আছে, দিবেন না? নাকি চিকিৎসা না করে মরতে দিবেন?
-তো তখন যে কারনে আপনি ছেলে ডাক্তার এর কাছে যাবেন, ঠিক তেমন ই, আমি যেহেতু মেয়েদের পড়াই শুধু, মেয়েদের প্রবলেম সলভ করি আমাকেও এভাবেই আসতে হবে, যেভাবে আমি রিয়াল যেটা আমি, ভং ধরার প্রয়োজন হয় না।
-আর এর চেয়েও বেটার মার্কেটিং আমি জানি, দেখতেও পারবেন সামনে, কিন্তু হাত দেখায়ে ক্লিক করায়ে স্টুডেন্ট টানতেছি এই বিশ্রি মানসিকতা চিন্তা করে আমি কিছুই করি নাই।আমি আমার ফরয পালন করছি এখন কেউ যদি তাও পাপ করতে চায় সেটার লায়াবিলিটি আমার না।
- আমার কোন হাতে কাপড় নাই এত ডিপ, এটাও উনি ওনার তৃতীয় চক্ষু দিয়ে দেখতেছে, আর দোষ আমার। হ্যা ভাই দোষ আমার। আমি কেন অনলাইনে আসলাম পড়াইতে।আমাকে কি ক্ষমা করা যায়?