Mᴀsᴜᴍ Tʜᴇ BᴀᴄᴋBᴇɴᴄʜᴇʀ

Mᴀsᴜᴍ Tʜᴇ BᴀᴄᴋBᴇɴᴄʜᴇʀ the backbencher blogger

যারা রাস্তাঘাটে লেবুর শরবত, লাচ্ছি খান বরফ দিয়ে, তারা একটু সাবধানে খাইয়েন😊😊ধুর কাদের কি বলি আমি নিজেই তো খাই😜😜😜
16/05/2024

যারা রাস্তাঘাটে লেবুর শরবত, লাচ্ছি খান বরফ দিয়ে, তারা একটু সাবধানে খাইয়েন😊😊

ধুর কাদের কি বলি আমি নিজেই তো খাই😜😜😜

সবচেয়ে বড় অভাগা হলেন কবি কাজী নজরুল ইসলাম। তার চার বছরের শিশু বুলবুল যে রাতে মা/ রা গিয়েছিল, সে রাতে তার পকেটে একটা ক...
15/05/2024

সবচেয়ে বড় অভাগা হলেন কবি কাজী নজরুল ইসলাম। তার চার বছরের শিশু বুলবুল যে রাতে মা/ রা গিয়েছিল, সে রাতে তার পকেটে একটা কানাকড়িও ছিল না।

অথচ কাফন,দাফন,গাড়িতে করে দেহ নেওয়া ও গোরস্থানে জমি কেনার জন্য দরকার ১৫০ টাকা, সে সময়ের ১৫০ টাকা মানে অনেক টাকা। এত টাকা কোথায় পাবে। বিভিন্ন লাইব্রেরীতে লোক পাঠানো হল। না, টাকার তেমন ব্যবস্থা হয়নি। শুধুমাত্র ডি. এম লাইব্রেরি দিয়েছিল ৩৫ টাকা। আরো অনেক টাকা বাকি। টাকা আবশ্যক।

ঘরে দেহ রেখে কবি গেলেন এক প্রকাশকের কাছে। প্রকাশক শর্ত দিল- এই মুহূর্তে কবিতা লিখে দিতে হবে। তারপর টাকা......💔

কবি মনের নীরব কান্না, যাতনা লিখে দিলেন কবিতায়.....

"ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে
আমার গানের বুলবুলি।
করুণ চোখে চেয়ে আছে
সাঝের ঝরা ফুলগুলি।।

ফুল ফুটিয়ে ভোর বেলা কে গান গেয়ে,
নীরব হ’ল কোন নিষাদের বান খেয়ে,
বনের কোলে বিলাপ করে সন্ধ্যারাণী চুল খুলি।।

কাল হতে আর ফুটবে না হায়, লতার বুকে মঞ্জরী
উঠছে পাতায় পাতায় কাহার করুণ নিশাস মর্মরী।

গানের পাখি গেছে উড়ে শূণ্য নীড়,
কন্ঠে আমার নেই যে আগের কথার ভিড়,
আলেয়ার এই আলোতে আর আসবে না কেউ কুল ভুলি।।

একজন সন্তানহারা পিতার কি নিদারুণ কষ্ট। যদিও এই মানুষটাই বাংলা সাহিত্যকে অনেক কিছু দিয়েছেন....। দেশের জন্য অনেক কিছু করেছেন, জেল খেটেছেন স্বাধীনতা সংগ্রামের পক্ষে দাঁড়িয়ে...। কিন্তু হঠাৎ করে সেই মানুষটার পিছন থেকে সবাই সরে যায়..., একেবারে ভুলে যায়....., যাদের জন্য তিনি সর্বস্ব উজাড় করে দিয়ে গেছেন....💔

তিনি আমাদের জাতীয় কবি। বিদ্রোহী কবি।

বিনম্র শ্রদ্ধা।

I have reached 1.5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
09/04/2024

I have reached 1.5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

27/01/2024

তুমি যে আমার চোখের আলো।
কিছু গান কখনোই পুরোনো হয় না। খালি গলায় গানটা ভালোই গাওয়ার চেষ্টা করেছে আর গাইছে।

19/01/2024

আহা শীতের সবজী খিচুড়ির আয়োজন

যে খাবার খেতে বাঙালির কোনো উপলক্ষ প্রয়োজন হয় না সেটা হলো খিচুড়ি। ঋতু নয় বরং খিচুড়ি খেতে আমাদের দরকার মুড। শীত আসলেই আমাদের তিন-চার বার শীতের সবজী দিয়ে খিচুড়ি খাওয়া হয় নিঃসন্দেহে। আজকেও হুট করেই সে রকম একটা আয়োজন করা হয়ে ছিলো।

নারকেল গাছটি যেইদিন লাগিয়ে ছিলাম!সেইদিন-ই আমার ছেলের জন্ম হয়। জন্মের সময় ওর মা মারা যায়। ছেলেকে নিয়ে বিড়ম্বনায় পড়ে যাই। ...
03/01/2024

নারকেল গাছটি যেইদিন লাগিয়ে ছিলাম!

সেইদিন-ই আমার ছেলের জন্ম হয়। জন্মের সময় ওর মা মারা যায়। ছেলেকে নিয়ে বিড়ম্বনায় পড়ে যাই। সারাক্ষণ তার পেছনে লেগে থাকতে হতো।
একদিন দেখি গাছটি পানির অভাবে মারা যাচ্ছে। আমার পরিস্কার মনে আছে যখন একটু পানি নিয়ে গাছটির কাছে গেলাম তখন-ই ছেলের কান্নার আওয়াজ কানে আসে। আমি তড়িঘড়ি করে পানি ফেলে দৌড়ে এসে ওর মুখে দুধের বোতল তুলে দেই।

আসলে গাছটির উপর সেদিন বড় অবিচার করেছিলাম। সে ওসব মনে রাখেনি, আজও আমাকে নারকেল দেয়। এক জোড়া নারকেল চল্লিশ টাকা বিক্রি করে অনেকটা উপকার পাই।

কিন্তু আদরের দুলালের কাছে চল্লিশটি পয়সাও চাওয়ার সুযোগ পাই না। কথাগুলো মনে পড়লে গাছটির গোড়ায় বসে মন ভরে কেঁদে নেই।

গাছটিকে জড়িয়ে ধরে চোখটাকে ঘষে মুছে নেই, বলি "নে আজ তোকে বড় মুল্যবান জল দিলাম, তুই দোয়া করিস তবুও যেন খোকা সুখে থাকে। কারণ আমিতো বাবা।😭

28/12/2023

#মধ্যরাত
অর্থ উপার্জনের প্রধান অনুপ্রেরণা হচ্ছে ক্ষুদা....!

#দু’বেলা ভাত না খেলে তৃতীয় বেলায় সমস্ত মোহ, মুগ্ধতা, প্রেম ভালোবাসার বিনিময়ে এক থালা ভাত চেয়ে ফেলতেই পারে মানুষ।

#জীবনভর ভালোবাসা পাওয়ার চেয়ে প্রতি বেলা এক থালা ভাত পাওয়া বেশিই জরুরী।

#পৃথিবীতে ক্ষুদাই সত্য বাকীসব বিলাসিতা।

19/12/2023

#পৃথিবীতে সবচেয়ে দামী পারফিউম হচ্ছে টাকা। যখন আমাদের টাকা থাকে, তখন আমরা ভুল করা শুরু করি।

#মা থাকতেই হতে হয় প্রতিষ্ঠিত না হয় জীবন হয় অতিষ্ঠ।

#মা থাকতে ছিলাম চিল মুডে। মা আছে মানে আল্লাহর রহমতে জীবন চলে যাবে সমস্যা নাই, অতো টাকা পয়সা দিয়ে কি করবো। কিন্তু মা ছেড়ে চলে গেলেন প্রতিষ্ঠিত হওয়ার আগেই।

#তারপরের চিন্তা
মা নেই ভালো হয়ে চলতে হবে, যেনো কোন মানুষ আঙ্গুল তুলে বলতে না পারে মা ছাড়া পোলাপান আর কতো ভালো থাকবো। নাহ্ আলহামদুলিল্লাহ্ এখনো যথেষ্ট ভালো আছি (নিজের প্রশংসা নিজেই করলাম)।

#তারপরের ভাবনা
জীবন চলার মতো টাকা ইনকাম করতে পারলেই চলবে (মাঝে মধ্যে এদিক সেদিক ঘুরাঘুরি) অতো শত টাকা দিয়ে কি করবো।

#কিন্তু না
এখন টাকাই মনে হচ্ছে সব. যেদিকে যাই আর যেখানেই তাকাই শুধু টাকা আর টাকা। ইহার অভাবে নিজের ইচ্ছে গুলো নিজের অজান্তেই মারা যাচ্ছে দিনকে দিন। যেকোন লক্ষ্যপূরণ কিংবা স্বপ্নপূরনের জন্য দরকার প্রধান উপকরণ “টাকা”।

#মনে রাখবেন
টাকা যেমন শক্তির উৎস, অনুপ্রেরণার উৎস, সুখের উৎস আবার টাকা অশান্তির উৎস সাথে বিপদেরও উৎস।

#টাকা #মানি

17/12/2023

ঠিক ১বছর আগে ফ্রান্স কে হারিয়ে তৃতীয় বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলো আর্জেন্টিনা!🔥🇦🇷

“Lionel Messi has conquered his final peak. Lionel Messi has shaken hands with paradise.

08/12/2023

লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়, তাই কথা কম বলাও স্বাস্থ্যের জন্য ভালো😁
মানুষের সাথে মেশার পর বুঝা যায় মানুষ আসলে দূর থেকেই সুন্দর 😀

আমার অনেক ছোট কালের ছবি পেয়েছি! 🥺😎
30/05/2023

আমার অনেক ছোট কালের ছবি পেয়েছি! 🥺😎

27/03/2023

যদিও না পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। যেখানেই যাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে #মুফতি_নজরুল_ইসলাম_কাসেমী #শায়খ_মুফতি_নজরুল_ইসলাম_কাসেম

Address

Meraj Nagar
Dhaka
1362

Telephone

+8801750781697

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mᴀsᴜᴍ Tʜᴇ BᴀᴄᴋBᴇɴᴄʜᴇʀ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mᴀsᴜᴍ Tʜᴇ BᴀᴄᴋBᴇɴᴄʜᴇʀ:

Share

Category