ExiT GameR

ExiT GameR Time pass

আসলেই পরে পাইয়া লাভ নাই।
02/12/2025

আসলেই পরে পাইয়া লাভ নাই।

29/11/2025

বাঙালি মুসলমানের যে কত ধরনের ফ্যান্টাসি!

এরা ইসলামও চায়, পর্নোগ্রাফির স্টাইলগুলো বাস্তব জীবনে প্রয়োগ করতেও চায়।

নানান জায়গায়—
টিভি শো বলেন, ওয়াজ মাহফিল বলেন,

প্রশ্ন করে :-

*স্ত্রীর দু ধ পান করা জায়েজ কিনা?

*জান্নাতি হুরের শরীর ও স্ত ন কতটা নরম হবে–এই বিষয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা চাই।

*স্বামী-স্ত্রী একে অপরের লজ্জা স্থান চো ষা জায়েজ কিনা?

*স্বামী-স্ত্রী একে অপরের গোপনাঙ্গের চুল কেটে দেয়া জায়েজ কিনা?

* স্ত্রীর পিছনের রাস্তা দিয়ে সহবাস করা যাবে কিনা?

* দাঁড়িয়ে সহবাস করা জায়েজ কিনা?

*যৌ ন শক্তি বৃদ্ধির কোরআনী চিকিৎসা কি?

*বাসর ঘরের স্ত্রীর সঙ্গে সহবাসের নিয়ম..

ইত্যাদি ইত্যাদি।

মোটামুটি স্ত্রীর গো*য়া মা রা ছাড়া সবই হুজুররা সমর্থন করেন।

কিন্তু হুজুর স্ত্রীর পিছনের রাস্তা দিয়া সহবাস করা নিষেধ করলেন,
এখন তো এইটাতেই আরো বেশি আগ্রহ জাগবে সবার।

বাঙালি কি এত সহজে হাল ছেড়ে দেয়!

আর এমন কোনো পুরুষ কি আছে যে জীবনে একবার হলেও পিছনের রাস্তা দিয়ে সহবাস করার চেষ্টা করে নাই?

কোনো হাদিস দিয়েই বাঙালির এই ফ্যান্টাসি আটকাতে পারবেন না।

দেখেন,যদি কোন ভাবে হালাল করে দেয়া যায় –

পিছনের দরজার সাথে এরকম রেসিজম করা ঠিক না।

আপনাদের জন্য জামশেদ মজুমদারের ঘরের বাজার বিডি এর পক্ষ থেকে সরাসরি সৌদি থেকে নিয়ে আসা প্রিমিয়াম কোয়ালিটির সান্ডার তেল।
Imran Wick

চুদলিংপং

23/11/2025
21/11/2025

Part 3 | 41 Day Alone at sea Survive Story

21/11/2025

Part 2 | 41 Day Alone at sea Survive Story

21/11/2025

Part 1 | 41 Day Alone at sea Survive Story

21/11/2025

Part 4 | 41 Day Alone at sea Survive Story

20/11/2025

ব্যারিস্টার সুমন কি বল্লো?

💔💔
02/11/2025

💔💔

পটলা নতুন আইফোন কিনেছে আজ। আশি হাজার দাম। রাশেদ ভাই বলেছে বাজারে এর থেকে ভালো ইস্মার্টফোন নাকি আর একটাও নাই। এই ফোন কিনলে পরে নাকি পটলাও গভ্মেন্ট কলেজের দাদাদের মতন ফুটুনি মারতে পারবে। পটলাকে এখন বড়ো দাদারা খেলতে নেয় না। ভোম্বলদা বলে ও দুধভাত। ক্রিকেট খেললে পটলাকে দিয়ে শুধুই ফিল্ডিং করায় ভোম্বলদা। মাসে এক-আধবার ব্যাটিং। পটলার খুব শখ ও একদিন বড়ো হবে। ওর কাছেও একদিন ঐরকম কলেজের দাদাদের মতন ধোঁয়া ওঠা বাইক হবে, সোনালী রঙের চশমা হবে, পটলা অমন ভিজে করে চুল আঁচড়ে কলেজ যাবে। পটলা সেইদিন ভোম্বলদাকে দেখিয়ে দেবে যে ও দুধভাত নয়। এই ফোনটা তাই ওর খুব দরকার...

পটলা যেদিন এই ফোনটা কেনার কথা প্রথম মা'কে বলেছিল, ওর মা আকাশ থেকে পড়েছিল। বলেছিল চালচুলোহীন ঘরে নাকি এমন স্বপ্ন দেখতে নেই। মা'টা না কিছুই বোঝে না। সারাদিন শুধু খুক খুক করে কাশে। ডাক্তারে বলেছে ফুসফুসে নাকি কী সব হয়েছে! তাই পটলা মাকে আর ঘাঁটায়নি। পটলা জানে এই ফোনটা ওর দরকার। ওদের ক্লাসে উকিলবাবুর ছেলে অসীম, ডাক্তারকাকুর মেয়ে রত্না, সবার এই ফোনটাই আছে। তাই রাশেদ ভাই বলেছে ওকে ফোনটা ইএম আই না কী একটা করে দেবে। তাতে একবারে টাকা লাগবে না। মাসে শুধু বারোশো পঞ্চাশ। রাশেদ ভাই পটলাকে একটা কাজও খুঁজে দিয়েছে। ভাতের হোটেল। দুইবেলা মিলিয়ে আট ঘন্টার ডিউটি। হাজারটাকা মাইনে। বাকীটা একটু মা'কে বলে ম্যানেজ দিতে হবে। রাশেদ ভাই বলেছে 'শখের দাম নাকি লাখ টাকা'!
..

মহালয়ার রাত থেকে হঠাৎ পটলার মায়ের বুকের ব্যাথাটা বেড়েছিল খুব। দু'দিন বিছানায় পড়ে কাতরানোর পর আজকে সব পাড়ার লোকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে এসেছে ওর মাকে। ডাক্তার বলেছে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে হবে। প্রায় ষাট হাজার টাকা লাগবে। এ'শহর আজ পটলার কাছে নরকসমান। পটলা আজ সারাদিন, শহর জুড়ে সবকটা দোকানে গিয়ে হাত জোড় করে কাঁদছে আর বলছে যাতে কেউ একটা অন্তত ওর কাছ থেকে ফোনটা নিয়ে ফোনের বদলে ওকে কিছু টাকা দিতে পারে। ইএমাই করে কেনা ফোন কিনবে না সবাই সাফ বলে দিয়েছে সব দোকানেই। রাশেদ ভাই গ্রামের বাড়ি গেছে গত তিনদিন হলো। ফোনও তুলছে না আর। বিপদের দিনে এভাবেই বুঝি মুছে যায় প্রত্যেকে...

হাসপাতালের পাশেই ইয়াব্বড়ো প্যান্ডেল করেছে। সারা রাস্তা জুড়ে লাল নীল টুনি লাইট। পটলার চোখ তবু অন্ধকার। প্যান্ডেলে ঠাকুর নামানো হচ্ছে ট্রাক থেকে। কানের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে একের পর এক এম্বুলেন্স। ভেসে আসছে মায়ের যন্ত্রনা, মায়ের চিৎকার, রাশেদ ভাইয়ের হাসি, মরার আগে বাপ বলেছিল, 'মানুষকে ভালোবাসিস পটলা। মানুষ অনেক দামী'। ভেসে আসছে মায়ের সাবধানবাণী, 'অতগুলো টাকা কোথায় পাবো বল বাবা! দেখছিসই তো আমাগো নুন আনতে পান্তা ফুরোনো সংসার'। ভেসে আসছে মা দুর্গাকে ঘিরে পাড়ার ছেলেদের উল্লাস। ভেসে আসছে ডাক্তারবাবুর কথা, 'অনেকগুলো টাকা লাগবে অপারেশনে"...

হসপিটালের সামনে দাঁড়িয়ে আছে পটলা। হাতে লাখটাকা দামী ফোন।
রাশেদ ভাই বলেছিল 'শখের দাম লাখ টাকা'। আর মায়ের দাম! 😊❤️

- TimePass

02/11/2025
11/10/2025

এক কথাতেই লক্ষ কোটি প্রশ্নের সমাধান।

Address

India
Dhaka
1210

Website

Alerts

Be the first to know and let us send you an email when ExiT GameR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share