Tungsten Siyam Vlog

Tungsten Siyam Vlog Assalamu Alaikum.Welcome to my personal Vlog❤️(Travel Vlog,Food Vlog,Lifestyle Vlog).Like and follow.

20/09/2024

খান জাহান আলী (১৩৬৯ - ২৫ অক্টোবর ১৪৫৯) ছিলেন একজন মুসলিম ধর্ম প্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের স্থানীয় শাসক। তার অন্যান্য নামের মধ্যে রয়েছে উলুঘ খান, খান-ই-আজম ইত্যাদি।

হযরত উলুঘ খানজাহান আলি ১৩৬৯ খ্রিষ্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আকবর খাঁ এবং মাতার নাম আম্বিয়া বিবি ( সূত্র দরকার)। ধারণা করা হয় যে তার পূর্বপুরুষগণ তুরস্কের অধিবাসী ছিলেন। খানজাহান আলির প্রাথমিক শিক্ষা তার পিতার কাছে শুরু হলেও তিনি তার মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন দিল্লিস্থ বিখ্যাত অলিয়ে কামিল পীর শাহ নেয়ামত উল্লাহর কাছে। তিনি কুরআন, হাদিস, সুন্নাহ ও ফিকহ শাস্ত্রের উপর গভীর জ্ঞানার্জন করেন।

খানজাহান আলি ১৩৮৯ খ্রিষ্টাব্দে সেনা বাহিনীতে সেনাপতির পদে কর্ম জীবন আরম্ভ করেন। অতি অল্প সময়ের মধ্যেই প্রধান সেনাপতি পদে উন্নীত হন। ১৩৯৪ এ মাত্র ২৬/২৭ বছর বয়সে তিনি জৈনপুর প্রদেশের জাবিতান (গভর্নর) পদে যোগ দেন। পরবর্তীতে সুলতান খানজাহানের নেতৃত্বে ৬০,০০০ সুশিক্ষিত অগ্রবর্তী সেনাদল সহ আরও দুই লক্ষ সৈন্য নিয়ে বাংলা আক্রমণ করলে রাজা গণেশ দিনাজপুরের ভাতুরিয়াতে আশ্রয় নেন (সূত্র প্রয়োজন)। ১৪১৮ খ্রিষ্টাব্দে খানজাহান যশোরের বারবাজারে অবস্থান নেন এবং বাংলার দক্ষিণ পশ্চিম অংশে ইসলাম ধর্ম প্রচার ও প্রসার আরম্ভ করেন।

খানজাহানের প্রথম স্ত্রীর নাম সোনা বিবি। কথিত আছে সোনা বিবি ছিলেন খানজাহানের পির নুর-কুতুবুল আলমের একমাত্র কন্যা। খানজাহানের দ্বিতীয় স্ত্রী রূপা বিবি ওরফে বিবি বেগনি ধর্মান্তরিত মুসলমান ছিলেন। খানজাহান আলি তার দুই স্ত্রীর নাম অনুসারে সোনা মসজিদ এবং বিবি বেগনি মসজিদ নামে মসজিদ নির্মাণ করেন। তবে এই দুই স্ত্রীর নাম লোকমুখে প্রচলিত হয়েছে বলে মনে করা হয়। কারণ খান জাহান আলী ইসলামি সংস্কৃতির একজন পৃষ্ঠপোষক ও আরবি ফারসি শাস্ত্রে শিক্ষিত একজন মুসলিম সাধু ছিলেন। "সোনাবিবি ও রূপাবিবি" এ ধরনের নামকে অযৌক্তিক মনে করা হয়।

হযরত খানজাহান আলি অক্টোবর ২৫, ১৪৫৯ তারিখে (মাজারশরিফের শিলালিপি অনুযায়ী ৮৬৩ হিজরি ২৬শে জিলহাজ) ষাট গম্বুজ মসজিদের দরবার গৃহে এশার নামাজ রত অবস্থায় ৯০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমার সময় খান জাহান আলীর মাজারে ওরস অনুষ্ঠিত হয় এবং লক্ষাধিক লোক তাতে সমবেত হয়।
্প্রায় ছয়’শ বছর ধরে বংশ পরমপরায় বসবাস করে আসা মিঠা পানির সর্বশেষ উম্মুক্ত আবাসস্থল বাগেরহাটের হযরত খানজাহান আলী মাজার দীঘি। দুইশ একর আয়তনের বিশাল এই দিঘিটি আধ্যাত্মিক সাধক ধর্মপ্রচারক ও সমর নায়ক হযরত খানজাহান আলী খনন করার পর যাতে কেউ দীঘির সুপেয় পানি নষ্ট করতে না পারে সেজন্য দীঘিতে এক জোড়া মিঠা পানির কুমির ছেড়ে দেওয়া হয়। সেই থেকেই বংশ পরমপর খানজাহান আলী দরগাহ দীঘিতে এই মিঠা পানির কুমির বসবাস করে আসছে। বর্তমানে পুরাতন আমলের একটি পুরুষ কুমিরসহ ২০০৫ সালে ২৪ জুন ভারতের মাদ্রাজ থেকে আনা ৪ টি মিঠা পানির কুমিরের ৩ টি এই দীঘিতে রয়েছে। খানজাহান আলী দরগাহ’র কুমিরের রয়েছে দীর্ঘ কিংবদন্তীর ইতিহাস।দরগায় দীর্ঘদিন ধরে চলে আসা দর্শনার্থীদের মুরগীই ছিল কুমিরের প্রধান খাবার। বর্তমানে এক শ্রেণীর খাদেমরা কুমিরের এই খাবারের অধিকাংশই বাজারে নিয়ে বিক্রি করার ফলে কুমিরের তীব্র খাদ্যাভাব দেখা দিয়েছে। প্রাকৃতিকভাবে কুমির হিংস্র প্রজাতির প্রাণী হলেও বংশ পরমপরায় এই দরগার কুমির ছিল এর বিপরীত। দর্শনার্থীরা গায়ে হাত বুলিয়ে অনেক সময়ে নিজ হাতে মুখের মধ্যে খাদ্য ঢুকিয়ে দিলেও কুমির কখনও হিংস্রতা দেখায়নি।

#খান জাহান আলী মাজার
jahan ali majar
shaikh
crocodile of khan jahan
#খান জাহান আলি মাজারের কুমির

30/08/2024

Dhaka to Cox's Bazar by Novoair | এক ঘন্টায় ঢাকা থেকে কক্সবাজার | Dhaka to Cox’s Bazar by AIR | Dhaka to Cox's Bazar by Novoair domestic flight ✈️Bangladesh
Dhaka to Cox's Bazar by AIR Astra Review | Dhaka to Cox's Bazar by Air ✈️ VLOG | AIR ticket price Join us on a breathtaking journey from Dhaka to Cox's Bazar by Novoair domestic flight. Experience the beauty of Bangladesh from the air as we take you on a scenic adventure to one of the country's most stunning destinations. Discover the convenience and comfort of traveling by air with Novoair, and get ready to be amazed by the mesmerizing views from above. Don't miss out on this exciting vlog featuring a review of the AIR Astra flight and valuable information on ticket prices.
Embark on an unforgettable trip from Dhaka to Cox's Bazar by air with Novoair. In this vlog, we take you on a one-hour journey that showcases the incredible landscapes of Bangladesh from a unique perspective. Join us as we share our experience flying with Novoair and provide insights into the ticket prices for this domestic flight. Get ready to be inspired by the beauty of Cox's Bazar and the convenience of air travel in Bangladesh.
Experience the thrill of traveling from Dhaka to Cox's Bazar by air in this captivating vlog. Follow us as we take a Novoair domestic flight and witness the stunning aerial views of Bangladesh along the way. Join us for a review of the AIR Astra flight and gain valuable insights into ticket prices for this exciting journey. Don't miss out on this opportunity to explore the beauty of Cox's Bazar and the convenience of air travel within Bangladesh. Tungsten siyam,Siyam,novoair,experience,novoair airlines,novoair review,novoair flight,novoair bangladesh,first flight experience,novoair dhaka to chittagong,novoair airline,novoair top view, ,fly novoair,novoair food,fly novoair top view,novoair plane,flight experience from dhaka to sylhet,novoair airlines landing,us bangla vs novoair,novoair airlines best video,fly novoair runway to top view,novoair ticket booking,novoair domestic flight

30/07/2024

Dighapatia Rajbari Natore | দিঘাপাতিয়া রাজবাড়ী নাটোর | উত্তরা গণভবন | Uttara Gonovoban |Natore ।

06/07/2024

RFST TOUR-2024 | Sir Salimullah Medical College | Full
Vlog | Dept of DPH,SSMC

24/05/2024

The most Famous Dilbahar Ajwa Sharbat in puran Dhaka❤️

11/05/2024

আমি কিভাবে স্কলারশিপ পেলাম।

08/12/2023

Sylhet । সিলেট । Sylhet Tour । Sylhet Tourist Place । Sylhet Travel Guide । Bangladesh ।


Sylhet Tourist Place
1.Malnichora Tea Estate
2.Ratargul Swamp Forest
3.Sada Pathor
4.Jaflong
5.Songram
6.Songrampunji Waterfall
7.Panthumai Waterfall
8.Bichanakandi
9.Lalakhal
10.Agun Pahar
11.Uthmachora Jhora etc.

সারা দিনের জন্য সি এন জি ভাড়া ১৬০০-২০০০ টাকা।
লেগুনা ভাড়া ২০০০-২৫০০০ টাকা।
প্রথম দিনঃ
মালনীছড়া চা বাগান
রাতারগুল
সাদা পাথর
এবং আগুন পাহাড় দেখতে পারবেন।

দ্বিতীয় দিনঃ
জাফলং
সংরাম্পুঞ্জি ঝর্ণা
পান্থুমাই ঝর্ণা
বিছানাকান্দি

একদিন বেশি থেকে গেলে
লালাখাল এবং সিলেট শহরের অন্য অনেক দর্শনীয় স্থান দেখতে পারবেন।

লোকাল ভাড়াঃ

★সিলেটের আম্বর খানা সি এন জি স্টান্ড থেকে মালনিছড়া চা বাগান ২০ টাকা

★আম্বর খানা সি এন জি স্টান্ড থেকে রাতারগুল ৭০ টাকা

★আম্বর খানা মজুমদারি থেকে সাদাপাথর বাস ভাড়া ৭০ টাকা।

★সিলেটের সুবাহানি ঘাট থেকে জাফলং বাস ভাড়া ১২০ টাকা।
জাফলং থেকে পান্থুমাই ঝর্ণা ১৫০-২০০ টাকা।

★সিলেটের আম্বর খানা সি এন জি স্টান্ড থেকে বিছানাকান্দি যেতে আদার পাড় বাজারের ভাড়া ১২০ টাকা। সেখান থেকে বিছনা কান্দি জন প্রতি ৫০ টাকা ট্রলার ভাড়া।

★সিলেটের ধুপা দীহহির পাড় থেকে লেগুনা তে জন প্রতি ৫০ টাকা দিয়ে সারিঘাট নেমে সেখান থেকে ২০ টাকা অটো ভাড়া দিয়ে লালাখাল।

লালাখালের নৌকা ভাড়া ৫০০ - ১২০০ টাকা
আবার সারিঘাট থেকে হরিপুর বাজার ৩০ টাকা বাস ভাড়া এবং হরিপুর বাস স্টান্ড থেকে আগুন পাহাড় অটো রিজার্ভ ৫০ টাকা।

বাজেটপ্রেমী এবং প্রকৃতি প্রেমীদের মন যে জায়গায় মিলিত হয় তার নাম হচ্ছে “সিলেট” আর তাই এবার আপনাদের জন্য নিয়ে এসেছি ২ পর্বের সিলেট বাজেট সিরিজ। মূলত যারা উইকেন্ডকে টার্গেট করে সিলেট এ চক্কর দিতে চান তাদের সুবিধার্থে আমি আমার এক্সপেরিয়েন্স শেয়ার করেছি এই ভ্লগে।

🔥 সোশাল সাইটে follow করতে চাইলে -
👉 Instagram -
https://instagram.com/tungsten_seum?igshid=OGQ5ZDc2ODk2ZA%3D%3D&utm_source=qr
👉 page - https://www.facebook.com/tungstensiyamvlog?mibextid=rS40aB7S9Ucbxw6v

Sylhet,Sylhet Tour,Sylhet tourist place,lalakhal Sylhet,লালাখাল,Lalakhal,Jaflong,সিলেট,আগুন পাহাড়,জাফলং ঝর্ণা,Sylhet one day tour,One day tour in Bangladesh,Sylhet tour plan,সিলেট ভিডিও,One day Sylhet Tour,শাপলার বিল,ডিবির হাওর,শ্রীপুর চা বাগান,Lalakhal Day trip,One day tour,Budget tour plan,

For Sponsorship,Collaboration contact at - [email protected] ✅ Make Sure you subscribe to my channel & press the bell icon to get the notifications of my New videos 🔥

03/11/2023

হামহাম ঝর্ণার কিউট বাশ ব্যবসায়ী প্রশান্ত |

05/10/2023

A glimpse Of Sylhet | The beauty of the nature | Sylhet Volaganj | Ratargul | Drone View | Sylhet Tour | # Ratargul #সিলেট

10/09/2023

সিলেট রাতারগুলের মাঝির কন্ঠে সিলেটি গান

29/07/2023

আজ পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ঘটনাবহুল এ দিনটি মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। ধর্মীয় ভাবগাম্ভীর্য আর শোকে পালন করা হচ্ছে দিনটি। বরাবরের মতো এবারও পুরান ঢাকার হোসেনী দালান থেকে বের করা হয় তাজিয়া মিছিল।

02/06/2023

এত্ত এত্ত খাবার মাত্র ৫৫০ টাকায়। Buffet Mania Dhanmondi | Best buffet in Dhanmondi |

dhanmondi buffet | buffet mania | buffet mania dhanmondi | best buffet in Dhanmondi | best buffet in dhaka | cheap rate buffet in Dhanmondi |

Address

Dhaka
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tungsten Siyam Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share