16/10/2025
বিদায় "তিন গোয়েন্দা"র স্রষ্টা, কয়েক প্রজন্মের ভালোবাসার মানুষ, প্রিয় "রকিব হাসান"! 😥
১৯৯৩ সালে, অষ্টম শ্রেনীতে.. তিন গোয়েন্দা সিরিজের "কংকালদ্বীপ" বইটি দিয়ে আমার এই রোমাঞ্চকর জগতে.. কিশোর, মুসা আর রবিনদের সাথে যাত্রা শুরু! রহস্যভেদ করতে ওদের সাথে পাড়ি দিয়েছি কতো দেশ-মহাদেশ! কি রঙিন আর রোমাঞ্চকর ছিলো সেই দিনগুলো। এতো চমৎকার ছিলো আপনার সৃষ্টি যে, কতো নির্ঘুম রাত যে পাড়ি দিয়েছি একবারে পুরো বইটি পড়ে শেষ করার জন্য, তার হিসেব নেই!
আমাদের কয়েক প্রজন্মের কৈশোরের দিনগুলো রাঙিয়ে তোলার জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ।
আল্লাহ তায়ালা আপনাকে বেহেশত নসীব করুন।