Voice Of Rana

Voice Of Rana আমার কন্ঠের জগতে আপনাকে স্বাগতম, আশা করছি আমার এই কন্ঠ আপনার হৃদয় ছুঁয়ে যাবে! আপনার হৃদয়ে হোক আমার কন্ঠের জায়গা। 🫶🏻❤️

( Alhamdulillah for everything )
(4)

15/12/2025

দ্রুত কখনো অনুভূতি কমিয়ে দেয় না, অনুভূতি কমে তখন যখন সে মানুষটা পরিবর্তন হয়ে যায়। 😅💔

15/12/2025

যতই ব্যস্ত থাকি একটা সময় আসে যখন হৃদয়টা শুধু তোমাকেই চায়। তুমি ছাড়া যেন মনটা কিছুতেই ঠিক জায়গায় বসে না। হয়তো এটাই আসল ভালোবাসা। ❤️🥀 Mention your life-line

15/12/2025

প্রিয় স্বামী.... শুধু একটা কথাই বলব আপনি যেখানেই থাকেন না কেন আপনাকে বড্ড বেশি মিস করি আর ভীষণ ভালোবাসি। 😞❤️

14/12/2025

মেনশন করুন আপনার সেই মানুষটাকে যাকে আপনি মন থেকে ভালোবাসেন। ❤️🥀

14/12/2025

স্বামী-স্ত্রী একে অন্যের কাপড়, খাবার, কষ্ট, যখন ভাগ করে নেয়, আল্লাহ তাদের ঘরে নূর বাড়িয়ে দেন। দয়া আর ভালোবাসাই ঘরকে জান্নাত বানায়। 🤲🏻❤️

13/12/2025

তুমি জানো বউ... তোমার হাতটা যখন আমার হাতে থাকে পৃথিবীটা সহজ মনে হয়। আমার সব টেনশন, সব চাপ, এক মুহূর্তেই উধাও হয়ে যায়। Mention your wife ❤️🥀

13/12/2025

ভালোবাসা কোনদিন শেষ হয় না, শুধু মানুষ বদলে যায়! আর মনের মধ্যে জমে থাকা গল্পগুলো ধীরে ধীরে নিঃশব্দ হয়ে যায়। 😅💔

13/12/2025

প্রিয়, এতটাই ভালোবাসি যে আমি তোমাকে বুঝাতে চেয়েও বুঝাতে ব্যর্থ হই। 🥺❤️ Mention your life-line

আমি ব্যক্তিগত রাজনীতি বুঝি না, রাজনীতিও করি না।কিন্তু আমার এই দেশের প্রতি টান আছে, ভালোবাসা আছে।আর সেই দিক থেকেই এতটুকু ...
13/12/2025

আমি ব্যক্তিগত রাজনীতি বুঝি না, রাজনীতিও করি না।
কিন্তু আমার এই দেশের প্রতি টান আছে, ভালোবাসা আছে।
আর সেই দিক থেকেই এতটুকু বোঝার ক্ষমতা আমার আছে—
এই দেশ কার হাতে ভালো ছিল, কিংবা কার হাতে ভালো থাকতে পারে।

এই বোঝাপড়া থেকেই আমি দেখে আসছি—
যারা সত্যিকারের দেশপ্রেমিক, যারা দেশকে ভালোবেসে দেশের জন্য ভালো কিছু করতে চেয়েছে,
তারাই একের পর এক শেষ হয়ে যাচ্ছে।

একটা বিষয় আমি সবসময় ভাবি—
নিজের দেশের উন্নতির জন্য আমাদের অন্য দেশের সঙ্গে লড়াই করার কথা ছিল,
অথচ আমরা নিজেরাই দেশের মানুষ হয়ে দেশের সঙ্গেই লড়াই করছি।
এটাই কি তাহলে নোংরা রাজনীতি না?

আজকের এই লোকটা বেঁচে গেলেও,
সে কি সুস্থ-স্বাভাবিকভাবে আবার দেশের জন্য কাজ করতে পারবে—
এই সন্দেহ থেকেই যায়!

ফুটে ওঠা গোলাপ ফুলটাকে অকালে ঝরে যেতে হলো,
কিন্তু কেন?
তার দোষ কী?
ওই যে আগেই বলেছিলাম— দেশপ্রেম।

তাহলে কি আমরা এই স্বাধীন দেশে আদৌ স্বাধীন হতে পারলাম?
তাহলে জুলাই আন্দোলনে এত মানুষের প্রাণ যাওয়াতেও কি কোনো লাভ হলো?

যাই হোক,
আল্লাহর কাছে একটাই চাওয়া—
আমাদের দেশের গোলাপ ফুলগুলো যেন ঝরে না যায়।
সুস্থ হয়ে ফিরে আসুক ওসমান হাদি।

✍️ Rj Rana

#হাদি
#দেশপ্রেম
#আমার_বাংলাদেশ
#সত্যের_পক্ষে
#ন্যায়ের_কথা
#স্বাধীনতা

12/12/2025

ইসলাম ভালোবাসাকে ছোট করে না, বরং পুরস্কৃত করে। ❤️🥀

11/12/2025

স্বামী–স্ত্রী যখন একে অপরের হাত ধরে, ভালোবাসা দেখায়—তাদের গোনাহ ঝরে যায়, আল্লাহ তাদের মাঝে শান্তি নাজিল করেন। ভালোবাসা কখনো ছোট কাজ না—এটা রহমত। ❤️ Mention your life-line

11/12/2025

আমার দুঃখের পরিমাণ এতটাই ভারি হয়েছে যে আমি আর বহন করতে পারছি না! 😭🖤


Address

Dhaka

Telephone

+8801796594433

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Rana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice Of Rana:

Share