11/05/2025
অন্ধকারে নিমজ্জিত এই জগৎ ঠিক যার কারণে আলোকিত ও বাসযোগ্য হয়, তিনি— মা। স্বভাবগতভাবেই, ভালোবাসার মানুষকে আমরা বিভিন্ন নামে ডাকি; মা'কেও আমরা বিভিন্ন নামে সম্বোধন করে থাকি। কেউ মা, কেউ আম্মা, কেউ বা মাম, কেউ বা আবার মাম্মি নামেও ডাকি।
সদ্য জন্মানো শিশু এবং মা— একই সুতোয় বাঁধা হলেও, বিশেষ কারণে যেসব মায়েরা মাতৃত্বের স্বাদ অনুভব করতে পারেন না, কিন্তু মাতৃত্বের গুণাবলি জিইয়ে রেখে চারপাশকে নিরাপদ রাখছেন, 'বারোমাসি' তাদেরকে জানায় শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা।
আমরা স্বপ্ন দেখি এমন একটি সমাজের, যেখানে মায়ের প্রতিটি রূপই থাকবে স্বাধীন, নিরাপদ, স্বস্তিময় এবং ফুলেল। আজ মা দিবসে, আপনার মা'কে সম্মান জানানোর পাশাপাশি মায়ের অন্যান্য রূপ (স্ত্রী, কন্যা, বোন) অর্থাৎ সর্বস্তরের নারীদের প্রতি সদয় ও উদার থাকার আহবান জানাচ্ছি। কেননা, উনি বা উনারাই আপনাকে মানুষ করেছেন, আপনাকে মানুষ রাখছেন— প্রতিদিন, প্রতিমুহূর্তে!
মা দিবসের শুভেচ্ছা।
বি.দ্র. : আপনার মা'কে আপনি কোন নামে ডাকেন, নির্দ্বিধায় তা কমেন্টে আমাদের জানান এবং যুক্ত থাকুন আমাদের সাথে।
#মা_দিবস #বারোমাসি #মায়ের_প্রতিটি_রূপ #মা_আমার_অনুপ্রেরণা