বারোমাসি বইন্ত

বারোমাসি বইন্ত বুদ্ধিবৃত্তিক বিকাশের সাধন আর আনন্দ পাওয়া পাঠের একমাত্র লক্ষ্য। আসুন, আড্ডা দেই নানা গল্প ও কাহিনিতে।

শিক্ষাঙ্গনে শোকের ছায়া!রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজ-এর মাঠে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ...
21/07/2025

শিক্ষাঙ্গনে শোকের ছায়া!

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজ-এর মাঠে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। এই মর্মান্তিক দুর্ঘটনায় বহু শিক্ষার্থী গুরুতর আহত ও একজন নিহত হওয়ার খবর আমাদের ব্যথিত করছে!

বারোমাসি’র পক্ষ থেকে আহতদের দ্রুত আরোগ্য ও মানসিক সুস্থতার জন্য আন্তরিকভাবে দো’আ করছি। শোকের এই সময়েও আমরা আশায় বিশ্বাস রাখি— আলো ফিরে আসবে ও প্রার্থনায় প্রশান্তি নামবে।

আগামী আগস্ট মাসে, বারোমাসি বইন্ত থেকে প্রকাশিত হতে যাচ্ছে কথোপকথন ম্যাগাজিনের দ্বিতীয় পর্ব। উক্ত ম্যাগাজিনে, আপনার প্রতি...
04/07/2025

আগামী আগস্ট মাসে, বারোমাসি বইন্ত থেকে প্রকাশিত হতে যাচ্ছে কথোপকথন ম্যাগাজিনের দ্বিতীয় পর্ব। উক্ত ম্যাগাজিনে, আপনার প্রতিষ্ঠান বা পণ্য বা সেবা সম্পর্কে বিজ্ঞাপন দিতে আগ্রহী হলে, যোগাযোগ করার আহবান জানানো হচ্ছে। 🌺

বারোমাসি বইন্ত... মৌলিক গল্পদের জলসাঘর

বারোমাসি বইন্ত থেকে শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে কবি ও লেখক ইমতিয়াজ মাহমুদ-এর নতুন রহস্যময় প্রেমের উপন্যাস 'ঘুমপরী'। ব্যতি...
03/07/2025

বারোমাসি বইন্ত থেকে শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে কবি ও লেখক ইমতিয়াজ মাহমুদ-এর নতুন রহস্যময় প্রেমের উপন্যাস 'ঘুমপরী'। ব্যতিক্রমী গল্প বলার ধাঁচে বইটি লেখার কারণে, তা পাঠক-পাঠিকাদের মনে গেঁথে যাবে দ্রুতই। শুভকামনা!

সারসংক্ষেপ :

'প্রথমে ওর পায়ের আঙুলগুলো কেটেছিলাম। প্রতিটি কাটা অংশে আমি ওর কবিতা লিখেছি। ওর কণ্ঠনালী খুলে আমি আমার নাম লিখেছি ছুরি দিয়ে।'

একটি প্রেম কি শুধুই স্মৃতি? না কি তা একদিন রক্ত মাংসের শরীরে রূপ নেয় এবং অতঃপর মিশে যায় অস্তিত্বের গহ্বরে?

এই বইয়ের প্রতিটি পৃষ্ঠা খুললেই যেন প্রেমের গন্ধ, উদ্ভ্রান্ত এক আত্মবীক্ষার ছায়া এবং ঘুমপরীর ফিসফিস করা কণ্ঠ শোনা যায় যে কি না বাস্তব আর বিভ্রমের সীমান্তরেখায় দাঁড়িয়ে পাঠককে চুম্বকের মতো টেনে নেয়।

ঘুমপরী একটি নাম নয়, এক বীভৎস অনুভব।
একটি ধ্বংসযজ্ঞ, যা কাব্যিক। একটি ভালোবাসা, যা নির্মম। একটি ডায়েরি, যা রক্তমাখা।

এক কবির প্রেম, উন্মাদনা, এবং এক নারীর অন্তর্ধান নিয়ে লেখা এই উপন্যাস পাঠককে এমন এক যাত্রায় নিয়ে যাবে, যেখানে শেষ পৃষ্ঠাটিও প্রশ্ন ফেলে যায়—ঘুমপরী কি ছিলো? এক প্রেম? এক মিথ? না কি একজন পাঠকের নিজেরই ছায়া?

'ঘুমপরী'— যারা প্রেমে পড়েছে, যারা প্রণয়ের মায়ায় পাগল হয়েছে, এবং যারা জানে, ভালোবাসা কখনো কখনো মৃত্যুবেদীর ফটক নিয়ে যায়—তাদের জন্য।

প্রচ্ছদ এঁকেছেন Shahadat Hossain এবং বইয়ের মুদ্রিত মূল্য ২৫০ টাকা।

26/06/2025

বারোমাসি বইন্ত থেকে আগামী আগস্ট মাসে 'কথোপকথন' ম্যাগাজিন-এর দ্বিতীয় পর্ব প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে। যারা লেখালিখি করেন, ম্যাগাজিনে লেখা দিতে তাদের আহবান জানানো হচ্ছে।

খুবই অল্প একটা পরিমাণ সম্মানী দেওয়া হবে।

যারা গল্প বা প্রবন্ধ ধাঁচের লেখা দিতে ইচ্ছুক, কমপক্ষে ২,০০০ শব্দের লেখা দেওয়ার অনুরোধ। আর যারা কবিতা দিতে ইচ্ছুক, কমপক্ষে ২ পৃষ্ঠার কবিতা লেখার দেওয়ার অনুরোধ রইলো।

বিষয়বস্তু : জুলাই-আগস্ট'কে কেন্দ্র করে যেকোনো লেখা। সত্য, কল্পনা— যেকোনো। তবে অবশ্যই জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রিক হতে হবে।

জমা দেওয়ার শেষ তারিখ : ৭ জুলাই, ২০২৫

মেইল : [email protected]

লেখা জমার দেওয়ার সময় আপনার নাম, নম্বর ও ফেসবুক আইডি দেওয়ার অনুরোধ থাকলো।

বারোমাসি বইন্ত থেকে শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে লেখক তৌফিক আশরাফ-এর মাহমুদুল হক সিরিজের  দ্বিতীয় বই 'কৃষ্ণপক্ষ'। শুভকামনা...
22/06/2025

বারোমাসি বইন্ত থেকে শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে লেখক তৌফিক আশরাফ-এর মাহমুদুল হক সিরিজের দ্বিতীয় বই 'কৃষ্ণপক্ষ'। শুভকামনা!

সারসংক্ষেপ :

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মাহমুদুল হক ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসার পাশাপাশি পুলিশের সহায়তায় বিভিন্ন রহস্যময় মামলার তদন্ত করে যাচ্ছেন। সময় সময় জীবন সংশয় হবার মতো ঘটনাও ঘটে। সামাজিক ও গোয়েন্দা ছোটগল্পের মিশ্রনে এই তিনটি গল্পের ভলিউম গোটা সিরিজের দ্বিতীয় বই।

প্রচ্ছদ এঁকেছেন Shahadat Hossain এবং বইয়ের মুদ্রিত মূল্য ৩০০ টাকা।

শুধু পশু কোরবানি নয়, পশুর মাংস দিয়ে নয়; নিজের ভিতরের পশুত্বগুলোকে, রিপুগুলোকে আত্মত্যাগের মাধ্যমেই অর্জিত হোক ঈদ-উল-আযহা...
06/06/2025

শুধু পশু কোরবানি নয়, পশুর মাংস দিয়ে নয়; নিজের ভিতরের পশুত্বগুলোকে, রিপুগুলোকে আত্মত্যাগের মাধ্যমেই অর্জিত হোক ঈদ-উল-আযহার মাহাত্ম্য।

সুস্থ থাকুন, যত্নে রাখুন। ঈদ মোবারক।

অন্ধকারে নিমজ্জিত এই জগৎ ঠিক যার কারণে আলোকিত ও বাসযোগ্য হয়, তিনি— মা। স্বভাবগতভাবেই, ভালোবাসার মানুষকে আমরা বিভিন্ন নাম...
11/05/2025

অন্ধকারে নিমজ্জিত এই জগৎ ঠিক যার কারণে আলোকিত ও বাসযোগ্য হয়, তিনি— মা। স্বভাবগতভাবেই, ভালোবাসার মানুষকে আমরা বিভিন্ন নামে ডাকি; মা'কেও আমরা বিভিন্ন নামে সম্বোধন করে থাকি। কেউ মা, কেউ আম্মা, কেউ বা মাম, কেউ বা আবার মাম্মি নামেও ডাকি।

সদ্য জন্মানো শিশু এবং মা— একই সুতোয় বাঁধা হলেও, বিশেষ কারণে যেসব মায়েরা মাতৃত্বের স্বাদ অনুভব করতে পারেন না, কিন্তু মাতৃত্বের গুণাবলি জিইয়ে রেখে চারপাশকে নিরাপদ রাখছেন, 'বারোমাসি' তাদেরকে জানায় শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা।

আমরা স্বপ্ন দেখি এমন একটি সমাজের, যেখানে মায়ের প্রতিটি রূপই থাকবে স্বাধীন, নিরাপদ, স্বস্তিময় এবং ফুলেল। আজ মা দিবসে, আপনার মা'কে সম্মান জানানোর পাশাপাশি মায়ের অন্যান্য রূপ (স্ত্রী, কন্যা, বোন) অর্থাৎ সর্বস্তরের নারীদের প্রতি সদয় ও উদার থাকার আহবান জানাচ্ছি। কেননা, উনি বা উনারাই আপনাকে মানুষ করেছেন, আপনাকে মানুষ রাখছেন— প্রতিদিন, প্রতিমুহূর্তে!

মা দিবসের শুভেচ্ছা।

বি.দ্র. : আপনার মা'কে আপনি কোন নামে ডাকেন, নির্দ্বিধায় তা কমেন্টে আমাদের জানান এবং যুক্ত থাকুন আমাদের সাথে।

#মা_দিবস #বারোমাসি #মায়ের_প্রতিটি_রূপ #মা_আমার_অনুপ্রেরণা

পললে ঘেরা, মায়ায় ভরা এবং সাহসিকতায় সেরা... বাংলাদেশ-এ তারুণ্যের জয়গান বৃদ্ধি পাক। বাংলা নতুন বছর আমাদের ভিতরের স্বৈরাচার...
14/04/2025

পললে ঘেরা, মায়ায় ভরা এবং সাহসিকতায় সেরা... বাংলাদেশ-এ তারুণ্যের জয়গান বৃদ্ধি পাক। বাংলা নতুন বছর আমাদের ভিতরের স্বৈরাচারী মনোভাবকে সংস্কার করে ভালোতে বদলে দিক। বাংলাদেশ আমাদের হয়ে উঠুক।

শাণূর বোন রেণূকে কেউ বা কারা খুন করেছে! বোনের মৃত্যুর পর, শাণূ প্রতি বছর নেত্রকোনায় আসে তার পরিবারের কবর জিয়ারত করতে। গো...
28/02/2025

শাণূর বোন রেণূকে কেউ বা কারা খুন করেছে! বোনের মৃত্যুর পর, শাণূ প্রতি বছর নেত্রকোনায় আসে তার পরিবারের কবর জিয়ারত করতে। গোরস্তানের প্রহরী তাকে লোকচক্ষুর অন্তরালে কবরস্থানে প্রবেশ করার সুযোগ করে দেয় প্রতিবার। গোরস্তানের নিরাপত্তায় থাকা লোকটির আপত্তি সত্ত্বেও শাণূ কিছু টাকা তার হাতে গছিয়ে দেয়।

এরপর শাণূর পরবর্তী গন্তব্য থানা! বোনের মৃত্যুর এত বছর পেরিয়ে গেলেও পুলিশ এখনও কোনো সুরাহা করতে পারেনি কেসের। আদৌ কি এই কেসের কোনো সমাধান হবে?

রেণূর হত্যাকারী ও পরিকল্পনাকারী কি পরিচিত কেউ? নাকি অপরিচিত কোনো সত্তা? পেছনে থাকা সত্তারা কেন সব ঘোলাটে করছে? সমস্ত প্রশ্নের উত্তর পেতে আপনাদের পড়তেই হবে ‘গিরগিটি’ থ্রিলার উপন্যাসটি।

আর হ্যাঁ, বইটিতে খিস্তি আর গালি-গালাজ কিন্তু বেশ ভালোই, অনেক। তাই যারা এগুলো হজম করতে পারেন, তারা নিঃসন্দেহে উপভোগ করবেন বইটি।

পেপারব্যাক ও নিউজপ্রিন্ট কাগজে করা বইয়ের মুদ্রিত মূল্য ১৩৫ টাকা। মেলায় পেয়ে যাবেন মাত্র ১০০ টাকায়। তাহলে আর দেরি কেন? চলে আসুন, মেলার ৭৮ নম্বর স্টলে।

আর বিস্তারিত রিভিউ জানতে দেখুন বুকস এন্ড মোর।

ছবি কৃতজ্ঞতা : সাহাদাত হোসেন

গ্রাম বাংলার অথৈ সাগরে পড়ে যাওয়া, অল্প বয়সী এক অকাল বিধবা মেয়ে লাবণ্য। সরকারি চাকরির সুবাদে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ন...
20/02/2025

গ্রাম বাংলার অথৈ সাগরে পড়ে যাওয়া, অল্প বয়সী এক অকাল বিধবা মেয়ে লাবণ্য। সরকারি চাকরির সুবাদে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নদীবিধৌত এলাকায় পোস্টিং হয় বিধান বিশ্বাস-এর।

প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা পদে চাকরি করে নিজেকে সামলানো এবং সন্তানদের বড় করে তোলা― এই সংগ্রামের জীবনে লাবণ্য কখনো প্রেমকে কাছে আসতে দেয়নি। চায়ওনি। কিন্তু হুট করেই ঝড়ো হাওয়ার মতো জীবনে চলে আসে প্রেম!

সমাজের রক্ত চক্ষুকে উপেক্ষা করে নিজেকে প্রতিষ্ঠিত করা লাবণ্য এবং সাংসারিক জীবনে বাঁধা বিধান বিশ্বাস-এর জীবন কীভাবে অনাসক্ত অনুষঙ্গ-এ রূপান্তরিত হয়, তা জানার আমন্ত্রণ পাঠকদের।

অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে, বারোমাসি প্রকাশনী থেকে প্রকাশিত হচ্ছে মিনতি দাস-এর প্রথম উপন্যাস। বইয়ের মুদ্রিত মূল্য ৩০০ টাকা এবং প্রচ্ছদ এঁকেছেন সাহাদাত হোসেন।

চমৎকার আর দুর্দান্ত সব লেখক, লেখিকা ও কবিদের লেখা নিয়ে ২০২৫ সালের অমর একুশে বইমেলায় হাজির হয়েছে বারোমাসি প্রকাশনী। ১৫টি ...
09/02/2025

চমৎকার আর দুর্দান্ত সব লেখক, লেখিকা ও কবিদের লেখা নিয়ে ২০২৫ সালের অমর একুশে বইমেলায় হাজির হয়েছে বারোমাসি প্রকাশনী।

১৫টি মৌলিক নতুন বই, যার মাঝে ১০-এর অধিক বই নবীন লেখক, লেখিকা, কবিদের এবং থ্রিলার, রহস্য, রোমাঞ্চ, প্রেম, বিরহ, ছড়া, কবিতা সহ নানান ঘরানার বইয়ের সংমিশ্রণ হয়েছে এখানে।

এছাড়াও, ২০২৩ আর ২০২৪ সালের চমকপ্রদ সব বই তো আছেই। তাহলে আর দেরি কেন? চলে আসুন ৭৮ নম্বর স্টলে।

বই দেখুন, কয়েক পাতা পড়ুন আর হাতে চা রাখুন।

নানন্দিক এই প্রচ্ছদ এঁকেছেন Shahadat Hossain।

অমর একুশে বইমেলা ২০২৫-এ, বারোমাসি প্রকাশনী থেকে প্রকাশিত হচ্ছে বইটি। কৈশোর বয়সী ছেলে-মেয়েদের জন্য লেখা এই ছড়ার বইতে আছে ...
04/02/2025

অমর একুশে বইমেলা ২০২৫-এ, বারোমাসি প্রকাশনী থেকে প্রকাশিত হচ্ছে বইটি। কৈশোর বয়সী ছেলে-মেয়েদের জন্য লেখা এই ছড়ার বইতে আছে চমৎকার সব ইলাস্ট্রেশন।

যারা ছড়া পড়তে পছন্দ করেন, তারা বইটি পেয়ে যাবেন মেলার ৭৮ নম্বর স্টলে। বইয়ের প্রচ্ছদ এঁকেছেন সাহাদাত হোসেন। বইটির মুদ্রিত মূল্য ১৬০ টাকা।

Address

35, KHADAM KHA GOLI, MITALI Road, ZIGATOLA
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when বারোমাসি বইন্ত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category