AR Digital Agency

AR Digital Agency Hi there , We are the best digital marketing agencies in Bangladesh. You've worked with us.

মহান বিপ্লবী ওসমান হাদী ভাইকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।😭😭
18/12/2025

মহান বিপ্লবী ওসমান হাদী ভাইকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।😭😭

Happy victory day 🇧🇩
16/12/2025

Happy victory day 🇧🇩

আমি হাদি ভাইয়ের সন্তানটার কথা ভাবছি।মারা গেলে—সে জানতেই পারবেনা তার ‘বাবা’ কি ছিলো। যে দেশে বাবারা বাড়ি ফেরার নিশ্চয়তা প...
12/12/2025

আমি হাদি ভাইয়ের সন্তানটার কথা ভাবছি।
মারা গেলে—সে জানতেই পারবেনা তার ‘বাবা’ কি ছিলো। যে দেশে বাবারা বাড়ি ফেরার নিশ্চয়তা পায় না, সেখানে সন্তানের ভবিষ্যত কীভাবে নিরাপদ হবে 😔

আর কত প্রাণ হারালে বোঝা যাবে, সুস্থ দেশে বাঁচার অধিকারটা রাজনৈতিক না—মানবিক?

আমি কোনো দলের হয়ে কথা বলছি না।

আমি শুধু মানুষের হয়ে, বাংলাদেশের হয়ে কথা বলছি।
যেখানে একজন মানুষকে প্রাকশ্যে গুলি করে ফেলা যায়—

সেখানে আমরা কেউই নিরাপদ নই।

এই দেশে বুক ভরে শ্বাস নেওয়ার অধিকার আমারও আছে, তোমারও আছে, হাদিরও ছিলো।

এই অসম্ভব বর্বরতার কঠোর প্রতিবাদ জানাই।

আমরা কি সত্যিই সুস্থ দেশ পাবো—নাকি এটা শুধু স্বপ্নই থেকে যাবে?

24/11/2025

ঘনঘন ভূমিকম্প নিছক ভূতাত্ত্বিক নড়াচড়া নয়, এটি আমাদের জন্য এক গভীর সতর্কবার্তা। হয়ত বড় কোনো বিপদ আসন্ন, সে সম্পর্কে আমরা জানি না। এরকম সময় তাওবার পাশাপাশি বাস্তব প্রস্তুতি গ্রহণ করা আমাদের জন্য অপরিহার্য।

আমরা বসবাস করি এমন এক ভৌগোলিক এলাকায়, যেখানে জনঘনত্ব ও অপরিকল্পিত নগরায়ণ এক ভয়াবহ রূপ নিয়েছে। এখানে প্রতিটি অট্টালিকা যেন একেকটি সম্ভাব্য সমাধিসৌধ। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকায় যদি ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, তাহলে এক লক্ষের বেশি ভবন ধসে যেতে পারে। চিন্তা করুন, এটি কত ভীতিজাগানিয়া পূর্বাভাস!

দুঃখজনক হলো, এমন ভয়াবহ ঝুঁকির বিপরীতে রাষ্ট্রীয় প্রস্তুতি একেবারেই অপ্রতুল। আধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকর্মীর সংখ্যা নগণ্য, বড় ধরনের উদ্ধারযুদ্ধ চালানোর মতো ভারী যন্ত্রপাতিও অপর্যাপ্ত। অগ্নিনির্বাপক বাহিনীর সীমিত সক্ষমতা দিয়ে হাজার হাজার ভগ্ন স্থাপনা সামলানো কেবলই কল্পনা। অথচ বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন, ভাস্কর্য নির্মাণ বা অপ্রয়োজনীয় মেগা প্রকল্পেই নয়, নেতা-নেত্রীদের জন্য তোরণ নির্মাণ, রাজনৈতিক সভা-সমাবেশ, শোভাযাত্রা, নানা ধরনের আনুষ্ঠানিকতা ও ক্ষমতার প্রদর্শনীতেও বিপুল অর্থ ব্যয় হয়। দুর্নীতি ও অর্থপাচারের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের যে অপচয় ঘটে, তা এই অপ্রয়োজনীয় ব্যয়ের কাঠামোকে আরো প্রসারিত করে তোলে। সেই অর্থের সামান্য অংশও যদি দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, ভূমিকম্প-প্রতিরোধী প্রযুক্তি, উদ্ধার সরঞ্জাম ও দক্ষ উদ্ধারকারী বাহিনীর প্রশিক্ষণে ব্যয় করা হতো—তাহলে সেটিই হতো সবচেয়ে যৌক্তিক ও বাস্তবসম্মত পদক্ষেপ। এটি বিবেচিত হতো বর্তমানের সুরক্ষা এবং ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে।

কিন্তু কেবল রাষ্ট্রীয় ব্যর্থতাকেই দায়ী করে ক্ষান্ত হওয়া যথেষ্ট নয়। আমরা যারা বাড়ি নির্মাণ করি, সামান্য আর্থিক লাভ বা অদূরদর্শিতার বশবর্তী হয়ে নির্মাণ বিধিমালা উপেক্ষা করি। প্রকৌশলীদের পরামর্শকে তুচ্ছজ্ঞান করে আমরা নিজ হাতে তৈরি করি আমাদের প্রিয়জনদের জন্য মৃত্যুফাঁদ। এটি কি একপ্রকার সামাজিক আত্মহত্যা নয়? বিপর্যয় পরবর্তী বিলাপের চেয়ে, বিপর্যয়রোধী প্রস্তুতিই তো বুদ্ধিমান ও দায়িত্বশীল মানুষের কাজ।

রাষ্ট্রের উচিত এখনই একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা। উদ্ধারকাজ, চিকিৎসা, জরুরি আশ্রয়, খাদ্য ও পানীয়ের ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ, যোগাযোগব্যবস্থা—সবকিছু নিয়ে একটি সুস্পষ্ট জাতীয় রোডম্যাপ তৈরি করা জরুরি। খোলা জায়গা সংরক্ষণ, পুরোনো ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার, নির্মাণসামগ্রীর মান নিয়ন্ত্রণ ছাড়াও প্রয়োজনীয় পদক্ষেপ এখনই গ্রহণ করা জরুরি।

তবে প্রস্তুতি যেন কেবল ভৌত অবকাঠামোর ক্ষেত্রেই সীমাবদ্ধ না থাকে। জাগতিক প্রস্তুতির পাশাপাশি আমাদের আধ্যাত্মিক প্রস্তুতিও গ্রহণ করতে হবে। আল্লাহর রহমত ছাড়া কোনো পরিকল্পনা, প্রস্তুতি ও প্রযুক্তি নিরাপত্তা দিতে পারবে না। মনে রাখতে হবে, প্রতিটি দুর্যোগ আমাদের প্রতি সতর্কবার্তা। আমাদের সমাজের বিস্তৃত দুর্নীতি, জুলুম, অশ্লীলতা ও নৈতিক অবক্ষয় থেকে আমাদের গণতাওবা করা জরুরি।

আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন।

বাংলাদেশে বড় ভূমিকম্প আসার সম্ভাবনা আছে কি?হ্যাঁ …….এমন সম্ভাবনা যে কোনো সময় ঘটতে পারে, কারণ: • বাংলাদেশ প্লেট অঞ্চলে গত...
21/11/2025

বাংলাদেশে বড় ভূমিকম্প আসার সম্ভাবনা আছে কি?

হ্যাঁ …….এমন সম্ভাবনা যে কোনো সময় ঘটতে পারে, কারণ:

• বাংলাদেশ প্লেট অঞ্চলে গত ১০০ বছরে বড় ম্যাগনিচিউডের কোনো রিলিজ হয়নি।
• USGS ও BUET গবেষকদের মতে, M7.5–M8.2 মাত্রার একটি ভূমিকম্পের সম্ভাবনা ‘significant’।
• সময় নির্দিষ্ট করা যায় না, কিন্তু এটি “if” নয় “when” এর প্রশ্ন।

তাহলে সমাধান কী?
সমাধান আছে এবং বেশ কার্যকর। কিন্তু এগুলো এখনই বাস্তবায়ন দরকার।

১) বিল্ডিং রেট্রোফিটিং
পুরনো ও দুর্বল ভবনগুলোকে শক্তিশালী করার সবচেয়ে কার্যকর উপায়। জাপান, তুরস্ক, চিলি -সব দেশে এটাই জীবন বাঁচিয়েছে।

২) সিটি-ওয়াইড বিল্ডিং অডিট
ঢাকায় জরুরি ভিত্তিতে ভবনের কাঠামোগত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা।
লক্ষ্য - ঝুঁকির মানচিত্র তৈরি ও অগ্রাধিকার তালিকা তৈরি।

৩) খোলা জায়গা সংরক্ষণ
প্রতিটি ওয়ার্ডে অন্তত ১–২টি ওপেন স্পেস রাখা বাধ্যতামূলক ,শুধু পার্ক নয়, জরুরি সমাবেশস্থল।

৪) রেসকিউ রুট নিশ্চিত করা
নির্দিষ্ট রাস্তাগুলোকে সবসময় খোলা রাখা, অবৈধ দখল অপসারণ, যাতে অ্যাম্বুলেন্স/ফায়ার সার্ভিস ঢুকতে পারে।

৫) ম্যাস ড্রিল ও সচেতনতা
স্কুল, অফিস, অ্যাপার্টমেন্ট -সব জায়গায় বছরে অন্তত ২ বার ভূমিকম্প মহড়া থাকা প্রয়োজন।

৬) নতুন বিল্ডিং কোড কঠোরভাবে বাস্তবায়ন
ডিজাইন, ফাউন্ডেশন, কলাম, রড -সবকিছু কঠোর মনিটরিং ছাড়া অনুমোদন নয়।

ভূমিকম্প আমরা থামাতে পারব না ,
কিন্তু ক্ষয়ক্ষতি কমানো সম্পূর্ণ আমাদের হাতে।

©

এভাবেই এক মহাকম্পন মহাপ্রলয়ে রূপ নেবে একদিন। সেদিন সম্পর্কে মহান আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চ...
21/11/2025

এভাবেই এক মহাকম্পন মহাপ্রলয়ে রূপ নেবে একদিন।

সেদিন সম্পর্কে মহান আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ংকর ব্যাপার (সূরা হাজ্জ: ১)।

ভূমিকম্পের মাত্রা আরেকটু বেশি হলেই হয়তো আমাদের অনেকের জীবনের শেষ দিন হতো আজ।

আজকে ভূমিকম্প অনেক বড় সতর্কবার্তা রেখে গেল আমাদের জন্য।

আসুন, বিলম্ব না করে আল্লাহর দিকে সমর্পিত হই। তাওবা করি। প্রস্তুত হই।

Congratulations Team Bangladesh
18/11/2025

Congratulations Team Bangladesh

27/10/2025

✅ঢাবির হলে ধূমপানে ৩০০ টাকা জরিমানা, গাঁ জা সেবন করলে বহিষ্কার😍

একটা ইন্টারভিউ তে সামিরা বলেছিলেন আমি আমার বাসায় ফ্যান রাখি না। এমনকি আমি কারো বাসায় গিয়ে ও ফ্যানের নিচে বসি না। কারন আম...
25/10/2025

একটা ইন্টারভিউ তে সামিরা বলেছিলেন আমি আমার বাসায় ফ্যান রাখি না। এমনকি আমি কারো বাসায় গিয়ে ও ফ্যানের নিচে বসি না। কারন আমি ট্রমাটাইজ হয়ে যাই। 😩

এখন তো বিশ্ব জানে কেনো আপনি ফ্যান ভয় পান। কারণ আপনি সালমান কে নিজের চোখের সামনে দেখতে পেতেন। 😌

সামিরা কতো টা গর্ব করে বলে সালমান আমাকে কোন দিন কটুকথা বলে নি। মারা যাবার আগেও কোনদিন আমার সাথে খারাপ ব্যাবহার করে নি। 😌

এটাই পারিবারিক শিক্ষা, কিন্তু তুমি সেই মানুষ টা কে কি উপহার দিলা? 😩
ধোকাবাজি,পরকিয়া আর নিজের হাতেই শেষ করে দিলা। 😢

আহা নারী 🙊

©

আজকের অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ কোটি কোটি ডলারে! হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ...
19/10/2025

আজকের অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ কোটি কোটি ডলারে! হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় কয়েকশ কোটি ডলারের ক্ষতি হয়েছে, যা প্রায় হাজার কোটি টাকার সমান। এই ক্ষতি অনেক দেশের পুরো জিডিপির থেকেও বেশি।

বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র সরাসরি আর্থিক ক্ষতি নয়, আমদানি-রপ্তানিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে তৈরি পোশাক খাতে কাঁচামালের অভাবে অর্ডার বাতিল, অতিরিক্ত ব্যয় ও সময়ের অভাবে ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা প্রবল।

এক বিলিয়ন ডলারেরও বেশি ব্যবসায়িক লেনদেনে এই আগুনের প্রভাব থেকে দ্রুত মুক্তির জন্য সংশ্লিষ্টদের জরুরি উদ্যোগ নেওয়া উচিত।

Please follow my page

#বাংলাদেশ #অগ্নিকান্ড #শাহজালালবিমানবন্দর #কার্গোভিলেজ #বাণিজ্যক্ষতি #আমদানি_রপ্তানি #তৈরি_পোশাক #বাংলাদেশঅর্থনীতি #বিপদসংকেত #বাণিজ্যজগত #বাণিজ্যসংবাদ #দ্রুতসংগ্রাম

আমার ধারণা অনেক মানুষ ফটোগ্রাফার শহিদুল আলমকে চেনেন না। না চিনলেও সমস্যা নেই। ঘটনাটা শোনেন।Glo. bal Su. mud নামে এক মিশন...
02/10/2025

আমার ধারণা অনেক মানুষ ফটোগ্রাফার শহিদুল আলমকে চেনেন না। না চিনলেও সমস্যা নেই। ঘটনাটা শোনেন।

Glo. bal Su. mud নামে এক মিশনে নেমেছেন বিশ্বজুড়ে আলোচিত অ্যাক্টিভিস্টরা। এদের দলটি অনেকগুলো জাহাজে করে সমুদ্রপথে গা. জা উপকূলের দিকে যাচ্ছে।

আন্তর্জাতিক মনোযোগ টানা এবং মিডিয়ার কাছে সেখানে কী হচ্ছে সেটি তুলে ধরা এই দলের মূল উদ্দেশ্য।

২০১০ সালের এমন এক অভিযানে প্রাণ দিয়েছিলেন কিছু অ্যাক্টিভিস্ট। এই দলের ক্ষেত্রেও তা হতে পারে। কিছুক্ষণ আগেই শুনলাম একটি জাহাজকে টার্গেট করা হয়েছে।

এই বিশ্ব বিখ্যাত অকুতোভয় মানুষদের দলে আছেন আমাদের বাংলাদেশের শহিদুল আলম।

আপনি যদি দিনের প্রায় ১১ ঘণ্টা বসে কাটান তাহলে আপনার আগামী ৩ বছরের মধ্যে মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রায় ৫০%।* বালিশ ছাড়া...
30/09/2025

আপনি যদি দিনের প্রায় ১১ ঘণ্টা বসে কাটান তাহলে আপনার আগামী ৩ বছরের মধ্যে মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রায় ৫০%।

* বালিশ ছাড়া ঘুমানোর অভ্যাস আপনার ঘাড় ও গলার ব্যথা থেকে মুক্তি দিতে পারে। এবং এর পাশাপাশি মেরুদণ্ড সুস্থ রাখে।

* একজন মানুষের উচ্চতা নির্ধারিত হয় তার বাবা ও তার ওজন নির্ধারিত হয় মায়ের মাধ্যমে।

* মানুষের মস্তিষ্ক ৩ টি জিনিসের দিক থেকে নজর ফেরাতে পারে না তা চোখের নজর হোক বা মনের নজর হোক। আর সে ৩ টি জিনিস হচ্ছে খাবার, আকর্ষণীয় মানুষ ও বিপদ।

*ডানহাতি মানুষেরা খাবার চিবোনোর সময় ডান চোয়াল ব্যবহার করেন।

*অ্যালবার্ট আইনস্টাইনের মতে, ‘যদি পৃথিবীতে মৌমাছি না থাকে তাহলে পৃথিবীর সব মানুষ ৪ বছরের মধ্যে মারা যাবে’।

* পৃথিবীতে এতো বেশি প্রজাতির আপেল রয়েছে যে, আপনি যদি প্রতিদিন ভিন্ন প্রজাতির ১ টি করে আপেল খান তারপরও সবপ্রজাতির আপেল খেতে আপনার ২০ বছর সময় লাগবে।

* আপনি খাবার ছাড়া প্রায় ৪ সপ্তাহ অর্থাৎ ২৮ দিন বেঁচে থাকতে পারলেও ১১ দিন না ঘুমালে আপনার মৃত্যু অনিবার্য।

* যারা অনেক বেশি হাসেন তারা অন্যান্য মানুষের তুলনায় অনেক বেশি সুস্থ এবং ভালো স্বাস্থ্যের অধিকারী। বলা হয় হাসি বিষণ্ণতা রোগের সবচাইতে বড় ঔষধ।

* ধূমপানের কারণে যতো মানুষ মারা যায় ঠিক ততো মানুষই অলসতা এবং পরিশ্রমবিহীন জীবনের জন্যও মারা যান।

*মানুষের মস্তিষ্ক উইকিপিডিয়াতে যতো তথ্য রয়েছে তার ৫ গুণ তথ্য ধারণ ধারণ ক্ষমতা রাখে।

*আমাদের দেহ ৩০ মিনিটে যতোটা তাপমাত্রা নির্গত করে তা দিয়ে দেড় লিটার পানি ফুটানো সম্ভব।

*আমাদের পাকস্থলীতে যে অ্যাসিড রয়েছে তা রেজর ব্লেড গলিয়ে ফেলতে সক্ষম।

*মানুষ আনমনে আপনার জুতোর দিকে নজর দেবেন এটি মানুষের প্রাকৃতিক একটি ব্যাপার। তাই সুন্দর জুতো পড়ুন। কারণ মানুষ অনেক সময় জুতো দেখেই ব্যক্তিত্ব নির্ধারণ করে ফেলেন।

Address

Rayer Bag Main Road, Mujahid Nagar
Dhaka
1362

Website

Alerts

Be the first to know and let us send you an email when AR Digital Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AR Digital Agency:

Share