T A H U S H i N

T A H U S H i N আল্লাহ্ ক্ষমাশীল ❤️

24/10/2025

رَبِّ اشْرَحْ لِیْ صَدْرِیْۙ . وَ یَسِّرۡ لِیۡۤ اَمۡرِیۡ. وَاحْلُلْ عُقْدَةً مِنْ لِسَانِيْ. يَفْقَهُوا قَوْلِيِ

হে আমার প্রভু, আমার অন্তরকে প্রশস্ত করে দাও। আমার কাজকে সহজ করে দাও। আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে তারা আমার কথা বুঝতে পারে।” ( সূরা ত্ব-হা, আয়াত ২৫-২৮ )

22/10/2025

বেশিরভাগ মানুষ ধর্মের কথা ততটুকুই বলে যতটুকু বললে নিজের বিরুদ্ধে না যায়।
আর ধর্ম ততটুকুই মানে যতটুকু তার পছন্দ হয়।

21/10/2025

নিজেদের অবস্থান কেমন চারদিকে তাকালেই বুঝা যায়!
প্রকৃতিতে কতরকম অসহায় মানুষ কতভাবে জীবন পার করছে!
আসল কথা হলো প্রকৃতিতে যেসকল মানুষ বিশেষ চাহিদাসম্পন্ন
দিনশেষে তারাই সুখী অথচ আমরা যারা সব কিছু পেয়েছি
তারা দিন শেষে সুখী না! আমাদের অবস্থা খারাপ না!
আমাদের পয়েন্ট অব ভিউ পাওয়ার লোয়ার কোয়ালিটির!

21/10/2025

উৎসব অথবা বিচ্ছেদ পরবর্তী অতিবাহের অবকাশে তুমি ততটুকুই প্রয়োজন ছিলে ঠিক যতটুকু তোমার প্রয়োজনীয়তা কারো কাছে ছিল!
দিন শেষে যে যার আশ্রয় ফিরে পায় ফিরে যায় তোমার আশ্রয় ছেড়ে!

21/10/2025

আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কখনো ভয়ভীতি, কখনো অনাহার দিয়ে, কখনো তোমাদের জানমাল ও ফসলাদির ক্ষতির মাধ্যমে। তুমি ধৈর্যশীলদের (জান্নাতের) সুসংবাদ দান করো।’ (সূরা বাকারা, আয়াত, ১৫৫)

সূর্য উঠবে, সূর্য উঠবে, দিন যাবে, রাত আসবে, পৃথিবীর সব কিছুই থেকে যাবে, শুধু আমি থাকবো না! 💔🥹
18/10/2025

সূর্য উঠবে, সূর্য উঠবে, দিন যাবে, রাত আসবে, পৃথিবীর সব কিছুই থেকে যাবে, শুধু আমি থাকবো না! 💔🥹

17/10/2025

আমি অভাব দেখেছি। ফিক্সড ডিপোজিট ছাড়া আমি কোথাও টাকা জমাতে পারিনি। আমার মানসিকতা এখনও মধ্যবিত্ত। আমি জানি, অর্থের ক্ষমতা অনেক বেশি। তাই সেই অর্থ বুঝে খরচ করা উচিত।”

আমার মনে হয়, টাকা দিয়ে নিজের জীবন না বদলে অন্যের জীবন বদলানো যায়। তাতে টাকার সঠিক ব্যবহার হয়। তাই ৩০ বা ৪০ লক্ষ টাকার ঘড়ি কিনতে আমার অপরাধ বোধ হয়। সেই টাকা দিয়ে কারও দুই বা তিন পুরুষের অর্থের সমস্যা মেটানো যায়

এক বার পছন্দ হয়েছিল বলে 3 লক্ষ টাকার একটা ঘড়ি কিনেছিলাম। কিন্তু সেটাও পরতে পারি না। আলমারিতে রাখা আছে। আসলে আমি যাদের সঙ্গে বড় হয়েছি তাদের মধ্যে অনেকে খাবার ডেলিভারি দেয়। অনেকে অন্য ছোট কাজ করে। তারা সকলেই আমার বন্ধু। সেই বন্ধুদের সামনে দামি ঘড়ি পরলে মনে হবে, ওদের অসম্মান করছি। আমি পরতেই পারব না।”

🗣️ বরুণ চক্রবর্তী ❤️

16/10/2025

মানুষ কতটুকু সম্মান পাবে অনেক সময় তার পোশাকে নির্ধারণ করে থাকে।
পোশাকের মানের উপর সম্মান সীমাবদ্ধ!

16/10/2025

যারা এইচএসসিতে ফেল করছেন তারা বিদেশ চলে যান। কুয়েত, দুবাই, ইতালি এসব দেশে। পাঁচ, দশ বছর পর ফিরে এসে বড় বাড়ি করবেন, সুন্দরী বিয়ে করবেন। আর আপনার এ প্লাস পাওয়া বন্ধু দেখবেন চাকরির বাজারে হন্য হয়ে ঘুরছে, বিয়ে সাদি তো বিলাসিতা।

এই কথা শতভাগ সত্যি!
16/10/2025

এই কথা শতভাগ সত্যি!

15/10/2025

اللَّهُمَّ صَلَّ وَسَلَّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّد
'আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ🤍🌸🥀

Address

Noakhali, Chittagong
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when T A H U S H i N posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to T A H U S H i N:

Share