08/11/2024
কালজয়ী পল্লীগীতি
মাঝি বাইয়া যাও রে
কথা ও সুর: পল্লীকবি জসীমউদ্দিন
কন্ঠ: গোলাম মাওলা
প্রযোজনা ও পরিবেশনা: রেডিও কথন_Radio Kothon..................................................................................
মাঝি বাইয়া যাও রে
অকুল দরিয়ার মাঝে
আমার ভাঙা নাও রে
মাঝি বাইয়া জাও রে (২)
ভেন্না কাষ্ঠের নৌকা খানি
মাঝখানে তার ছইয়া
(নৌকার) আগার থাইকা পাছায় গেলে
গলুই যাবে খইয়া রে
মাঝি বাইয়া জাও রে।
দীক্ষা শিক্ষা না লইয়া
আগে করছো বিয়া
(তুমি) বিনে খতে গোলাম হইলে
গাইটের কড়ি দিয়া রে
মাঝি বাইয়া জাও রে।
বিদেশে বিপাকে যারও
বেটা মারা যায়।
পাড়া-পরশি না জানিয়ে
জানে তারও মা’য়ও রে
মাঝি বাইয়া যাও রে।
#ইসলামীগজল #পল্লীগীতি
#আব্দুলআলীম #কালজয়ীগান #কাজী_নজরুল_ইসলাম #ফকিরলালনশাহ #লালনগীতি Golam Mowla