রেডিও কথন - Radio Kothon

রেডিও কথন - Radio Kothon রেডিও কথন - একটি বিশ্বাসী আহ্বান।

08/11/2024

কালজয়ী পল্লীগীতি
মাঝি বাইয়া যাও রে
কথা ও সুর: পল্লীকবি জসীমউদ্দিন
কন্ঠ: গোলাম মাওলা
প্রযোজনা ও পরিবেশনা: রেডিও কথন_Radio Kothon..................................................................................

মাঝি বাইয়া যাও রে
অকুল দরিয়ার মাঝে
আমার ভাঙা নাও রে
মাঝি বাইয়া জাও রে (২)

ভেন্না কাষ্ঠের নৌকা খানি
মাঝখানে তার ছইয়া
(নৌকার) আগার থাইকা পাছায় গেলে
গলুই যাবে খইয়া রে
মাঝি বাইয়া জাও রে।

দীক্ষা শিক্ষা না লইয়া
আগে করছো বিয়া
(তুমি) বিনে খতে গোলাম হইলে
গাইটের কড়ি দিয়া রে
মাঝি বাইয়া জাও রে।

বিদেশে বিপাকে যারও
বেটা মারা যায়।
পাড়া-পরশি না জানিয়ে
জানে তারও মা’য়ও রে
মাঝি বাইয়া যাও রে।

#ইসলামীগজল #পল্লীগীতি
#আব্দুলআলীম #কালজয়ীগান #কাজী_নজরুল_ইসলাম #ফকিরলালনশাহ #লালনগীতি Golam Mowla

04/11/2024

কালজয়ীগান: সর্বনাশা পদ্মা নদী
কথা ও সুর: আবদুল আলীম
শিল্পী: গোলাম মাওলা
প্রযোজনা ও পরিবেশনা: রেডিও কথন_Radio Kothon............................................................................

সর্বনাশা পদ্মা নদী
তোর কাছে শুধাই
বল আমারে তোর কি রে আর
কূল কিনারা নাই ॥

পাড়ের আশায় তাড়াতাড়ি
সকাল বেলায় ধরলাম পাড়ি
আমার দিন যে গেল সন্ধ্যা হলো
তবু না কূল পাই ॥

পদ্মা রে তোর তুফান দেইখা
পরাণ কাঁপে ডরে
এই না আমায় মারিস নে তোর
সর্বনাশা ঝড়ে।

একে আমার ভাঙ্গা তরী
মাল্লা ছয়জন শল্লা করি
আমার নায়ে দিল কুড়াল মারি
কেমনে পাড়ে যাই ॥

Golam Mowla
#ইসলামীগজল
banglagajol
#পল্লীগীতি
#আব্দুলআলীম
#কালজয়ীগান
#কাজী_নজরুল_ইসলাম
#ফকিরলালনশাহ
#লালনগীতি

29/10/2024

কালজয়ী ভাটিয়ালি!

নাইয়া রে নায়ের বাদাম তুইলা
কথা: রফিকুল হক, সুর: সত্য সাহা
শিল্পী: গোলাম মাওলা
প্রযোজনা ও পরিবেশনা: রেডিও কথন_Radio Kothon.................................................................................

নাইয়া রে নায়ের বাদাম তুইলা
কোন দূরে যাও চইলা।

অচিনা সায়রের মাঝি সেই কথা যাও বইলা।।

নাইয়ারে ভাটির দেশে যাও
যদি তুমি হিজলতলির হাটে

হেথায় আমার ভাইজান থাকে
আমার কথা কইয়ো তাকে
মইলাম দিখে জ্বইলা
কোন দূরে যাও চইলা

নাইয়ারে পরানে আর সইবে কত
আগুন জ্বলে মনে

বনের আগুন দেখতে পারে
মনের আগুন পুইড়া মারে।
ধিকিধিকি জ্বইলা
কোন দূরে যাও চইলা।।

#ইসলামীগজল
banglagajol
#পল্লীগীতি
#আব্দুলআলীম
#কালজয়ীগান
#কাজী_নজরুল_ইসলাম
#ফকিরলালনশাহ
#লালনগীতি
রেডিও কথন - Radio Kothon Golam Mowla

20/09/2024

রাসুলের শানে কালজয়ী গান

রাসুল নামে কে এলো মদিনায়
কথা ও সুর: পল্লীকবি জসীমউদ্দিন
কন্ঠ: গোলাম মাওলা
প্রযোজনা ও পরিবেশনা: রেডিও কথন_Radio Kothon....................................................................
রাসুল নামে ..কে এলো..মদিনায়
ওরে..আকাশের ঐ চন্দ্র কেড়ে
ও কে আনলো দুনিয়ায়

গলেতে তসবীরও মালা
কে চলে ঐ কামলিওয়ালা রে
ওরে আমার বুকের দরগা তলায়
তারে ডেকে নিয়ে আয়

দেখি নাই শুনি নাই কোথা
মানষে নাছে মানষের ব্যথা রে
ওরে..এমনও দরদীর কথা
শুনলে পরাণ ও জুড়ায়
রাসুল নামে ..কে এলো..মদিনায়..

#ইসলামীগজল #কালজয়ীগান
#কাজী_নজরুল_ইসলাম #গজল #পল্লী #কবি #জসীমউদ্দ

18/09/2024

জনপ্রিয় গান: নামাজি তোর নামাজ হলো যে ভুল
কথা ও সুর: কাজী নজরুল ইসলাম
শিল্পী: গোলাম মাওলা
প্রযোজনা ও পরিবেশনা: রেডিও কথন_Radio Kothon ..................................................................................

নামাজী, তোর নামাজ হলো যে ভুল।
মাসজিদে তুই রাখিরি সিজ্‌দা, ছাড়ি ইমানের মূল॥

জামাতে সামিল ঐ নামাজের,
আউড়ালি মুখে সুরা কোরানের,
ভাব্‌লি কি তুই পার হয়ে গেলি, পুলসেরাতের পুল॥

আজ মিলন তীর্থে বাঁধ রে কাতার মনের জায়নামাজে,
সেই আরফাতে তোর নুয়ে দে দিল না ফরমানি লাজে,

ওজু করে ফের তওবার নীরে,
তহরিমা বাঁধ ভীতু নত শিরে,
বন্দেগী তোর মকবুল হবে রে, কিয়ামতে পাবি কূল ॥
............................................................................................................................
নোট: এই গানটি নিয়ে বিতর্ক আছে-
যদিও গানটির বহুল প্রচলিত মত আছে, এর কথা ও সুর কাজী নজরুল ইসলামের। আবার কেউ দাবি করেন এই গানের..

কথা: সাঈদ সিদ্দিকী
সুর: দেলওয়ার হোসেন (চিত রায়)

পরিশেষে বলতে চাই, এর সঠিক তথ্য জানা থাকলে আমাদের জানানোর অনুরোধ করছি। ধন্যবাদ -

#ইসলামীগজল #কালজয়ীগান
#কাজী_নজরুল_ইসলাম #গজল

21/08/2024

বিখ্যাত গান: তাওফিক দাও খোদা
কথা ও সুর: কাজী নজরুল ইসলাম
শিল্পী: গোলাম মাওলা
প্রযোজনা ও পরিবেশনা: রেডিও কথন_Radio Kothon..................................................................................

তাওফিক দাও খোদা
মুসলিম- জাহাঁ পুনঃ হক আবাদ।
দাও সেই হারানো সুলতানত,
দাও সেই বাহু, সেই দিল আযাদ।।

দাও সেই হামজা সেই বীর অলীদ
দাও সেই ওমর হারুন আল রশিদ
দাও সেই সালাহউদ্দিন আবার
পাপ দুনিয়াতে চলুক জেহাদ।।

দাও বে-দেরেগ তেগ জুলফিকার
খয়রব জয়ীশেরে- খেদার,
দাও সে খলিফা সে হাশমাত
দাও সে মদিনা সে বাগদাদ।।

দাও সেই হামজা সেই বীর অলীদ
দাও সেই ওমর হারুন আল রশিদ
দাও সেই সালাহউদ্দিন আবার
পাপ দুনিয়াতে চলুক জেহাদ।।

দাও সে রুমী সাদী হাফিজ
সেই জামী খৈয়াম সে তবরিজ;
দাও সে বাবর সেই শাহজাহান
সেই তাজমহলের স্বপ্ন সাধ।।

দাও ভায়ে ভায়ে সেই মিলন
সেই স্বার্থত্যাগ সেই দৃপ্ত মন,
হোক বিশ্ব- মুসলিম এক জামাত
উড়ুক নিশান ফের যুক্ত চাঁদ।।

#কালজয়ীগান #ইসলামীগজল #কাজী_নজরুল_ইসলাম #তাওফিক দাও খোদা

07/07/2024

বিখ্যাত ইসলামী গান: পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই
কথা ও সুর: আব্দুল লতিফ
কন্ঠ: গোলাম মাওলা
প্রযোজনা ও পরিবেশনা: রেডিও কথন - Radio Kothon..................................................................................

পরের জায়গা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই
আমি তো সেই ঘরের মালিক নই।।

সেই ঘরখানা যার জমিদারি
আমি পাই না তাহার হুকুমদারী
আমি পাই না জমিদারের দেখা
মনের দুঃখ কারে কই।।

জমিদারের ইচ্ছামত দেই না জমি চাষ
তাইতো ফসল ফলে না রে
দুঃখ বারো মাস।।

আমি খাজনাপাতি সবই দিলাম
তবু জমিন আমার হয় যে নীলাম
আমি চলি যে তার মন জোগাইয়া
দাখিলায় মেলে না সই।।

#ইসলামীগজল #কালজয়ীগান #আব্দুলআলীম #কাজী_নজরুল_ইসলাম #ইসলামিক

28/06/2024

মন ভোমরা মজলি না তুই রসূল নামের রসে
কথা ও সুর: সিরাজুল ইসলাম
কন্ঠ: গোলাম মাওলা
প্রযোজনা ও পরিবেশনা: রেডিও কথন - Radio Kothon ......................................................................

মন ভোমরা মজলি না তুই
রসূল নামের রসে
ও তুই গাইলি না তাহার গুণগান
রইলি না নিজ বশে ॥

সবুজ বনের অবুঝ পাখি
ওরে সেও বসিয়া নিরালে
প্রাণ খুলিয়া গায় তাঁরই গান
সন্ধ্যা ও সকালে
ও তোর দিন গেল হায় বিষয় চিন্তায়
রাত কাটে আলসে ॥

ফুল থুইয়া তুই ওরে ভ্রমর
কুড়াইলি রে ভুল
তাই তো মধু পাইলি না রে
হারাইলি দুই কূল।

রসূল নামের সে ফুল সুধায়
ওরে ভ্রমর ক্ষুধা তৃষ্ণা রয় না
সেই অমৃত স্বাদ পাইলো যে
আর কিছু সে চায় না
সেই নামের মালা জুড়ায় জ্বালা
মধুময় পরশে ॥

#ইসলামীগজল #কালজয়ীগান #আব্দুলআলীম

কালজয়ী ইসলামী গান শুনতে সাথে থাকুন।বিস্তারিত মন্তব্যে....
26/06/2024

কালজয়ী ইসলামী গান শুনতে সাথে থাকুন।
বিস্তারিত মন্তব্যে....

21/06/2024

কালজয়ী গান: আর কতকাল ভাসবো আমি
দুঃখের সারী গাইয়া
কথা ও সুর: আব্দুল লতিফ
কন্ঠ: Golam Mowla
প্রযোজনা ও পরিবেশনা: রেডিও কথন - Radio Kothon ..................................................................................

আর কতকাল ভাসবো আমি
দুঃখের সারী গাইয়া
জনম গেল ঘাটে ঘাটে (আমার)
ভাঙা তরী বাইয়া রে আমার
ভাঙা তরী বাইয়া ॥

পরের বোঝা বইয়া বইয়া
নৌকার গলই গেছে খইয়া রে
আমার নিজের বোঝা কে বলিবে রে
রাখবো কোথায় যাইয়া ॥

এই জীবনে দেখলাম নদীর
কতই ভাঙা গড়া
আমার দেহ তরী ভাঙল শুধু
না জাগিল চড়া

আমার ভবে কেউ কি আছে
দুঃখ কবো কাহার কাছে রে
আমি রইলাম শুধু দয়াল আল্লাহ রে
তোমার পথ চাইয়া ॥

#রেডিওকথন #ইসলামীগজল #আব্দুলআলীম #কালজয়ীগান

06/06/2024

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শিল্পী: গোলাম মাওলা
পরিবেশনা: রেডিও কথন - Radio Kothon
..............…......................................................

আল্লাহু আল্লাহু
তুমি জাল্লে জালালুহু
শেষ করাতো যায় না গেয়ে
তোমার গুনগান। (২)

তুমি কাদের গাফ্ফার
তুমি জলিল জাব্বার
অনন্ত অসীম তুমি
রহিম রহমান।

তুমি মাটির আদমকে
প্রথম সৃষ্টি করিয়া
ঘোষণা করিয়া দিলে
শ্রেষ্ঠ বলিয়া। (২)
তাই নূরের ফেরেস্তা
করে আদমকে সেজদা। (২)
সবার চেয়ে দিলে
মাটির মানুষকে সন্মান।।

শিশু মুসা নবীরে
যখন দুশমনেরি ঢড়ে
সিন্দুকে ভরিয়া দিলো
ভাসাইয়া সাগরে। (২)
প্রাণে ছিল যাহার ভয়
সেথায় পেল সে আশ্রয়।
সেই দুষমনেরি হাতে
তাহার বাচাইলে প্রাণ।

যখন ইউনুছ নবীরে খাইল মাছেতে গিলিয়া
ফেরেশতা পাঠাইলে তখন এছমে আজম দিয়া ।।
দমে দমেতে হরদম সে পড়ে সে আজম ।।
সেই মাছের উদর হতে সে যে পেলো পরিত্রান।

#ইসলামী #গজল #আব্দুল #আলীম Golam Mowla

Address

Dhaka

Telephone

+8801888713572

Website

Alerts

Be the first to know and let us send you an email when রেডিও কথন - Radio Kothon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রেডিও কথন - Radio Kothon:

Share

Category