25/12/2023
ভালোবাসার আরেক নাম হচ্ছে ভালো রাখা আফসোস আমরা সবাই নিজেই নিজেদের মতো করে ভালো থাকাটাকেই বেছে নেই অথচ ভালোবাসার মানুষটি ভালো আছে কিনা সেটা জানার তেমন চেষ্টাও করি না অথচ যাকে ভালোবাসি তার মানসিক শান্তি, তাকে ভালো রাখা এসব কিছুর দায়িত্ব তো আমাদেরই তাই না তবে কেন আমরা এত স্বার্থপরতার প্রমাণ দেই,, সময়ের সাথে সাথে একদিন সব চাকচিক্য শেষ হয়ে যাবে শুধু মনের কোণে থেকে যাওয়া আফসোসটা রয়ে যাবে যে কেন অবহেলা করেছিলাম তাকে কেন সুন্দর সময় গুলোকে সুন্দর করে নষ্ট করেছিলাম☺️ কেন তাকে প্রাধান্য দেই নি ,,, কেন এত ভালোবাসার পরও তার কথা একবারও ভাবিনি যে তার কষ্ট হতে পারে সে ভালো নাও থাকতে পারে,,পরিশেষে এটাই বলা যায় ভালবাসার আরেক নাম আফসোস কারণ একদিন অকারনেই সব সময় শেষ হয়ে যাবে তখন শুধু আফসোস টুকুই রয়ে যাবে 🖤 তখন আফসোসের মাঝেই খুঁজে নিতে হবে ভালোবাসার ঘ্রাণ 🖤 সব পূর্ণতাতেই পূর্ণতা হয় না কিছু কিছু পূর্ণতাতেই রয়ে যায় অনেক অনেক অপূর্ণতা 🖤
(কপি)